Mehebur story

Mehebur story এক দিকে লম্বা লম্বা স্বপ্ন 🥰🥰🥰আর
একদিকে কুল্লু নাফসিন যাইকাতুল মাউত 😥😥😥

06/08/2025

"আবূ সায়িদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “জান্নাতিরা জান্নাতে ও জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, অতঃপর আল্লাহ তা’আলা বলবেন: বের কর যার অন্তরে সর্ষে পরিমাণ ঈমান রয়েছে, ফলে তারা সেখান থেকে বের হবে এমতাবস্থায় যে কালো হয়ে গেছে, অতঃপর তাদেরকে বৃষ্টির নহর অথবা সঞ্জীবনী নহরে নিক্ষেপ করা হবে, ফলে তারা নতুন জীবন লাভ করবে যেমন নালার কিনারায় ঘাস জন্মায়। তুমি দেখনি তা হলুদ আঁকাবাঁকা গজায়?”। [বুখারি ও মুসলিম]

06/08/2025

মা কখনো তার সন্তানের কাছে কিছু পাওয়ার জন্য, তাকে এতো আগলে রাখে না। মা চায় সব সময় তার সন্তান যেন ভালো থাকে। সে কষ্ট করতে রাজি কিন্তুু তার সন্তানকে কষ্ট করতে, দেখতে সে রাজি নয়। মায়েরা তার সন্তানের জন্য সব সময় জীবন বাজি রেখে দেয়।

05/08/2025

শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

02/08/2025

Shaikh abdr rajjak bin yousuf

05/04/2025

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের, যারা আল্লাহর সৃষ্টির মতো কিছু তৈরি করার চেষ্টা করে।" (বুখারী ও মুসলিম)
* অন্য এক হাদিসে আছে, “প্রত্যেক ছবি নির্মাতা জাহান্নামে যাবে। সে যত ছবি অঙ্কন করেছে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য একটি করে প্রাণী তৈরি করা হবে। সে জাহান্নামে (তাকে) শাস্তি দেবে”। (সহিহ বুখারী ও মুসলিম)
* উদ্ভিদ ও জড় বস্তুর ছবি আঁকা:
* উদ্ভিদ, প্রাকৃতিক দৃশ্য বা জড় বস্তুর ছবি আঁকার বিষয়ে ইসলামে সাধারণত কোনো নিষেধাজ্ঞা নেই।
* ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, “তোমাদেরকে যদি ছবি আঁকতেই হয় তাহলে বৃক্ষ ও যার রূহ নেই তার ছবি আঁক”।

17/08/2024
02/01/2024

ঈমান কে যাচাই করুন 📢ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

11/12/2023

তাকদিরে বিশ্বাস ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

29/11/2023

রিদজাল আহমেদ অসাধারণ কুরআন তেলওয়াত

28/11/2023

কবরে ফুল দেয়া বা কাঁচা ডাল পোতা শরীয়ার বিধান কি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

16/10/2023

ইসরাইলের বিরুদ্ধে লড়তে প্রস্তুত হিজবুল্লাহ ভাগ্য খুলবে ফিলিস্তিনদের

Address

South 24 Parganas
Lakshmikantapur
743399

Alerts

Be the first to know and let us send you an email when Mehebur story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehebur story:

Share

Category