পশ্চিমবঙ্গে AIMIM চাই

পশ্চিমবঙ্গে AIMIM চাই এই পেজটিতে সমস্যা থাকার কারণে দ্বিতীয় পেজ খোলা হয়েছে তাই সকলে যুক্ত হয়ে যান 👇👇

https://www.facebook.com/share/1Fkd4mUhD2/

২০২৪ সালের ২৪ নভেম্বর উত্তর প্রদেশের সম্ভাল জেলায় শাহী জামা মসজিদ জরিপের সময় সহিংসতায় পাঁচজন নিহত হন। এক বছর পরেও পুল...
16/10/2025

২০২৪ সালের ২৪ নভেম্বর উত্তর প্রদেশের সম্ভাল জেলায় শাহী জামা মসজিদ জরিপের সময় সহিংসতায় পাঁচজন নিহত হন। এক বছর পরেও পুলিশ এই মামলায় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে। সহিংসতার সময় আয়ান ও বিলাল হত্যার দায়ে জেলে থাকা মোল্লা আফরোজকে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) এর আওতায় অভিযুক্ত করা হয়েছে। ২০২৫ সালের ১৯ জানুয়ারী সম্ভাল পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে।

পুলিশের দাবি, সম্ভাল সহিংসতার সময় মোল্লা আফরোজ জামা মসজিদের কাছে সক্রিয় ছিলেন এবং পুলিশ দলকে লক্ষ্য করে গুলি চালান, কিন্তু বিশৃঙ্খলার সময় গুলি ভিড়ের মধ্যে থাকা মুসলিমদের উপর লাগে, যার ফলে বিলাল ও আয়ানের মৃত্যু হয়।

তৃনমূলের কথায় মুসলিমরা যদি SIR নিয়ে মুর্শিদাবাদের মত রাস্তায় নামে, অশান্তি সৃষ্টি করে তাহলে সেনাবাহিনী গুলি করবেঃ ভাষ...
16/10/2025

তৃনমূলের কথায় মুসলিমরা যদি SIR নিয়ে মুর্শিদাবাদের মত রাস্তায় নামে, অশান্তি সৃষ্টি করে তাহলে সেনাবাহিনী গুলি করবেঃ ভাষণ বিজেপি নেতা সুকান্ত মজুমদারের।

16/10/2025

আজ কংগ্রেসের তরুণ সমর্থকরা রাহুল গান্ধীর নুতুন রূপে মুগ্ধ — সেটাই স্বাভাবিক। রাহুল গান্ধী এবং তার টীম প্রচুর পরিশ্রম করেছেন, বিজেপি এবং ইলেকশন কমিশনকে নগ্ন করেছেন একের পর এক ডাটা এবং তথ্য দিয়ে। আমিও তাঁর প্রশংসা করি। কিন্তু যখন এই তরুণ তুর্কিরা আসাদুদ্দিন ওয়াইসিকে কোনো কারণ ছাড়াই নগ্নভাবে আক্রমণ করেন তখন তো তাদেরকে মনে করিয়ে দিতেই হয় যে “কাঁচের ঘরে বাস করে ঝগড়া করতে নেই”, যাইহোক আমাদের এই তরুণ প্রজন্মকে কিছু ইতিহাসের পাতা থেকে তুলে আনা ঘটনা মনে করিয়ে দিতে চাই।



কংগ্রেসের সময়কার কিছু দাগী অধ্যায়

১. অপারেশন পোলো (হায়দরাবাদ), ১৯৪৮
সেনা অভিযানের পর দাঙ্গায় প্রচুর মুসলিমের প্রাণহানি; সুন্দরলাল কমিটি গঠন হয়েছিল কিন্তু রিপোর্ট কখনো সামনে আসে নি।

২. বাবরি মসজিদের শাহাদাৎ (১৯৪৯–১৯৯২)
মূর্তি “পাওয়া” (১৯৪৯), তালা খোলা (১৯৮৬), ভিত্তিপ্রস্তর স্থাপন (১৯৮৬), এবং অবশেষে ধ্বংস (১৯৯২)—সবই কংগ্রেসের সময়কালে স্পর্শ করেছে। লিবারহান কমিশনের রিপোর্ট বহু দেরিতে এসেছে।

৩. গুজরাট দাঙ্গা, ১৯৬৯
৬৬০ জন সরকারি হিসাবে নিহত, অধিকাংশ মুসলিম। রিপোর্ট জনসমক্ষে আসেনি।

৪. নেল্লি গণহত্যা, আসাম ১৯৮৩
মাত্র কয়েক ঘণ্টায় হাজারের বেশি (অনুমান ২,০০০–৩,০০০) নিরীহ বাঙালি মুসলিম কৃষককে হত্যা করা হয়—এই গণহত্যার বড় অংশ আজও ইতিহাসের চাপে চাপা। তিওয়ারি কমিশনের রিপোর্ট আজও প্রকাশ করা হয়নি।

৫. অপারেশন ব্লু স্টার, ১৯৮৪
অমৃতসরের স্বর্ণমন্দিরে সেনা অভিযান—হাজারো প্রাণহানি; পূর্ণাঙ্গ বিচার হয়নি।

৬. দিল্লি শিখ গণহত্যা, ১৯৮৪
বহু শিখ নিহত; বহু কংগ্রেস নেতা অভিযুক্ত হলেও দশকের পর দশক শাস্তি এড়ায়।

৭. টাডা আইন (১৯৮৫–১৯৯৫)
৬৭,০০০-এর বেশি আটক, দোষী সাব্যস্ত

বিহারে তৃতীয় ফ্রন্ট তৈরি হয়েছে। মহাজোটে AIMIM অন্তর্ভুক্ত না হওয়ার পর, আসাদুদ্দিন ওয়াইসির দল চন্দ্রশেখর আজাদের আজাদ ...
16/10/2025

বিহারে তৃতীয় ফ্রন্ট তৈরি হয়েছে। মহাজোটে AIMIM অন্তর্ভুক্ত না হওয়ার পর, আসাদুদ্দিন ওয়াইসির দল চন্দ্রশেখর আজাদের আজাদ সমাজ পার্টি এবং স্বামী প্রসাদ মৌর্যের নিজস্ব জনতা পার্টির সাথে জোট গঠন করেছে। এর নাম গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স (GDA)। AIMIM রাজ্য সভাপতি আখতারুল ইমান বলেছেন যে AIMIM ৩৫টি আসনে, আজাদ সমাজ পার্টি ২৫টি আসনে এবং জনতা পার্টি ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি বলেন, "আমাদের লড়াই ক্ষমতার জন্য নয়, ন্যায়ের জন্য।"

কেরালার কোচির সেন্ট রিটা'স পাবলিক স্কুলে ছাত্রীদের হিজাব পরতে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি এখন তীব্র আকার ধারণ করেছে। ক্রমবর...
16/10/2025

কেরালার কোচির সেন্ট রিটা'স পাবলিক স্কুলে ছাত্রীদের হিজাব পরতে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি এখন তীব্র আকার ধারণ করেছে। ক্রমবর্ধমান বিতর্কের পর, কেরালার শিক্ষামন্ত্রী ভি. শিবানকুট্টি স্কুল প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে নির্যাতিতাকে হিজাব পরার অনুমতি দেওয়া হোক।

পশ্চিমবঙ্গে AIMIM চাই
16/10/2025

পশ্চিমবঙ্গে AIMIM চাই

নীতীশ কুমারের দল, জনতা দল ইউনাইটেড, ২০২৫ সালে বিহার বিধানসভা নির্বাচনের জন্য ৫৭ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে। ...
16/10/2025

নীতীশ কুমারের দল, জনতা দল ইউনাইটেড, ২০২৫ সালে বিহার বিধানসভা নির্বাচনের জন্য ৫৭ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে। জেডিইউ-র প্রথম তালিকায় একটিও মুসলিমের নাম নেই।

I got 447 reactions and 597 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have do...
14/10/2025

I got 447 reactions and 597 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

14/10/2025

I gained 37,670 followers, created 543 posts and received 13,842 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Address

Murshidabad
Dhulian
742202

Alerts

Be the first to know and let us send you an email when পশ্চিমবঙ্গে AIMIM চাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share