13/05/2025
আজ আন্দুল স্টেশন এ নিজের চোখে একজনকে চলতি ট্রেন থেকে পরে সাথ সাথ টুকরো টুকরো হয়ে মারা যেতে দেখলাম খুবই ভয়ানক আমি তো কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গিয়েছি 🥹ভয় ও পেয়েছি । ব্রেইন মাথা হাত পা বডি সব আলাদা হয়ে গেছে ভয়ে আর তাকাইনি। যারা ট্রেন e যাতায়াত করেন সবার কাছে আবেদন সময় এর চেয়ে জীবনের মূল্য নিশ্চই অনেক বেশি দোয়া করে সাবধানে যাতায়াত করবেন দেরি হোক কিন্তু জীবনের কথা মাথায় রাখুন আর চলতি ট্রেন থেকে নামা ওঠার কথা চিন্তাও করবেন না । আর রেল লাইন দিয়ে পার হওয়ার কথাও ভাববেন না ব্রিজ দিয়ে কষ্ট করে পর হয়ে যান । আর দোয়া করে দরজার পাশে দাঁড়িয়ে হাওয়া বাজি করবেন না 🙏
✍️রাহেনা খাতুন