16/07/2025
ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে একদিকে যখন কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রী, অন্যদিকে, দলের নির্দেশে মধ্যমগ্রামে ধিক্কার মিছিলে শামিল তৃণমূলের মন্ত্রী থেকে জেলা নেতৃত্ব ও কর্মীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণের সুর শোনা গেল খাদ্যমন্ত্রীর রথীন ঘোষ সহ তৃণমূল জেলা নেতৃত্বদের গলাতেও। এদিন মধ্যমগ্রামে দলীয়ভাবে আয়োজন করা হয় ধিক্কার মিছিলের। বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি বিদ্বেষের প্রতিবাদে এদিন মধ্যমগ্রামের রাজপথে পা মেলান খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ, স্থানীয় নেতৃবৃন্দ এবং অসংখ্য দলীয় কর্মী-সমর্থক। মিছিল শেষে মধ্যমগ্রাম চৌমাথা এলাকায় একটি পথসভাও করা হয়। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বাংলায় কথা বলার অপরাধে বাঙালিদের হেনস্থা করছে, অন্য রাজ্য থেকে পুশব্যাক করা হচ্ছে। এটা ইচ্ছাকৃত চক্রান্ত। তিনি আরও অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের নামে নতুন ফরমান জারি করে বাংলার মানুষের অধিকার খর্ব করার চেষ্টা চলছে। বিহারে প্রায় ৩৫ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলেও জানান তিনি। তাঁর কথায়, বাংলার সঙ্গে যখন বিজেপি পেরে উঠতে পারছে না, তখনই নতুন নতুন ষড়যন্ত্রের পথে হাঁটছে ওরা।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এটি শুধু ভাষা বা জাতিসত্তার উপর আঘাত নয়, বরং বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে বাংলার মানুষকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি এদিন বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও হেলাবটতলা মিলন মাঠ থেকে শুরু চাঁপাডালি মোর পর্যন্ত একটি মিছিলে আয়োজন করা হয়েছিল।