26/11/2023
একটি মেয়ে কিভাবে বোঝে যে একটি ছেলে তাকে সত্যিই ভালোবাসে?
আপনার আমার উত্তর পড়ে হয়ত অসহিঞ্চু লাগতে পারে।
আমি অল্প কথায় চরম সত্যি কিছু কথা বলে যাই।
১. একটা মেয়ে কখনো এটা জানার বা বুঝবার প্রয়োজনই মনে করে না ছেলেটি তাকে ভালবাসে কিনা।
২. প্রতিটা মেয়ের নিজস্ব কিছু চাহিদা থাকে। সেটির কোনটা মাষ্ট, কোনটা কম্প্রোমাইজ করার মতো। এই সব চাহিদা মিলিয়ে যখন কোন ছেলে তারা পরিচিত হতে পারে, কথা বলার, কাছে আসার সুযোগ পায় সে নিজের সর্বোচ্চ দিয়ে হলেও ছেলেটার সাথে থাকতে ট্রাই করে। ছেলেটার অন্যায় আবদার পর্যন্ত মেনে নেয়। খুব মিস করে, সারাদিন খোঁজ খবর রাখে, কেয়ার করে যাকে আমরা ভালবাসা / প্রেম বলে চিনি।
কিন্তু সেই ছেলেটির কি কি চাহিদা আছে তা কখনো জানার চেষ্টা করে না। সেই চাহিদা সেই মেয়ে নিজে মিটাতে সক্ষম কিনা তাও ভেবে দেখারও প্রয়োজন মনে করে না।
৩. ভালবাসা একটা অনুভূতি। খুব অদ্ভুত ব্যাখ্যাতীত একটা অনুভূতি। কিন্তু মেয়েরা অনুভব করে তাদের চাহিদা - মানসিক, শারীরিক, আর্থিক, সামাজিক ইত্যাদি। এই চাহিদা মেটাতে সক্ষম ছেলে হলেই শুধুমাত্র সে ছেলেটিকে " ভালবাসে "। একটু ভেবে দেখলেই আপনি এটার বাস্তুব কোটি কোটি উদাহরণ পেয়ে যাবেন। আমি কথা বাড়ালাম না।
৪. মেয়েটা কোন ছেলেকে ভালবাসে এটাই তাদের কাছে বেশি গুরুত্ববহন করে।তাই চাহিদার লিষ্ট নিয়ে এরা মনে মনে খুঁজতে থাকে কাকে " ভালবাসা " যায়। আর তার চাহিদা পূরণে অক্ষম কেউ তাকে হাজারো ভালবেসে মাথা কুটে মরলেও তাতে মেয়েটার কিছু যায় আসে না।
তাই " সত্যিকার ভালবাসা " ভাই গুলো সিগারেট হাতে দেবদাস বই পড়েই দিন কেটে যায়। যে জিনিস এর চাহিদাই নেই তার পর্যাপ্ত যোগানে কি আসে যায়?
শেষ কথা - কোন ছেলে কোন মেয়েকে সত্যি ভালবাসে নাকি এটা কোন মেয়ে বুঝেই না। তারা তাদের মানদন্ডে বুঝে। মেয়েদের চাহিদা এর লিষ্টে যত বেশি পূরণ হবে ততই তিনি আপনার প্রতি আসক্ত হবেন। কিন্তু কোন ছেলের প্রকৃত ভালবাসায় আসলেই কোন মেয়ের কোন আগ্রহ নেই।
এই প্রশ্নের উত্তর এর মতো হাজার হাজার বানী, পরামর্শ, শর্ট কোর্স আমি পড়ে দেখেছি। সবগুলোই এমন -