
05/07/2025
জনশূন্য হয়ে পড়ল কাঞ্চনপুর বাজার ।। এখন থেকে প্রতি বৃহস্পতিবার কাঞ্চনপুর বাজার, সাপ্তাহিক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কাঞ্চনপুর বাজার কমিটি ।।
কাঞ্চনপুর বাজার প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কাঞ্চনপুর বাজার কমিটি। বাজার কমিটির এই সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকেই বাজার এলাকার সমস্ত দোকানপাট বন্ধ দেখা যায়। ফলে স্বাভাবিক দিনের তুলনায় একেবারেই জনশূন্য ও নিস্তব্ধ হয়ে পড়ে পুরো বাজার চত্বর। বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন ব্যবসায়ীদের বিশ্রামের সুযোগ হবে, তেমনই বাজারের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিয়ম শৃঙ্খলা বজায় রাখাও সহজ হবে বলে মনে করছে বাজার কমিটি।
তবে কিছু সাধারণ মানুষ, বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা ক্রেতারা এই হঠাৎ পরিবর্তনে কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলেও জানিয়েছেন