The Story Time

The Story Time "Your go-to destination for valuable information, daily inspiration, and the latest news from around the world.
(1)

Stay informed, inspired, and empowered as we bring you insights, updates, and important stories.

09/10/2025

“কথা” শেষ হতেই কান্নায় ভেঙে পড়েন সুস্মিতা,মন ভালো করতে পাশে সাহেব!

হাসপাতালের বিছানাতেই এল সুখবর! অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের নাকে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বুধবার। কিছুদিন ধরেই শারীরি...
09/10/2025

হাসপাতালের বিছানাতেই এল সুখবর! অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের নাকে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বুধবার। কিছুদিন ধরেই শারীরিক সমস্যা ভুগছিলেন তিনি। সমাজমাধ্যমে নিজের অসুস্থতার কথা প্রকাশ করেছিলেন দিতিপ্রিয়া। তবে অস্ত্রোপচারের পরেই এমন খুশির খবর ভাগ করবেন, তা তিনি নিজেও ভাবেননি।

অপারেশন সফল হওয়ার পর হাসপাতালের কেবিন থেকেই হাসিমুখে ছবি শেয়ার করে দিতিপ্রিয়া লিখেছেন, “অস্ত্রোপচার সফল হয়েছে। আপাতত বিশ্রামে আছি। খুব শিগগিরই কাজে ফিরব। সবার প্রার্থনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ।”

এর পাশাপাশি আরও এক আনন্দের খবর ভাগ করেছেন অভিনেত্রী। দুর্গাপুজোর পরেই টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছে তাঁর অভিনীত জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। ফলে হাসপাতালের বিছানায় থেকেও দিতিপ্রিয়ার মুখে এখন তৃপ্তির হাসি।

দিতিপ্রিয়ার মা জানিয়েছেন, অনেক দিন ধরেই নাকের হাড়ে সমস্যা ছিল তাঁর মেয়ের। দু’বছর আগেই অস্ত্রোপচারের পরিকল্পনা করা হলেও ব্যস্ত শুটিং সূচির কারণে তা পিছিয়ে যায়। সম্প্রতি শুটিংয়ের সময় কয়েক বার নাক দিয়ে রক্তপাত হওয়ার পর দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তাঁরা। এখন অভিনেত্রী ধীরে ধীরে সেরে উঠছেন, আর ভক্তরাও অপেক্ষায় রয়েছেন তাঁর পর্দায় ফেরার দিনের।

কয়েক দিন আগেই স্বামী রুবেলের জন্মদিন ঘটা করে পালন করেছিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। এ বার পালা এল রুবেলের। স্ত্রীর ৩...
21/09/2025

কয়েক দিন আগেই স্বামী রুবেলের জন্মদিন ঘটা করে পালন করেছিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। এ বার পালা এল রুবেলের। স্ত্রীর ৩৩তম জন্মদিনে এলাহি আয়োজন করলেন তিনি। কেক কেটে জমে উঠল খাওয়াদাওয়া আর আড্ডা। বিশেষ দিনটিকে আরও রঙিন করে তুলতে সমাজ মাধ্যমে স্ত্রীকে উদ্দেশ করে এক আবেগঘন বার্তাও লিখলেন রুবেল।

তিনি লেখেন, “জীবনের প্রতিটা মুহূর্তে ভালোবেসে থাকতে চাই। তোমার হাসি, আনন্দ, মজা, রাগ, অভিমান—সব অভিব্যক্তিকে ঘিরে বাঁচতে চাই। তোমার সাহস আর মানবিক জোর থেকে শিখতে চাই, তোমার প্রতিভা দেখে মুগ্ধ হতে চাই। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার সুন্দরী বউ। অনেক ভালোবাসি তোমায়। তুমি যেমন তেমনিই থেকো, আর খুব খুব ভালো থেকো আমাদের সবাইকে নিয়ে।”

রুবেলের এই ভালোবাসায় আপ্লুত হয়ে জবাবে শ্বেতা লেখেন, “খুব ভালোবাসি তোমায় বর। আমি তো তোমাকে এবং তোমাদের ঘিরেই বাঁচতে চাই। তোমার খুশিতেই খুশি হতে চাই। তোমার প্রতিভায় গর্বিত হতে চাই। তোমার হয়েই বাঁচতে চাই। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, মেরুন রঙের পোশাকে সেজেছেন শ্বেতা, আর রুবেল পরে রয়েছেন সবুজ রঙের শার্ট। তাঁদের সঙ্গে ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও। রুবেলের বাবা-মা, শ্বেতার বাবা-মা এবং ঘনিষ্ঠ আত্মীয়রা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সবার মাঝে কেক কেটে, খাওয়া-দাওয়া আর ভালোবাসায় ভরপুর হয়ে বিশেষ দিনটি উদযাপন করলেন শ্বেতা।

‘দুপুর ঠাকুরপো’ সিরিজে দুষ্টু বৌদির চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে এবার একেবারেই ভ...
18/09/2025

‘দুপুর ঠাকুরপো’ সিরিজে দুষ্টু বৌদির চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে এবার একেবারেই ভিন্ন রূপে ফিরছেন তিনি। আসছে তাঁর নতুন ছবি ‘প্রোমোটার বৌদি’। বিশ্বকর্মা পুজোর দিনে ছবির পোস্টার শেয়ার করে স্বস্তিকা লিখেছেন—“২৭ ফেব্রুয়ারি ২০২৬ মুক্তি পাচ্ছে আমাদের নতুন বাংলা ছবি প্রোমোটার বৌদি। এটা হবে একেবারে ঘরোয়া, নাচে-গানে-অ্যাকশনে ভরপুর ছবি, যা পরিবারের সবাইকে নিয়ে হলে দেখা যাবে।” ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শৌর্য দেব।

পোস্টার দেখে স্পষ্ট, দুষ্টু বৌদির বদলে এবার স্বস্তিকাকে দেখা যাবে এক প্রতিবাদী, স্পষ্টবক্তা চরিত্রে। ভক্তরাও দারুণ খুশি। কেউ মজা করে লিখেছেন—“তোমাকে দেখে মিস্ত্রিরা কাজ করবে তো?” আবার কেউ বলেছেন—“এইরকম প্রোমোটার থাকলে দামের কথা না ভেবেই ফ্ল্যাট কিনে নেবে সবাই।”

শুধু স্বস্তিকাই নন, গায়িকা ইমন চক্রবর্তীও ছবির পোস্টার শেয়ার করেছেন নিজের ফেসবুকে, সঙ্গে ট্যাগ করেছেন অনুপম রায়কে। ফলে স্পষ্ট, এই ছবিতে স্বস্তিকার অভিনয়ের পাশাপাশি থাকছে ইমন-অনুপমের সঙ্গীতের জাদুও।

উল্লেখ্য, সম্প্রতি স্বস্তিকার অভিনীত ছবি ‘দেবীপক্ষ’ জায়গা করে নিয়েছে ১৬তম শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। যা গোটা বাংলা চলচ্চিত্র জগতের জন্যই গর্বের বিষয়।

টলিপাড়ার সবথেকে চর্চিত জুটিদের মধ্যে অন্যতম দেব ও রুক্মিণী। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনও গোপনীয়তা বজায় রাখেননি তাঁরা। অনু...
05/09/2025

টলিপাড়ার সবথেকে চর্চিত জুটিদের মধ্যে অন্যতম দেব ও রুক্মিণী। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনও গোপনীয়তা বজায় রাখেননি তাঁরা। অনুষ্ঠান হোক বা পার্টি—সবখানেই একসঙ্গে উপস্থিত হন। ভ্যাকেশনে গিয়ে কাটান একান্তে সময়। যদিও সম্প্রতি তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে দেবের বাড়ির গণেশপুজোয় হাজির হয়েছিলেন রুক্মিণী। আবার ‘ধূমকেতু’র বিশেষ প্রদর্শনীতে দেবের হাত ধরে এসে জানিয়েছিলেন, ‘‘আমি ছিলাম, আছি, থাকব…’’।

এরই মধ্যে নায়িকার জীবনে এসেছে নতুন সংযোজন। বলিউডে জায়গা করে নেওয়ার স্বপ্নে আপাতত মুম্বইয়ে থাকলেও উৎসবের মরসুমে তিনি এখন কলকাতাতেই। আর এখানেই পরিবারে নতুন অতিথি হিসাবে এসেছে একটি বিলাসবহুল গাড়ি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, রুক্মিণী কিনেছেন সাদা রঙের বিএমডব্লিউ ৫ সিরিজ। যার অনরোড দাম ভ্যারিয়েন্ট অনুযায়ী প্রায় ৮৭.৭৫ লক্ষ থেকে ১ কোটি টাকার মধ্যে। নতুন গাড়ি বাড়িতে আনার মুহূর্তে শোরুমে উপস্থিত ছিলেন দেবও। সেখানেই একসঙ্গে ফোটোসেশনে ধরা দিয়েছেন তাঁরা।

এই মুহূর্তে দেব ব্যস্ত ‘রঘু ডাকাত’-এর প্রচার নিয়ে, আর রুক্মিণী মন দিচ্ছেন বলিউডে নিজের জায়গা পাকা করতে। তবে টলিউডে তাঁদের জুটি বরাবরই দর্শকের কাছে হিট—‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’, ‘কিশমিশ’, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর মতো ছবিগুলি তার প্রমাণ।

অপরাজিতা আঢ্য যেমন স্পষ্টভাষী, তেমনই বিশ্বাসে অনড়। ঈশ্বরভক্ত এই অভিনেত্রী গণেশপুজোয় নিজে মূর্তি গড়ে পুজো করেন, লক্ষ্মী...
05/09/2025

অপরাজিতা আঢ্য যেমন স্পষ্টভাষী, তেমনই বিশ্বাসে অনড়। ঈশ্বরভক্ত এই অভিনেত্রী গণেশপুজোয় নিজে মূর্তি গড়ে পুজো করেন, লক্ষ্মীপুজোয় থাকেন ভক্তিমগ্ন। খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও তাঁর কঠোর নিয়ম—সপ্তাহে চার দিন শুধুই নিরামিষ। জীবনে কোনও দিন পাঁঠার মাংস ছোঁননি তিনি। তবে বৃহস্পতিবারে মাছ আবশ্যিক, কারণ সেটাই ‘লক্ষ্মীবার’। ছোটবেলা থেকেই রাধাগোবিন্দের পুজোর কারণে বাড়িতে মাংস রান্না হত না, সেই পরিবেশেই বেড়ে ওঠা।

বিদেশে অনুষ্ঠান করতে গিয়ে যখন হাতে খাবারের অপ্রাচুর্য, তখন ভরসা থাকে রুটি-ফল। আর নিউ ইয়র্কে বাংলাদেশি পরিবারের কাছ থেকে মেলে ভাত-সব্জির আপ্যায়ন।

মাংস খাওয়া নিয়ে চলতে থাকা বিতর্কে অভিনেত্রীর মত, ‘‘আমার সুখ অন্য কারও মৃত্যুর বিনিময়ে হতে পারে না। ভয়ে মারা যাওয়া প্রাণীর সেই শক্তি আমি নিজের মধ্যে আনতে চাই না।’’

অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের এ বছরের দুর্গাপুজো বিশেষ তাৎপর্যপূর্ণ। গত অক্টোবরে সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি। ফলে এবারে...
04/09/2025

অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের এ বছরের দুর্গাপুজো বিশেষ তাৎপর্যপূর্ণ। গত অক্টোবরে সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি। ফলে এবারের পুজোতেই প্রথম বিবাহবার্ষিকী। একইসঙ্গে এবছরই তাঁর জীবনে এসেছে একরত্তি সন্তান। তাই এই পুজো তাঁর জন্য দ্বিগুণ আনন্দের।

সংবাদ প্রতিদিন ডিজিটালের সঙ্গে আলাপে রূপসা জানালেন, “এটা আমার ছেলের প্রথম পুজো। আবার একাদশীতেই আমার বিয়ের প্রথম জন্মদিন। তাই উদযাপনটা বিশেষ হবেই।” তবে উদযাপনের পাশাপাশি পুজোর দিনগুলোতে মণ্ডপ উদ্বোধনের মতো কাজও রয়েছে তাঁর।

ছেলের প্রথম পুজোয় ছোটবেলার স্মৃতি মনে পড়ছে কিনা জানতে চাইলে রূপসা বলেন, “আলাদা করে নস্ট্যালজিয়া নেই। আমি এখনও পুজোটা ছোটবেলার মতো করেই কাটাই।” আগে পুজোর ছুটিতে বাইরে বেড়াতে যেতেন, তবে স্বামী সায়ন কলকাতাতেই পুজো কাটাতে ভালোবাসেন। ফলে এখন সময় কাটে মামাবাড়ির দেড়শো বছরের পুজো আর শ্বশুরবাড়ির পাড়ার পুজোর মধ্যে দিয়েই।

খাওয়াদাওয়া নিয়েও রয়েছে প্ল্যান। রূপসার মতে, “পুজো মানেই ভোগ মাস্ট। অষ্টমীর ভোগ পরিবেশন করি আমি নিজেই।” চারদিন নিরামিষ ভোজনের পর ঠাকুর বিসর্জনের সঙ্গে শুরু হয় আমিষ খাওয়ার পালা। ধুনো পোড়ানো, সিঁদুরখেলা— সব আচারই তিনি পালন করেন। সপ্তমীটা কেবল স্বামী সায়নের জন্য তোলা থাকে, নবমীর সন্ধ্যা কাটে কমপ্লেক্সের ডান্ডিয়া নাচে।

শপিং নিয়ে রূপসার তেমন আগ্রহ নেই। বিয়েতে পাওয়া অনেক পোশাক এখনও নতুন, সেগুলোই ব্যবহার করার ইচ্ছে। তবে ছেলের জামাকাপড়ের তালিকা দীর্ঘ— ইতিমধ্যেই কিনে ফেলেছেন সাত-আটটা পোশাক।

সব মিলিয়ে এবারের পুজো রূপসার কাছে বিশেষ— প্রথম বিবাহবার্ষিকী, ছেলের প্রথম পুজো আর পরিবার-পরিজনের সঙ্গে খুশির সেলিব্রেশন।

ঢাকে কাঠি পড়ে গিয়েছে, আকাশে-বাতাসে ভাসছে পুজোর গন্ধ। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ যেন এখনও শারদীয়ার...
04/09/2025

ঢাকে কাঠি পড়ে গিয়েছে, আকাশে-বাতাসে ভাসছে পুজোর গন্ধ। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ যেন এখনও শারদীয়ার অনিবার্য সূচনা। তবে সময়ের সঙ্গে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে মহিষাসুরমর্দ্দিনী অনুষ্ঠানও সমানভাবে জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। কোন অভিনেত্রী দেবীর কোন রূপে হাজির হবেন— তা নিয়েও চলে জোর চর্চা।

এবার জানা গিয়েছিল, ‘টেলি দুর্গা প্রোডাকশনস’-এর বিশেষ নিবেদনে দেবী দুর্গার রূপে ধরা দেবেন শ্বেতা ভট্টাচার্য। টিজার আগেই প্রকাশ্যে এসেছিল। এবার সামনে এল আসল চমক। মহালয়ার দিন নয়, তার দু’দিন আগেই মুক্তি পাবে বিশেষ অনুষ্ঠান ‘জয় জয় হে মহিষাসুরমর্দ্দিনী’।

নতুন প্রোমোতেও ধরা পড়ল শ্বেতার দেবী রূপ। শঙ্খধ্বনির সঙ্গে শুরু, আবহে ভেসে উঠল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কণ্ঠ ও ‘বাজল তোমার আলোর বেণু…’র সুর। কখনও ত্রিশূল হাতে, কখনও নৃত্যের ভঙ্গিমায়, কখনও সিংহ বাহিনী রূপে, আবার কখনও বরাভয় মুদ্রায় স্নিগ্ধ প্রসন্ন মুখে দেবীকে দেখা গেল প্রোমোতে। মহিষাসুরের গর্জনের সঙ্গে যুদ্ধরঙ্গিণী রূপে ঝাঁপিয়ে পড়েন অসুর দমনে। অবশেষে তাঁর হাতে বধ হয় মহিষাসুর।

শেষ দৃশ্যে মাঠভরা কাশবনের ভেতর আলতা রাঙা পায়ে আবির্ভাব ঘটে দেবীর। সিংহ বাহনকে সঙ্গে নিয়ে অগ্রসর হন তিনি। আবহে শোনা যায়— “মা আসছেন সব অন্ধকার দূর করতে।”

দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে। মহালয়া নয়, বরং ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ‘টেলি দুর্গা প্রোডাকশনস’–এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘জয় জয় হে মহিষাসুরমর্দ্দিনী’।

দুর্গাপুজোর আগে চার দিন নিজেকে সুন্দর দেখাতে অনেকেই ভিড় জমান স্যালোঁতে। ইদানীং তবে আরও এক ধাপ এগিয়ে বাজারে জনপ্রিয় হচ্ছ...
02/09/2025

দুর্গাপুজোর আগে চার দিন নিজেকে সুন্দর দেখাতে অনেকেই ভিড় জমান স্যালোঁতে। ইদানীং তবে আরও এক ধাপ এগিয়ে বাজারে জনপ্রিয় হচ্ছে ‘ফিলার্স’ আর ‘বোটক্স’। সম্প্রতি এমনই একটি বিউটি ক্লিনিকের মুখ হয়েছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ফলে প্রশ্ন উঠেছিল, তিনিও কি এই পথে হাঁটবেন? টলিপাড়ার একাধিক অভিনেত্রীকে আগেও এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী বা নুসরত জাহানদের নাম ঘিরেও হয়েছে নানান জল্পনা। যদিও তাঁদের মতে, এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছার বিষয়।

কনীনিকার সোজাসাপটা উত্তর— “বোটক্স করাতেই হবে, সেই প্রয়োজনীয়তা আমি অনুভব করি না। আমি নিজেকে সময় দেওয়ার পক্ষে, সেটাই সবচেয়ে জরুরি। সাজগোজ আত্মবিশ্বাস বাড়ায়, তবে সূচ ফুটিয়ে চামড়া টানার মতো সাহস আমার নেই।”

তাঁর মতে, আন্তর্জাতিক তারকারা বহুদিন ধরে এসব করছেন, কেউ নাক ঠিক করাচ্ছেন, কেউ ঠোঁট। তবে নিজের সৌন্দর্য ধরে রাখার ক্ষেত্রে প্রাকৃতিক যত্নেই ভরসা রাখেন কনীনিকা।

অভিনেত্রী গীতশ্রী দাস হারালেন তাঁর প্রিয় পোষ্যকে। সমাজ মাধ্যমে ভেঙে পড়া মন নিয়ে ভাগ করে নিলেন বেদনাদায়ক কিছু ছবি। তা...
02/09/2025

অভিনেত্রী গীতশ্রী দাস হারালেন তাঁর প্রিয় পোষ্যকে। সমাজ মাধ্যমে ভেঙে পড়া মন নিয়ে ভাগ করে নিলেন বেদনাদায়ক কিছু ছবি। তাঁর পোস্টেই স্পষ্ট, প্রিয় সঙ্গী মিষ্টুর চলে যাওয়া তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না।

প্রথম ছবিতে দেখা যাচ্ছে, বিছানার ওপর বসে রয়েছে পোষ্য। দ্বিতীয় ছবিতে ফুল দিয়ে সাজানো হয়েছে তার ছবি। আর তৃতীয় ছবিটি আরও হৃদয়বিদারক— মিষ্টুর কবরের উপর রাখা ফুলের মালা ও মিষ্টি।

ছবিগুলির সঙ্গে গীতশ্রী লিখেছেন, “এক সপ্তাহ হয়ে গেল তোমাকে দেখি না। স্পর্শ করতে পারি না, জড়িয়ে ধরতে পারি না। কিন্তু জানি, তুমি আমাদের সঙ্গেই আছো, ওপার থেকে সবসময় নজর রাখছো। তোমাকে ভালোবাসি বাচ্চা। যতক্ষণ না আবার দেখা হচ্ছে…”

এই পোস্ট দেখে আবেগে ভেসেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “ভালো থেকো সোনা”, আবার কেউ লিখেছেন, “এই যন্ত্রণা সহ্য করা যায় না।” কমেন্ট বক্সে মিষ্টুকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে।

দশ বছর পর ফের সাড়ম্বরে ফিরে এসেছিল দেব-শুভশ্রীর জনপ্রিয় জুটি। প্রচারে নস্ট্যালজিয়ার ঢেউ উঠলেও, ছবির মুক্তির পর ফের ‘ধূম...
02/09/2025

দশ বছর পর ফের সাড়ম্বরে ফিরে এসেছিল দেব-শুভশ্রীর জনপ্রিয় জুটি। প্রচারে নস্ট্যালজিয়ার ঢেউ উঠলেও, ছবির মুক্তির পর ফের ‘ধূমকেতু’-র মতোই পাল্টে গেল তাঁদের সমীকরণ। বক্স অফিসে ছবির ব্যবসা জমজমাট হলেও সামনে এল অভিমান, অভিযোগ আর পালটা জবাবের কাহিনি।

শুভশ্রী এক সাক্ষাৎকারে দেবের মন্তব্যকে “অসম্মানজনক” বলে ক্ষোভ উগরে দেন। অন্যদিকে দেবের পালটা জবাব, “যত বেশি ভালোবাসা, তত অভিমান।” তাঁর মতে, শুভশ্রীর এক ঘণ্টার সাক্ষাৎকারে শুধু তাঁকেই কেন্দ্র করে কথা বলা মানে ভালবাসারই বহিঃপ্রকাশ। পাশাপাশি দেব স্বীকার করেছেন, শুভশ্রী যেভাবে সংসার আর কাজ সামলাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়।

এমনকি দেবের ভাষায়, বর্ধমান থেকে উঠে এসে শুভশ্রী আজ যেভাবে নিজের জায়গা তৈরি করেছেন, তা নিয়ে একটি সিনেমা হওয়া উচিত। দুই সন্তানের মা হওয়ার পরও তিনি যেভাবে নিজের পরিচিতি ধরে রেখেছেন, সেটাই তাঁর সাফল্যের আসল প্রমাণ।

তাঁরা সত্যিই প্রেম করছেন নাকি শুধুই সিরিয়ালের স্বার্থে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন—সেটা জানা না গেলেও সোশ্যাল মিডিয়ায় ...
01/09/2025

তাঁরা সত্যিই প্রেম করছেন নাকি শুধুই সিরিয়ালের স্বার্থে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন—সেটা জানা না গেলেও সোশ্যাল মিডিয়ায় সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-র প্রেমের গুঞ্জন এখন তুঙ্গে। যদিও এই প্রসঙ্গে কখনও সরাসরি মুখ খোলেননি দু’জনের কেউই। তবে আলোচনাটা তাঁরা বেশ উপভোগ করছেন, তা স্পষ্ট।

রবিবার ছিল সাহেবের ভাগ্নে ধ্রুবর জন্মদিন। দিদি সোনম ও জামাইবাবু ফুটবলার সুনীলের ছেলেকে নিয়ে ছবি পোস্ট করেন অভিনেতা। ছবিতে দেখা যায়, কোলে বসে আছে খুদে, পাশে মামা সাহেব—দু’জনের মুখেই একরাশ হাসি। ছবির ক্যাপশনে সাহেব লেখেন, “শুভ জন্মদিন আমার বাচ্চা… তুমি যে এত মানুষের আনন্দের উৎস, তা তোমার কোন ধারণাই নেই। আমি বিশ্বব্রহ্মাণ্ডের কাছে প্রার্থনা করি যেন তুমি একদিন একজন ভালো মানুষ হও এবং আমাদের সকলকে গর্বিত করো। সাহেব মামা লাইভ ইউ ৩০০০।”

মামা-ভাগ্নের আদুরে ছবিতে যেমন অনেকে শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই আবার অনেক নেটিজেন টেনে আনলেন সুস্মিতার প্রসঙ্গ। কেউ লিখলেন, “মামি কোথায়?” কেউ বললেন, “মামাকে বল, এবার মামি চাই।” আবার কেউ মন্তব্য করলেন, “মামির সঙ্গে একটা পোস্ট এলেই ষোলকলা পূর্ণ।” এমনকি একজন লিখেছেন, “সাহেব মামা, সুস্মিতা মামিকে নিয়ে বেঙ্গালুরু গিয়েছিলে।”

স্টার জলসার কথা ধারাবাহিকে অভিনয় করছেন সাহেব ও সুস্মিতা। এটাই সাহেবের প্রথম সিরিয়াল। আর শুরু হওয়ার পর থেকেই তাঁদের জুটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। অনস্ক্রিনের জনপ্রিয়তার পাশাপাশি অফস্ক্রিনে তাঁদের ঘনিষ্ঠতাই টলিপাড়ায় জল্পনা বাড়াচ্ছে—সত্যিই কি প্রেম করছেন দু’জনে? যদিও এখন পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্য করেননি সাহেব বা সুস্মিতা।

Address

Egra

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Story Time posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category