The Hint Today

  • Home
  • The Hint Today

The Hint Today ডানদিকে লাইক করুন->

আজ তৃণমূল ভবন থেকে 'SIR' নিয়ে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দোপাধ্যায়|
28/10/2025

আজ তৃণমূল ভবন থেকে 'SIR' নিয়ে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দোপাধ্যায়|

নিউ ইয়র্কের জাতিসংঘের প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুস্প অর্পণ করলেন সাংসদ সৌমিত্র খাঁ।এই আন্তর্জাতিক মঞ্চে তা...
28/10/2025

নিউ ইয়র্কের জাতিসংঘের প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুস্প অর্পণ করলেন সাংসদ সৌমিত্র খাঁ।
এই আন্তর্জাতিক মঞ্চে তাকে দেখা যায় বাঙালী ধুতি-পাঞ্জাবির সাজে।

28/10/2025

খড়িবাড়ি ব্লকের জন্ম মৃত্যু শংসাপত্রের সরকারি হিসাব জন্য তথ্যের অধিকার আইনে আবেদন জানালেন বিধায়ক ড. শঙ্কর ঘোষ।

28/10/2025

সাতসকালে ই ডি র হানা কলকাতার বেলেঘাটার ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোডে লক্ষ্মীরামলায় নামের এক বাড়িতে। এক মহিলা সহ ৬ সদস্যের ই ডি আধিকারিক ঘটনাস্থলে। দীর্ঘক্ষণ বাড়িতে ডাকাডাকি চলে।

27/10/2025

বাংলার ন্যায্য পাওনা ফিরিয়ে আনার জন্য সকলের নিরলস সংগ্রামের উপর একটি ভিডিও প্রকাশ করেছেন অভিষেক বন্দোপাধ্যায়|
Video courtesy: #

27/10/2025

এসআইআর নিয়ে রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পালের বক্তব্য।

ছটপুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়|
27/10/2025

ছটপুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়|

মূল অৃভিযুক্ত সুমনের নাম বাদ দিতে ৫ হাজার টাকার ঘুষ কাউন্সিলরের!দমদমের বেদিয়াপাড়া কান্ডে বিস্ফোরক দাবি আক্রান্তেরদমদমের...
27/10/2025

মূল অৃভিযুক্ত সুমনের নাম বাদ দিতে ৫ হাজার টাকার ঘুষ কাউন্সিলরের!দমদমের বেদিয়াপাড়া কান্ডে বিস্ফোরক দাবি আক্রান্তের

দমদমের বেদিয়াপাড়া কান্ডে বিস্ফোরক দাবি আক্রান্ত রঞ্জিত কর্মকারের| বেদিয়াপাডায় পুড়িয়ে খুনের চেষ্টায় গ্রেফতার মূল অভিযুক্ত সুমন বনিদোপাধ্যায়। মূল অভিযুক্ত সুমন ওরফে বাগানের নাম বাদ দিতে ৫ হাজার টাকা দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস এবং দলবলের বিরুদ্ধে| হাসপাতালে ঢুকে চাপ দেওয়ার অভিযোগ আক্রান্ত রঞ্জিত কর্মকারের। অবশেষে পুলিশের জালে সেই সুমন বন্দ্যোপাধ্যায়। বেদিয়াপাড়ার ঘটনায় গ্রেফতার ২, অধরা ১।

27/10/2025

"সুপ্রিম কোর্টে সুপ্রিম থাপ্পর খেল কেন্দ্র সরকার":তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য

27/10/2025

দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটি ডাকে হাজরা মোড়ে বিক্ষোভ ও কুশপুতুল দাহ করা হয়!

গতকাল আমেরিকার জনপ্রিয় খবরের কাগজ ' ওয়াশিংটন পোস্ট ' একটি চাঞ্চল্য জনক খবর প্রকাশ্যে নিয়ে এসেছে
খবরে প্রকাশ যে ভারতের বহু প্রাচীন বীমা সংস্থা ভারতীয় জীবন বীমা নিগম থেকে ৩৩ হাজার কোটি টাকা গৌতম আদানি কে পাইয়ে দিয়েছে।
এই ভারতীয় জীবন বীমা সংস্থায় দেশের গ্রাম থেকে গ্রামান্তরের মানুষের একমাত্র ভরসার স্থল। নিজেদের সঞ্চিত ধণ এই সংস্থা রাখে, এই কারণে যে এখানে সঞ্চিত ধণ জমা রাখা নিরাপদ বলে।
এই সংস্থায় কয়েক লক্ষ লোকের কর্মস্থলও।স্থায়ী কর্মচারী, হাজার হাজার এজেন্ট ও তাদের পরিবার এই সংস্থার সঙ্গে জড়িত।
ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে যে, সৌর বিদ্যুৎ প্রকল্পে সরকারি অফিসারদের ঘুষ দিয়ে ,অতিরিক্ত মুনাফা লাভ দেখিয়ে ,শেয়ারের মূল্য বেশি করে দেখিয়ে আমেরিকায় আর্থিক দুর্নীতি সংগঠিত করেছে। ঘুষ কাণ্ডের পর আদানি ও তার ভাইপো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে দেশের সমস্ত ব্যাংক আদানি গোষ্ঠীকে ঋণ দিতে অস্বীকার করে। সেই সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জী তার পরম মিত্র আদানি কে জামাই আদর করে এই ভারতীয় জীবন বীমা নিগম থেকে এক প্রকার জোর খাটিয়ে ৩৩ হাজার কোটি টাকা ঋণ পাইয়ে দেন।
প্রশ্ন হচ্ছে জনগণের কাছ থেকে তাদের কষ্টার্জিত উপার্জনের গচ্ছিত অর্থ কেন মোদি জী তার পরম বন্ধু আদানির হাতে তুলে দিয়েছে??এবং কেনো সি বিষয়টি দেশের মানুষের কাছে গোপন করা হয়েছে।*
এই প্রশ্নের উত্তরের দাবিতে আজ হাজরা মোড়ে দক্ষিন কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় তার পাশাপাশি এই বিক্ষোভে মোদি জী এবং আদানির কুশপুতুল পড়ানো হয়।

আর জি কর-এর চিকিৎসকের রহস্য মৃত্যু!বিস্তারিত👇মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য|তিনি ওই হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে ...
27/10/2025

আর জি কর-এর চিকিৎসকের রহস্য মৃত্যু!

বিস্তারিত👇
মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য|তিনি ওই হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন।
জানা গিয়েছে, শুভজিৎ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের শিশির কুঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। রবিবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মোদি সরকারের!বিস্তারিত👇কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, বাংলায় ১০০ দিনের কাজ বন্ধ রাখা যাবে না, অবিল...
27/10/2025

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মোদি সরকারের!
বিস্তারিত👇
কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, বাংলায় ১০০ দিনের কাজ বন্ধ রাখা যাবে না, অবিলম্বে প্রকল্প চালু করতে হবে।কিন্তু কেন্দ্রীয় বিজেপি সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গেল দেশের শীর্ষ আদালতে।আজ সুপ্রিম কোর্ট সেই মামলা খারিজ করে দিল।

Address


Alerts

Be the first to know and let us send you an email when The Hint Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Hint Today:

  • Want your business to be the top-listed Media Company?

Share