Dubrajpur News

  • Home
  • Dubrajpur News

Dubrajpur News Local news channel
(1)

শ্রাবণের প্রথম সোমবারে জল ঢালার লম্বা লাইন বক্রেশ্বর ধামে।
21/07/2025

শ্রাবণের প্রথম সোমবারে জল ঢালার লম্বা লাইন বক্রেশ্বর ধামে।

জেল থেকে ছাড়া পাওয়ার পর মল্লারপুর থানার ওসিকে দায়ী করে সুসাইড নোট লিখে আ ত্মহত্যা যুবকের।সেখ রিয়াজুদ্দিন, বীরভূম :  মল্...
20/07/2025

জেল থেকে ছাড়া পাওয়ার পর মল্লারপুর থানার ওসিকে দায়ী করে সুসাইড নোট লিখে আ ত্মহত্যা যুবকের।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : মল্লারপুর থানার মহুরাপুর গ্রামে স্থানীয় থানার ওসি র বিরুদ্ধে সুইসাইড নোট লিখে আ ত্মহত্যা এক যুবকের । সুইসাইড নোটে মল্লারপুর থানার ওসি রাজকুমার দাসের বিরুদ্ধে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ । মৃতের নাম কিরণ ওরফে শঙ্খ মণ্ডল, বয়স ২৩ বছর। ঘটনাটি ১৯ জুলাই শনিবার ভোরে নিজেদের মাটির বাড়ীর কোঠায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। প্রথমতঃ পরিবারের সদস্যরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সুসাইড নোটে শঙ্খ লিখেছে যে সে নির্দোষ , তাকে মল্লারপুর থানার পুলিশ ফাঁসিয়েছে। থানার বড়োবাবু রাজকুমার দাস থানাতে আমার ওপর খুব অত্যাচার করেছে দুই দিন ধরে। মারধর করে খুব আমাকে। আর একটা লাস্ট কথা আমার মরার পিছনে কারো হাত নেই এক মাত্র রাজকুমার দাস ছাড়া। রাজকুমার দাসের শাস্তি চাই। এদিকে চার পাতার সুসাইড নোটে শঙ্খ তার প্রেমিকা, বাবা মার উদ্দেশ্যও লিখে গিয়েছে। এদিকে শঙ্খর সঙ্গে ডাকাতির কেসে জড়িত আইটিআই কলেজের এক ছাত্র সোমনাথ দাস অভিযোগ করে তারা চার বন্ধু মল্লারপুরে রাস্তা দিয়ে যাচ্ছিলো সেই সময় একটি গাড়ি জোরে রাস্তা দিয়ে পেরিয়ে যায়। তখন গাড়িকে আটকে চালকের সাথে ঝামেলাও হয়। তার পরের দিনই ওসি রাজকুমার দাস আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। থানায় আড়াই দিন বসিয়ে রেখে ছিল। তারপরে সাঁইথিয়া যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় একটা ব্রিজের কাছে হাতে অস্ত্র ধরিয়ে ছিনতাই কেস দেয়। ভিডিও করা হয়,একমাস সাজাও হয়। যদি ভিডিও না করতো, সাজা না হতো তাহলে বন্ধু জীবিত থাকতো। পরিবার সূত্রে জানা যায় মাসখানেক আগে ডাকাতির কেসে মল্লারপুর থানার হাতে গ্রেপ্তার হয়। প্রায় একমাস জেল হাজতে ছিলো।গত ১৫ই জুলাই জেল থেকে মুক্তি পায়। শনিবার নিজের বাড়ি থেকেই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় মল্লারপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।মৃতদেহ ময়না তদন্তর জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় মল্লারপুর থানার পুলিশ বলে সূত্রের খবর।

ফের তৃণমূলে নেতা খু ন বীরভূমে সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : বীরভূমে ফের তৃণমূল নেতা খু ন। সাঁইথিয়ার পর এবার বীরভূমের মল্লা...
20/07/2025

ফের তৃণমূলে নেতা খু ন বীরভূমে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : বীরভূমে ফের তৃণমূল নেতা খু ন। সাঁইথিয়ার পর এবার বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত বিসিয়া গ্রামের তৃণমূল নেতা খু নের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তৃণমূল নেতা বায়তুল্লা শেখ স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে ব্লক কমিটির সদস্য ছিলেন। তার স্ত্রী শাকিলা বিবি বর্তমানে পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ। জানা যায় শনিবার সন্ধ্যা নাগাদ বিসিয়া গ্রামের তিনমাথা মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এবং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই দুষ্কৃতীরা চড়াও হয় তার উপর। বাইতুল্লাকে লক্ষ্য করে পরপর বোম ছোড়ে দুষ্কৃতীরা। আর সেই বোম ছোড়ার ফলেই গুরুতরভাবে জখম হন তৃণমূল নেতা বায়তুল্লাহ শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাকে রামপুরহাট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ ত বলে ঘোষণা করেন। একদিন পরেই ২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসের কোলকাতায় শহীদ সমাবেশ কর্মসূচি।যার প্রচার অভিযান কর্মসূচি নিয়ে ব্যস্ত তৃণমূল নেতাকর্মীরা।আর ঠিক সেই মুহূর্তে খুনের ঘটনা।সেই ২১শে জুলাইয়ের তৃণমূলের শহীদ সমাবেশের আগেই তৃণমূল নেতা খু ন, জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য
কিছুদিন আগেই বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত শ্রীনিধিপুর গ্রামে তৃনমূল অঞ্চল সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হ ত্যা করাই চাঞ্চল্য ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। ঠিক তার এক সপ্তাহ পার হতে না হতেই আবারো টার্গেট সেই তৃণমূল নেতা। বোম মেরে খু ন করা হয় বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত বিশিয়া গ্রামের প্রাক্তন কর্মাধ্যক্ষ বায়তুল্লাহ সেখ কে। অন্ধকারের সুযোগে খুনিরা গা ঢাকা দেয়। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ডাকাতির আগেই দুস্কৃতিদের ছক বানচাল করলো কাঁকরতলা থানার পুলিশ, গ্রেফতার ঝাড়খণ্ডের দুই দুষ্কৃতীসেখ রিয়াজুদ্দিন, বীরভূম :...
20/07/2025

ডাকাতির আগেই দুস্কৃতিদের ছক বানচাল করলো কাঁকরতলা থানার পুলিশ, গ্রেফতার ঝাড়খণ্ডের দুই দুষ্কৃতী

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : কাঁকরতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আগাম জাল বিস্তার করতেই দুই দুস্কৃতি পুলিশের জালে আটকা পড়ে। জানা যায় যে গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই ১৮ জুলাই ভোররাতে কাঁকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহাবের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের দুই দুষ্কৃতী রাহুল বাউড়ি ও আশিক আনসারিকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে একটি বোলেরো পিক-আপ ভ্যান, চারটি গ্যাস সিলিন্ডার, গ্যাস কাটার মেশিন, হাতুড়ি, হাসুয়া সহ ডাকাতির কাজে ব্যবহারের অন্যান্য সরঞ্জাম ও একটি বাইক উদ্ধার হয়।
ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা ৯-১০ জনের দুষ্কৃতী গ্যাংয়ের সদস্য এবং খয়রাশোল, হজরতপুর ও দুবরাজপুর এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল। ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। গ্যাং থেকে পলাতক হওয়া বাকি দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছেন পুলিশ। কাঁকরতলা থানার ওসির তৎপরতায় দুষ্কৃতিকারীরা আটক হওয়ায় এলাকায় স্বস্তির হাওয়া। স্থানীয় মানুষজন ওসির তৎপরতায় এলাকায় অপরাধ আটকানোয় সন্তোষ প্রকাশ করেন এবং সাধুবাদ জানান।

18/07/2025

বা জ পড়ে মৃ ত ব্যক্তির ম র দে হ এলো গ্রামে,লোকপুরের রুপুষপুরে

বিপিন পাল, লোকপুর : গতকাল বৃহস্পতিবার বিকেলে খয়রাশোল ব্লকের লোকপুর থানার রুপুষপুর গ্রামে বজ্র পাতে মৃ ত্যু হয় এক ব্যক্তির। মৃ তের নাম অলোক চ্যাটার্জী,বয়স আনুমানিক ৩৮ বছর। বাড়ি রুপুষপুর গ্রামে। জানা গেছে এদিন বৃহস্পতিবার তিনি মাঠ থেকে গরু নিয়ে বাড়ী ফিরছিলেন সেই সময় বাজ পড়ে অজ্ঞান হয়ে যান।খবর পেয়ে তড়িঘড়ি পরিবারের সদস্যরা সহ গ্রামবাসীরা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ ত বলে ঘোষণা করেন। খবর পেয়ে খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য কাঞ্চন দে নাকড়াকোন্দা হাসপাতালে ছুটে যান। পাশাপাশি লোকপুর থানার পুলিশ ও ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের হস্তক্ষেপে মৃ তদেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানা যায়।এই আকস্মিক মৃত্যুর ঘটনায় গ্রামে নেমে আসে শোকের ছায়া।এদিন শুক্রবার মৃ তদেহটি ময়নাতদন্তের পর গ্রামে আনা হলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা।

18/07/2025

দুবরাজপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ২১ শে জুলাই-এর প্রস্তূতি সভা।

18/07/2025

একটানা বৃষ্টির জের, বানভাসি অবস্থা বীরভূমের বেশ কয়েকটি অঞ্চল।

জলের তোড়ে ভেঙেছে শাল নদীর ভাসা সেতু। দুবরাজপুরের যশপুর পঞ্চায়েতের মামুদপুরে শাল নদীর ভাসা সেতু ভেঙ্গে যাওয়ায় বিছিন্ন যোগাযোগ। সমস্যায় পড়েছেন প্রায় কুড়িটি গ্ৰামের মানুষ। বুধবার পরিদর্শন করেন তৃণমূলের দুবরাজপুর ব্লক কনভেনর রফিউল হোসেন খান ও জেলা পরিষদের সদস্যা মর্জিনা বিবি। শীঘ্রই সংস্কার করা হবে আশ্বাস দেন গ্ৰামবাসীদের। কথা অনুযায়ী কাজ। একদিনের মাথায় ভগ্ন সেতু পরিদর্শন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সেতুর অবস্থা দেখে সেখান থেকে ফোন করেন জেলা পরিষদের ADM কে। সভাধিপতির একটি ফোনেই কাজ। সেতু সংস্কারের কাজ শুরু হবে আজ থেকে। খুশি গ্ৰামবাসীরা।

18/07/2025

বীরভূম জেলার বনমহোৎসব অনুষ্ঠানে ডাক পেলেন না স্থানীয় বিজেপির বিধায়ক অনুপ সাহা। পাল্টা জবাব জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।

18/07/2025

অল্প বৃষ্টিতেই জলমগ্ন দুবরাজপুর শহরের ৩নং নাম্বার ওয়ার্ডের নামোপাড়া

17/07/2025

শিক্ষকের মারে ১৬ জন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, রামপুরহাট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : ক্লাস চলাকালীন এক শিক্ষকের অশোভনীয় আচরণ এবং মারের চোটে প্রায় ১৬ জন ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রামপুরহাট শহরের মধ্যে অবস্থিত আল-আমিন ব্রিলিয়ান্ট একাডেমি নামক একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। অভিযোগ শিক্ষক খুরশেদ আলমের মারধরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে প্রায় ১৫ থেকে ২০ জন ছাত্রী। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে পুলিশ আটক করেছে।
প্রতিষ্ঠানের একাধিক ছাত্রী জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিক্ষক খুরশেদ আলমের পড়ানোর পদ্ধতি ও ব্যবহার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। এমনকি বিষয়টি তাঁরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিতভাবেও জানানো হয়। এরপরেই বৃহস্পতিবার সকালে ক্লাস চলাকালীন অবস্থায় শিক্ষক খুরশেদ আলম রীতিমতো রেগে গিয়ে একে একে ছাত্রীদের মারধর করতে থাকেন। এরূপ শারীরিক ও মানসিক নির্যাতনের জেরে প্রায় ১৫ থেকে ২০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি ছাত্রীদের রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকজন ছাত্রী আঘাতজনিত ট্রমার শিকার হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছে।
অভিভাবকদের অভিযোগ, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই উক্ত শিক্ষকের আচরণ সম্পর্কে অবগত ছিলেন, তথাপি আগাম কোনো ব্যবস্থা না নেওয়ায় এই পরিস্থিতি। অসুস্থ ছাত্রীদের পরিবার পরিজন সহ স্থানীয় বাসিন্দারা উক্ত ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন । এদিকে
রামপুরহাট থানার পুলিশ ঘটনায় অভিযুক্ত শিক্ষক খুরশেদ আলমকে আটক করেন পাশাপাশি ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছেন রামপুরহাট থানার পুলিশ। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, গোটা ঘটনা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে এবং প্রয়োজনে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। শিক্ষকের শিক্ষক সুলভ আচরণ ও স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে ।

বাজ পড়ে মৃত এক,খয়রাসোল এলাকায়সেখ রিয়াজুদ্দিন,খয়রাসোল : বৃহস্পতিবার বিকেলে খয়রাশোল ব্লকের লোকপুর থানার রুপুষপুর গ্রা...
17/07/2025

বাজ পড়ে মৃত এক,খয়রাসোল এলাকায়

সেখ রিয়াজুদ্দিন,খয়রাসোল : বৃহস্পতিবার বিকেলে খয়রাশোল ব্লকের লোকপুর থানার রুপুষপুর গ্রামে বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম অলোক চ্যাটার্জী, বয়স ৪২ বছর। বাড়ি রুপুষপুর গ্রামে। জানা গেছে এদিন তিনি মাঠ থেকে গরু নিয়ে বাড়ী ফেরার সময় বাজ পড়ে আহত হন। খবর পেয়ে তড়িঘড়ি পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা অজ্ঞান অবস্থায় মাঠ থেকে উদ্ধার করে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য কাঞ্চন দে নাকড়াকোন্দা হাসপাতালে ছুটে যান। পাশাপাশি লোকপুর থানার পুলিশ ও ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের হস্তক্ষেপে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানা যায়।এই আকস্মিক মৃত্যুর ঘটনায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

17/07/2025

সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতামূলক কর্মসূচী,খয়রাশোল থানার।

বিপিন পাল ও অভ্রদ্বীপ ঘোষ,খয়রাশোল : সাবধানে গাড়ি চালান, নিজে বাঁচুন অপরকে বাঁচান।দ্রত গাড়ি চালিয়ে না ফেরার দেশে পাড়ি দেওয়ার চেয়ে আস্তে গাড়ি চালিয়ে নিজ বাড়ীতে ফেরায় ভালো।
নিত্যদিন জেলার বিভিন্ন প্রান্তে পথ দুর্ঘটনা ঘটেই চলেছে।বীরভূম জেলা পুলিশের উদ্যোগে দিনের পর দিন সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচী পালনও করা হচ্ছে।তবুও হুঁশ ফিরছে না গাড়ীর চালকদের।সাধারণ মানুষদের সচেতন করতে এদিন বৃহস্পতিবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে, খয়রাশোল থানা ও দুবরাজপুর ট্রাফিক গার্ডের আয়োজনে ট্যাবলো সহকারে মাইকের মাধ্যমে গাড়ির চালক ও পথচলতি মানুষদের সচেতন করা হলো।র‍্যালিটি খয়রাশোল থানা চত্বর থেকে বেরিয়ে বাজার বাসস্টপ পরিক্রমা করে।র‍্যালি চলাকালীন মাইকের মাধ্যমে প্রচার করা হয় মোটরসাইকেল চালানোর সময় হেলমেটে ব্যবহার করুন,মোটর সাইকেলে দুজনের বেশী চাপবেন না,হেডফোন ব্যবহার করবেন না,জনবহুল এলাকায় দ্রুত গাড়ি চালাবেন না,ট্রাফিক আইন মেনে চলা ছাড়াও বড় গাড়ির ক্ষেত্রে সিট বেল্ট লাগানো নিয়ে গাড়ির চালক ও পথচলতি মানুষদের সচেতন করা হলো।

র‍্যালির শিরোভাগে ছিলেন খয়রাশোল থানার এস আই শান্তনু কুমার মন্ডল,পি এস আই অমুল্য মন্ডল,এ এস আই মহম্মদ জাকির হোসেন,দুবরাজপুর ট্রাফিক গার্ডের এ এস আই বিপিন চন্দ্র ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা ওসিভিক ভলান্টিয়ারেরা।

Address


Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+919735847721

Alerts

Be the first to know and let us send you an email when Dubrajpur News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dubrajpur News:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share