Dinhata Darpon

Dinhata Darpon ভারত মাতা কি জয়

গরম রড চোখে ঢুকিয়ে দেওয়া হয়েছিলো, জিহ্বা কেটে নেওয়া হয়, নখ উপড়ে তুলে নেওয়া হয়, খুঁটির মধ্যে বেঁধে রাখা হয় যাতে যে কেউ এস...
11/03/2023

গরম রড চোখে ঢুকিয়ে দেওয়া হয়েছিলো, জিহ্বা কেটে নেওয়া হয়, নখ উপড়ে তুলে নেওয়া হয়, খুঁটির মধ্যে বেঁধে রাখা হয় যাতে যে কেউ এসে তাঁর গায়ের মাংস কেটে কুকুরকে খাওয়াতে পারে ।
এরকম অত্যাচার করে মেরে ফেলেছিলো ঔরঙ্গজেব কিন্তু হিন্দু বীর সম্ভাজি রাজে ইসলাম কবুল করেননি।

বীর শিবাজী মহারাজের মহান পুত্র #সম্ভাজি_মহারাজের পুন্যতিথিতে কোটি কোটি প্রণাম।

08/03/2023

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল নারীকে জানাই আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন।

07/03/2023

23/02/2023

২০২৩-এর মাধ্যমিকের সকল পরীক্ষার্থী'দের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

রাজ্যস্তরে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম দিনহাটার শুকারুকুটি থরাইখানা প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী মধুমি...
22/02/2023

রাজ্যস্তরে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম দিনহাটার শুকারুকুটি থরাইখানা প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী মধুমিতা দাস।
শুভেচ্ছা 💐💐

22/02/2023

সত্যিই অসাধারন

শিব রাত্রির শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
18/02/2023

শিব রাত্রির শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।

17/02/2023

দিন বদলের সাথে প্রযুক্তিও বদল হয়েছে

16/02/2023

দিনহাটার কালমাটি তে বিজেপির ওপর আক্রমন তৃণমূলের

16/02/2023

P.W.D চিরনিদ্রায় শায়িত হওয়ায় ঢাক ঢোল পিটিয়ে রাস্তার শ্রাদ্ধা অনুষ্ঠান 😂😂😂

15/02/2023

ডিএ দিতেই হবে বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

পুলওয়ামা হামলায় বীরগতিপ্রাপ্ত ভারতের শহীদ বীর সেনা নায়কদের আমার শ্রদ্ধাঞ্জলি ও সশ্রদ্ধ প্রণাম জানাই
14/02/2023

পুলওয়ামা হামলায় বীরগতিপ্রাপ্ত ভারতের শহীদ বীর সেনা নায়কদের আমার শ্রদ্ধাঞ্জলি ও সশ্রদ্ধ প্রণাম জানাই

সমাজসংস্কারক এবং বিশিষ্ট শিক্ষাবিদ রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবসে আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।
14/02/2023

সমাজসংস্কারক এবং বিশিষ্ট শিক্ষাবিদ রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবসে আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।

13/02/2023

"চুরি করেছে, চুরি করেছে আমার ডিএ সরকার"

অনশন মঞ্চ থেকে পঃ বঙ্গ সরকারকে ধিক্কার।

12/02/2023

৫৬ ইঞ্চি র সিংহ গর্জন দেখলো সারাদেশ।
বিরোধীদের প্রতি স্পষ্টবার্তা দেশের জন্য কাজ করতে এসেছেন তিনি।

11/02/2023

মাথাভাঙ্গায় অভিষেকের জনসভায় জাতীয় সংগীত ভুল পরিবেশন! শুনুন

10/02/2023

বিস্ফোরক পীরজাদা নাজমুস সিদ্দিকী।

09/02/2023

মাতৃ-পিতৃ পুজন! অভাবনীয় পদ্ধতিতে শিক্ষা দান।

09/02/2023

রাজ্যসভায় মোদী মোদী স্লোগান। 🙏🙏🙏

09/02/2023

নতুন গোত্রের আবিষ্কার করলেন মা-মাটি-মানুষ

08/02/2023

হিন্দুত্ব! অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন।

08/02/2023

কেরালায় শাখা চলাকালীন সময়ে কমিউনিষ্ট এর DYFI এর বর্বর চরিত্র সামনে এলো

সৌজন্যে : সোস্যাল মিডিয়া

08/02/2023

মমতাকে দেখে চোর চোর শ্লোগানে বিজেপি বিধায়করা, উত্তাল বিধান সভা

ইউটিউব লিংক : https://youtu.be/AiqiLZ2WEug

07/02/2023

দিনহাটা মহকুমা বার্ষিক ক্রীড়ায় মাঠ প্রদক্ষিণ।


ইউটিউব লিংক : https://youtu.be/eWv2b5vVrl8

ভারতীয় প্রযুক্তিতে তৈরি তেজস এর ন্যাভাল ভার্সন INS বিক্রান্তের ডেক থেকে সফল উড়ান ও অবতরণ 🇮🇳🚩
07/02/2023

ভারতীয় প্রযুক্তিতে তৈরি তেজস এর ন্যাভাল ভার্সন INS বিক্রান্তের ডেক থেকে সফল উড়ান ও অবতরণ 🇮🇳🚩

05/02/2023

গর্বের সেরা মুহূর্ত

ফিজিক্সে স্বর্ণপদক পেলেন দিনহাটার মেয়ে টুম্পা বিশ্বাস।
05/02/2023

ফিজিক্সে স্বর্ণপদক পেলেন দিনহাটার মেয়ে টুম্পা বিশ্বাস।

আজকের দিনের জন্য খুবই প্রাসঙ্গিক 👇👇👇         আজ ৫ ই ফেব্রুয়ারি২০২৩, মাঘী পূর্ণিমা তিথি। বীর চিলা রায়ের ৫১৪ তম জন্ম মহোৎস...
05/02/2023

আজকের দিনের জন্য খুবই প্রাসঙ্গিক 👇👇👇

আজ ৫ ই ফেব্রুয়ারি২০২৩, মাঘী পূর্ণিমা তিথি। বীর চিলা রায়ের ৫১৪ তম জন্ম মহোৎসব। এখানে "ভারত গৌরব বীর চিলা রায়" এর সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হল।

পঞ্চদশ শতকের শেষ এবং ষোড়শ শতকের প্রারম্ভকাল-এর মধ্যবর্তী সময়ে (১৪৯০-১৫১০) সমগ্র উত্তর ভারত সহ বিস্তৃত কামতাপুরে চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজমান ছিল। তার মূলে ছিল গৌরবঙ্গের আলাউদ্দিন হোসেন শাহের আক্রমণাত্মক কার্যকলাপ! তার আক্রমণে হিন্দু ধর্ম রক্ষাকারী কামতারাজা নীলাম্বর পরাজিত ও নিহত হন! এই রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে পশ্চিম কামরুপ ও কামতা অঞ্চলে একটি শক্তিশালী সাম্রাজ্যের গোড়াপত্তন হল। এই সাম্রাজ্যের নির্মাতা- পুরুষ ছিলেন "বীর চিলা রায়"। তিনি সিংহাসনে আসীন কোন রাজা বা সম্রাট ছিলেন না বটে, কিন্তু ভারতবর্ষের যখন উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিম সব দিকেই রাজনৈতিক অস্থিরতা বিরাজমান ছিল, ঠিক সেই সময়ে বীরযোদ্ধা চিলা রায়ের আবির্ভাব এবং এক শক্তিশালী সাম্রাজ্যের গঠন ভারত ইতিহাসের এক অনন্য অধ্যায়।

ঐ সময়ে নিম্ন অসমের সঙ্কোশ এবং চম্পা নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত চিকনা পর্বতের মহাপরাক্রমশালী ক্ষত্রিয় রাজা মহারাজা বিশ্বসিংহের চার পুত্রের সুযোগ্য পুত্রদ্বয় ছিলেন ইতিহাসখ্যাত মহারাজা মল্লধ্বজ বা নরনারায়ণ এবং মহাবীর শুক্লধ্বজ বা চিলা রায়। চিলের মতো ছোঁ মেরে তিনি আকস্মিকভাবে শত্রুদের পর্যুদস্ত করতেন বলে তাঁর নাম হয়েছিল চিলা রায়।

চিলা রায় ১৫১০ খ্রিষ্টাব্দে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে জন্ম গ্রহণ করেন। মাতা গৌড়ের কন্যা পদ্মাবতী দেবীর সযত্ন লালন পালনে কুমার শুক্লধ্বজ বা চিলা রায় বাল্যকাল থেকেই খুবই পরাক্রমশালী ও তেজস্বী ছিলেন। মল্লধ্বজ বা নরনারায়ণ এবং চিলা রায় উভয়েই কাশীতে সন্যাসী ব্রহ্মানন্দের আশ্রয়ে থেকে শিক্ষা গ্রহণ করেন এবং ভারতীয় শাস্ত্রাদিতে প্রগাঢ় পাণ্ডিত্য অর্জন করেন।

১৫৩৩ খ্রিস্টাব্দে বিশ্ব সিংহ পরলোকগমন করলে কাশী থেকে প্রত্যাবর্তন করে কুমার মল্লধ্বজ "নর নারায়ণ" নামে কামতা রাজ্যের সিংহাসনে বসেন এবং শুক্লধ্বজ " সংগ্রাম সিংহ" উপাধি গ্রহণ করে রাজ্যের "দেওয়ান" পদে নিযুক্ত হন। দেওয়ান অর্থাৎ চিলা রায় ছিলেন মহারাজা নরনারায়ণের একাধারে কুটনীতিবিদ প্রধানমন্ত্রী এবং সমরকুশলী প্রধান সেনাপতি। যুদ্ধ পরিচালনার সঙ্গে সঙ্গে কূটকৌশল প্রয়োগেও চিলা রায় অদ্বিতীয় ছিলেন। তাঁর পরাক্রমে অহোমরাজ বশ্যতা স্বীকার করতে বাধ্য হন। বীর চিলা রায় ক্রমান্বয়ে কাছার রাজ্য, মনিপুর রাজ্য, জয়ন্তিয়া রাজ্য, ত্রিপুরা রাজ্য, শ্রীহট্ট রাজ্য, খৈয়াম বা খাসিয়া রাজ্য এবং ডিমরুয়া রাজ্য জয় করে ঐ রাজ্যগুলিকে বশ্যতা স্বীকারে বাধ্য করেন। এইরূপে মহাবীর চিলা রায় তাঁর সমরাভিযান দ্বারা এক বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ধর্মপ্রাণ, বিদগ্ধ পণ্ডিত মহারাজ নরনারায়ণ এক বিস্তীর্ণ সাম্রাজ্যের অধিকারী হতে পারতেন না, যদি চিলা রায়ের মতো বীর যোদ্ধা ও সমর কুশলী সেনাপতি তাঁর না থাকতো।

চিলা রায় শুধু একজন বীর যোদ্ধাই ছিলেন শুধু তা নয়, তাঁর অসাধারণ মানবিক গুণও ছিল। তিনি দেব- দ্বিজে ভক্তিমান ছিলেন। বৈদিক সনাতন ধর্মের ধারক ও বাহক ছিলেন তিনি। সাধু, সন্ত, সন্যাসী, ভক্ত ও বিদ্বজ্জনের প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন। নারী জাতির প্রতি শ্রদ্ধা, সাধারণ ও দরিদ্র মানুষের প্রতি অপরিসীম দরদ তাঁর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল। ব্রাহ্মণ ও গো- জাতির রক্ষায় তিনি সদা তৎপর ছিলেন। এগুলি ছিল তাঁর ক্ষাত্রোচিত গুণ।

ঐতিহাসিক টয়েনবি আধুনিক বিশ্ব-ইতিহাসে তিন বীরের নাম উল্লেখ করেছেন (১) নেপোলিয়ন বোনাপার্ট (২) ছত্রপতি শিবাজি এবং (৩) বীর চিলা রায়। আমাদের গর্ব যে- এই তিন বীরের মধ্যে দুজনেই ভারতীয়। ফরাসী সম্রাট নেপোলিয়নের মধ্যে ছিল উচ্চাকাঙ্খা ও ক্ষমতা লোলুপতা। কিন্তু আমাদের ভারতীয় বীররুপে খ্যাত শিবাজি এবং চিলা রায় দ্বয় ছিলেন- ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে ত্যাগ ও সেবার আদর্শে জাতীয় কর্মযজ্ঞে বৃত হয়ে ভারতমাতার নিস্কাম ও নিরহংকার সেবকের ভূমিকা পালন করেছিলেন। এজন্যই তাঁরা ভারতবাসীর কাছে চির নমস্য হয়ে থাকবেন। ছত্রপতি শিবাজির জীবনে যেমন ছিল সন্ত রামদাসজীর মতো ঋষিতুল্য পুরুষের প্রভাব আর অন্যদিকে বীর চিলা রায়ের জীবনে ছিল ভারতীয় ধর্ম ও সংস্কৃতির ধারক ও বাহক মহাপুরুষ শ্রী শঙ্করদেবের মতো মহামানবের সান্নিধ্য।

সমসাময়িক মহাবীর চিলা রায়, মহারাজ নরনারায়ণ এবং মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের মিলন তৎকালীন কামতা রাজ্যের ইতিহাসে "মণিকাঞ্চন যোগ" বলা যায়। এখানে ঋষিশক্তির সঙ্গে ক্ষাত্র শক্তির মিলন হয়েছিল,যা ভারত ইতিহাসে বিরলতম ঘটনা! কারণ, যে রাজন্য শক্তি বা ক্ষাত্র শক্তি ঋষি শক্তির দ্বারা প্রভাবিত থাকে না সে শক্তি কখনোই গণশক্তির অভিমূখী হতে পারে না। মহাভারতের যুগের পর দিল্লিকে কেন্দ্র করে অনুরূপ মণিকাঞ্চন যোগ ঘটেছিল বিক্রমাদিত্যের রাজ্যত্বকালে এবং পরবর্তীকালে ছত্রপতি শিবাজির রাজত্বকালে। (তথ্য সুত্র : "ভারত গৌরব বীর চিলা রায়"- প্রমোদ রঞ্জন রায়)

বীর চিলা রায়ের জন্মতিথিতে প্রণাম 🚩🚩🚩 #বিশ্ববীর_চিলারায়
05/02/2023

বীর চিলা রায়ের জন্মতিথিতে প্রণাম 🚩🚩🚩

#বিশ্ববীর_চিলারায়

একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো। মাত্র...
03/02/2023

একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো। মাত্র শুঁকিয়ে যাওয়া পুকুরটিতে কাঁদা ছাড়া কোন জল ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিল। বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগে মেগে বলে, "কিরে তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না! ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখনতো দুজনেই মরব রে।" গরু হেসে বলে, "তোমার কি মালিক আছে! বাঘ রেগে বলে, বেটা আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কে। আমি নিজেইতো বনের মালিক। গরু বলে তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে। এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইলো।

* মূলকথাঃ আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেনো,
আমাদের মালিক ( ভগবান ) ঠিকই আমাদেরকে রক্ষা করবেন। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে।

পোস্ট টি সংগৃহীত

03/02/2023

যুদ্ধের ডাক ত্বহা সিদ্দিকীর! শুনুন বিস্তারিত

সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

   আমি অধ্যাপক আর আমার স্ত্রী হাইস্কুলের শিক্ষিকা।সকাল বেলায় আমার গিন্নির মেজাজ আর চায়ের জল এক সংগে ফুটতে থাকে।আজ হঠাৎ গ...
02/02/2023



আমি অধ্যাপক আর আমার স্ত্রী হাইস্কুলের শিক্ষিকা।

সকাল বেলায় আমার গিন্নির মেজাজ আর চায়ের জল এক সংগে ফুটতে থাকে।

আজ হঠাৎ গিন্নির আদেশ হলো - তিতলির (আমার মেয়ের নাম) স্কুল থেকে ডাক এসেছে, তোমাকে যেতেই হবে। অংকের দিদিমণি দেখা করতে চেয়েছেন।

অগত্যা যেতেই হলো।

গিয়ে দেখি, বিশাল একটা হলঘরে চশমা আঁটা অংকের দিদিমণি বসে আছেন।

গম্ভীর গলায় ডাকলেন - অনন্যা পাল। সেই ডাকে অনন্যার মা উঠে দাঁড়ালেন। চললো অনন্যা কোন কোন অংক পারেনি তার বিশ্লেষণ। তার সংগে পাল্লা দিয়ে চললো, বেচারা অনন্যার মায়ের তীব্র আস্ফালন।
- এতগুলো টাকা খরচ করে মাষ্টার রেখেছি। আজ বাড়ি চল, তোর হাত-পা ভাঙব!

পল্লবীর মা আর বাড়ি পর্যন্ত অপেক্ষা করলেন না। তিনি হলের মধ্যেই পল্লবীর চুলের মুঠি ধরে কয়েকটা চড় মেরে বললেন - আজ তোর বাবা বাড়িতে আসুক। দেখবি ফাঁকি মারার কত মজা!

আর টুম্পার বাবা - টুম্পা তিনটে অংক ভুল করায় তীক্ষ্ণ কন্ঠে বললেন - সামনের তিনদিন টুম্পার খাওয়া বন্ধ !!!

এভাবেই কেটে গেল অনেকটা সময়।
অবশেষে ডাক এলো - তিতলি চ্যাটার্জ্জী, মানে আমার মেয়ে, যার জন্য এখানে আমার আসা।

দিদিমনি বলে চললেন - আপনার মেয়ে তো অর্ধেক অংকই পারেনি!

আমি বললাম
- অর্ধেক অংক তো পেরেছে। আর একটু বড় হলে বাকিটা শিখে নেবে। আপনি টেনশন করবেন না, ম্যাডাম।

- আপনি কনফিডেন্ট?

- নিশ্চিত। আসলে কি জানেন ম্যাডাম, আমি আর তিতলির মা, মাধ্যমিকে দুজনে মিলে অংকে ১০০ তুলতে পারি নি। তবুও আমার অধ্যাপক হওয়া কিম্বা তিতলির মায়ের রাগী দিদিমণি হতে কোন অসুবিধেই হয় নি!

তিতলি খুশী হয়ে বলল --
- বাবা, আজ বিরিয়ানী খাব।

আমি বললাম - টুম্পাকেও ডাকিস। ওর বাবা ওকে তিন দিন খেতে দেবে না বলেছে !!!!

*বাড়তি চাপ দিয়ে ছেলেমেয়েকে টেনশন দেবেন না। টেনশন নেওয়ার জন্য তো সারা জীবনটা পড়ে রইল ওরা যেদিন নিজে বুঝবে ঠিক শুধরে যাবে।*
★লেখা সংগৃহীত

02/02/2023

পাকিস্তান পার্লামেন্টে হিন্দু সাংসদের মর্মস্পর্শী বক্তব্য।

01/02/2023

এটি অমৃত কালের প্রথম বাজেট - শ্রীমতি নির্মলা সীতারমন

অনুর্ধ ২০ ভারতীয় মহিলা জাতীয় ফুটবল টিমে সুযোগ পেয়েছে দিনহাটা শহরের বাসিন্দা তানিয়া কান্তি।ওকে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো ...
01/02/2023

অনুর্ধ ২০ ভারতীয় মহিলা জাতীয় ফুটবল টিমে সুযোগ পেয়েছে দিনহাটা শহরের বাসিন্দা তানিয়া কান্তি।ওকে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো

31/01/2023

ভগবান শ্রী কৃষ্ণ বলেছিলেন "স্বধর্ম নিধনং শ্রেয়: পরধর্মো ভয়াবহ"

31/01/2023

বামন হাট চক্র সম্পদের শিক্ষক মহাশয় দের দৌড় প্রতিযোগিতা

Address

Dinhata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dinhata Darpon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Social Media Agencies in Dinhata

Show All