Rafsan Rayat

Rafsan Rayat Love Allah
(4)

২৪ ঘণ্টা চোখে চোখে রাখি তারপরেও অঘটন ঘটিয়ে ফেলে বাচ্চারা। এদের টেনশনে টেনশনে অবস্থা খারাপ।কম গ্যাপের ২/৩ টা টডলার যাদের...
28/07/2025

২৪ ঘণ্টা চোখে চোখে রাখি তারপরেও অঘটন ঘটিয়ে ফেলে বাচ্চারা। এদের টেনশনে টেনশনে অবস্থা খারাপ।
কম গ্যাপের ২/৩ টা টডলার যাদের বাসায় আছে তারাই বুঝবে এই যন্ত্রণা।

আসসালামু আলাইকুম 🙂কেমন আছেন সবাই??? সাম্প্রতিক ভাইরাস ঠান্ডা জ্বরে বাচ্চারা আক্রান্ত। খুবই বাজে সময় পার করছি 😔
27/07/2025

আসসালামু আলাইকুম 🙂
কেমন আছেন সবাই??? সাম্প্রতিক ভাইরাস ঠান্ডা জ্বরে বাচ্চারা আক্রান্ত। খুবই বাজে সময় পার করছি 😔

অসহ্যজনক কিছু দেখে যদি চুপ থাকতে পারতাম খুব ভালো হতো। ফেসবুকে ঢুকতেই কেমন বিরক্ত লাগছে কিছু পাবলিক এর কান্ডকারখানা দেখে।...
24/07/2025

অসহ্যজনক কিছু দেখে যদি চুপ থাকতে পারতাম খুব ভালো হতো। ফেসবুকে ঢুকতেই কেমন বিরক্ত লাগছে কিছু পাবলিক এর কান্ডকারখানা দেখে। যত সময় আমাদের নিজেদের সাথে কোনো কিছু না ঘটে আমরা দ্রুতই সব ভুলে যাই। মাইলস্টোন ট্রাজিডি তে যেসব ফ্যামিলি জড়িয়ে আছে তারা কি পারছে রিলস্ বানাতে? খাবারের ছবি তুলতে? সকাল, দুপুর, বিকালের শুভেচ্ছা জানাতে?? ওরা পারবে না। আগামী ৬ মাস/১ বছর এমনকি আজীবন বয়ে বেড়াবে এই ক্ষত কিন্তু আমরা অলরেডি সাভাবিক হয়ে হাসাহাসি করছি, রিলস বানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কি নির্মম! কারো দুঃখে ব্যথিত হওয়ার বুলি আউড়াচ্ছি আর ভিডিও আপলোড করছি 😭😭

কন্টেন্ট ক্রিয়েশনের নেশায় উন্মত্ত নির্লজ্জ জাতিতে পরিণত হয়েছি আমরা। ভিউ বাড়ানোর ধান্দায় ভিডিও করা নিয়ে ব্যাস্ত অনে...
22/07/2025

কন্টেন্ট ক্রিয়েশনের নেশায় উন্মত্ত নির্লজ্জ জাতিতে পরিণত হয়েছি আমরা। ভিউ বাড়ানোর ধান্দায় ভিডিও করা নিয়ে ব্যাস্ত অনেকেই। কিভাবে এরকম অবস্থায় হাতে ফোন নিয়ে পুড়ে যাওয়া ক্ষত বিক্ষত শরীরের ভিডিও/ছবি নিতে পারলো তারা?? নিজের বিবেককে প্রশ্ন করে দেখা উচিত, তাদের জায়গায় নিজেদের বসিয়ে ভেবে দেখতেও গায়ে কাঁটা দেয়।
কালকে এই ঘটনার পর থেকে যেনো সবকিছু থমকে গেছে, কিছুই করতে পারছি না। এরমধ্যে আবার ভিডিও করে পোস্ট দেওয়ার মানসিকতা পায় কোথায় এরা!!!
জান্নাতের ফুল হয়ে যাক বাচ্চারা অন্তত এইটুকু ভেবে বাবা মা শান্তনা খুঁজে নেওয়ার চেষ্টা করবে 😭😭😭

শুভ সকাল সবাইকে....❤️❤️প্রচুর গরম শুরু হয়েছে আবার। বাচ্চাদের সাবধানে রাখবেন। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই..❤️❤️...
21/07/2025

শুভ সকাল সবাইকে....❤️❤️
প্রচুর গরম শুরু হয়েছে আবার। বাচ্চাদের সাবধানে রাখবেন। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই..❤️❤️❤️❤️

দুটি কাজ একইসাথে করার নাম হলো ব্যস্ততা যা করতে গিয়ে অবশেষে আমরা একটিও কাজ সঠিক ভাবে সম্পাদন করতে উঠতে পারিনা।শুভ রাত্রি...
20/07/2025

দুটি কাজ একইসাথে করার নাম হলো ব্যস্ততা যা করতে গিয়ে অবশেষে আমরা একটিও কাজ সঠিক ভাবে সম্পাদন করতে উঠতে পারিনা।
শুভ রাত্রি সবাইকে...❤️❤️

বৃষ্টি হলে মানুষ বিরক্ত হয়ে যায় এমন বৃষ্টি হয় আর রোদ হলে অসহনীয় গরম আর কাট ফাটা রোদ 🤔🤔দিনটি শুভ হোক সবার...🩵🩵🩵
19/07/2025

বৃষ্টি হলে মানুষ বিরক্ত হয়ে যায় এমন বৃষ্টি হয় আর রোদ হলে অসহনীয় গরম আর কাট ফাটা রোদ 🤔🤔
দিনটি শুভ হোক সবার...🩵🩵🩵

শুভ রাত্রি সবাইকে...💤💤💤💤জুক্কু মামার কোম্পানিতে সময়ই দিতে পারি না.. 😔😔নিজের প্রোডাকশন গুলোর পেছনে দৌড়াতে দৌড়াতে 😁😁   ...
18/07/2025

শুভ রাত্রি সবাইকে...💤💤💤💤
জুক্কু মামার কোম্পানিতে সময়ই দিতে পারি না.. 😔😔
নিজের প্রোডাকশন গুলোর পেছনে দৌড়াতে দৌড়াতে 😁😁

অবশ্যই ..👍👍
17/07/2025

অবশ্যই ..👍👍

বাবার কর্মফল প্রায়ই মেয়ের জীবনেই এসে পড়ে। বলা হয়, মেয়ে সন্তান শুধু বাবার নামই বহন করে না—কখনো কখনো তার বোঝাও বইতে হ...
16/07/2025

বাবার কর্মফল প্রায়ই মেয়ের জীবনেই এসে পড়ে। বলা হয়, মেয়ে সন্তান শুধু বাবার নামই বহন করে না—কখনো কখনো তার বোঝাও বইতে হয়।

দেখা যায় না এমনভাবে, বাবার কাজ, ভালোবাসা, বিশ্বস্ততা, টাকা-পয়সা আর নৈতিকতার বেছে নেওয়া পথ—এসবই প্রভাব ফেলতে পারে তার মেয়ের জীবনে।

যে প্রতিশ্রুতি তিনি একদিন কোনো নারীর কাছে ভেঙে ছিলেন, তার প্রতিফলন ঘটতে পারে মেয়ের চোখের জল হয়ে—নিজের সম্পর্কে, নিজের প্রেমে।

যে ঋণ তিনি উপেক্ষা করেছিলেন বা যে লোভকে তিনি স্থান দিয়েছিলেন, তা পরবর্তীতে মেয়ের অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় এসে ধরা দেয়।

এটা কোনো শা*স্তি নয়—এটা একটা চক্র। জন্মে জন্মে বয়ে চলে ব্য'থা, অ*শান্তি আর অপ*রাধবোধের শক্তি।

এই কারণেই "হিলিং" বা আত্মোপচার জরুরি। এই কারণেই একজন বাবাকে সততার সঙ্গে জীবন কাটাতে হবে। কারণ তার মেয়ে সেই তরঙ্গের স্পন্দন অনুভব করবে—মন থেকে, আত্মা থেকে, এমনকি চুপচাপ, তার জীবনের একান্ত কোণেও।

তাই প্রতিটি বাবাকে বলি, চক্রটা ভে*ঙে দাও তার আগেই, যা তোমার মেয়েকে ভে*ঙে দিতে পারে। তেমন মানুষ হও—যেমন মানুষ তুমি চাও, তোমার মেয়ের জীবনে আসুক।
C

রাতের প্রকৃতি যেন এক মায়াভরা শহর, যে শহরে শুধু আমি আছি আর কেউ নেই। 🙂🩵শুভ রাত্রি সবাইকে ☁️☁️
15/07/2025

রাতের প্রকৃতি যেন এক মায়াভরা শহর, যে শহরে শুধু আমি আছি আর কেউ নেই। 🙂🩵
শুভ রাত্রি সবাইকে ☁️☁️

শুভ দুপুর সবাইকে.. 🩵
15/07/2025

শুভ দুপুর সবাইকে.. 🩵

Address

Rampura
Dimapur
7720

Alerts

Be the first to know and let us send you an email when Rafsan Rayat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rafsan Rayat:

Share