NS Bangla24

NS Bangla24 tollywood update

অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের জীবনে কালীপুজো মানেই বিশেষ অনুভূতি, কারণ এই পুজোই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। বহ...
17/10/2025

অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের জীবনে কালীপুজো মানেই বিশেষ অনুভূতি, কারণ এই পুজোই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। বহু বছর আগে মা কালীর খুঁটিপুজোয় প্রথম দেখা হয়েছিল অভিনেতার সঙ্গে—আজকের স্বামী সৌম্য বক্সীর। সেই দেখা থেকেই শুরু প্রেম, তারপর বিয়ে—এখন তিনি বক্সীবাড়ির বৌমা।

এই মুহূর্তে তিনি ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিকে ‘বৃন্দা’ চরিত্রে খলনায়িকা হিসেবে দর্শকের মন জয় করছেন। শুটিং আর সংসার সামলিয়ে এখন ব্যস্ত কালীপুজোর প্রস্তুতিতে।

সুদীপ্তা বলেন,
“শুক্রবার উদ্বোধন হবে। ২৩ অক্টোবর পর্যন্ত পুজোর রেশ চলবে। গিরিশ পার্কের ফাইভস্টার ক্লাবের পুজো এখন আমাদের বাড়ির পুজোই হয়ে গিয়েছে। আমি বেশি কিছু করি না, কিন্তু সৌম্য বলে, আমি যেন থাকি— সেটাই নাকি সবচেয়ে জরুরি।”

বিয়ের পরপরই বাবাকে হারিয়ে এক বছর কালাশৌচে থাকার কারণে পুজোয় আসতে পারেননি তাঁর মা। তাই এই বছর মায়ের উপস্থিতিই তাঁর সবচেয়ে বড় আনন্দ।
“এই বছর মা আসবেন, তাই আমি ভীষণ উত্তেজিত,” বললেন সুদীপ্তা।
প্রতিবছরের মতো এবারও তিনি রাখছেন নির্জলা উপোস, যা শুরু হয়েছিল প্রেমের সময় থেকেই। কাতান শাড়ি, সোনার গয়নায় সাজবেন তিনি কালীপুজোর রাতে। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও এক দিনের ছুটি পেয়েছেন এই উৎসবের জন্য।

দর্শকের ভালবাসাই তাঁর সবচেয়ে বড় প্রেরণা। সুদীপ্তা বলেন,

“‘বৃন্দা’ যা দুষ্টুমি করছে! এতদিন পর আবার ধারাবাহিকে ফিরে এমন সাড়া পাব ভাবিনি।”
একসময় খুঁটিপুজোতে দেখা হয়েছিল, আজ সেই কালীই যেন জীবনের আলো ছড়াচ্ছেন তাঁর সংসার ও পর্দা দুই ক্ষেত্রেই।

আদৃত রায়, ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা, ২০২৪ সালে বিয়ে করেছেন কৌশাম্বির সঙ্গে। সংসার, কাজ—সবই সামলাচ্ছেন নিখুঁতভাবে। কিন...
17/10/2025

আদৃত রায়, ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা, ২০২৪ সালে বিয়ে করেছেন কৌশাম্বির সঙ্গে। সংসার, কাজ—সবই সামলাচ্ছেন নিখুঁতভাবে। কিন্তু হঠাৎ এক দিন তিনি নেটদুনিয়ায় চমক দিলেন।

তার ছোট সহঅভিনেত্রী অনুমেঘার জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় আদৃত একগুচ্ছ ছবি শেয়ার করলেন—যেখানে দুজনের হাসি, দুষ্টুমির মুহূর্ত এবং ছোট্ট আনন্দ ফুটে উঠেছে। পোস্টের ক্যাপশন ছিল:

> “শুভ জন্মদিন অনুমেঘা। তুমি খুব ভালো থেকো। হাসি-মজা-দুষ্টুমিতে ভরে উঠুক তোমার প্রতিটা দিন। তুমি আমার বড্ড প্রিয়।”
এই পোস্ট মুহূর্তে ভাইরাল। নেটিজেনরা মুগ্ধ—“এটাই সত্যিকারের মিষ্টি সম্পর্ক। বড়পর্দার নায়কও ছোট্ট সহঅভিনেত্রীর প্রতি এত স্নেহ দেখাতে পারে!”

অনুমেঘা প্রথম পরিচিতি পেয়েছিল ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে। এরপর ‘নিম ফুলের মধু’, ‘কাবুলিওয়ালা’ এবং আসছে ‘প্রজাপতি ২’-এও তার অভিনয়। তবে আদৃতের এই জন্মদিনের বার্তা শুধু অভিনয় নয়, মানুষের জন্য তার অন্তরের কোমলতা প্রকাশ করে।

শেষ পর্যন্ত এই ছোট্ট মুহূর্ত মনে করিয়ে দেয়—প্রখ্যাত নায়ক হোক বা ক্ষুদে সহঅভিনেত্রী, ভালোবাসা এবং স্নেহ কোনো বড়পর্দার চাপে বা সময়ের সীমায় আটকে থাকে না।

ছোটপর্দার জনপ্রিয় মুখ তৃণা সাহা এবার আবারও ফিরছেন বড়পর্দায়। বর্তমানে তিনি স্টার জলসার হিট ধারাবাহিক ‘পরশুরাম’-এর নায়িক...
17/10/2025

ছোটপর্দার জনপ্রিয় মুখ তৃণা সাহা এবার আবারও ফিরছেন বড়পর্দায়। বর্তমানে তিনি স্টার জলসার হিট ধারাবাহিক ‘পরশুরাম’-এর নায়িকা, কিন্তু তার মাঝেই শুরু করেছেন নতুন যাত্রা— টলিউডের নতুন কপ-থ্রিলার ছবিতে।

ছবির নাম ‘ক্ষ্যাপা ভাস্কর’, যেখানে তৃণার বিপরীতে দেখা যাবে অভিনেতা কিঞ্জল নন্দকে। এই জুটি প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন, তাই দর্শকের আগ্রহ তুঙ্গে। ছবির প্রযোজক হিসেবে রয়েছেন দুই জনপ্রিয় মুখ— যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস। তাঁদের প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’-এর এটি প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি।

ছবিটি পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ, যিনি ‘ওয়ার্ল্ড লংগেস্ট ওয়ান-শট’ সিনেমা ‘স্পাইডার: চ্যাপ্টার ওয়ান’-এর জন্য আগেই নজর কেড়েছিলেন।
চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌমিক দে।

অভিনয়ে আরও থাকছেন বিবৃতি চট্টোপাধ্যায়, জ্যামি বন্দ্যোপাধ্যায়, মৌমিতা পণ্ডিত এবং খলনায়কের ভূমিকায় শোয়েব কবীর।

বাংলা সিনেমায় থ্রিলার ধারার পুনর্জাগরণ ঘটছে, আর সেই ঢেউয়েই এবার হাজির তৃণা। ছোটপর্দার ‘সুন্দরী’ এবার বড়পর্দায় কিঞ্জলের সঙ্গে জুটি বেঁধে আনছেন এক অন্যরকম গল্পের স্বাদ।
‘পরশুরাম’-এর পর ‘ক্ষ্যাপা ভাস্কর’— এবার নায়িকা তৃণার নতুন চমক দেখতে মুখিয়ে টলি দর্শক!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক চিরসখা-য় আসছে একেবারে বোমা ফাটানো মোড়! নতুন কাকু স্বতন্ত্রর মাথা থেকে উঠতে চলেছে ‘সদা ব্য...
17/10/2025

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক চিরসখা-য় আসছে একেবারে বোমা ফাটানো মোড়! নতুন কাকু স্বতন্ত্রর মাথা থেকে উঠতে চলেছে ‘সদা ব্যাচেলর’ তকমা— কারণ রেজিস্ট্রি বিয়ে হচ্ছে তাঁর! কিন্তু পাত্রী কে? পার্বতী না কমলিনী, তাই নিয়েই উত্তাল দর্শকমহল।

প্রোমোয় দেখা যাচ্ছে আয়নার সামনে কনের সাজে পার্বতী। অথচ দর্শক জানেন, এই পার্বতীই একসময় নিজের মাথায় নিজেই সিঁদুর দিয়ে বিয়ের ভুয়ো নাটক করেছিল। তখন যদিও স্বতন্ত্র চুপ থেকেছিল, পরে পরিবার ও কমলিনীর সামনে সব খুলে বলে দেয়। আর এখন হঠাৎই রেজিস্ট্রি ম্যারেজের দৃশ্য!

নেটপাড়ায় শুরু হয়েছে জোর জল্পনা—
কেউ বলছেন, “কনে নিশ্চয়ই কমলিনী! চালাকি করে সই করিয়ে নিল।”
আবার কেউ লিখছেন, “যদি পার্বতীর সঙ্গে হয়, তাহলে দেখবই না।”
তৃতীয় এক মত— “কমলিনীর সঙ্গে বিয়ে হলে দারুণ হবে, অন্তত সম্পর্কটা একটা নাম পাবে!”

এদিকে গল্পে টুইস্ট এলেও টিআরপি কিন্তু নামছে। গত সপ্তাহে চিরসখা-র রেটিং ৪.৯, নামমাত্র ব্যবধানে দশম স্থানে নেমে এসেছে সিরিয়ালটি। ‘জোয়ার ভাঁটা’ এখন ৫.৭ রেটিং নিয়ে এগিয়ে অষ্টম স্থানে।

তবে এবার যদি এই রেজিস্ট্রি বিয়ে সত্যিই নতুন মোড় আনে, তাহলে হয়তো আবারও ফিরবে পুরনো ঝলক।
স্বতন্ত্র-কমলিনী না স্বতন্ত্র-পার্বতী— শেষমেশ কার সঙ্গে বাঁধা পড়বে নতুন কাকুর গাঁটছড়া?
উত্তর মিলবে খুব শিগগিরই চিরসখা-র পরের পর্বে!

সোশাল মিডিয়ায় সাধারণত শান্ত, হাসিখুশি সায়ক চক্রবর্তীকে হঠাৎ এত রেগে যেতে দেখে হতবাক তাঁর অনুরাগীরা। কারণও যথেষ্ট গুরুতর।...
16/10/2025

সোশাল মিডিয়ায় সাধারণত শান্ত, হাসিখুশি সায়ক চক্রবর্তীকে হঠাৎ এত রেগে যেতে দেখে হতবাক তাঁর অনুরাগীরা। কারণও যথেষ্ট গুরুতর। সম্প্রতি এক সোনার দোকানে মাকে নিয়ে সোনা কিনতে গিয়েছিলেন অভিনেতা। সেই ভিডিয়ো সোশালে শেয়ার করতেই দুই মহিলা নেটিজেন সায়কের মাকে নিয়ে নোংরা ও কুরুচিকর মন্তব্য করেন।

এই অপমান সহ্য করতে পারেননি সায়ক। চার মিনিটের এক ভিডিয়ো বার্তায় ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “সামনে পেলে চড় মারব, না হলে জুতো খুলে পেটাব!” তাঁর প্রশ্ন— “আপনাদের এমন মানসিকতা আসে কোথা থেকে? আপনার আমার মাকে নিয়ে কথা বলার সাহস হয় কী করে?” এমনকি তিনি আরও বলেন, “আপনি মহিলা হয়ে এমন কমেন্ট করেছেন, ঠাসিয়ে একটা চড় মারব, তাতে জেল হলেও পরোয়া করি না!”

অভিনেতার এই তীব্র প্রতিবাদে সমর্থন জানিয়েছেন সহ-অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিকও। তিনি লিখেছেন, “ঠিক করেছিস। এদের এলোপাথাড়ি মারা উচিত, এরা জন্তুরও অধম!”

সোশাল মিডিয়ায় পরিবারের সদস্যদের নিয়ে নোংরা মন্তব্যের প্রতিবাদে আগেও মুখ খুলেছেন শ্রীময়ী। এবার একইভাবে নিজের মায়ের সম্মান রক্ষায় মুখ খোলেন সায়ক। নেটিজেনদের একাংশ তাঁকে সমর্থন জানিয়ে লিখেছেন— “এমন প্রতিবাদই দরকার, কারণ সীমা ছাড়িয়ে যাচ্ছে অসভ্যতা।”

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পী মধুমতী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভ...
16/10/2025

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পী মধুমতী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া বলিউডে। শোক প্রকাশ করেছেন অক্ষয় কুমার, বিন্দু দারা সিং, চাঙ্কি পাণ্ডে-সহ আরও অনেকে।

১৯৩৮ সালে মহারাষ্ট্রে জন্ম মধুমতীর। তাঁর আসল নাম ছিল হুটোক্সি দারা রিপোর্টার। প্রযোজক চন্দুলাল শাহই দিয়েছিলেন তাঁকে ‘মধুমতী’ নামটি। ১৯৫৭ সালে নৃত্যশিল্পী হিসেবে যাত্রা শুরু, যদিও তাঁর প্রথম মারাঠি ছবি মুক্তি পায়নি। নাচের প্রতি তাঁর ঝোঁক ছিল প্রবল—কত্থক, মণিপুরি, ভরতনাট্যম-সহ নানা ঘরানায় পারদর্শী ছিলেন তিনি।

‘আঁখে’, ‘টাওয়ার হাউস’, ‘শিকারি’, ‘মুঝে জিনে দো’—এমন বহু কালজয়ী ছবিতে তাঁর নাচ ও অভিনয় আজও মনে রেখেছে দর্শক। হেলেনের সঙ্গে একাধিক গানে নেচে তিনি পর্দায় অমর হয়ে রয়েছেন।

১৯ বছর বয়সে পরিবারের অমতে নৃত্যশিল্পী দীপক মনোহরকে বিয়ে করেন মধুমতী। সেটিই ছিল তাঁর জীবনের এক বড় সিদ্ধান্ত। ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত অমর আকবর অ্যান্টনি ছিল তাঁর শেষ চলচ্চিত্র। বলিউডের সোনালি যুগের এক উজ্জ্বল অধ্যায় শেষ হলো তাঁর প্রয়াণে।

তাঁদের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় গুঞ্জন নতুন নয়। ‘গুড্ডি’ ধারাবাহিকের সময় থেকেই রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির বন্ধুত্ব নিয়...
16/10/2025

তাঁদের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় গুঞ্জন নতুন নয়। ‘গুড্ডি’ ধারাবাহিকের সময় থেকেই রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির বন্ধুত্ব নিয়ে কানাঘুষো চলছিল। তবে এবার পাহাড়ের ছবি ঘিরেই ফের জল্পনা তুঙ্গে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রণজয় ও শ্যামৌপ্তি — দু’জনেই নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পাহাড়ি ভ্রমণের ছবি শেয়ার করেছেন। কোথাও কাঞ্চনজঙ্ঘা, কোথাও দার্জিলিংয়ের মল রোড। যদিও একসঙ্গে কোনও ছবি দেননি তাঁরা, কিন্তু অনুরাগীদের চোখ এড়ায়নি মিল পাওয়া লোকেশন। নেটিজেনদের প্রশ্ন, “তবে কি একসঙ্গেই ঘুরতে গেছেন রণজয়-শ্যামৌপ্তি?”

রণজয়ের ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ সম্প্রতি শেষ হয়েছে। দীর্ঘ শুটিংয়ের পর বিশ্রাম ও ঘোরার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন অভিনেতা। ঠিক সেই সময়েই পাহাড়ি ছবিতে ভরে উঠেছে তাঁর ফিড। অন্যদিকে শ্যামৌপ্তিও শেয়ার করেছেন দার্জিলিংয়ের ফ্রেম।

তবে সম্পর্কের প্রশ্নে দু’জনেই এখনও মুখে কুলুপ এঁটেছেন। অতীতেও বারবার তাঁদের জিজ্ঞেস করা হলেও, সম্পর্কের বিষয়টি তাঁরা এড়িয়ে গেছেন। শোনা যায়, ‘গুড্ডি’ ধারাবাহিকের শেষের দিকে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। পরবর্তীতে একটি মিউজিক ভিডিওর শুটিংয়েই নাকি সম্পর্কের রং আরও গাঢ় হয়।

তবে এই মুহূর্তে তাঁদের ইনস্টাগ্রামেই লেখা আছে সেই গল্প — ছবিতে না থাকলেও ফ্রেমে আছে একে অপরের ছায়া। কাঞ্চনজঙ্ঘার কোলেই কি ধরা পড়ল টলিপাড়ার নতুন প্রেমের কাহিনি? উত্তর আপাতত তাঁদের কাছেই গোপন।

‘দেবী চৌধুরাণী’ ছবির সাফল্যে ভাসছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিতে তাঁর অভিনয় যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই আলোচনায় এসেছে ...
16/10/2025

‘দেবী চৌধুরাণী’ ছবির সাফল্যে ভাসছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিতে তাঁর অভিনয় যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই আলোচনায় এসেছে তাঁর ব্যক্তিগত জীবনের আরেক অধ্যায়— মা-ছেলের সম্পর্ক। সিঙ্গল মাদার শ্রাবন্তী কেরিয়ার ও ছেলে ঝিনুক— দুটোই সমান দক্ষতায় সামলাচ্ছেন।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “আমার ছেলে আমার বন্ধু, সমালোচক, আমার জীবন, আমার অ্যাঞ্জেল। ওর বলা প্রতিটি কথাই আমার কাছে গুরুত্বপূর্ণ।” দেবী চৌধুরাণী মুক্তির আগেই ঝিনুক জানিয়েছিল— এই ছবিতে দর্শক দেখবেন এক অন্যরকম শ্রাবন্তীকে।

ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক বন্ধুর মতোই। শ্রাবন্তী হাসতে হাসতে বলেন, “যেমন দিদিদের ভাইয়েরা জ্বালায়, তেমনই ঝিনুক আমায় জ্বালায়।” মাত্র ১৬ বছর বয়সে মা হয়েছিলেন তিনি, তাই আজ তাঁদের মধ্যে বয়সের পার্থক্য মাত্র ১৬ বছর। ফলে ঝিনুকের বন্ধুরাও শ্রাবন্তীকে “আন্টি” নয়, বরং “দিদি” বলেই ডাকে!

ঝিনুক এখন টোয়েন্টিজে, বাবার (রাজীব বিশ্বাস) সঙ্গে সম্পর্কও ভালো, প্রেমিকা দামিনীর সঙ্গে সময় কাটাচ্ছেন। আর শ্রাবন্তী? খুশি হয়ে বলেন— “ছেলে আর হবু বউমাকে নিয়ে ছবিও দিই, ওরা দু’জনেই আমার গর্ব।”

ঝড়-ঝাপটা পেরিয়ে আজও নিজের মতো করে জীবন সাজাচ্ছেন শ্রাবন্তী— পর্দায় দেবী, জীবনে যোদ্ধা মা।

অলোকানন্দার ক্ষোভে ফেটে পড়ল পর্দার আড়ালের অন্য রূপ!ছোটপর্দার পরিচিত মুখ অলোকানন্দা গুহ— ধারাবাহিকের পার্শ্বচরিত্রে তাঁ...
16/10/2025

অলোকানন্দার ক্ষোভে ফেটে পড়ল পর্দার আড়ালের অন্য রূপ!

ছোটপর্দার পরিচিত মুখ অলোকানন্দা গুহ— ধারাবাহিকের পার্শ্বচরিত্রে তাঁর উপস্থিতি যেমন চোখে পড়ে, তেমনই ভ্লগার হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। তবে এবার আলোচনায় এলেন একেবারে অন্য কারণে। নিজের ফেসবুক ভিডিওতে বিস্ফোরক অভিযোগ তুললেন শহরের এক নামকরা হাসপাতালের বিরুদ্ধে।

অভিনেত্রীর অভিযোগ, সামান্য পায়ের ফুসকুড়ির জন্য তাঁর শাশুড়িকে ভর্তি করা হলেও, হাসপাতাল কর্তৃপক্ষ অযথা আইসিইউতে রাখে এবং নানা রকম টেস্ট করিয়ে মোটা বিল ধরায়। প্রথম দিনে ১.৫ লাখ, দ্বিতীয় দিনে প্রায় ১.৯ লাখ, আর ছাড়ার দিনে বিল পৌঁছয় ২.০৭ লক্ষ টাকায়!

অলোকানন্দার কথায়, “সুগার কমে যাওয়ার পরও চিকিৎসক পেসমেকার বসানোর কথা বলেন। অথচ পায়ের ফুসকুড়ির কোনও চিকিৎসাই করা হয়নি। প্রতিদিনই নতুন টেস্টের পরামর্শ দিচ্ছিলেন চিকিৎসক।”

ভিডিওতে দেখা যায়, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রক্তমাখা পোশাকে শাশুড়িকে নিয়ে ফিরছেন অভিনেত্রীর স্বামী। ক্ষোভে ফেটে পড়েন দু’জনেই। এমনকি শাশুড়ি নিজে জানান, “আমার পায়ের সমস্যা, অথচ ভর্তি করেছে কার্ডিওলজিতে!”

শেষে অলোকানন্দার আক্ষেপ— “আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে ২-৩ লাখ টাকার বিল মেটানো অসম্ভব। এভাবে গলা কাটা কেন?”

হাসপাতালের প্রশাসনের নীরবতা এখনই আরও প্রশ্ন তুলে দিচ্ছে— রোগীর সেবাই কি আজ ব্যবসায় পরিণত হচ্ছে?

বিমানের সিটে বসে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এক কোলেতে ছোট্ট ইয়ালিনি, অন্যটায় ইউভান। দু’জনেরই মুখে শান্ত ঘুমের ছাপ, কিন্তু মায়...
15/10/2025

বিমানের সিটে বসে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এক কোলেতে ছোট্ট ইয়ালিনি, অন্যটায় ইউভান। দু’জনেরই মুখে শান্ত ঘুমের ছাপ, কিন্তু মায়ের মুখে সেই ক্লান্ত ভালোবাসার হাসি। ক্যামেরায় ধরা পড়েছে মুহূর্তটা, যা দেখে নেটিজেনদের মনে একটাই প্রশ্ন— “ওরা কি সব সময় এমনই মায়ের গায়ে গা লাগিয়ে থাকে?”

হাসতে হাসতে শুভশ্রী উত্তর দিয়েছিলেন, “আমি থাকলে ওরা বাবাকেও চেনে না!” রাজ যতই ব্যস্ত থাকুন পরিচালক আর বিধায়কের দায়িত্বে, সন্তানদের সময় দেওয়ার চেষ্টা করেন দু’জনেই। কিন্তু মা থাকলেই ইউভান-ইয়ালিনির চোখে যেন বাকি দুনিয়া অদৃশ্য হয়ে যায়।

একবার আমেরিকা সফরে গিয়েছিলেন শুভশ্রী আর রাজ। সঙ্গে ছিল ইউভান। তখন ইয়ালিনি বাড়িতে। শুভশ্রী বলেন, “বাইরে গিয়েও শৌচালয়ে যেতে দিচ্ছিল না ও! এক মুহূর্তও আলাদা হবে না।” হাসতে হাসতে যোগ করলেন, “ন্যানি থাকলেও মা’কে ছাড়া ওদের চলে না।”

কাজের চাপে অনেক সময় সন্তানদের ছেড়ে যেতে হয় নায়িকাকে, তাই ছুটি মানেই তাদের কাছে ভালোবাসা পুষিয়ে নেওয়ার সময়। দু’জন খুদে যেন বুঝে নিয়েছে—
মা শুধু তাদের নায়িকা নয়, পুরো দুনিয়ার কেন্দ্রবিন্দু।

মরুভূমিতে মায়ের কোলে দেবদুবাইয়ের সূর্যাস্ত তখন রঙ ছড়াচ্ছে মরুভূমির বালিয়াড়িতে। চারদিকে শুধু সোনালি আলো আর হালকা হাওয়া। স...
15/10/2025

মরুভূমিতে মায়ের কোলে দেব

দুবাইয়ের সূর্যাস্ত তখন রঙ ছড়াচ্ছে মরুভূমির বালিয়াড়িতে। চারদিকে শুধু সোনালি আলো আর হালকা হাওয়া। সেই দৃশ্যের মাঝখানে দাঁড়িয়ে এক পরিবার—নায়ক দেব, মা মৌসুমী অধিকারী, বাবা, আর বোন দীপালি। আর মাঝখানে মা’কে জড়িয়ে ধরেছেন ছেলে ও মেয়ে—দৃশ্যটা যেন ভালোবাসার এক নিঃশব্দ ঘোষণা।

দীর্ঘ কেরিয়ারের পথে যতই সাফল্য আসুক, মায়ের কোলে যে আজও রাজুই—সেই সত্যিটা লুকোনো যায় না। দেব নিজেই বলেন, “বাড়িতে আমি নায়ক নই, রাজু। মা এখনও বকুনি দেন, আবার সমাজমাধ্যমে পোস্ট দেখে প্রশ্নও করেন।” কথার ফাঁকে হেসে নেন, কিন্তু সেই হাসির আড়ালেই মায়ের প্রতি এক গভীর মায়া।

‘প্রজাপতি ২’-এর শুটিংয়ের ফাঁকে লন্ডন ও স্কটল্যান্ড ঘুরে এসেছিলেন সপরিবারে। এবার আবুধাবিতে ‘রঘু ডাকাত’-এর বিশেষ প্রদর্শনীতে যোগ দিয়ে আবারও পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গেছেন দুবাইয়ে। ক্যামেরার সামনে যতটা ব্যস্ত, পরিবারের সামনে ততটাই নির্ভার।

সময়ের সঙ্গে যেন আরও গভীর হচ্ছে দেবের পারিবারিক বন্ধন। হয়তো বয়স নয়, বরং উপলব্ধিই বলছে—সব কিছুর শেষে যা থাকে, তা হল পরিবারের ভালোবাসা। তাই হয়তো মরুভূমির গরমেও মা’কে জড়িয়ে ধরছেন নায়ক—কারণ মায়ের ছায়াতেই তো সবচেয়ে শীতল শান্তি।

স্বস্তিকার কামব্যাক!বড় পর্দা থেকে ওয়েব সিরিজ— সর্বত্রই নিজের জাদু ছড়িয়েছেন স্বস্তিকা দত্ত। তবে তাঁর জনপ্রিয়তার শিকড...
14/10/2025

স্বস্তিকার কামব্যাক!
বড় পর্দা থেকে ওয়েব সিরিজ— সর্বত্রই নিজের জাদু ছড়িয়েছেন স্বস্তিকা দত্ত। তবে তাঁর জনপ্রিয়তার শিকড় কিন্তু ছোট পর্দাতেই। স্টার জলসার ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিক তাঁকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। এরপর একে একে সিনেমা, ওয়েব সিরিজ— ‘ফাটাফাটি’, ‘চালচিত্র’, ‘আলাপ’, ‘গভীর জলের মাছ’— প্রতিটি প্রজেক্টেই প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।

তবু এত সাফল্যের পরও আবারও ছোট পর্দায় ফিরছেন তিনি। একসময় ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকের পর তিনি ঘোষণা করেছিলেন— আর টেলিভিশনে কাজ করবেন না। কিন্তু ভালো গল্প, মনের মতো চরিত্র— অভিনেত্রীর সিদ্ধান্ত বদলে দিয়েছে!

এবার ৮ বছর পর স্টার জলসায় নতুন ধারাবাহিক **‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’**তে দেখা যাবে স্বস্তিকাকে। চরিত্রের নামেই ইঙ্গিত— এক সাহসী, শিক্ষিত নারী, যিনি কেবল বই আর বীণায় নয়, অন্যায়ের বিরুদ্ধে লড়তেও জানেন। ট্যাগলাইনটাও তেমনই জোরালো—
“হাতে শুধু বীণা ও পুস্তক নয়, মাঝে মাঝে বেতও তুলে নিতে হয় শিক্ষা দেওয়াতে।”

ধারাবাহিকটি পরিচালনা করছেন স্নেহাশীষ চক্রবর্তী। ইতিমধ্যেই শুরু হয়েছে শ্যুটিং, তবে সম্প্রচারের দিনক্ষণ বা অন্য কাস্ট এখনো গোপন রাখা হয়েছে।
বাংলার ঘরের মেয়ে আবার ফিরছেন ছোট পর্দায়— আর এই কামব্যাক নিয়ে ইতিমধ্যেই উৎসাহে ভরপুর টলিপাড়া ও দর্শক মহল!

Address

Egra

Website

Alerts

Be the first to know and let us send you an email when NS Bangla24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share