
18/04/2025
শুভ জন্মদিন, আমার রাজকন্যা। তুমি আমার জীবনে যা কিছু ভালো তার প্রতীক।মা হিসেবে, তোর জন্মদিন আমার জন্য বিশেষ দিন। তুই আমার জীবনের আশীর্বাদ। তুই আমার জীবনের আলো। তোর মুখের হাসি আমার হৃদয়কে আনন্দে ভরিয়ে দেয়। আমার আদরের মেয়ে, তোর জন্মদিনে আমি ঈশ্বরের কাছে তোর দীর্ঘ, সুস্থ ও সমৃদ্ধ জীবন কামনা করছি।💝♥️♥️♥️😍🥰😘❤️❤️