05/08/2025
📖 গল্পের নাম: অচেনা দুপুর
📝 পর্ব: ৬
✍️ লেখক: Debu Roy
হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছিলাম একটা পুরনো পুকুরঘাটে।
জায়গাটা একেবারে নির্জন, অথচ আশ্চর্য রকম শান্ত।
সে হঠাৎ থেমে গেল।
জলে তাকিয়ে বলল,
— "জানো, ছোটবেলায় ভাবতাম, জলেই সব উত্তর আছে। কেউ চুপ করে তাকিয়ে থাকলেই বুঝে যাবে সবকিছু..."
আমি জিজ্ঞেস করলাম,
— "আর এখন?"
সে হেসে বলল,
— "এখনও জলেই খুঁজি... তবে কেউ পাশে থাকলে খোঁজটা সহজ হয়।"
একটা পলক পড়ল না আমার চোখে।
এই মেয়েটা, যার নামটা আমি এখনও জানি না,
সে যেন প্রতিদিন একটু একটু করে ছুঁয়ে যাচ্ছে এমন এক জায়গায়,
যেটা আমি বহুদিন ধরে বন্ধ করে রেখেছিলাম।
হঠাৎ সে ব্যাগ থেকে একটা ছোট্ট খাম বার করল।
আমার দিকে এগিয়ে দিল।
— "এটা নিও। আজ না হয় শুধু পড়ে রেখো। উত্তর চাইছি না, দিচ্ছিও না।"
আমি খামটা হাতে নিলাম।
সে কিছু না বলে আবার হাঁটতে শুরু করল…
আর আমি পেছনে তাকিয়ে ভাবলাম—
অচেনা দুপুরের এই পথ কোথায় নিয়ে যাচ্ছে আমাকে?
#অচেনা_দুপুর
#বাংলা_গল্প
#মনছোঁয়া_গল্প