
26/06/2025
চলতি মাসের শুরুতেই নতুন অধ্যায়ে পা রেখেছেন পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। ১ জুন জন্ম হয়েছে তাঁদের প্রথম সন্তানের—এক পুত্রসন্তান। ছেলের মুখ বা নাম এখনও প্রকাশ না করলেও, একরত্তির ছোট ছোট ঝলকে অনুরাগীরা আপ্লুত।
পিয়া মাঝেমধ্যেই ইনস্টায় মাতৃত্বের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন। সম্প্রতি একটি মজার রিল শেয়ার করেছেন তিনি, যেখানে দেখানো হয়েছে—বাচ্চাকে ঘুম পাড়িয়ে মায়েদের নিত্য কাজের দৌড়ঝাঁপ! ‘বিশ্রাম’, ‘স্নান’, ‘খাওয়া’, ‘বোতল ধোওয়া’—সব যেন টাইমার ধরে করতে হয়!
নতুন মা জানাচ্ছেন, বাবার ভূমিকায় পরমব্রতও সমান সক্রিয়। ঘুম পাড়ানো থেকে ন্যাপি বদল—সবই সামলাচ্ছেন তিনি। অপারেশনের সময়ও স্ত্রীর পাশে ছিলেন অভিনেতা।
২০২৩ সালের নভেম্বরে আইনি বিয়েতে পরমব্রত ও পিয়া বাঁধা পড়েন জীবনের বন্ধনে। জাঁকজমক না থাকলেও ছিল ভালোবাসার গভীরতা। পেশায় এনজিও কর্মী পিয়া, কখনও কখনও পরমব্রতের কনসার্টেও দেখা যায় তাঁকে।
ছেলের নাম এখনও ঠিক হয়নি। আপাতত আদর করে ডাকছেন ‘জুনিয়র’। মা-বাবা, দিদিমা—তিনজনের আদরে বড় হচ্ছে সেই ছোট্ট মানুষটি।