
19/06/2025
🔴 বাংলার ইতিহাস বিকৃতি মেনে নেওয়া যাবে না!
বলিউডের নতুন ছবি "কেশরী চ্যাপ্টার-২"–এ আমাদের গৌরবময় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে যেভাবে বিকৃত করা হয়েছে, তা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়।
👉 শহিদ ক্ষুদিরাম বসু–বাংলার গর্ব, ভারতের স্বাধীনতার প্রথম শহিদদের অন্যতম। অথচ এই ছবিতে তাঁর পদবি পালটে করা হয়েছে "ক্ষুদিরাম সিং"!
👉 মহান বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ–বিপ্লবী আন্দোলনের অগ্রদূত। তাঁকেও অবমাননা করে বানানো হয়েছে "বারীন কুমার"!
এ কোন শিল্পচর্চা? ইতিহাসের সত্যকে বিকৃত করে, স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করে যদি বিনোদনের নাম করা হয়, তবে আমরা প্রতিবাদ করব।
📢 আমরা বাঙালি, আমাদের ইতিহাসকে বিকৃত করতে দেব না!
📚 বীর শহিদদের আত্মত্যাগকে বিকৃতি করে যারা সিনেমা বানায়, তারা বাংলার সংস্কৃতির শত্রু।
⚠️ সংশ্লিষ্ট নির্মাতাদের কাছে দাবি, অবিলম্বে এই ভুল শুধরান এবং শহিদদের সম্মান ফিরিয়ে দিন।
#ক্ষুদিরামবসু #বারীন্দ্রকুমারঘোষ #বাংলারইতিহাস #ইতিহাসবিকৃতি #বলিউড #বলিউডজবাবদাও