
08/09/2025
ইন্ডিয়ার ডাক্তার বোলে কথা 🙈আমি প্রথমে ভাবছিলাম 6 মাসের বাচ্চার কাছে মনে হয় কলম দিছিলো তাই ফাকাইছে🙄। পরে ভালো করে লক্ষ্য দেখি ডাক্তারে ঔষধের নাম লেখছে। সরকারি হাসপাতালে ডাক্তারে লেখলে সব বুজা যায় কিন্তু প্রেভাইট ডাক্তারে এমন করে লেখে কেনো🙄। একটা রোগি জ্বরের জন্য 75 কিলোমিটার যাইয়া ডাক্তার দেখাইছে তার পর এই ঔষধ গুলো লেখছে কে কে বুজতে পারছেন বোলবেন অল্প।