Dubrajpur News

Dubrajpur News Local news channel

12/09/2025

ই- চালান ছাড়াই অবৈধভাবে বালি পাচারের অভিযোগে দুটি ডাম্পার সহ গাড়ির চালক ও খালাসিরা ধৃত।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : অবৈধভাবে বালি উত্তোলন ও পাচার রোধে জেলা প্রশাসনের পক্ষ অভিযান অব্যাহত, পাশাপাশি পাচার কার্যক্রম ও সমানতালে অব্যাহত।দুদিক থেকেই চলছে চোর পুলিশের খেলা। যদিও ইতিমধ্যে অবৈধ বালি পাচার কান্ডে রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে ইডির তল্লাশি অভিযান।গত সোমবার কলকাতা, মেদিনীপুর, ঝাড়গ্রামের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামে ইডি। এরূপ পরিস্থিতির মধ্যে ফের বুধবার রাতে ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে রাতভর বিশেষ নজরদারি চালাতেই ই চালান ছাড়াই দুটি অবৈধ বালি ভর্তি ডাম্পার সঙ্গে চালক ও খালাসিদের আটক করা হয়। রাত ২টা নাগাদ ময়ূরেশ্বর থানার পুকুরপাড় মোড়ে পাকা রাস্তার উপর অতিরিক্ত বালি বোঝাই ডাম্পার সঙ্গে চালক ও খালাসিকে আটক করা হয়। চালক স্বীকার করেছেন যে গিরাজপুর থেকে অবৈধ মজুদকৃত বালি উত্তোলন করা হচ্ছে। কোনও ই-চালান দেখাতে পারেনি। অপরদিকে ভোর ৫.৩০ মিনিটে মুর্শিদাবাদের
খড়গ্রাম গামী বালি বোঝাই আরেকটি ডাম্পার সঙ্গে চালক ও খালাসিকে আটক করে। চালক জানান যে সিউড়ির খোটোঙ্গা ৭ নম্বর বালি ঘাটের অবৈধ বালি মজুদ থেকে কোনও ই-চালান ছাড়াই বালি উত্তোলন করা হচ্ছে। চালক এবং সহকারীসহ উভয় বালি বোঝাই ডাম্পারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে, যাতে তাদের এবং মালিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা শুরু করা যায়।

11/09/2025

বয়শ্রী যোজনা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে সহায়ক সরঞ্জাম নির্ণায়ক শিবির দুবরাজপুরে।

10/09/25 বুধবার অর্থাৎ আজ থেকে যাত্রী সাধারণের সুবিধার জন্য ও বাস মালিক সমিতির অনুরোধে তিলপাড়রা ব্রিজের উপর যাত্রীবাহী ...
10/09/2025

10/09/25 বুধবার অর্থাৎ আজ থেকে যাত্রী সাধারণের সুবিধার জন্য ও বাস মালিক সমিতির অনুরোধে তিলপাড়রা ব্রিজের উপর যাত্রীবাহী বাস বীরভূম জেলা শাসকের আদেশ অনুসারে সকাল ৬টা থেকে ৭:৩০টা পর্যন্ত চলাচল করিবে। একথা জানালেন বাস ওনার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে জয়ন্ত ব্যানার্জি।

দেশ-বিদেশ টুর এন্ড ট্রাভেলের অফিসে একজন সামান্য কম্পিউটার জানা মহিলা RECEPTIONIST প্রয়োজন। তাড়াতাড়ি যোগাযোগ করুন।(স্য...
08/09/2025

দেশ-বিদেশ টুর এন্ড ট্রাভেলের অফিসে একজন সামান্য কম্পিউটার জানা মহিলা RECEPTIONIST প্রয়োজন। তাড়াতাড়ি যোগাযোগ করুন।

(স্যালারি প্লাস আকর্ষণীয় ইনসেন্টিভ আছে)

যোগাযোগ - 7319448259
অফিস - দুবরাজপুর, লালবাজার (ডাক্তার মৃগেন্দ্রনাথ গড়াইয়ের চেম্বারের পাশে) বীরভূম।

আগামীকাল ৭ই সেপ্টেম্বর রবিবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা থাকার জন্য প্রশাসনিক সিদ্ধান্ত মোতাবেক তিলপাড়া ব্যারেজ এর উ...
06/09/2025

আগামীকাল ৭ই সেপ্টেম্বর রবিবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা থাকার জন্য প্রশাসনিক সিদ্ধান্ত মোতাবেক তিলপাড়া ব্যারেজ এর উপর যাত্রীবাহী বাস সকাল ৬টা থেকে বৈকাল ৫টা পর্যন্ত চলাচল করিবে।

মাটির পাত্রে  শিক্ষকদের ছবি এঁকে শিক্ষক দিবসে  সম্মান জানানোর নতুন প্রয়াশ ছাত্রের। সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : মাটির সরা...
06/09/2025

মাটির পাত্রে শিক্ষকদের ছবি এঁকে শিক্ষক দিবসে সম্মান জানানোর নতুন প্রয়াশ ছাত্রের।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : মাটির সরার উপর শিক্ষকদের প্রতিকৃতি এঁকে তাঁদের হাতেই তুলে দিয়ে শিক্ষক দিবস উপলক্ষে সম্মান জানাল রাজনগর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র। শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের বিভিন্ন ধরনের উপহার সাধারণত তুলে দেয় ছাত্র ছাত্রীরা। সাধারণত বাজার থেকে কেনা বই, পেন, ফুলদানি, ঘড়ি থেকে শুরু করে ঘর সাজানো বিভিন্ন জিনিস প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের হাতে তুলে দিয়ে প্রণাম জানিয়ে পড়ুয়ারা সম্মান জানায়। শিক্ষক শিক্ষিকারাও তাঁদের প্রিয় ছাত্র-ছাত্রীদের প্রাণ ভরে আশীর্বাদ করেন। কিন্তু বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র অর্পণ লোহার এক অভিনব উপহার দিয়ে শিক্ষা গুরুদের সম্মান জানালো। জানা যায় রাজনগর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির এক ছাত্র আজ ৬ ই সেপ্টেম্বর মাটির সরার ওপর শিক্ষক শিক্ষিকাদের প্রতিকৃতি এঁকে তাঁদের উপহার দিয়ে সম্মান জানালো। রাজনগর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র অর্পণ লোহার গত দুই বছর আগে থেকেই ভেবে রেখেছিল শিক্ষক দিবস উপলক্ষে তার শিক্ষাগুরুদের নতুন কিছু উপহার দিয়ে সম্মান জানাবে। অর্পনের বাবা মৃত্যুঞ্জয় লোহার বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন সহ ছবি আঁকার কাজ করে থাকেন। পাশাপাশি তিনি একজন গৃহ শিক্ষকও। বাবার কাছে ছোটবেলা থেকেই আঁকা শুরু করে অর্পণ। এরপর থেকে বাবার পাশাপাশি নিজেও আঁকার কাজ চালিয়ে যায়। অর্পণ তার নিজের শিল্পকর্মকে তার শিক্ষা গুরুদের কাছে মেলে ধরতে তাদেরই আঁকা ছবি উপহার দিয়ে আশীর্বাদ গ্রহণ করার ইচ্ছা পোষণ করে তার বাবার কাছে। তার বাবাও এতে সায় দিয়ে তাকে উৎসাহ দেন। অর্পণ স্থির করে এক একটি মাটির সরার মধ্যে একেক জন শিক্ষক শিক্ষিকাদের ছবি এঁকে তাদের প্রত্যেককে উপহার দেবে। এরপর অর্পণ প্রায় দেড় মাসের চেষ্টায় মাটির সরার মধ্যে তার প্রায় সব শিক্ষক শিক্ষিকাদের ছবি এঁকে ফেলে। শনিবার রাজনগর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সহ উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের হাতে তার এই শিল্প কর্মটি উপহারস্বরূপচি তুলে দেয়। অর্পনের হাতে আঁকা ভক্তি শ্রদ্ধা মিশ্রিত এই উপহার পেয়ে খুশিতে আত্মহারা সমস্ত শিক্ষক-শিক্ষিকারা। প্রধান শিক্ষক কৌশিক দত্ত, সহ-শিক্ষক দিব্যেন্দু চ্যাটার্জী, শিক্ষিকা নবনীতা দাস, মোনালিসা ধারা বলেন অর্পনের হাতে আঁকা তাঁদের এই প্রতিকৃতি উপহার পেয়ে খুবই খুশি। শিক্ষক জীবনে অনেক কিছুই তাঁরা উপহার পেয়েছেন, কিন্তু অর্পণের এই উপহারের মধ্যে তার পরিশ্রমের সাথে সাথে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি ভক্তি শ্রদ্ধা মিশিয়ে রয়েছে। এই উপহার তাঁদের কাছে এখনো পর্যন্ত সেরা উপহার। অর্পণ নিজেও খুবই খুশি তার শিক্ষাগুরুদের এই দেড় মাসের পরিশ্রমের ফল উপহার দিতে। প্রধান শিক্ষক কৌশিক দত্ত অর্পণ ও তার বাবার হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে তাদেরকেও শুভেচ্ছা জানান।

আগামীকাল 7ই সেপ্টেম্বর 2025 সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে দুবরাজপুর শহর ও গ্রামীণ এলাকায়।...
06/09/2025

আগামীকাল 7ই সেপ্টেম্বর 2025 সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে দুবরাজপুর শহর ও গ্রামীণ এলাকায়।বিশেষ কাজের জন্য বলে জানানো হয় দুবরাজপুর বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে।

05/09/2025

দুবরাজপুর : সিভিক ভলেন্টিয়ারের নাম করে দাদাগিরি, এবং টাকা তোলার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের পাহাড়েশ্বর শিব মন্দির সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকালে জলপাই রঙের একটি টিশার্ট পরা এক যুবক নিজেকে পাড়ুই থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে পরিচয় দেন পাহাড়েশ্বর মন্দির সংলগ্ন ব্যবসায়ীদের। ঐ ব্যবসায়ীদের হুমকিও দেয়া হয় বলে অভিযোগ। ব্যবসায়ীদের সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে স্থানীয় কাউন্সিলরের দ্বারস্থ হন স্থানীয় ব্যবসায়ীরা। দুবরাজপুর পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মানিক মুখার্জীকে ফোন করেন তারা। তৃণমূল কাউন্সিলর বিষয়টি জানার পর ফোন করেন দুবরাজপুর থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। আটক করা হয় ঐ যুবককে। সিভিক ভলেন্টিয়ারের ভূয়ো পরিচয় দিয়ে টাকা তোলার অভিযোগ যুবকের বিরুদ্ধে। আপাতত দুবরাজপুর পুলিশের হেফাজতে ঐ যুবক।

অবৈধভাবে মজুদকৃত জায়গা থেকে ডাম্পারে বালি ভর্তি করা অবস্থায় পাচার করতে গিয়ে গাড়ি সহ চালক ধৃতসেখ রিয়াজুদ্দিন, বীরভূম...
02/09/2025

অবৈধভাবে মজুদকৃত জায়গা থেকে ডাম্পারে বালি ভর্তি করা অবস্থায় পাচার করতে গিয়ে গাড়ি সহ চালক ধৃত

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : জেলার বুকে অবৈধভাবে বালি পাচার রোধে স্বয়ং জেলা শাসক বিশেষ অভিযান চালিয়ে পরপর কয়েকদিনের মধ্যেই বড়োসড়ো সাফল্য লাভ করেন। তথাপি অবৈধ বালি পাচার থেমে নেই। যদিও বর্ষাকালে নদীগর্ভে বালি উত্তোলন আইন বিরুদ্ধ। বিকল্প হিসেবে পুলিশের চোখে ধুলো দিয়ে গোপন ডেরায় অবৈধ ভাবে বালি মজুদ করা হয়েছে বলে পুলিশ এদিন ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন। জানা যায় সোমবার রাত প্রায় বারোটা নাগাদ বালি ভর্তি একটি ডাম্পার মহম্মদবাজার থানার কালিমাতা পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কের উপর দেখতে পান ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তী। সঙ্গে সঙ্গেই পেছন ধাওয়া করে গাড়িটি আটকে দেয়। বালি বোঝাই উক্ত ডাম্পারটি কালীমাতা পেট্রোল পাম্পের কাছে আটক করে চালকের কাছে বালির ছাড়পত্র দেখতে চাই। চালক কোনও ই-চালান দেখাতে ব্যর্থ হন। সেই সাথে চালক জানান যে, মহম্মদ বাজার থানা এলাকার মুরগাবনিতে অবৈধ বালি মজুদ করা হয়েছে। সেখান থেকেই অবৈধ বালি সংগ্রহ করে মুর্শিদাবাদ জেলার উদ্দেশ্যে রওনা হয়েছিল বলে জানা যায়।চালক আটক হলেও খালাসি সঙ্গে সঙ্গেই গাঢাকা দেয় ।
তদন্তের ভিত্তিতে, বালি বোঝাই ডাম্পারটিকে রাতে টহলরত মহম্মদবাজার থানার এএসআই অবনী মণ্ডলের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে গাড়ির চালক এবং মালিকের বিরুদ্ধে যথাযথ আইনের আওতায় মামলা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

01/09/2025

২১ বছরের গর্ভবতী মায়ের অতি বিরল গ্রুপের রক্তের প্রয়োজনে বীরভূম থেকে ছুটে গেলেন যুবক কলকাতায়।

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম : ২১ বছরের সন্তানসম্ভবা পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের আরগুণ গ্রামের বাসিন্দা সেমি খাতুন। রক্তাল্পতা সমস্যা জনিত কারণে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু সমস্যা যে কারণে রক্তাল্পতায় রক্ত পাওয়া নিয়ে।যেটা হচ্ছে আবার বিরলতম ও এইচ এর বাহক হওয়ার কারণে। আর সেই কারণেই বর্ধমান থেকে কলকাতা এন আর এস হাসপাতালে স্থানান্তরিত করা হয় গর্ভবতী মহিলাকে। উক্ত গ্রুপের রক্ত সংগ্রহ করা নিয়ে রোগীর পরিবারের লোকজন পড়েন মহা সমস্যায় । বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের জেলা সম্পাদক নুরুল হক জানান বিষয়টি কানে আসতেই তড়িঘড়ি কেতুগ্রাম এলাকার পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ সবুজ বিবির সঙ্গে যোগাযোগ করি । উনিও খবরটা শুনে একজন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বটা নিজ কাঁধে তুলে নেন।এন আর এস হাসপাতালে গিয়ে রোগীর তদবির করতে নেমে পড়েন। এদিকে হাসপাতাল সূত্রে খবর গর্ভবতী মায়ের হিমোগ্লোবিনের মাত্রা ৩ এর কাছাকাছি নেমে গেছে,যাহা আশঙ্কাজনক। অন্যদিকে অতি বিরল প্রজাতি বম্বে গ্রুপের রক্তের সন্ধান চলতে থাকে এই গ্রুপের রক্ত পাওয়া খুব দুষ্কর এই প্রজাতির রক্তের বাহক রাজ্যে ৮০ জনের মত রয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের তথ্য। আপাতত রোগীর জন্য কলকাতার দুটি ব্লাড ব্যাংক ও ঘাটাল থেকে এক ইউনিট রক্ত সংগ্রহ করে চালানো হয়। কিন্তু তখনও পর্যন্ত দুই ইউনিট রক্তের খুবই প্রয়োজন দেখা দেয়। সেই অবস্থায় বীরভূমের বোম্বে গ্রুপের এক রক্তদাতার সাথে যোগাযোগ করেন নুরুল হক। যিনি পেশায় ট্রাকটার চালক তবুও অবস্থার পরিপ্রেক্ষিতে কাজ বন্ধ দেখে রাত্রেই ছুটে যান কলকাতার উদ্দেশ্যে। কলকাতা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের দীপঙ্কর মিত্র বলেন নিজের অর্থ উপার্জনের সম্বল তথা রোজগার বন্ধ দেখে সাহায্য করতে আসা মহান যুবকের অপেক্ষায় ছিলাম হাসপাতালে নিয়ে যাবার জন্য। যুবক সঠিক সময়ে এসে রাতেই হাসপাতালে গিয়ে রক্তদান করে। যদিও রোগী অচেনা অজানা শুধু বিরলতম রক্তের তাগিদে তার এখানে ছুটে আসা। বীরভূম থেকে রক্ত দিতে যাওয়া যুবকের বক্তব্য- আমার রক্তে যদি কারো জীবন বাঁচে, তার জন্য আমার কোন ক্লান্তি নেই। এটাই আনন্দ, এটাই প্রাপ্তি, মানুষের ভালবাসা ও আশীর্বাদ কাম্য।

01/09/2025

ছোট ছোট কাজের জন্য সরকারি মুখাপেক্ষী না থেকে স্বেচ্ছাশ্রম দিয়ে রাস্তা সংস্কার -খয়রাশোল ব্লকের লোকপুরে।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : এবছর অতি বৃষ্টির জেরে বেশ কিছু কাঁচা রাস্তা বেহাল হয়ে পড়ে। সেরূপ খয়রাশোল ব্লকের লোকপুর থানার ঝাড়খন্ড ঘেঁষা বামুনিবহাল গ্রামে ঢোকার মূল রাস্তায় জল জমে বেশ কয়েকটি গর্তের আকার ধারণ করে। যার ফলে অটো, টোটো মোটরসাইকেল বা সাইকেল যাওয়ার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হয়। সেই দৃশ্য দেখতে পেয়ে কতিপয় যুবক রাস্তা সংস্কারের কাজে উদযোগী হয়ে পড়ে এবং স্বেচ্ছা শ্রম দিয়েই সংস্কার করার মানসিকতা নেয়। সেই হিসেবে রবিবার গ্রামের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে প্রায় কুড়ি থেকে ত্রিশ জন যুবক কোদাল, চাকুলি নিয়ে মাটি ফেলে রাস্তা সংস্কারের কাজে হাত লাগায়। উদ্যোক্তাদের বক্তব্য ছোট ছোট কাজে সব সময় সরকারের মুখাপেক্ষী না হওয়া। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সামান্য কাজের জন্যেও দীর্ঘসময় লাগতে পারে। সে ক্ষেত্রে গ্রামে কোন অসুস্থ ব্যক্তি, গর্ভবতী মায়েদের চিকিৎসা ক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য এ্যাম্বুলেন্স প্রয়োজন হলে রাস্তায় গর্তের জন্য গ্রামের মধ্যে গাড়ি ঢুকবে না। সেই সমস্ত কথা মাথায় রেখে এবং অন্যান্যদের মধ্যে ও স্বেচ্ছাশ্রম বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া। যুবসমাজকে সমাজসেবা মূলক কাজে উৎসাহিত করা। সেক্ষেত্রে রাজ্য তথা দেশ তথা আমরা সকলেই ভালো থাকবো। একান্ত সাক্ষাৎকারে সেই কথা ব্যক্ত করেন গ্রামবাসীদের পক্ষে প্রদীপ কুমার রায়। এছাড়াও স্বেচ্ছাশ্রম দিয়ে রাস্তা সংস্কারের কাজে অংশগ্রহণ করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বিকাশ বাউরি, সন্তোষ মন্ডল,উত্তম বাগ্দী,পাপু মন্ডল, অনুপম মন্ডল সহ একঝাঁক তরুণ তুর্কি বাহিনী।

01/09/2025

সোমবার ভোররাতে ঘন্টা দুয়েকের বৃষ্টিতে দুবরাজপুর ব্লকের কুখুটিয়ায় শাল নদীর ব্রিজের উপর উঠলো জল। তবুও ঝুঁকি নিয়ে পারাপার পথচারী ও ছোট বড় গাড়ীর।

Address

Dubrajpur
731123

Opening Hours

Monday 8am - 10pm
Tuesday 8am - 10pm
Wednesday 8am - 10pm
Thursday 8am - 10pm
Friday 8am - 10pm
Saturday 8am - 10pm
Sunday 8am - 10pm

Telephone

+919735847721

Alerts

Be the first to know and let us send you an email when Dubrajpur News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dubrajpur News:

Share