
04/08/2025
“ভক্তির ভিত শক্ত হলে, ঝড়েও ঘর ভাঙে না।”
-----------------------------------------------------------------
------------------------------------------------------------------
জীবনে ঝড় আসবেই…
কিন্তু যদি কৃষ্ণকে ধরে রাখো…
তবে ভিত ভাঙে না।
ভক্তি মানে শুধু আনন্দে নয়,
সংকটে পাশে থাকা।
যত ঝড়ই আসুক…
তাঁকে ধরেই দাঁড়িয়ে থেকো।
যদি অনুভব করেন, কৃষ্ণ আপনার সাথেই আছেন — Comment করুন "🙏"
Subscribe/Follow করুন — প্রতিদিন কৃষ্ণভাবনায় থাকার জন্য।
ভক্তিমূলক অনুভব Jhunu Biswas #ভক্তিমূলকঅনুভব #শ্রীমদ্ভগবদগীতা #হরেকৃষ্ন #শ্রীকৃষ্ণ