28/06/2025
THE TRAGIC STORY OF MR. KARTICK KUNDU & MRS. RINA KUNDU, DHUBRI (2001-2025)
বিষয় - গার্হস্থ্য অপরাধ (Domestic crime) এবং দখলবাজি
শ্রী কার্ত্তিক কুণ্ডু এবং শ্রীমতি রিনা কুণ্ডু
ঠিকানা - ১৮৯/১/১, সত্যেন্দ্র নাথ দত্ত রোড, নিউ ব্যারাকপুর, কলকাতা - ৭০০১৩১
কার্ত্তিক কুণ্ডু অসম এর ধুবুরী শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং অসম এর ধুবুরী শহরে দীর্ঘদিন ধরে বসবাস করে এসেছেন এবং তার কর্মক্ষেত্র ও অসম এর ধুবুরী শহর ছিল। ২৪ বছর আগে কার্ত্তিক কুণ্ডু নিউ ব্যারাকপুর এ বাড়ি বানিয়েছে, ওনার শ্বশুরের দেওয়া জমিতে।
কার্ত্তিক কুণ্ডু'র শ্বশুরের নাম 'স্বর্গীয় অমর চন্দ্র সাহা' এবং শাশুড়ি'র নাম 'বেলা সাহা'। কার্ত্তিক কুণ্ডু'র স্ত্রী রা চার বোন। কার্ত্তিক কুণ্ডু'র স্ত্রী'র নাম "রিনা কুণ্ডু" এবং শালীদের নাম মিনা সাহা, রানু রায়, রিতা সেন। কার্ত্তিক কুণ্ডু'র শাশুড়ি বেলা সাহা'র বাড়ি কার্ত্তিক কুণ্ডু'র বানানো বাড়ির পাশের প্লট এ।
কার্ত্তিক কুণ্ডু ২৪ বছর আগে বাড়ি টা নিউ ব্যারাকপুর এ বানানোর পরে হঠাত কার্ত্তিক কুণ্ডু'র শাশুড়ি 'বেলা সাহা কার্ত্তিক কুণ্ডু কে বলে 'বেলা সাহা'র বাড়ি টা মেরামত করবে, তাই কিছু দিন কার্ত্তিক কুণ্ডু'র বানানো বাড়িতে 'বেলা সাহা থাকবে। কার্ত্তিক কুণ্ডু বলেছে ঠিক আছে। তারপর 'বেলা সাহা বাড়ির মেরামত এর কাজ শুরু করে এবং কিছুদিন পর 'বেলা সাহা'র বাড়ি মেরামতের কাজ শেষ হওয়ার পরে 'বেলা সাহা আর তার নিজের বাড়িতে বসবাস না করে কার্ত্তিক কুণ্ডু'র বানানো বাড়িতেই বসবাস শুরু করে, তার পর 'বেলা সাহা কারণ বলেছে সে কার্ত্তিক কুণ্ডু'র বানানো বাড়ি টা দেখা শোনা করার জন্য কার্ত্তিক কুণ্ডু'র বানানো বাড়িতে বসবাস করছে। তারপর কিছুদিন পর ২০০২ সালে 'বেলা সাহা'র মে "রিতা সেন" এর বিয়ে হয় এবং 'রিতা সেন তার বিয়ের ৭ দিন পরে বলে তাকে নাকি তার শশুর বাড়ির থেকে অত্যাচার করছে, ঠিক সেই সময়ে কার্ত্তিক কুণ্ডু মানবতার খাতিরে 'রিতা সেন কে কার্ত্তিক কুণ্ডু'র বানানো বাড়িতে থাকতে দিয়েছে এবং কার্ত্তিক কুণ্ডু'র বানানো বাড়িতে থেকেই 'রিতা সেন তার ছেলেকে জন্ম দেয় তারপর থেকে কোনোনা কোনো কারণ দেখিয়ে 'রিতা সেন তার ছেলে রাজদ্বীপ সেন এবং তার স্বামী চাঁদু সেন কে সাথে নিয়ে কার্ত্তিক কুণ্ডু'র বানানো বাড়িতে বসবাস করা শুরু করে।
এই সব অবৈধ কার্যকলাপ 'বেলা সাহা'র মে "মিনা সাহা'র" নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলছে এবং 'মিনা সাহা ও কার্ত্তিক কুণ্ডু'র বাড়ি টি কে দীর্ঘদিন ধরে ব্যবহার করেছেন এবং বসবাস করেছেন অবৈধ ভাবে। এখন ২০২৫ সাল এখনো 'রিতা সেন তার ছেলে রাজদ্বীপ সেন এবং তার স্বামী চাঁদু সেন কে সাথে নিয়ে কার্ত্তিক কুণ্ডু'র বানানো বাড়িতে বসবাস করে চলেছে। কার্ত্তিক কুণ্ডু এবং রিনা কুণ্ডু'র পরবর্তী প্রজন্ম ইতিমধ্যে এই বিষয়ে টি কে বহুবার আপত্তি জানিয়েছে, তার পরেও 'অনবরত 'রিতা সেন তার ছেলে রাজদ্বীপ সেন এবং তার স্বামী চাঁদু সেন কে সাথে নিয়ে কার্ত্তিক কুণ্ডু'র বানানো বাড়িতে বসবাস করে চলেছে। যথাযত সম্ভব কার্ত্তিক কুণ্ডু'র বাড়ি টি কে দখলবাজি করার পরিকল্পনা নিয়ে "রিতা সেন এবং মিনা সাহা" এই সব অবৈধ কার্যকলাপ করছে দীর্ঘদিন ধরে।
যে কারণে কার্ত্তিক কুণ্ডু'র পরবর্তী প্রজন্মের সাথে কার্ত্তিক কুণ্ডু এবং রিনা কুণ্ডু'র দূরত্ব বেড়ে চলেছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
বর্তমান এই সব অবৈধ কার্যকলাপ করার জন্য সহযোগিতা করছেন 'মিনা সাহা'র স্বামী আদ্যাপীঠ এর বাসিন্দা শ্রী সুব্রত দেব।
"বিষয় টি ইতিমধ্যে বহুবার নিউ ব্যারাকপুর পুলিশ কে জানানো হয়েছে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কেও জানানো হয়েছে"।
যদিও এই পর্যন্ত এত কিছু হওয়ার পরেও কার্ত্তিক কুণ্ডু'র স্ত্রী রিনা কুণ্ডু'র কোনো ধরনের প্রতিক্রিয়া দেখতে পাই নি। এটা একটা অদ্ভুত আশ্চর্য কথা, কারণ রিনা কুণ্ডু এবং কার্ত্তিক কুণ্ডু বিগত প্রায় ৪০ বছর ধরে অসম এর ধুবুরী শহরে ভাড়া বাড়িতে বসবাস করে এসেছেন, তার পরেও এই বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া নেই।
'সারা জীবন শাশুড়ি এবং শালীদের পেটিকোট ধুলে শেষ বয়সে সর্বহারা হতে হয়। কার্ত্তিক কুণ্ডু বিগত ৪০ বছর ধরে যা করে এসেছেন, আর যার পরিনাম বর্তমান সর্বহারা কার্ত্তিক'।
বি:দ্ৰ: - কার্ত্তিক কুণ্ডু'র
আগের ঠিকানা - জনতা হকার্স মার্কেট, ধুবুরী
জুন, ২০২৫
ইতি,
___________
Manohar Lal Mamata Banerjee Abhishek Banerjee Chandrima Bhattacharya Professor Saugata Roy West Bengal Police Kolkata Police Barasat District Police Barrackpore City Police ABP Ananda Zee 24 Ghanta Calcutta News Calcutta Times Anandabazar Patrika (ANI)