17/10/2025
অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের জীবনে কালীপুজো মানেই বিশেষ অনুভূতি, কারণ এই পুজোই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। বহু বছর আগে মা কালীর খুঁটিপুজোয় প্রথম দেখা হয়েছিল অভিনেতার সঙ্গে—আজকের স্বামী সৌম্য বক্সীর। সেই দেখা থেকেই শুরু প্রেম, তারপর বিয়ে—এখন তিনি বক্সীবাড়ির বৌমা।
এই মুহূর্তে তিনি ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিকে ‘বৃন্দা’ চরিত্রে খলনায়িকা হিসেবে দর্শকের মন জয় করছেন। শুটিং আর সংসার সামলিয়ে এখন ব্যস্ত কালীপুজোর প্রস্তুতিতে।
সুদীপ্তা বলেন,
“শুক্রবার উদ্বোধন হবে। ২৩ অক্টোবর পর্যন্ত পুজোর রেশ চলবে। গিরিশ পার্কের ফাইভস্টার ক্লাবের পুজো এখন আমাদের বাড়ির পুজোই হয়ে গিয়েছে। আমি বেশি কিছু করি না, কিন্তু সৌম্য বলে, আমি যেন থাকি— সেটাই নাকি সবচেয়ে জরুরি।”
বিয়ের পরপরই বাবাকে হারিয়ে এক বছর কালাশৌচে থাকার কারণে পুজোয় আসতে পারেননি তাঁর মা। তাই এই বছর মায়ের উপস্থিতিই তাঁর সবচেয়ে বড় আনন্দ।
“এই বছর মা আসবেন, তাই আমি ভীষণ উত্তেজিত,” বললেন সুদীপ্তা।
প্রতিবছরের মতো এবারও তিনি রাখছেন নির্জলা উপোস, যা শুরু হয়েছিল প্রেমের সময় থেকেই। কাতান শাড়ি, সোনার গয়নায় সাজবেন তিনি কালীপুজোর রাতে। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও এক দিনের ছুটি পেয়েছেন এই উৎসবের জন্য।
দর্শকের ভালবাসাই তাঁর সবচেয়ে বড় প্রেরণা। সুদীপ্তা বলেন,
“‘বৃন্দা’ যা দুষ্টুমি করছে! এতদিন পর আবার ধারাবাহিকে ফিরে এমন সাড়া পাব ভাবিনি।”
একসময় খুঁটিপুজোতে দেখা হয়েছিল, আজ সেই কালীই যেন জীবনের আলো ছড়াচ্ছেন তাঁর সংসার ও পর্দা দুই ক্ষেত্রেই।