AIL-Dawah Center

AIL-Dawah Center Ail-Dc2012

___In the name of Allah___
Assalamu-alaikum
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Wel Come to
(AIL)
"Adarsoh Islamic Library Dawah Center"

'আদর্শ ইসলামিক লাইব্রেরী দাওয়াহ সেন্টার'
স্থাপিত :- ২০১২
স্থান : নামও বাসুদেবপুর, ধূলিয়ান,মুর্শিদাবাদ, পিন ৭৪২২২৪

আল-কুরআন ও সহীহ প্রচারে এক অনন্য ইসলামিক লাইব্রেরী & দাওয়াহ সেন্টার।

প্রতিষ্ঠাতা ও পরিচালক:
"মুহাম্মাদ হাবিবুল্লাহ বিন উসমান"

আল-হামদুলিল্লাহি রব্বিল আলামিন....ওয়া র

সুলিহিল কারীম আম্মা বা'আদ......

দীর্ঘ দশ বছর যাবৎ কুরআন ও সহীহ্ সুন্নাহ-র প্রচার-প্রসার (সঠিক আকিদা ও মানহাজ এর নিরিখে,জান্নাত পাওয়ার ও জাহান্নাম থেকে মুক্তির স্বার্থে) আপোষহীনভাবে করে আসছে আদর্শ ইসলামিক লাইব্রেরী দাওয়াহ সেন্টার-(Offline & Online) জগতে,ইল্লা-মাশা-আল্লাহ

একমাত্র আল্লাহ সুবহানু ওয়া তায়ালার রহমতে এবং আপনাদের দুআয়।

আমাদের এ দাওয়াহ সেন্টার থেকে প্রকাশিত অনলাইন ও অফলাইনে প্রচারকৃত কুরআন ও সুন্নাহ থেকে বহু মানুষ তার জীবনে ইসলামের সঠিক দিশা ফিরে পেয়েছে এই জন্য আমরা মহান রব্ব এর শুকরিয়া জ্ঞাপন করছি আল-হামদুলিল্লাহ......

আমাদের এখান থেকে তথা (আদর্শ ইসলামিক লাইব্রেরী দাওয়া সেন্টার) থেকে প্রচার করা হয় আপোষহীনভাবে সঠিক আক্বীদা ও মানহাজ এর উপরে সলফে সালেহীনদের নীতি অনুযায়ী আল কুরআন ও সহীহ সুন্নাহর বাণী সমূহঃ,

যেমনঃ বিভিন্ন আর্টিকেল,অডিও, ভিডিও বক্তব্য,জুমার খুতবা সহ বিভিন্ন লিখনী সোশ্যাল জগতে উপস্থাপন করার মাধ্যমে এবং অফলাইন জগতে মানুষকে বিনা মূল্যে ইসলামিক বইগুলো পড়তে দেওয়া,ও বিভিন্ন ইসলাহী প্রোগ্রাম করার মাধ্যমে।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

প্রথমেই নিজেদের জীবনে ও নিজের পারিবারিক জীবনে আল্লাহ প্রদত্ত দ্বীন ও বিধান কে কায়েম করা যার বদৌলতে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের আশা করা.....

কেননা মহান আল্লাহ তাআলা বলেনঃ.....

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا قُوۡۤا اَنۡفُسَکُمۡ وَاَہۡلِیۡکُمۡ نَارًا وَّقُوۡدُہَا النَّاسُ وَالۡحِجَارَۃُ عَلَیۡہَا مَلٰٓئِکَۃٌ غِلَاظٌ شِدَادٌ لَّا یَعۡصُوۡنَ اللّٰہَ مَاۤ اَمَرَہُمۡ وَیَفۡعَلُوۡنَ مَا یُؤۡمَرُوۡنَ

অর্থঃ মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোরস্বভাব ফেরেশতাগণ। তারা আল্লাহ তা’আলা যা আদেশ করেন, তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয়, তাই করে।

(সূরা আত-তাহরীম ৬৬ : ৬)

আমাদের ডাক:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
�প্রথম ডাক:-
পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন,যিনিই এক ও অদ্বিতীয়।

কেননা স্বু-শিক্ষা ছাড়া জাতি সঠিক পথের দিশা পেতে না পারক,যার জন্যই আমরা প্রথম ডাক দিয়েছে শিক্ষা অর্জন করার-(কুরআনের নাজিল কৃত প্রথম আয়াতদ্বারা-৯৬/০১)

�দ্বিতীয় ডাক:-
"আসুন আল্লাহ্'র রজ্জুকে একত্রিত ভাবে ধারণ করি !"

কেননা ছিন্ন-ভিন্ন হয়ে ইসলাম পালন ও প্রচার করা চরম কষ্টকর ও ক্ষতিকর তাই ঐক্য গড়ার মাপকাঠি হল কুরআন ও সহীহ সুন্নাহ-(কুরআনের অমূল্য রত্ন দ্বারা-৩/১০৩)

এবং বর্তমানে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল Offline জগতে এর নিজস্ব ভবন-(ঘর) পূর্নস্থাপিত করা...

তাই আপনার সার্বিক সাহায্য ও সহযোগিতা,আপনার মূল্যবান পরামর্শ ও আপনার বৈধ কিছু অর্থ অত্র দাওয়াহ সেন্টার কে প্রদান করে সাদকায়ে জারিয়ায় অংশ নিন।

সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করুন.....
মুহাম্মদ হাবিবুল্লাহ বিন উসমান
+918001007990
+918001007563

অথবা সরাসরি দান/যাকাত পাঠান-

A/c 34882317807
Cif no 88414527273
Dhulian Branch Code 6932
IFSC : SBIN 0006932

Youtube Official
https://youtu.be/EssEwtNuDiE

Whatsapp Official
https://chat.whatsapp.com/KeWTWLIXSkmGQnyXBgKi2w

Facebook Official

https://www.facebook.com/AdarsohIslamicLibraryDawahCenterMdHabibullah/

সর্বশেষ আবেদন ও অনুরোধ থাকছে আমাদের অত্র দাওয়াহ সেন্টারের জন্য এর প্রতিষ্ঠাতার জন্য এবং এর সঙ্গে জড়িত থাকা সকল মুসলিম ভাই ও বোনদের জন্য সুন্দর ও খাস একটু দুআর আবেদন রইল।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
ইতি
মুহাম্মদ হাবিবুল্লাহ বিন উসমান
তাং-১০/০২/২০২২
মঙ্গলবার, রাত্রী-১১:৪৭
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি"A.I.L-DAWAH CENTER"আদর্শ ইসলামিক লাইব্রেরী দাওয়াহ্ সেন্টার"স্থাপিত- ২০১২সালাফী আক্বীদা...
20/08/2025

দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি"

A.I.L-DAWAH CENTER
"আদর্শ ইসলামিক লাইব্রেরী দাওয়াহ্ সেন্টার"
স্থাপিত- ২০১২

সালাফী আক্বীদা ও মানহাজ ভিত্তিক দ্বীন ইসলামের প্রচারের এক অনন্য ইসলামিক লাইব্রেরী ও দাওয়াহ্ সেন্টার,মানবিক ও ধর্মীয় সংস্থা।।

আস্সালামু আলাইকুম,
সম্মানীত ভাই/বোন। আমি আবু হাফিজা মুহাম্মাদ হাবিবুল্লাহ বিগত ২০১২ ইং সনে একটি ইসলামিক লাইব্রেরী প্রতিষ্ঠা করি মহান আল্লাহর ইচ্ছায়, যার নাম ছিল-"আদর্শ ইসলামিক লাইব্রেরী দাওয়াহ্ সেন্টার" যেটি ছিল অন্যর জায়গার উপর, জায়গার মালিক মৃত্যু বরণ করলে সেটি উঠে যায় Offline থেকে।

কিন্তু মহান রব্ব-এর ইচ্ছায় সেটি সোস্যাল জগতে প্রভাব লাভ করে। (আল্-হামদুলিল্লাহ্)

"আদর্শ ইসলামিক লাইব্রেরী দাওয়াহ্ সেন্টারের" কর্ম ছিল-সম্পূর্ণ বিনা মূল্যে মানুষকে ধর্মীয় বই-পুস্তক পড়তে দেওয়া, মানুষের সংস্পর্শে গিয়ে প্রকৃত মানবিক-ধার্মিক হতে আহ্বান করা, বিভিন্ন স্থানে ধর্মীয় সভা করা,তালিম,জুমআর খুৎবা ও লিখনির মাধ্যমে মানুষকে প্রকৃত পক্ষে সঠিক শিক্ষা গ্রহণ করতে আহ্বান করা ইত্যাদি-

যার ধারাবাহিকতা আজও সোস্যাল ও Offline জগতে বিদ্যমান (আল- হামদুলিল্লাহ)।
তাই এর ধারাবাহিকতা জারী রাখতে ইতি মধ্যেই- আমরা এর নিজস্ব ভবন নির্মাণ শুরু করেছি -
যা লিলটন পর্যন্ত গাঁথুনি আর পিলার পর্যন্ত কাজ সম্পাদন হয়েছে-(ফালিল্লাহিল হামদ)।

এখনো বাকি লিলটন ঢালায়,লিলটনের উপরে গাঁথুনি,ছাদ ঢালায়,জানালা, দরজা,প্লাস্টার সহ এখনও প্রায় ৫০% কাজ বাকি যা আল্লাহ-র রহমত,অনুগ্রহ ও ইচ্ছা ছাড়া সম্ভব নয়,একথাও সত্যযে মানুষের নেক দুআ ও আর্থিক সহ সার্বিক সাহায্য ছাড়া বাকি কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়, তাই আপনার মত ব্যক্তিদের সার্বিক সহযোগিতা কামনা করছি-

AIL DAWAH CENTER" এর প্রজেক্ট

১| নিজস্ব ভবন তৈরী করা - (যা চলমান)।

২| নিজস্ব ভবন থেকে- শৈশব কাটানো প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ কে পৃথক পৃথক করে,নারীকে নারী শিক্ষিকা,পুরুষকে পুরুষ শিক্ষক দ্বারা সহীহ শুদ্ধভাবে কুরআন শিক্ষা দান করা,পাশাপাশি দ্বীন ইসলামের বিশুদ্ধ তালীম-তরবিয়াহ দান করা।

৩| অফিসিয়াল ভাবে সহীহ শুদ্ধ প্রাকটিক্যাল স্বলাত/নামাজ শিক্ষাদান করা,কারণ সহীহ স্বলাতহীন বাকি আমল অনর্থক।

৪| জীবিকা নির্বাহ করার জন্য এখান থেকে হালাল রুজির পথ বের করা,যাতে করে মানুষ হারাম মুক্ত হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত প্রাপ্তি হয়।।

৫| আদর্শ ব্যাক্তি,পরিবার,জাতি ও সমাজ গঠনের লক্ষ্যে বিনা মূল্যে ধর্মীয় বই পুস্তক বিতরণ ও পড়তে দেওয়া,প্রয়োজনে প্ৰকৃত পূর্ণাঙ্গ মুসলিম হওয়ার ইনিস্টিটিউট প্রজেক্ট গ্রহণ করা।।

৬| এখান থেকে বিশুদ্ধ আক্বিদা ও মানহাজ ভিত্তিক বই-পুস্তক প্রকাশিত করা, যা ইতিমধ্যেই- নারী জাতীর উপদেশ স্বরূপ "হে আমাদের বোন সকল" এবং বর্তমান প্রেক্ষাপটে- "বাছাইকৃত ১০০ টি কুরআনের আয়াত ৪৫-টি সহীহ হাদীস" নামক দুইটি বই প্রকাশিত হয়েছে-(ফালিল্লাহিল হামদ)।

৭| সর্বপরি আমাদের এখন একটি মুসলিম কবরস্থান বাধ্য হয়ে গেছে, যা আমাদের দাওয়াহ্ ও ইসলাহির কাজকে আরও মজবুত করবে ইন-শা-আল্লাহ,এই সমাজের লাঞ্চিত বঞ্চিত শির্ক বিদআত থেকে মুক্ত ব্যাক্তি পরিবারগুলোর এটি একটি মূল্যবান সম্বল,তাই অবশ্যই সার্বিক সহযোগিতা করে সদকায়ে জারিয়ায় অংশ নিন।।

৮| অন্যদের জন্য -(অমুসলিম) কুরআন অনুবাদ, সীরাত গ্রন্থ,লিফলেট বিতরণ সহ সার্বিকভাবে দাওয়াহ্ প্রদান করা।।

৯| ছোট্ট ছোট্ট ছেলে-মেয়ে,প্রাপ্ত বয়স্ক, বিবাহিত-অবিবাহিত নারী-পুরুষদের তাওহীদ, আক্বীদা প্রশিক্ষণ দেওয়া।

১০| দুস্থ,অসহায়,ইয়াতিম ও অভাবী মানুষকে চিকিৎসা-শিক্ষা,বাসস্থান ও খাদ্যের জন্য আর্থিক সাহায্য করা - (যা চলমান)।

সর্বপরী আমাদের এই ক্ষুদ্র প্রয়াসগুলো জাতীর জন্য এক অনন্য সম্পদ হিসেবে কাজে লাগবে ইন-শা-আল্লাহ

সর্বপরী প্রত্যেক মুসলমানের নেক দুআ,নেক পরামর্শ ও আর্থিক সাহায্য একান্তই প্রয়োজন-

উপরোক্ত প্রতিটি পদক্ষেপকে বাস্তবে রূপ দিতে আপনাদের মূল্যবান পরামর্শ, খাস দু'আ,১০-টি টাকা হলেও অর্থ "আদর্শ ইসলামিক লাইব্রেরী দাওয়াহ্ সেন্টারকে" প্রদান করে সাদকায়ে জারিয়ায় অংশ গ্রহণ করুন-

দান/অনুদান/টাকা পাঠানোর ঠিকানা :-

A.I.L-DAWAH CENTER
ESTD-2012
Namo - Basudebpur, Dhuliyan, Murshidabd, 742224

Mobile No. 800 100 7563,

PhonPe No. 800 100 7990
(PhonPe,Google,Any Method)

State Bank of India

A/C No. 34882317807
CIF-88414527273
Dhuliyan Banch Code-6932
IFC Code- SBIN0006932

আবেদনার্থে-

আবু হাফিজা মুহাম্মদ হাবিবুল্লাহ -(প্রতিষ্ঠাতা ও পরিচালক) মোবাইল : ৮০০ ১০০ ৭৯৯০

আমাদের ডাকঃ-
(১) পড়ুন আপনার পালনকর্তার নামে। -(কারণ শিক্ষা ছাড়া জাতী অন্ধ)।
(২) আসুন আল্লাহর-রজ্জুকে একত্রিত ভাবে ধারণ করি। - (কারণ ছিন্নভিন্ন হয়ে ইসলাম পালন ও প্রচার কষ্টসাধ্য)।

বলার অপেক্ষা রাখে না বিগত ২০১২ ইংরেজি সন থেকে এযাবৎ আমাদের অত্র মাধ্যম থেকে বহু মানুষ ইসলামের সঠিক পথ খুঁজে পেয়েছেন- যুবক,বৃদ্ধ লোকেরা হস্তক্ষেপ মুক্ত মুখে দাড়ি,টাখনুর উপরে পোষাক, হালাল উপার্জন,৫-ওয়াক্ত স্বলাত,নারীরা পর্দা,স্বামীর আনুগত্য,সন্তানের অধিকার, স্বলাত সহ ইসলাম পালনে সচেষ্ট হয়েছেন-আল-হামদুলিল্লাহ

আল্লাহ্ পাক আমাদের সার্বিক নেক ইচ্ছা, আমল,সাহায্য,দান,ত্যাগ কবুল করে জান্নাত পাওয়ার অসীলা বানিয়ে দিন আমিন-ইয়া রাব্বাল আলামীন।।

অত্র "আদর্শ ইসলামিক লাইব্রেরী দাওয়াহ্ সেন্টার" দ্বারা প্রচারকৃত বিশুদ্ধ ইসলামের বাণী'গুলো পেতে ইউটিউব এবং ফেসবুক-এ সার্চ করুন:-

-DAWAH CENTER লিখে,
অথবা #আবু_হাফিজা_মোহাম্মদ_হাবিবুল্লাহ লিখে

কিংবা আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে Massage করুন Join A.I.L-D.C লিখে 800 100 7563 নম্বরে।

* আমাদের প্রথম প্রকাশিত "হে আমার বোন সকল' ও "বাছাইকৃত ১০০-টি কুরআনের আয়াত ও ৪৫-টি সহীহ হাদীস" নামক বইটি পেতে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:-

Online বই'ঘর
800 100 7990

জাজাকাল্লাহু খাইর

𝐀𝐈𝐋-𝐃𝐀𝐖𝐀𝐇 𝐂𝐄𝐍𝐓𝐄𝐑 Ail-Dawah Center  এটি একটি "আল্ -কুরআন ও সহীহ্ সুন্নাহ (সঠিক আক্বীদা ও মানহাজ ভিত্তিক) প্রচারের মাধ্যম,...
13/08/2025

𝐀𝐈𝐋-𝐃𝐀𝐖𝐀𝐇 𝐂𝐄𝐍𝐓𝐄𝐑 Ail-Dawah Center

এটি একটি "আল্ -কুরআন ও সহীহ্ সুন্নাহ (সঠিক আক্বীদা ও মানহাজ ভিত্তিক) প্রচারের মাধ্যম,মানবিক ও ধর্মীয় উপস্থাপনা, যা সর্বদাই উগ্রতা ও জঙ্গিবাদ বিরোধী একটি সংস্থা,কেননা ইসলাম উগ্রতা ও জঙ্গিবাদ সমর্থন করে না"

যার নিজস্ব কার্যালয় নির্মাণ চলমান-
আর্থিক সহায়তা প্রদান করে সদকায়ে জারিয়ায় অংশ নিন-

বিস্তারিত জানতে :-

AIL-Dawah Center একটি মানবিক ও ধর্মীয় সংস্থা সদকায়ে জারিয়ার উপযোগী প্লাটফর্ম......

https://youtu.be/x2d3AsW7Oag?si=aD1HJydOMYHAN4EQ

পরিচালক - +91 800 100 7990 ফোনপে, গুগলপে আছে এই নাম্বারে।।
অফিস +91 800 100 7563 (Only WhatsApp)

𝐀𝐈𝐋-𝐃𝐀𝐖𝐀𝐇 𝐂𝐄𝐍𝐓𝐄𝐑 Ail-Dawah Center  এটি একটি "আল্ -কুরআন ও সহীহ্ সুন্নাহ (সঠিক আক্বীদা ও মানহাজ ভিত্তিক) প্রচারের মাধ্যম,...
13/08/2025

𝐀𝐈𝐋-𝐃𝐀𝐖𝐀𝐇 𝐂𝐄𝐍𝐓𝐄𝐑 Ail-Dawah Center

এটি একটি "আল্ -কুরআন ও সহীহ্ সুন্নাহ (সঠিক আক্বীদা ও মানহাজ ভিত্তিক) প্রচারের মাধ্যম,মানবিক ও ধর্মীয় উপস্থাপনা, যা সর্বদাই উগ্রতা ও জঙ্গিবাদ বিরোধী একটি সংস্থা,কেননা ইসলাম উগ্রতা ও জঙ্গিবাদ সমর্থন করে না"

যার নিজস্ব কার্যালয় নির্মাণ চলমান-
আর্থিক সহায়তা প্রদান করে সদকায়ে জারিয়ায় অংশ নিন-

বিস্তারিত:-

AIL-Dawah Center একটি মানবিক ও ধর্মীয় সংস্থা সদকায়ে জারিয়ার উপযোগী প্লাটফর্ম......

https://youtu.be/x2d3AsW7Oag?si=aD1HJydOMYHAN4EQ

পরিচালক - +91 800 100 7990 ফোনপে, গুগলপে আছে এই নাম্বারে।।
অফিস +91 800 100 7563 (Only WhatsApp)

আর্থিক সাহায্যের আবেদন বিস্তারিতদয়ালু মহান আল্লাহর নামে শুরু করছিAIL-DAWAH CENTER"আদর্শ ইসলামিক লাইব্রেরী দাওয়াহ্ সেন্ট....

01/08/2025

সাবধান! আপনি জানেন স্বলাতি/নামাজির সামনে দিয়ে যাওয়ার অপরাধ কত ভয়ঙ্কর? ~ #আবু_হাফিজা_মোঃ_হাবিবুল্লাহ

জনাব আবু হাফিজা মুহাম্মদ হাবিবুল্লাহ

01/08/2025
16/06/2025

জনাব আবু হাফিজা মুহাম্মদ হাবিবুল্লাহ

16/06/2025

আলোচক জনাব আবু হাফিজা মুহাম্মদ হাবিবুল্লাহ

18/05/2025

আহ কথাগুলো কি কেউ বুঝবে না? ~ #আবু_হাফিজা_মোঃ_হাবিবুল্লাহ

18/05/2025

মানুষের সঙ্গে স্বু-সম্পর্কে থাকার শরয়ী (বৈধ) জাদু~ #আবু_হাফিজা_মোঃ_হাবিবুল্লাহ ~ এটাই সত্য ও।চূড়ান্ত

12/03/2025

⛔. এই পোস্টে অশ্লীলতা খুইজেন না -

নারীর শরীর খুব সেনসেটিভ। নারী পুরুষের সংস্পর্শে আসলে তার দৈহিক গঠন পালটে যায়।
পাল্টে যায় তার চেহারা৷ আর যদি সেটা হয় ফিজিক্যাল রিলেশন। তাহলে নারীর মাঝে ভারত্ব চলে আসে৷ চঞ্চলতা কমে যায়।

এখন চিত্র আপনি দেখলে বুঝবেন এদেশে ৮০% মেয়েই অবিবাহিত। কিন্তু তাদের অস্তিত্ব হয়ে আছে বিবাহিতদের মত। এবার নিজেই চিন্তা করুন সতীত্ব আছে কয়জনের!

ভার্সিটির অধিকাংশ মেয়ে গুলো দেখলে কি মনে হয় এরা অবিবাহিত? নার্সিং ডিপার্টমেন্টের মেয়েরাতো আরো এগিয়ে।

11/03/2025

ঈমানদার ও মুমিন দুইটি আলাদা ম্যাটার? ~ #আবু_হাফিজা_মোঃ_হাবিবুল্লাহ

03/01/2025

বিজাতীয় অনুসরণ ~ জনাব আবু হাফিজা মুহাম্মদ হাবিবুল্লাহ

Address

Namo Chachanda Jamemosjid. Near
Dhuliyan
742202

Alerts

Be the first to know and let us send you an email when AIL-Dawah Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AIL-Dawah Center:

Share

Category