DN Bangla24

DN Bangla24 বিনোদন
(2)

চলতি মাসের শুরুতেই নতুন অধ্যায়ে পা রেখেছেন পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। ১ জুন জন্ম হয়েছে তাঁদের প্রথম সন্তানের...
26/06/2025

চলতি মাসের শুরুতেই নতুন অধ্যায়ে পা রেখেছেন পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। ১ জুন জন্ম হয়েছে তাঁদের প্রথম সন্তানের—এক পুত্রসন্তান। ছেলের মুখ বা নাম এখনও প্রকাশ না করলেও, একরত্তির ছোট ছোট ঝলকে অনুরাগীরা আপ্লুত।

পিয়া মাঝেমধ্যেই ইনস্টায় মাতৃত্বের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন। সম্প্রতি একটি মজার রিল শেয়ার করেছেন তিনি, যেখানে দেখানো হয়েছে—বাচ্চাকে ঘুম পাড়িয়ে মায়েদের নিত্য কাজের দৌড়ঝাঁপ! ‘বিশ্রাম’, ‘স্নান’, ‘খাওয়া’, ‘বোতল ধোওয়া’—সব যেন টাইমার ধরে করতে হয়!

নতুন মা জানাচ্ছেন, বাবার ভূমিকায় পরমব্রতও সমান সক্রিয়। ঘুম পাড়ানো থেকে ন্যাপি বদল—সবই সামলাচ্ছেন তিনি। অপারেশনের সময়ও স্ত্রীর পাশে ছিলেন অভিনেতা।

২০২৩ সালের নভেম্বরে আইনি বিয়েতে পরমব্রত ও পিয়া বাঁধা পড়েন জীবনের বন্ধনে। জাঁকজমক না থাকলেও ছিল ভালোবাসার গভীরতা। পেশায় এনজিও কর্মী পিয়া, কখনও কখনও পরমব্রতের কনসার্টেও দেখা যায় তাঁকে।

ছেলের নাম এখনও ঠিক হয়নি। আপাতত আদর করে ডাকছেন ‘জুনিয়র’। মা-বাবা, দিদিমা—তিনজনের আদরে বড় হচ্ছে সেই ছোট্ট মানুষটি।

দেখতে দেখতে প্রায় পাঁচ মাস—একসঙ্গে পথচলার প্রথম অধ্যায়টা যেন কেটেছে চোখের পলকেই। জানুয়ারিতে চার হাত এক হয়েছিল শ্বেতা ভট্...
26/06/2025

দেখতে দেখতে প্রায় পাঁচ মাস—একসঙ্গে পথচলার প্রথম অধ্যায়টা যেন কেটেছে চোখের পলকেই। জানুয়ারিতে চার হাত এক হয়েছিল শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের। টেলিপাড়ার এই জনপ্রিয় জুটি বিয়ের আগেই ছিলেন দীর্ঘদিনের প্রেমে। তাঁদের সম্পর্ক নিয়ে টলি মহলে বরাবরই থাকত মিষ্টি আলোচনা, যার মধ্যে কোনও নেগেটিভিটির ছায়া পড়েনি। আর বিয়ের পর? ভালোবাসা যেন আরও গভীর, আরও নিখাদ।

যেখানে টলিপাড়ার বহু সম্পর্ক ভাঙনের মুখে, সেখানে শ্বেতা-রুবেল কীভাবে এতটা ভারসাম্য বজায় রাখছেন? সেই প্রশ্নের উত্তর দিলেন শ্বেতা নিজেই, ইনকোডা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে। নিজের এবং রুবেলের মধ্যে মানসিক পার্থক্যের কথা স্বীকার করে নিয়ে বললেন, “রুবেলও ইমোশনাল, আমিও মারাত্মক ইমোশনাল। তবে আমি একটু ম্যাচিওর, আর ও একটু ইম-ম্যাচিওর। মাঝে মাঝে এমন কথা বলে, যা আমি বুঝতে পারি না। তখন বলি, তুই কি পাগল? কী বলছিস?”

তবু রাগ-অভিমান দীর্ঘস্থায়ী হয় না। কেন? শ্বেতার কথায়, “রুবেলের একটা দারুণ গুণ আছে—ও মন থেকে ‘সরি’ বলতে জানে। আজকাল অনেক ছেলেই সেটা পারে না। কিন্তু ও পারে। যদি ভুল করে, সত্যিই আন্তরিকভাবে ক্ষমা চায়। আমার যদি এক শতাংশ ইগো থাকে, ওর সেটাও নেই। এটা খুব বড় গুণ।”

এই মানসিক আন্তরিকতা, খোলামেলা বোঝাপড়া আর ক্ষমাশীলতা—এগুলোই হয়তো রুবেল-শ্বেতার সম্পর্কের ভিত মজবুত করে রেখেছে।

টলিপাড়ায় যেমন একের পর এক সম্পর্কের শুরু, তেমনই মাঝে মাঝেই শোনা যায় বিচ্ছেদের খবর। এবার সেই তালিকায় নাম জুড়েছে জনপ্রিয় টে...
25/06/2025

টলিপাড়ায় যেমন একের পর এক সম্পর্কের শুরু, তেমনই মাঝে মাঝেই শোনা যায় বিচ্ছেদের খবর। এবার সেই তালিকায় নাম জুড়েছে জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের। ইন্ডাস্ট্রিতে ফিসফাস—ভেঙে যেতে চলেছে তাঁর দু’বছরের বিয়ে!

২০২৩ সালের ২৮ নভেম্বর চিকিৎসক শুভদীপ ভট্টাচার্যের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রীপর্ণা। অনলাইন ম্যাট্রিমনি অ্যাপেই আলাপ, তারপর প্রেম ও বিয়ে। বিয়ের পর নিজেদের সুখী দাম্পত্যের অনেক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন অভিনেত্রী। তবে হঠাৎ করেই শুভদীপের সঙ্গে সব ছবি মুছে ফেলেছেন তিনি। সূত্রের খবর, জামাইষষ্ঠীতেও শ্বশুরবাড়ি যাননি শুভদীপ, বরং শ্রীপর্ণা পরিবার নিয়ে বেড়াতে চলে যান। যদিও মাস ছয়েক আগে স্বামীর জন্মদিনে ভালবাসায় ভরা পোস্ট করেছিলেন তিনি।

এখনও তাঁর হাতে বিয়ের লোহা দেখা গেলেও, দাম্পত্যে সমস্যা যে চলছে তা টলিপাড়া কার্যত স্বীকার করে নিচ্ছে। তবে ঘনিষ্ঠরা জানিয়েছেন, দম্পতি এখনই আইনি পথে হাঁটেননি। বিষয়টি নিয়ে মুখ খোলেননি অভিনেত্রীও—সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এটা একেবারেই ব্যক্তিগত, কোনও মন্তব্য করব না।”

ঠিক কী ঘটছে, তা সময়ই বলবে। আপাতত শ্রীপর্ণা-শুভদীপের সম্পর্ক ঘিরে তৈরি হয়েছে তুমুল চর্চা।

টলিউডের দুই সুপারস্টার দেব ও জিৎ— দু’জনের জীবনেই ২৪ জুন হয়ে উঠেছে একটি বিশেষ দিন। আট বছর আগে এই তারিখেই অভিনেতা থেকে প্র...
25/06/2025

টলিউডের দুই সুপারস্টার দেব ও জিৎ— দু’জনের জীবনেই ২৪ জুন হয়ে উঠেছে একটি বিশেষ দিন। আট বছর আগে এই তারিখেই অভিনেতা থেকে প্রযোজক হয়ে ওঠেন দেব। সেই দিনেই আত্মপ্রকাশ করে তাঁর প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। আর দেখতে দেখতেই সংস্থাটি পা দিল আট বছরে। সেই উপলক্ষে সংস্থার টিমের সঙ্গে কেক কেটে উদযাপনও করলেন দেব।

এই দিনেই প্রকাশ পেল বহু প্রতীক্ষিত ধূমকেতু ছবির টিজার— যেখানে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় একসঙ্গে ফিরলেন ৯ বছর পর। ফলে স্বাভাবিকভাবেই এই দিনটা দেবের কাছে ভীষণ আবেগের।

অন্যদিকে, জিৎ-এর কাছেও ২৪ জুন ভোলার নয়। আট বছর আগে এই দিনেই মুক্তি পেয়েছিল তাঁর প্রযোজিত ও অভিনীত বস ২। ছবির গল্পও ছিল তাঁরই ভাবনা। ভারত ও বাংলাদেশে বক্স অফিসে সফল হয়েছিল ছবিটি। তাই এই দিন আজও জিৎ-এর কাছে বিশেষ এক স্মৃতি।

দু’জনেই যেমন দক্ষ অভিনেতা, তেমনই সফল প্রযোজক। দেব যেখানে বিভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেন, জিৎ বিগত কয়েক বছর ধরে শুধুই নিজের প্রযোজনাতেই মন দিয়েছেন। তবে এখন দর্শকের একটাই আশা— কবে আবার এই দুই সুপারস্টার একসঙ্গে পর্দা কাঁপাবেন!

জনপ্রিয় রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় বরাবরই সমাজমাধ্যমে সরব। কোথায় যাচ্ছেন, কী করছেন, ছেলেকে নিয়ে কোথায় ঘুরছ...
25/06/2025

জনপ্রিয় রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় বরাবরই সমাজমাধ্যমে সরব। কোথায় যাচ্ছেন, কী করছেন, ছেলেকে নিয়ে কোথায় ঘুরছেন— সবটাই ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন মুর্শিদাবাদের ঐতিহাসিক হাজারদুয়ারি রাজপ্রাসাদে। সেই ঘোরার ছবি পোস্ট করতে গিয়ে ক্যাপশনে তিনি ভুল করে লিখে ফেলেন ‘হাজারিবাগ’। মুহূর্তে ভাইরাল হয় পোস্ট। শুরু হয় কটাক্ষ ও নেতিবাচক মন্তব্যের বন্যা।

কেউ লেখেন, “এই ভুল করলেন কী করে!”, কেউ বা বলেন, “আপনার মতো শিক্ষিত মানুষের কাছ থেকে এটা আশা করিনি।” এত সমালোচনার মুখে নিজেই মুখ খোলেন সুদীপা। আনন্দবাজার অনলাইনের কাছে বলেন, “ভুলটা ভুলই। তাই ক্ষমা চাইতে আমার কোনও দ্বিধা নেই। তবে এত প্রত্যাশা কেন? মানুষ মাত্রেই তো ভুল হতে পারে!”

তবে শুধু ক্ষমা চেয়েই থেমে যাননি তিনি। খোলাখুলি জানিয়েছেন, সমালোচনায় তিনি বিরক্ত। বলেন, “গর্দান নেওয়ার মতো কোনও ভুল আমি করিনি। একটা ছোট ভুলের জন্য এই ভাবে আক্রমণ করা ঠিক নয়।” তিনি আরও জানান, নিজের ইউটিউব চ্যানেল, রান্না, ও শাড়ির ব্যবসা নিয়ে তিনি যথেষ্ট ব্যস্ত। বাংলার পাশাপাশি এখন হিন্দিতেও নিয়মিত রান্নার ভিডিও করেন তিনি। তবু এত নজরদারি, এত সমালোচনা তাঁকে ভাবাচ্ছে।

একটি সাধারণ ভুল নিয়ে এত বিতর্ক— নেটদুনিয়ার এই আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে সুদীপা বুঝিয়ে দিলেন, নিজের ভুল স্বীকার করতে তিনি পিছপা নন, কিন্তু অকারণ কটাক্ষের জবাব দিতেও তিনি প্রস্তুত।

বৃষ্টিভেজা পাহাড়ে কাঞ্চন-শ্রীময়ীর ছুটি, মেয়েকে দেখে চমক নেটপাড়ায়!উত্তরবঙ্গের বৃষ্টিভেজা পাহাড়ে এখন ছুটি কাটাচ্ছেন কাঞ...
25/06/2025

বৃষ্টিভেজা পাহাড়ে কাঞ্চন-শ্রীময়ীর ছুটি, মেয়েকে দেখে চমক নেটপাড়ায়!

উত্তরবঙ্গের বৃষ্টিভেজা পাহাড়ে এখন ছুটি কাটাচ্ছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। তাঁদের সঙ্গে রয়েছেন ছোট্ট কন্যা কৃষভি। লাভার সৌন্দর্য উপভোগ করছেন এই তারকা দম্পতি—আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছেন তিনজনেই।

সম্প্রতি তাঁদের পাহাড় ভ্রমণের কিছু নতুন ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের! কারণ, মাত্র ৯ মাসের কৃষভিকে দেখতে একেবারে বাবা কাঞ্চনের মতো। যেন ছোট্ট কাঞ্চনকেই কোলে নিয়ে পোজ দিয়েছেন শ্রীময়ী।

ছবিতে কখনও শ্রীময়ী মেয়েকে কোলে নিয়ে পাহাড়ে দাঁড়িয়ে, কখনও কাঞ্চন মেয়ের সঙ্গে খেলায় মেতে উঠেছেন। সেই মুহূর্তগুলো মিষ্টি হলেও, সবচেয়ে বেশি নজর কেড়েছে কৃষভির মুখের অবিকল বাবার ছায়া।

নেটপাড়ায় অনেকেই মজা করে লিখছেন— “এ তো বাবার কার্বন কপি!” আবার কেউ লিখছেন, “শ্রীময়ীর কোলে যেন ছোট কাঞ্চন!”

এই মিষ্টি ট্রিপের ছবি দেখে স্পষ্ট, কাজের ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে সময় কাটাতে কোনো কমতি রাখছেন না এই দম্পতি।

রচনা বন্দ্যোপাধ্যায় বরাবরই স্পষ্ট বক্তা, কখনওই নিজের মতামত বলতে পিছপা হন না। সম্প্রতি জি বাংলার টক শো ‘অপুর সংসার’-এ হাজ...
25/06/2025

রচনা বন্দ্যোপাধ্যায় বরাবরই স্পষ্ট বক্তা, কখনওই নিজের মতামত বলতে পিছপা হন না। সম্প্রতি জি বাংলার টক শো ‘অপুর সংসার’-এ হাজির হয়ে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি গোপন দিক প্রকাশ করলেন তিনি। রসিকতার ছলে রচনা বলেন, “পর্দার হিরো হলেও, বাস্তবে বেজায় ভীতু বুম্বাদা!”

এই কথার সঙ্গে সহমত হন শাশ্বত চট্টোপাধ্যায়ও। তিনি জানান, একবার একটি অনুষ্ঠানে ভিড় দেখে এক কোণে দাঁড়িয়ে গিয়েছিলেন প্রসেনজিৎ, এমনকি স্ত্রী অর্পিতাকেও আটকে রেখেছিলেন পাশে। জনসমাগম এড়িয়ে চলতেই বেশি স্বচ্ছন্দ বুম্বাদা। এমনকি তাঁর গাড়ি নাকি ৪০ কিমির বেশি গতিতে চলে না—সতর্কতা বরাবরই তাঁর স্বভাব।

অনুষ্ঠানে রচনা আরও বলেন, “আমাদের মতো পেশায় থাকা মেয়েদের এমন কাউকে জীবনসঙ্গী করা উচিত, যিনি এই জগতটা বুঝবেন।” অভিনয়ের পেশায় সংসার করতে গেলে বুঝে নেওয়া, মানিয়ে নেওয়া—দু’টোরই দরকার হয়।

একটা সময়ে রচনা আর প্রসেনজিৎ একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। এমনকি মজার ছলে রচনা একবার বলেও ফেলেন, “প্রসেনজিৎ কেন ভাবলেন না, আমার সঙ্গেও প্রেম করা যায়?”

এই পর্বে ছিল খোলামেলা গল্প, রসিকতা আর কিছু অজানা সত্যি—একেবারে মজাদার টলিউড আড্ডা!

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন। কখনও পরিবার, কখনও বন্ধুদের সঙ্গে। এবার তাঁরা একান্তে...
25/06/2025

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন। কখনও পরিবার, কখনও বন্ধুদের সঙ্গে। এবার তাঁরা একান্তে সময় কাটাতে পৌঁছে গিয়েছেন মরিশাসে। বিবাহবার্ষিকীতে সময় দিতে না পারলেও, কাজের ব্যস্ততার ফাঁকে এই ছুটি তাদের জন্য স্পেশ্যাল। এই সফরে নেই ইউভান বা ইয়ালিনি—শুধুই রাজ-শুভশ্রী।

মরিশাসের সৈকতে রোম্যান্টিক মুডে ধরা দিয়েছেন তাঁরা। শুভশ্রীর কালো অফ-শোল্ডার মনোকিনি, স্কার্ফ ও সানগ্লাসে লুক নজর কাড়ছে। রাজ সাদা টি-শার্ট আর বিস্কুট রঙা প্যান্টে একেবারে হালকা মেজাজে। রাজের পোস্ট করা ছবিতে ক্যাপশন, "চল ঘুড়ি হয়ে যাই, চিঠি দিয়ে নৌকা বানাই।" শুভশ্রী দিয়েছেন হৃদয়ের ইমোজি।

সোশ্যাল মিডিয়ায় ভরে উঠছে তাঁদের রোম্যান্টিক মুহূর্তে। কখনও সমুদ্রের ধারে হাঁটা, কখনও একে-অপরকে সোহাগে ভরিয়ে দেওয়া—সবই ধরা পড়ছে ফ্রেমে।

এদিকে শুভশ্রীর সিনেমা গৃহপ্রবেশ দারুণ চলছে হলে। সামনে ধূমকেতু-তেও দেখা যাবে দেব-শুভশ্রী জুটিকে, প্রায় ১১ বছর পর। পাশাপাশি চলছে লহ গৌরাঙ্গের নাম রে ছবির শ্যুটিং, যেখানে শুভশ্রী অভিনয় করছেন বিনোদিনীর চরিত্রে।

কাজ আর ভালোবাসা—দুই দিক সামলেই এগিয়ে চলেছেন টলিউডের এই পাওয়ার কাপল।

স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণ...
25/06/2025

স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায়কে। ‘গাঁটছড়া’-তে শোলাঙ্কি রায়ের জায়গায় এসে যেভাবে দর্শকের মন জয় করেছিলেন শ্রীপর্ণা, এবার নতুন সিরিয়ালেও তাঁকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ব্যক্তিগত জীবনে বিয়ের পর টানাপড়েন চললেও, এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তিনি।

‘লক্ষ্মী ঝাঁপি’-তে শ্রীপর্ণার পাশাপাশি থাকছেন শুভস্মিতা মুখোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তী। শুভস্মিতা মডেলিং থেকে অভিনয়ে এসেছেন, আর সৌরভ কাজ করেছেন টেলিভিশন, ওয়েব সিরিজ ও পরিচালনায়। ফের ধারাবাহিকে তাঁর অভিনয় দেখা গেলে তা বড় চমক হতে পারে। ইতিমধ্যেই প্রোমোর শুটিং সম্পন্ন হয়েছে বলেও জানা যাচ্ছে।

এই ধারাবাহিক ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। বিশেষ করে যখন বাংলা সিনেমার সংখ্যায় ভাটা, তখন অনেক পরিচিত মুখই ধারাবাহিকেই ফিরে আসছেন ছোটপর্দায়।

দেব, অভিজিৎ সেন এবং প্রযোজক অতনু রায়চৌধুরী—টলিউডে যাঁদের একত্রে ‘ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর’ বলে ডাকা হয়, তাঁরা আবার ফিরছেন ...
24/06/2025

দেব, অভিজিৎ সেন এবং প্রযোজক অতনু রায়চৌধুরী—টলিউডে যাঁদের একত্রে ‘ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর’ বলে ডাকা হয়, তাঁরা আবার ফিরছেন একসঙ্গে। ‘টনিক’, ‘প্রজাপতি’ এবং ‘প্রধান’-এর মতো সাফল্যের পর তাঁদের নতুন প্রজেক্ট ‘প্রজাপতি ২’। মঙ্গলবার এই ত্রয়ীর মুখে ছিল চওড়া হাসি, কারণ দিনভর চলেছে ছবির শুটিংয়ের পরিকল্পনা নিয়ে বৈঠক।

বিশেষ সূত্রে আনন্দবাজার ডট কমকে জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে জুলাইয়ের প্রথম সপ্তাহেই শুরু হবে ‘প্রজাপতি ২’-এর শুটিং। ছবির নায়িকা হিসেবে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ জ্যোতির্ময়ী কুণ্ডু। এর আগেও এই খবর প্রথমবার প্রকাশ করে আনন্দবাজার।

প্রথমে শোনা গিয়েছিল, বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন দেবের বিপরীতে অভিনয় করবেন। কিন্তু সে দেশের রাজনৈতিক অস্থিরতা ও ভিসা সমস্যার কারণে তাঁকে বাদ দিতে হয়। এর পর নতুন করে উঠে আসে ধারাবাহিক ‘বঁধুয়া’র নায়িকা জ্যোতির্ময়ীর নাম।

এই ছবির শুটিং হবে কলকাতার পাশাপাশি লন্ডনেও। তবে আন্তর্জাতিক অস্থিরতা ও বিমান চলাচলের সমস্যার কারণে আপাতত কলকাতাতেই শুরু হবে শুটিং। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদেশের অংশের শুটিং হবে বলে জানিয়েছেন নির্মাতারা।

এই মুহূর্তে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ গীতশ্রী। বর্তমানে তিনি ‘শুভবিবাহ’ ধারাবাহিকে অভিনয় করছেন। কাজের চাপের মাঝেও সম...
24/06/2025

এই মুহূর্তে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ গীতশ্রী। বর্তমানে তিনি ‘শুভবিবাহ’ ধারাবাহিকে অভিনয় করছেন। কাজের চাপের মাঝেও সম্প্রতি ৬ দিনের ছুটি পেয়েছিলেন তিনি। আর সেই ফাঁকে প্রেমিক প্রবীর দাসের সঙ্গে পাড়ি দিয়েছেন মলদ্বীপে। সমাজমাধ্যমে শেয়ার করা একাধিক ছবিতে ফুটে উঠেছে তাঁদের প্রেমের রঙ।

প্রায় তিন বছর ধরে প্রেম করছেন গীতশ্রী ও প্রবীর। প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে যেন আরও এক ধাপ এগিয়ে গেল তাঁদের সম্পর্ক। অভিনেত্রী নিজেই জানালেন, “ওর এই সময় কাজের চাপ কম থাকে। তাই আমরা বছরের এই সময়টাকেই বেছে নিই ঘোরার জন্য।”

প্রবীরের আগমনে গীতশ্রীর জীবনে এসেছে অনেক পরিবর্তন। আগে একা হাতে সব কিছু সামলালেও এখন অনেক দায়িত্ব ভাগ করে নিয়েছেন প্রবীর। জামাকাপড় গোছানো থেকে শুরু করে হোটেল বুকিং— সব কিছুতেই সাহায্য করেন তিনি। তবে একেবারে মনের মতো মিল না হলেও, তাঁদের বোঝাপড়া দুর্দান্ত। গীতশ্রী হাসতে হাসতে বলেন, “প্রবীর যে ভাবে সময় ধরে কাজ করে, আমি পেরে উঠি না।”

তবে এই সফর ছিল একেবারে অন্যরকম। কারণ, এই সফরেই মলদ্বীপের রোম্যান্টিক পরিবেশে গীতশ্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন প্রবীর। উত্তরে গীতশ্রী এক মুহূর্তও দেরি করেননি— সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ বলে দেন। যদিও এখনই বিয়ের পরিকল্পনা নেই। অভিনেত্রীর কথায়, “দিল্লি এখন অনেক দূরে।”

রিল আর রিয়েল জীবনের এই মেলবন্ধন যে অনুরাগীদের মন ছুঁয়ে যাবে, তা বলাই বাহুল্য।

সন্তানের জন্ম মানেই কি অভিনেত্রীদের কেরিয়ারের শেষ? বহু বছর ধরে বলিউড ও টলিউডে এমনই এক ধারণা চালু ছিল। তবে ধীরে ধীরে সেই ...
24/06/2025

সন্তানের জন্ম মানেই কি অভিনেত্রীদের কেরিয়ারের শেষ? বহু বছর ধরে বলিউড ও টলিউডে এমনই এক ধারণা চালু ছিল। তবে ধীরে ধীরে সেই মানসিকতা বদলাচ্ছে। মাতৃত্বকালীন স্ফীতোদর নিয়ে সাহসী ফটোশুটে আগেই শিরোনামে এসেছেন করিনা কাপুর, বিপাশা বসু, আলিয়া ভাট, আর সম্প্রতি দীপিকা পাড়ুকোন। এবার সেই তালিকায় যুক্ত হলেন টেলিভিশন অভিনেত্রী অহনা দত্ত।

জুলাইয়ের শেষ কিংবা আগস্টের শুরুতেই তাঁর ঘরে আসতে চলেছে নতুন অতিথি। তার আগেই স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে একটি মাতৃত্বকালীন ফটোশুট করেছেন অহনা, যেখানে তাঁর স্ফীতোদর স্পষ্টভাবে দৃশ্যমান। ছবিতে দেখা যায়—দু’হাতে ভবিষ্যতের সন্তানকে আগলে রেখে এক আন্তরিক মুহূর্তে ধরা দিয়েছেন তিনি। কিন্তু সেই ছবিগুলি সামনে আসতেই নেটদুনিয়ায় শুরু হয় চরম সমালোচনা।

কেউ লিখেছেন, “আমরাও মা হয়েছি, কিন্তু এইভাবে পেট খুলে ঘুরি না।” আবার কেউ বললেন, “মা হওয়া গর্বের ঠিকই, তাই বলে এমন পোশাক পরে ছবি?”

এই সমস্ত মন্তব্যে ভীষণ বিরক্ত অহনা। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন,
“আবারও বুঝলাম মেয়েরা মেয়েদের ভাল সহ্য করতে পারে না। কেউ ভাবল না আমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একা হাতে সব সামলাচ্ছি। দীপঙ্কর আছে ঠিকই, কিন্তু ও তো কাজে যায়। দিনভর আমি একাই থাকি।”

জানা যায়, অহনার মায়ের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। শাশুড়িও প্রয়াত। এখন শুধুই স্বামী, শ্বশুর এবং অনাগত সন্তান নিয়ে তাঁর ছোট্ট পরিবার।

এই অবস্থায় অহনার মতে, মাতৃত্ব লজ্জার নয়, উদ্‌যাপনের বিষয়। তাঁর কথায়, “এই সময়টা আমি কখনও লুকিয়ে রাখতে চাইনি। বরং আমি চাই, এই অভিজ্ঞতা আরও মেয়েকে সাহস দিক।”

অহনার এই অবস্থান শুধু সাহসী নয়, সমাজে মায়ের পরিচিতি এবং নারীস্বাধীনতা নিয়ে নতুন আলোচনার দরজা খুলে দেয়।

Address

Egra

Telephone

+919547285427

Website

Alerts

Be the first to know and let us send you an email when DN Bangla24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share