FyVlogg

FyVlogg পৃথিবী আশ্চর্য্যময় এবং আশ্চর্য্যে ভরা

দৈনন্দিন জীবনে আগুন হল আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটি। আগুনের নিয়ন্ত্রিত ব্যবহার যেমন মানুষকে সমৃদ্ধ করে...
05/09/2025

দৈনন্দিন জীবনে আগুন হল আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটি। আগুনের নিয়ন্ত্রিত ব্যবহার যেমন মানুষকে সমৃদ্ধ করেছে আবার আগুন অনিয়ন্ত্রিত হলে সবকিছু ধ্বংস করে দিতেও পারে। তাই অগ্নি সচেতনতা আমাদের জীবনে ভীষণ প্রয়োজন ।

🇮🇳 বাবা অফিস ইউনিফর্মে, মেয়ে স্কুল ইউনিফর্মে ❤️ | Independence Day Special |
16/08/2025

🇮🇳 বাবা অফিস ইউনিফর্মে, মেয়ে স্কুল ইউনিফর্মে ❤️ | Independence Day Special |

কোনো একসময় জাঁকজমকপূর্ণ ছিল যার প্রতিটি কোণ, আজ সেই রাজমহল শুধুই নীরব ইতিহাসের সাক্ষী। সময়ের স্রোত অনেক কিছুই বদলে দেয...
20/07/2025

কোনো একসময় জাঁকজমকপূর্ণ ছিল যার প্রতিটি কোণ, আজ সেই রাজমহল শুধুই নীরব ইতিহাসের সাক্ষী। সময়ের স্রোত অনেক কিছুই বদলে দেয়, শুধু স্মৃতিই থেকে যায়...🏰🕰️📜

ঘুম ও জেগে থাকার গল্পটা শুধু শরীরের নয়, মন ও মানসিকতারও...রাতে ঘুম না আসা – এটা নিঃসন্দেহে একটি শারীরিক ব্যাধি। এতে শরী...
19/07/2025

ঘুম ও জেগে থাকার গল্পটা শুধু শরীরের নয়, মন ও মানসিকতারও...

রাতে ঘুম না আসা – এটা নিঃসন্দেহে একটি শারীরিক ব্যাধি। এতে শরীর ক্লান্ত হয়, মন অবসন্ন হয়।
কিন্তু এমন কিছু মানুষ আছেন, যারা চোখ খোলা রেখেও যেন ঘুমিয়ে থাকেন – এটা হয়তো আমাদের সময়ের এক ধরনের সামাজিক অসচেতনতা।

এই কথাগুলো কারও প্রতি ইঙ্গিত নয়, কাউকে আঘাত করার উদ্দেশ্যও নয়।
আমি শুধু আমার ব্যক্তিগত উপলব্ধি শেয়ার করলাম।
কে কীভাবে নেবেন, সেটাও একান্তই তার নিজস্ব দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে।

🌿 চোখ খোলা রাখুন – শুধু দেখার জন্য নয়, বোঝার জন্যও।
নিজের ভিতরের আলো জ্বালান, যাতে আশেপাশে থাকা অন্ধকারগুলোও একটু আলোকিত হয়।

#ব্যক্তিগতভাবনা #আত্মজ্ঞান #ঘুম #সচেতনতা #জীবনেরদৃষ্টিভঙ্গি

বিয়ে বিভ্রাট : কিছু অপ্রিয় সত্য কথা(দীর্ঘ পোস্ট, কিন্তু সময় নিয়ে পড়লে ভাবতে বাধ্য করবে)বিয়ে শুধুমাত্র একজন পুরুষ ও ...
11/07/2025

বিয়ে বিভ্রাট : কিছু অপ্রিয় সত্য কথা

(দীর্ঘ পোস্ট, কিন্তু সময় নিয়ে পড়লে ভাবতে বাধ্য করবে)

বিয়ে শুধুমাত্র একজন পুরুষ ও একজন নারীর মাঝে একটি সম্পর্ক নয় — এটি সামাজিক এবং পারিবারিক স্তরে ভবিষ্যতের দিশা নির্ধারণের একটি গুরুতর প্রথা।
কিন্তু আজকের দিনে বিয়ে নিয়ে যে বিভ্রান্তি, সংকট এবং দ্বিধা তৈরি হয়েছে, তা আমাদের মনে বহু প্রশ্ন জাগায়। ছোটবেলা থেকেই আমরা পড়ে এসেছি — যৌতুক একটি সামাজিক ব্যাধি। আমরা শুনি নারী নির্যাতনের খবর, দেখি ভিডিও, প্রতিবাদ করি।
কিন্তু প্রশ্ন থেকে যায় — পারিবারিক সহিংসতার জন্য শুধুই কি পুরুষরা দায়ী?
না কি নারীদের ভূমিকাও সেখানে অবিচ্ছেদ্য?
আমার অভিমত —
একজন পুরুষ তখনই নারীর গায়ে হাত তুলতে সাহস পায়, যখন তার নিজের পরিবারে (বিশেষ করে নারীদের কাছ থেকে) সে প্রকারান্তরে প্রশ্রয় পায়।
একইভাবে, একজন নারী তার নিজের পরিবার থেকে যেমন মূল্যবোধ শিখে, শ্বশুরবাড়িতে গিয়েও সে তেমন আচরণই করে।
আমরা বেশিরভাগ সময় একতরফা বিচার করি।
তথাকথিত “পুরুষতান্ত্রিক সমাজে” সবসময় পুরুষই দোষী — এমনটাই চিত্র আঁকা হয়।
কিন্তু কখনো কি ভেবে দেখেছি, পুরুষদের দিকেও সমাজ কেমন চাপ সৃষ্টি করে?
একজন গরীব পিতার সুন্দরী কন্যা, শিক্ষায় পিছিয়ে থাকলেও, শুধুমাত্র রূপের জোরে ভালো পাত্র পেতে পারে।
কিন্তু একজন ছেলে? সে যত ভালো মানুষই হোক, যত সুদর্শন হোক, কন্যা পক্ষের প্রথম প্রশ্ন থাকে —

ছেলের মাসিক ইনকাম কত?

বাড়িতে কে কে থাকে?

বাবা-মায়ের সম্পত্তি কত?

গায়ের রং কেমন?

মাথায় চুল আছে তো?

টেকো নয় তো?

এমনকি — বোন আছে কিনা, বোনের বিয়ে হয়েছে কিনা — এসব প্রশ্নও ছুঁড়ে দেওয়া হয়।
আর যদি কোনো ছেলের ইনকাম কম হয় — খুব ভালো মানুষ হলেও, কন্যা পক্ষ আগে থেকেই "না" বলে দেয়।
অন্যদিকে, যদি ছেলেটি প্রভাবশালী পরিবারের হয়, আর তার ইনকাম আকাশছোঁয়া — সেটা সৎ হোক বা অসৎ — মেয়ের পরিবার লাখ লাখ টাকার যৌতুক দিয়ে বিয়ে দিতে প্রস্তুত!
আরেকটা ট্রেন্ড ছিল পশ্চিমবঙ্গে — শিক্ষক ছাড়া মেয়ের বিয়ে দেব না।
এখন পরিস্থিতি দেখুন — ২৬ হাজারের প্যানেল বাতিল!
তবুও কিছু তথাকথিত কিছু "শিক্ষক" স্থায়ী চাকুরীজীবী, এমনটি তথাকথিত সফল ব্যক্তি এখনও বিয়েতে দাবি করেন SUV গাড়ি, ১৫–২০ লাখ টাকা ক্যাশ, সোনার গহনা সহ আরও অনেক কিছু!
দুঃখজনক বাস্তবতা — অনেক ভালো ছেলে আছে, যারা যৌতুক নিতে চায় না। কিন্তু মেয়ের পরিবার নিজেই প্রলোভন দেখিয়ে বিয়ে দিয়ে দেয়, কেবল সেই বাড়িতেই মেয়েকে দিতে হবে বলে।

কিন্তু আসল লড়াই শুরু হয় বিয়ের পর।

প্রথম ছয় মাস ভালোবাসা, হানিমুন, খুশি — এরপর আসে বাস্তব জীবন।
যদি ছেলের ইনকাম কমে যায় বা আর্থিক চাপ আসে, তখনই শুরু হয় অভিযোগ।
স্বামীকে ছোট করে বলা হয় “অযোগ্য”, “ব্যর্থ”, “লোকটার কোনো ভবিষ্যৎ নেই”।
একসময় নারীরা স্বামীকে সাপোর্ট করত, সাহস দিত।
আর আজকাল অনেকেই চায় সব কিছু রেডিমেড —
স্বামীর টাকা থাকবে, স্বপ্ন পূরণ করবে, কথা শুনবে — না পারলে মানসিক যন্ত্রণা সহ্য করতে হবে।
আর ছেলেরা?
যখন উপার্জন শুরু করে, তখন চিন্তা করে — পরিবার, বন্ধু, দায়িত্ব।
অন্যদিকে, মেয়েরা উপার্জন শুরু করলেই বলে — “এবার আমি আমার স্বপ্নগুলো পূরণ করব” — পরিবার তখন দ্বিতীয় স্থান পায়।

এই বাস্তবতাই কষ্টের।

আজ নারী-পুরুষ কেউ কাউকে পরিপূরক ভাবে না।
সবাই সফলতা চায় — মন নয়।
এই মানসিক ব্যবধানই আমাদের সামাজিক কাঠামোকে প্রতিনিয়ত ভেঙে দিচ্ছে।
✍️ এই লেখাটি কাউকে আঘাত করার উদ্দেশ্যে নয়, শুধুই আমার অনুভব থেকে উঠে আসা কিছু বাস্তব প্রশ্ন ও পর্যবেক্ষণ। কেউ একমত হতে পারেন, কেউ নাও পারেন। কিন্তু চোখ বন্ধ করে থাকা কোনো সমাধান নয়।
#বিয়েবিভ্রাট #সমাজবাস্তবতা #সম্পর্ক #পুরুষতান্ত্রিকসমাজ #নারীপুরুষ #যৌতুক #পারিবারিকসহিংসতা #বিবাহিতজীবন #আধুনিকসমাজ #বাস্তবতা #চিন্তাভাবনা #অনুভব #সামাজিকপ্রশ্ন #আলোচনা #বিবাহ #সম্পর্কেরজটিলতা

🌟 কম্বলের উপহার 🐑একবার এক নেতা এলেন গ্রামে।সোজা গেলেন ভেড়াদের দলের কাছে।নরম স্বরে বললেন—"শীত আসছে ভাই, তোমাদের যেন কষ্ট...
06/07/2025

🌟 কম্বলের উপহার 🐑
একবার এক নেতা এলেন গ্রামে।
সোজা গেলেন ভেড়াদের দলের কাছে।
নরম স্বরে বললেন—
"শীত আসছে ভাই, তোমাদের যেন কষ্ট না হয়! আমি প্রত্যেক ভেড়াকে একটি করে কম্বল উপহার দেব!"
ভেড়ারা আনন্দে লাফিয়ে উঠল, দিগ্বিদিক জয়ধ্বনিতে মুখর।
"নেতাজি আমাদের জন্য কত ভাবেন!" — বলাবলি শুরু হলো।
পরদিন থেকেই প্রতিটি ভেড়াকে আলাদা করে ডাকা হলো।
চমৎকারভাবে কাটা হতে লাগল তাদের শরীরের নরম পশম।
কেউ ব্যথায় কেঁদে ফেলল,
কেউ বুঝতেই পারল না আসলে কী হচ্ছে।
কয়েকদিন পর সেই পশম দিয়ে তৈরি হলো রঙিন, চকচকে কম্বল।
তারপর একদিন নেতা এসে ঘোষণা করলেন—
"এই নাও, তোমাদেরই জন্য বানানো কম্বল! এটা আমার পক্ষ থেকে উপহার!"
ভেড়ারা তখন শীতে কাঁপছিল,
কিন্তু মুখে হাসি ছিল—
কারণ নেতার কাছ থেকে উপহার পেয়ে কৃতজ্ঞ হওয়াটাও তো এক প্রকার বাধ্যবাধকতা!

🎯 এই গল্পের মর্ম:

আমাদের অনেকেই এমন ‘উপকার’ পাই, যা আসলে আমাদেরই কাঁধ থেকে ছেঁড়া।
আমাদের অধিকার কেটে নিয়ে, তা-ই আবার ‘উপহার’ রূপে ফিরিয়ে দেওয়া হয়।
আর আমরা নিজেদের ভাগ্যবান মনে করি।

🤫 প্রশ্ন হলো — আমরা কি আসলেই কিছু পাচ্ছি, নাকি কিছু হারাচ্ছি?

#কম্বলেরউপহার #সচেতনতা #সত্যকথা #ভেড়াদেরগল্প #গল্প_বলুক_সময়

🌙 স্বপ্ন, বাস্তবতা আর বিভ্রান্তির গল্প 🕊️স্বপ্ন—এমন একটা জিনিস,যার পেছনে কেউ নিজের পুরো জীবন বাজি রাখে,আবার কেউ খুব সহজে...
02/07/2025

🌙 স্বপ্ন, বাস্তবতা আর বিভ্রান্তির গল্প 🕊️

স্বপ্ন—এমন একটা জিনিস,
যার পেছনে কেউ নিজের পুরো জীবন বাজি রাখে,
আবার কেউ খুব সহজেই পৌঁছে যায় সেই লক্ষ্যে।

আসলে স্বপ্ন হল এক ধাঁধার মতো পথ,
যেখানে পৌঁছাতে না পৌঁছাতেই একদিন
জীবনের স্বাদ পুরোপুরি নেওয়ার আগেই
সময় চলে যায়…
আর থেকে যায় — একটা সফলতা অথবা চরম ব্যর্থতার গল্প।

এই স্বপ্নই মানুষকে
বিভ্রান্ত করে, ব্যস্ত রাখে, প্রশ্ন জাগায়।

🌀 মানুষ যত শক্তিশালী হোক না কেন,
অবস্থা বদলালে স্বপ্নও বদলে যায়।

ভিখারী হোক বা কোটিপতি,
সাধারণ মানুষ হোক বা ক্ষমতাবান—
সবার লক্ষ্য একটাই:
👉 স্বপ্ন পূরণ করতে হবেই!

🎯 কিন্তু সমস্যা কোথায় জানেন?
বাস্তব যতই সহজ হোক না কেন,
আমরা স্বপ্নটাকেই বেশি গুরুত্ব দিই।

আর ঠিক তখনই—
বাস্তবতা হয়ে ওঠে
কঠিন থেকে কঠিনতর।



🖤 স্বপ্ন দেখা অপরাধ নয়,
কিন্তু স্বপ্নের পেছনে বাস্তবকে হারিয়ে ফেলাটা বোকামি।

#স্বপ্ন #বাস্তবতা

প্রলোভন ও লোভ কখনো কখনো মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে, কিন্তু যদি সেই সাফল্য শান্তির বিনিময়ে আসে, তবে তা কেবল ...
26/06/2025

প্রলোভন ও লোভ কখনো কখনো মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে, কিন্তু যদি সেই সাফল্য শান্তির বিনিময়ে আসে, তবে তা কেবল একটি চকচকে শূন্যতার সমান।

চরিত্র আর টাকা – একে অপরের পরিপন্থী?আজকাল মনে হয়, চরিত্র আর টাকার মাঝে এক অদৃশ্য বিরোধ চলছে।যার চরিত্র দৃঢ়, তার হাতে ট...
15/06/2025

চরিত্র আর টাকা – একে অপরের পরিপন্থী?
আজকাল মনে হয়, চরিত্র আর টাকার মাঝে এক অদৃশ্য বিরোধ চলছে।
যার চরিত্র দৃঢ়, তার হাতে টাকা কম। আর যার হাতে টাকা ভরপুর, তার চরিত্র প্রশ্নবিদ্ধ!
এই দ্বন্দ্বই হয়তো আজকের সমাজের মুখচ্ছবি।
তাই হয়তো ফেসবুক খুললেই চোখে পড়ে অশ্লীলতা, নোংরামি আর সস্তা বিনোদনের স্রোত।
আসল শিক্ষা, সংস্কৃতি আর মূল্যবোধ যেন হারিয়ে যাচ্ছে এই ভুয়া জনপ্রিয়তার ভিড়ে।

"দৃষ্টিভঙ্গির পরিবর্তনে জীবন"নিজের অবস্থান থেকে যখন পৃথিবীকে দেখি, মনে হয়—আমি কতটাই না ক্ষুদ্র, কত অসফল!কিন্তু যখন কল্প...
13/06/2025

"দৃষ্টিভঙ্গির পরিবর্তনে জীবন"

নিজের অবস্থান থেকে যখন পৃথিবীকে দেখি, মনে হয়—আমি কতটাই না ক্ষুদ্র, কত অসফল!
কিন্তু যখন কল্পনায় নিজেকে পৃথিবীর অবস্থানে বসাই, দেখি—আমি তো নিজের মতো করে পথ হেঁটেছি, সফল হয়েছি।

এই তো জীবন,
দৃষ্টিভঙ্গি আর অবস্থানের সামান্য পরিবর্তনেই
মানুষের আত্মচিত্র বদলে যায়।

বিশ্বাসে মিলে বস্তু, অংকে মেলে ফল,বিবাদে বাড়ে কথা, তাতে বাড়ে only দুঃখ-জ্বল।সত্যি যদি চাই সুখী জীবন পথ,সফলতাই হোক আশা—...
12/06/2025

বিশ্বাসে মিলে বস্তু, অংকে মেলে ফল,
বিবাদে বাড়ে কথা, তাতে বাড়ে only দুঃখ-জ্বল।
সত্যি যদি চাই সুখী জীবন পথ,
সফলতাই হোক আশা—তাতেই মেলে স্বপ্নের রথ।

Address

Gopal Nagar
Dinhata
736135

Alerts

Be the first to know and let us send you an email when FyVlogg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FyVlogg:

Share

Category