28/08/2025
📖 অচেনা দুপুর – পর্ব ৬
✍️ লেখক: Debu Roy
হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এক পুরনো পুকুরঘাটে।
চারদিক নির্জন, তবুও আশ্চর্য রকম শান্ত।
সে হঠাৎ থেমে গেল।
জলের দিকে তাকিয়ে বলল—
“জানো, ছোটবেলায় ভাবতাম, জলেই সব উত্তর আছে। চুপচাপ তাকিয়ে থাকলেই সব বুঝে যাবে।”
আমি জিজ্ঞেস করলাম—
“আর এখন?”
সে মৃদু হেসে উত্তর দিল—
“এখনও জলেই খুঁজি… তবে কেউ পাশে থাকলে খোঁজটা সহজ হয়।”
আমি কিছু বলতে পারছিলাম না।
এই অচেনা মেয়েটা, যার নামটাও আমি জানি না, প্রতিদিন একটু একটু করে ছুঁয়ে যাচ্ছে আমার ভেতরের গোপন জায়গাগুলো।
হঠাৎ ব্যাগ থেকে একটা ছোট খাম বের করে সে আমার হাতে দিল।
বলল—
“এটা রেখো… আজকে শুধু পড়ো, উত্তর চাইছি না।”
আমি নির্বাক হয়ে খামটা হাতে নিলাম।
সে আবার হাঁটতে শুরু করল… আর আমি পেছনে তাকিয়ে ভাবলাম—
অচেনা দুপুরের এই পথ আমাকে কোথায় নিয়ে যাবে?
#অচেনা_দুপুর
#বাংলা_গল্প
#মনছোঁয়া