12/09/2025
ই- চালান ছাড়াই অবৈধভাবে বালি পাচারের অভিযোগে দুটি ডাম্পার সহ গাড়ির চালক ও খালাসিরা ধৃত।
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : অবৈধভাবে বালি উত্তোলন ও পাচার রোধে জেলা প্রশাসনের পক্ষ অভিযান অব্যাহত, পাশাপাশি পাচার কার্যক্রম ও সমানতালে অব্যাহত।দুদিক থেকেই চলছে চোর পুলিশের খেলা। যদিও ইতিমধ্যে অবৈধ বালি পাচার কান্ডে রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে ইডির তল্লাশি অভিযান।গত সোমবার কলকাতা, মেদিনীপুর, ঝাড়গ্রামের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামে ইডি। এরূপ পরিস্থিতির মধ্যে ফের বুধবার রাতে ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে রাতভর বিশেষ নজরদারি চালাতেই ই চালান ছাড়াই দুটি অবৈধ বালি ভর্তি ডাম্পার সঙ্গে চালক ও খালাসিদের আটক করা হয়। রাত ২টা নাগাদ ময়ূরেশ্বর থানার পুকুরপাড় মোড়ে পাকা রাস্তার উপর অতিরিক্ত বালি বোঝাই ডাম্পার সঙ্গে চালক ও খালাসিকে আটক করা হয়। চালক স্বীকার করেছেন যে গিরাজপুর থেকে অবৈধ মজুদকৃত বালি উত্তোলন করা হচ্ছে। কোনও ই-চালান দেখাতে পারেনি। অপরদিকে ভোর ৫.৩০ মিনিটে মুর্শিদাবাদের
খড়গ্রাম গামী বালি বোঝাই আরেকটি ডাম্পার সঙ্গে চালক ও খালাসিকে আটক করে। চালক জানান যে সিউড়ির খোটোঙ্গা ৭ নম্বর বালি ঘাটের অবৈধ বালি মজুদ থেকে কোনও ই-চালান ছাড়াই বালি উত্তোলন করা হচ্ছে। চালক এবং সহকারীসহ উভয় বালি বোঝাই ডাম্পারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে, যাতে তাদের এবং মালিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা শুরু করা যায়।