News Adda 20

News Adda 20 Journalist

কামড়ালে পোষা কুকুরকে পাঠানো হবে জেলে, মালিকের বিরুদ্ধে এফআইআর! নয়া বিধি চালু হল ভারতেরই এক শহরেপথকুকুরদের নিয়ে সুপ্রিম ...
17/12/2025

কামড়ালে পোষা কুকুরকে পাঠানো হবে জেলে, মালিকের বিরুদ্ধে এফআইআর! নয়া বিধি চালু হল ভারতেরই এক শহরে

পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। শেষ শুনানিতে স্কুল, রেলস্টেশন, হাসপাতাল চত্বর থেকে পথকুকুরদের সরানোরই নির্দেশ দেয় শীর্ষ আদালত। তবে এ বার পোষা কুকুরদের জন্য বিধি তৈরি করা হল।
পোষ্যদের জন্য নয়া নিয়মবিধি চালু করল দেহরাদূন পুরসভা। সম্প্রতি উত্তরাখণ্ডের দেহরাদূনে পোষা কুকুরের কামড়ে আক্রান্ত হওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সেই বিষয় বিবেচনা করে পুরসভা ‘দেহরাদূন ডগ লাইসেন্সিং বাইলজস ২০২৫’-এর অধীনে পোষা কুকুরদের জন্য কিছু নিয়ম বাধ্যতামূলক করেছে। জানানো হয়েছে, যদি কোনও পোষা কুকুর কাউকে কামড়ায়, তবে তার মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে। শুধু তা-ই নয়, ওই কুকুরটির হতে পারে ‘হাজতবাসও’। অর্থাৎ, তাকে তুলেও নিয়ে যেতে পারে পুরসভা।

নিয়ম অনুযায়ী, তিন মাসের বেশি বয়সি কুকুরের জন্য লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। সেই লাইসেন্স নথিভুক্তকরণের দিন থেকে এক বছর বৈধ থাকবে। তার পরে আবার নবীকরণ করতে হবে মালিককে। তবে নথিভুক্তকরণের সময় অবশ্যই কোনও পশু চিকিৎসকের দেওয়া জলাতঙ্করোধী টিকার শংসাপত্র জমা করতে হবে তাঁদের।

উল্লেখ্য, এই ধরনের নিয়ম রয়েছে উত্তরপ্রদেশেও। তবে সেটা পথকুকুরদের জন্য। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ‘বিনা প্ররোচনায়’ কোনও কুকুর যদি মানুষকে কামড়ায়, সেই কুকুরের ১০ দিনের ‘হাজতবাস’ হবে। মানে ১০ দিন তাকে কোনও পশুকেন্দ্রে আটকে রাখা হবে। একই দোষ দু’বার করলে? একেবারে আজীবন বন্দি! দু’বার কামড়ে ‘আজীবন সাজাপ্রাপ্ত’ কোনও কুকুরকে যদি কেউ পোষ্য করতে চান, তাঁকে তাঁর ব্যক্তিগত তথ্য দিতে হবে। বাড়ির ঠিকানা, নাম-পরিচয় ইত্যাদি জমা থাকবে প্রশাসনের কাছে। আনন্দবাজার

পাকিস্তানের আদিয়ালা জেলের বাইরে অবস্থান শুরু ইমরানের বোনেদের, পিটিআই কর্মীদের সামলাতে জলকামান পুলিশেরআদিয়ালা কারাগারের ...
17/12/2025

পাকিস্তানের আদিয়ালা জেলের বাইরে অবস্থান শুরু ইমরানের বোনেদের, পিটিআই কর্মীদের সামলাতে জলকামান পুলিশের

আদিয়ালা কারাগারের বাইরে কড়া নিরাপত্তা বসিয়েছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশকর্মীও মোতায়েন করা হয়েছে। জেলের পাঁচ নম্বর গেটের বাইরে বসানো হয়েছে জলকামান।
মঙ্গলবার ইমরানের সঙ্গে দেখা করতে আদিয়ালা জেলে গিয়েছিলেন প্রাক্তন পাক রাষ্ট্রনেতার তিন বোন। সঙ্গে ছিলেন পিটিআই নেতা তথা খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মহম্মদ সোহেল আফ্রিদি। ছিলেন পিটিআইয়ের অন্য তাবড় নেতারাও। কিন্তু বিকেল ৪টে নাগাদ জেল কর্তৃপক্ষ তাঁদের জানিয়ে দেন, পরিবার, সমর্থক কিংবা আইনজীবী— কারও সঙ্গেই দেখা করতে দেওয়া হবে না ইমরানকে। এর পরেই অশান্ত হয়ে ওঠে জেলের বাইরের পরিস্থিতি। বুধবার আদিয়ালা কারাগারের বাইরে অবস্থানে বসেন ইমরানের বোন আলেমা, নৌরীন এবং উজ়মা খান। আলেমার কথায়, ‘‘আমরা তো কোনও অবৈধ বা অসাংবিধানিক কাজ করছি না। যদি প্রতি সপ্তাহে আমাদের এ ভাবে বাধা দেওয়া হয়, তা হলে প্রতিবাদ করা ছাড়া আমাদের আর কী উপায় রয়েছে? আমরা এখানে শান্তিপূর্ণ ভাবে বসে আছি। আজ আমরা কম্বলও সঙ্গে নিয়ে এসেছি!’’

এর পর থেকেই আদিয়ালা কারাগারের বাইরে কড়া নিরাপত্তা বসিয়েছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশকর্মীও মোতায়েন করা হয়েছে। জেলের পাঁচ নম্বর গেটের বাইরে বসানো হয়েছে জলকামান। গোরক্ষপুর এবং কারখানা চেকপোস্ট-সহ একাধিক প্রবেশপথ ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আশপাশের এলাকার বাজার ও পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। ছুটি দিয়ে দেওয়া হয়েছে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে। কঠোর নিরাপত্তা সত্ত্বেও বুধবার জেলের কাছে ভিড় জমাতে শুরু করেন দলে দলে পিটিআই কর্মী। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শেষমেষ জলকামান ছোড়ে পুলিশ। এ নিয়ে নৌরীন বলেন, ‘‘আমরা সন্ত্রাসবাদী নই। পিটিআই একটি শান্তিপূর্ণ দল। তবুও আমাদের উপর জলকামান ব্যবহার করা হল। বহু মানুষ আহত হল। পঞ্জাব পুলিশ সন্ত্রাসী বাহিনীর মতো আচরণ করছে।’’আনন্দবাজার

বেআইনি নিয়োগ’! পাহাড়ের ৩১৭ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ, ফের হাই কোর্টে ধাক্কা খেল জিটিএসংশ্লিষ্ট ওই শিক্ষকদের নিয়...
17/12/2025

বেআইনি নিয়োগ’! পাহাড়ের ৩১৭ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ,
ফের হাই কোর্টে ধাক্কা খেল জিটিএ
সংশ্লিষ্ট ওই শিক্ষকদের নিয়োগ করে ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ বা জিটিএ। সেই নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে।
পাহাড়ে শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’র দুর্নীতির অভিযোগে আবার কলকাতা হাই কোর্টে ধাক্কা খেল ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ বা জিটিএ। বেআইনি নিয়োগের অভিযোগে ৩১৭ জনের চাকরি খারিজ করল বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ। বিচারপতির মন্তব্য, ওই নিয়োগপ্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি এবং আইনবিরোধী।

সংশ্লিষ্ট ওই শিক্ষকদের নিয়োগ করে জিটিএ। সেই নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। বুধবার এই মামলায় হাই কোর্টের পর্যবেক্ষণ, জিটিএ-র বৈঠকে রোশন গিরি সকল শিক্ষকের নিয়মিতকরণের প্রস্তাব দিয়েছিলেন। রাজ্য সরকার সেই প্রস্তাবে স্পষ্ট আপত্তি জানায়।

জিটিএ-র দাবি, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে নিয়মিত নিয়োগপ্রক্রিয়া সম্ভব ছিল না। তবে আদালত জিটিএ-র ওই যুক্তি সম্পূর্ণ ভাবে খারিজ করে দেয়। আবেদনকারীদের বক্তব্যে মান্যতা দিয়ে আদালত জানায়, ওই একই সময়ে অন্য ক্ষেত্রে নিয়োগ হয়েছে, ফলে ‘অসম্ভব’ বলে জিটিএ যে যুক্তি দিয়েছে তা ভিত্তিহীন।

নিয়মিতকরণের কথা বলা হলেও, তা প্রকৃতপক্ষে ছিল নতুন নিয়োগ, শুনানিতে জানায় বিচারপতি বসুর বেঞ্চ। আদালত আরও বলে, নতুন নিয়োগ নিয়মিতকরণের আড়ালে করা হয়েছে, তা স্পষ্টতই আইনলঙ্ঘনের সামিল। যে সব জায়গায় নিয়োগ হয়, তা বেসরকারি স্কুল বলে আদালতে দাবি করা হয়েছিল। যদিও আদালত তা মানতে চায়নি। জিটিএ আইনের ৭৩ নম্বর ধারার উল্লেখ করে আদালত জানায় যে, ওই স্কুলগুলি আইন অনুযায়ী পরিচালিত এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। শিক্ষকদের চাকরি বাতিলের পাশাপাশি সিআইডি তদন্ত চালিয়ে যাওয়ার পক্ষেও নির্দেশ দেয় আদালত।
আনন্দবাজার

শুনানির জন্য বৃহস্পতিবার থেকেই ভোটারদের নোটিস পাঠাচ্ছে কমিশন, কারা ডাক পাবেন, আর কারা পাবেন নাআগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান...
17/12/2025

শুনানির জন্য বৃহস্পতিবার থেকেই ভোটারদের নোটিস পাঠাচ্ছে কমিশন, কারা ডাক পাবেন, আর কারা পাবেন না
আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি পর্ব চলবে। প্রতিটি বিধানসভার একাধিক জায়গায় শুনানি হবে। শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসাবে কমিশন ১৩টি নথির কথা আগেই উল্লেখ করেছে।
শুনানির জন্য বৃহস্পতিবার থেকেই ভোটারদের নোটিস পাঠানো শুরু করছে নির্বাচন কমিশন। ২০০২ সালের (রাজ্যে এর আগে শেষ এসআইআর হয়েছিল ওই বছরে) ভোটার তালিকার সঙ্গে কোনও যোগসূত্র দেখাতে পারেননি ৩০ লক্ষ ৫৯ হাজার ২৭৩ জন ভোটার। ওই ‘নো ম্যাপিং’ ভোটারদের প্রত্যেকের কাছে নোটিস যাবে। নোটিস দেওয়ার পর সাত দিন সময় দেওয়া হবে ভোটারদের। কোথায়, কখন শুনানি হবে, তা নোটিসেই বলে দেওয়া হবে।
নো ম্যাপিং’ শ্রেণিভুক্ত ভোটারদের পাশাপাশি আরও এক কোটির বেশি ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের। এই শ্রেণিতে রয়েছেন প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটার। তাঁদের নামও খসড়া তালিকায় রয়েছে। তবে তাঁদের এনুমারেশন ফর্মে পাওয়া তথ্য সন্দেহজনক ঠেকছে কমিশনের। সেই কারণে তাঁদের তথ্য যাচাই করে দেখবেন বুথ স্তরের আধিকারিক (বিএলও)-রা। যাচাইপ্রক্রিয়ার পরও যে সমস্ত ভোটারদের নিয়ে কমিশনের সন্দেহ দূরীভূত হবে না, কেবল তাঁদেরই শুনানির জন্য ডাকা হবে।

আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি পর্ব চলবে। প্রতিটি বিধানসভার একাধিক জায়গায় শুনানি হবে। শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসাবে কমিশন ১৩টি নথির কথা আগেই উল্লেখ করেছে। প্রয়োজনে একাধিক নথি দেখাতে হতে পারে নো ম্যাপিং বা সন্দেহজনক তালিকার ভোটারকে।

কোনও ভোটার কমিশন নির্ধারিত দিনে শুনানির জন্য উপস্থিত না-থাকতে পারলে, সে ক্ষেত্রে কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কমিশন সূত্রে অবশ্য খবর, বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে ভোটারকে শুনানির জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে। যে সমস্ত ভোটারের বয়স ৮৫ পেরিয়েছে, তাঁদের বাড়িতেই শুনানি করার জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও: মনোজকুমার আগরওয়াল) আনন্দবাজার

খসড়া তালিকা ঘিরে বিভ্রান্তি! অভিযোগ: ফর্ম পূরণের পরেও কমিশনের কাছে কেউ ‘নিখোঁজ’, কেউ ‘মৃত’! ধন্দে বিএলও-রাওযাঁরা এনুমার...
17/12/2025

খসড়া তালিকা ঘিরে বিভ্রান্তি! অভিযোগ: ফর্ম পূরণের পরেও কমিশনের কাছে কেউ ‘নিখোঁজ’, কেউ ‘মৃত’! ধন্দে বিএলও-রাও

যাঁরা এনুমারেশন ফর্ম পূরণ করেছেন, তাঁদের প্রায় সকলেরই নাম থাকার কথা খসড়া তালিকায়। কিন্তু অভিযোগ, কিছু ক্ষেত্রে ফর্ম জমা দেওয়ার পরেও খসড়া তালিকায় নাম ওঠেনি। বিভিন্ন জেলায় এই ধরনের অভিযোগ উঠতে শুরু করেছে।

17/12/2025

কুড়িয়ে পাওয়া ব্যাগে থাকা টাকা ও জরুরি নথি প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শেখ রামিজ

বিধায়ক বায়রন বিশ্বাসের নেতৃত্বে আজ সাগরদিঘীর মানুষ সাক্ষী হতে চলেছেন এক নতুন অধ্যায়ের সূচনায়। “উন্নয়নের পাঁচালী”-র ...
17/12/2025

বিধায়ক বায়রন বিশ্বাসের নেতৃত্বে আজ সাগরদিঘীর মানুষ সাক্ষী হতে চলেছেন এক নতুন অধ্যায়ের সূচনায়। “উন্নয়নের পাঁচালী”-র মাধ্যমে আজ কথার নয়, কাজের মধ্য দিয়েই উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরলেন।
Bayron Biswas 8055

17/12/2025

অধিকার সভা থেকে আক্রমণ শাসক দলকে ,২৬ সের নির্বাচনকে পাখির চোখ করে সামসেরগঞ্জে মাঠে নামল AIMIM

এবার দু’টি কলেজের সভাপতির দায়িত্বে রামকৃষ্ণ (চুন্নু)।ইতিমধ্যেই ফরাক্কা কলেজের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি। এবা...
17/12/2025

এবার দু’টি কলেজের সভাপতির দায়িত্বে রামকৃষ্ণ (চুন্নু)।

ইতিমধ্যেই ফরাক্কা কলেজের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি। এবার সাগরদিঘী কলেজের সভাপতির দায়িত্বও গ্রহণ করলেন বাংলার বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী রামকৃষ্ণ সিং, যিনি পরিচিত চুন্নু নামে।

17/12/2025

ওয়াকফ সংশোধনী বিল বাতিল ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মুর্শিদাবাদে সিপিআইএমের প্রতিবাদ মিছিল

17/12/2025

বো*মা বাঁধতে গিয়ে বি*স্ফো*রণ, গুরুতর জ*খম নাজমুল শেখ—এলাকা ঘিরে পুলিশ, শুরু ত*দন্ত

17/12/2025

উন্নয়নের পাঁচালী প্রচারে পথে নামল ১৫টি টোটো, শুভ সূচনা করলেন বিধায়ক নিয়ামত শেখ

Address


Telephone

+918670658135

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Adda 20 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Adda 20:

  • Want your business to be the top-listed Media Company?

Share