কথাকৃৎ - Kathakrit

কথাকৃৎ - Kathakrit কথাকৃৎ কবিতা,গল্প আর অডিওভিস্যুয়াল মাধ্যম

🌻🌻পৃথিবীতে দুটি জিনিস গুরুত্বপূর্ণ ।বন্ধু ও বন্ধুত্ব।একটি আপনাকে তৈরি করতে হবে ।অপরটি  ধরে রাখতে হবে🌻🌻শুভ সকাল। দিনটা সব...
26/07/2025

🌻🌻পৃথিবীতে দুটি জিনিস গুরুত্বপূর্ণ ।
বন্ধু ও বন্ধুত্ব।
একটি আপনাকে তৈরি করতে হবে ।
অপরটি ধরে রাখতে হবে🌻🌻

শুভ সকাল। দিনটা সবার ভালো কাটুক।। 💐💐

#সুপ্রভাত

🌻🌻শত আঘাতের পরেও যদি মুখে হাসিটা রেখে পথ চলতে  পারো, স্বয়ং বিধাতাও একদিন তোমায় আঘাত করতে লজ্জা পাবেন।🌻🌻শুভ সকাল। দিনটা...
25/07/2025

🌻🌻শত আঘাতের পরেও
যদি মুখে হাসিটা রেখে
পথ চলতে পারো,
স্বয়ং বিধাতাও একদিন
তোমায় আঘাত করতে লজ্জা পাবেন।🌻🌻

শুভ সকাল। দিনটা সবার ভালো কাটুক।💐💐

#সুপ্রভাত

🌻🌻"জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে  সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে। আর একজন মূর্খকে তার ভুল দেখালে সে তোমাকে শত্রু ভেবে নেবে"...
24/07/2025

🌻🌻"জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে
সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে।
আর একজন মূর্খকে তার ভুল দেখালে
সে তোমাকে শত্রু ভেবে নেবে"। 🌻🌻

--স্বামী বিবেকানন্দ।

শুভ সকাল । দিনটা সবার ভালো কাটুক। 💐💐

#সুপ্রভাত

খুব প্রয়োজনীয় একটি পোষ্ট ।দেবাদৃতা দত্তের দেয়াল থেকে।Debadrita Dutta ছবিটি দেখে আঁতকে উঠবেন না। আপনার বসার ঘরের সুদৃশ...
23/07/2025

খুব প্রয়োজনীয় একটি পোষ্ট ।
দেবাদৃতা দত্তের দেয়াল থেকে।
Debadrita Dutta

ছবিটি দেখে আঁতকে উঠবেন না। আপনার বসার ঘরের সুদৃশ্য কার্পেটে, সোফায়, শোয়ার ঘরের বালিশে, চাদরে, কম্বলে, ম্যাট্রেসে, ফ্যানের ব্লেডে এরা হাজারে হাজারে ছেয়ে থাকে। আপনি খালি চোখে এদের দেখতে পান না বলে চিনতে পারছেন না।
এরা হচ্ছে ডাস্ট মাইট। এরা কোনো পোকা নয়, বরং মাকড়সার সঙ্গে বেশ কিছু মিল আছে এদের। আটটি ঠ্যাং, সর্বাঙ্গে লোম-- সব মিলিয়ে খুবই ভয়ানক দেখতে এদের। একটা মাইক্রোস্কোপ দিয়ে আপনার বালিশটার দিকে তাকালে আপনি তার ওপর আর কিছুতেই ঘুমোতে পারতেন না।
ডাস্ট মাইট বেশির ভাগ লোকের কোনো ক্ষতি করে না, কিন্তু যাদের ডাস্ট অ্যালার্জি আছে বলে আমরা বলি, তাদের আসলে অ্যালার্জিটা এদেরই জন্য হয়। না, এরা স্বয়ং আমাদের ক্ষতি করে না, করে এদের মল এবং পচাগলা দেহাংশ। আবার মলত্যাগ এরা খুব বেশিই করে, দিনে প্রায় কুড়ি বার। কারো কারো শরীরে এই বস্তুগুলি খুবই মারাত্মক অ্যালার্জিক রিয়্যাকশান ঘটায়। ফুলের রেণুর পর ডাস্ট মাইটের ড্রপিংই হচ্ছে সবচেয়ে কমন অ্যালার্জেন।
হাঁচি, সর্দি, কাশি, সাইনাস কনজেশান, চোখ লাল হওয়া, চামড়ায় লাল দাগ, চুলকুনি, একজিমা-- এমনকি শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে এদের জন্য।
গরম, আর্দ্র, অন্ধকার পরিবেশ এদের স্বর্গরাজ্য। ৫০% এর চেয়ে কম আর্দ্রতায় এরা বাঁচে না। কিন্তু বর্ষাকালে যখন ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে ভিজে কাপড় মেলে রাখেন, তখন এদের আর পায় কে! মহানন্দে বংশবিস্তার করে যায় ঘরের জমে থাকা ধুলোর মধ্যে। আপনারই ঝরে যাওয়া চামড়ার কুচি খেয়ে। আপনি পঞ্চাশটা হাঁচি দিয়ে ভাবেন, এই রে বাইরে বৃষ্টি ভিজেই ঠাণ্ডা লেগে গেল। অথচ আপনার শত্রু ঘরের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে।
করোনা ভ্যাক্সিনের সম্ভাব্য সাইড এফেক্ট হিসেবে আমাদের অনেকেরই অ্যালার্জিক রিঅ্যাকশান, মাস্ট সেলের ক্ষরণ অনেক গুণ বেড়ে গেছে। আগে যে অ্যালার্জিতে একটা হাঁচি হয়ে বন্ধ হয়ে যেত, এখন সেই অ্যালার্জিতে শ্বাসকষ্ট হয়ে ইনহেলার অবধি নিতে হচ্ছে। অ্যাণ্টিঅ্যালার্জিক খেয়ে খেয়ে ঝিম খেয়ে যাচ্ছেন। তাহলে উপায়?
শত্রুকে আইডেণ্টিফাই করতে পারলে উপায়ও বেরুবে। কিন্তু এ যে ঘরের শত্রু। ঘর ছেড়ে যাবেন কোথায়? তাহলে ঘরটাকেই নিজের বাসযোগ্য করে তুলতে হবে। শত্রুর যাতে বাড়বাড়ন্ত না হয়। কীভাবে?
১. ধুলোর হাত থেকে বাঁচতে ঘরের সব কটা জানলা দরজা বন্ধ করে দেবেন ভাবছেন? একদম ভুল। দ্বার বন্ধ করে দিয়ে ধুলোটারে রুখি, আলো বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি? এরা আলো সইতে পারে না। তাই সব কটা জানলা খুলে দাও না।
২. নিয়মিত বিছানার চাদর, বালিশের ওয়াড় বদলাতে হবে। বিছানা, বালিশ মাঝে মাঝে রোদ খাওয়াতে হবে। রোজ নারকোল ঝাঁটা দিয়ে বিছানা ঝেড়ে ধুলোমুক্ত রাখতে হবে। ঘরের কার্পেট, আলমারির মাথা, পর্দা, মশারি, আসবাবের ধুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ঝাড়ার সময় ধুলো উড়তে থাকলে মাস্ক পরে থাকুন, তবে এটা সমাধান নয়, মাস্ক পরে তো কেউ ঘুমোয় না। আপনি যখন নিশ্চিন্তে বালিশে মাথা দিয়ে ঘুমোবেন, তখন এরা সারি সারি ঢুকে যাবে আপনার নাক দিয়ে। ওয়াশিং মেশিন, ভ্যাকুয়াম ক্লিনার থাকলে এই বেলা কাজে লাগান।
৩. ঘরকে যথাসম্ভব শুকনো রাখুন। ঘরের মধ্যে ভিজে কাপড় টাঙানো বন্ধ করুন। বন্ধ ঘর ঝাঁট দেওয়া, মোছা করবেন না। জানলা খুলে, ফ্যান চালিয়ে শুকিয়ে নিন। বেশি বাদলার দিনে ঘর অত মোছার দরকার নেই।
৪. যাদের শ্বাসকষ্ট আছে, তারা বিশেষ ধরনের এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পারেন।
৫. অ্যালার্জি গুরুতর হলে ডাক্তার দেখিয়ে চিকিৎসা শুরু করুন।
ইদানিং এই সমস্যা ঘরে ঘরে সাংঘাতিক বেড়ে গেছে। এই বিষয়ে আরো জানতে হলে ইণ্টারনেটে বিশদে পড়াশোনা করে দেখতে পারেন।

© শুভশ্রী ভট্টাচার্য
সংগৃহীত

🌻🌻ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী ।টাকা থাকলে মূর্খও জ্ঞানী।🌻🌻--শ্রী গৌতম বুদ্ধশুভ সকাল। দিনটা সবার ভালো কাটুক। 💐💐 #সুপ্রভ...
23/07/2025

🌻🌻ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী ।
টাকা থাকলে মূর্খও জ্ঞানী।🌻🌻

--শ্রী গৌতম বুদ্ধ

শুভ সকাল। দিনটা সবার ভালো কাটুক। 💐💐

#সুপ্রভাত

আজ একটা কবিতা হয়ে যাক। #টাকা মাহাত্ম্য   টাকা দিয়ে কিনতে পারো পোশাক-আশাক,গয়না-গাঁটি টাকা দিয়েই বুঝতে পারো, কে যে আসল, ক...
22/07/2025

আজ একটা কবিতা হয়ে যাক।

#টাকা মাহাত্ম্য


টাকা দিয়ে কিনতে পারো

পোশাক-আশাক,গয়না-গাঁটি

টাকা দিয়েই বুঝতে পারো,

কে যে আসল, কে বা খাঁটি ৷

টাকা ছাড়া জীবন বৃথা

এ কথাটাও বলতে পারো ৷

টাকায় মেলে মনের মানুষ?

ভালোবাসা কিনতে পারো?

টাকা ধর্ম, টাকা কর্ম

ছুটছে সবাই টাকার পিছে,

টাকা পাওয়ার গ্যাঁড়াকলে

নামছে মানুষ পশুর নীচে ৷

টাকা যতই কামাই করো

যতই করো সুখের আশা,

এ জগতে সত্য কেবল

ভালোবাসার সুখের বাসা ৷

✍️ কথাকৃৎ রীণা দত্ত বন্দ্যোপাধ্যায়

🌻🌻সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখিয়ে দেয় যে, জীবনে কোন কিছুই স্থায়ী নয় ।তাই সর্বদা খুশি থাকো। জীবনযাত্রার ভরপুর আনন্দ না...
22/07/2025

🌻🌻সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখিয়ে দেয় যে,
জীবনে কোন কিছুই স্থায়ী নয় ।
তাই সর্বদা খুশি থাকো।
জীবনযাত্রার ভরপুর আনন্দ নাও।🌻🌻

শুভ সকাল ।দিনটা সবার ভালো কাটুক। 💐💐

#সুপ্রভাত

21/07/2025

I got over 40 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when কথাকৃৎ - Kathakrit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share