Egra Press Club

Egra Press Club social club
এগরা প্রেস ক্লাব

শুরু হল দ্বাদশবর্ষ এগরা মহকুমা বইমেলার সাংস্কৃতিক প্রতিযোগিতাআবেশভূমি : দ্বাদশ বর্ষ এগরা মহকুমা বইমেলা উপলক্ষে বালিঘাই জ...
19/01/2025

শুরু হল দ্বাদশবর্ষ এগরা মহকুমা বইমেলার সাংস্কৃতিক প্রতিযোগিতা

আবেশভূমি : দ্বাদশ বর্ষ এগরা মহকুমা বইমেলা উপলক্ষে বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির সৌজন্যে পৌর ও ব্লকভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয় রবিবার।এগরা-২ ব্লকের প্রতিযোগিতা গুলি হয় বালিঘাই হাই স্কুলে এবং এগরা-১ব্লকের নেগুয়া সুন্দর নারায়ণ হাইস্কুলে। বালিঘাই হাই স্কুলে প্রতিযোগিতা গুলির উদ্বোধন করেন এগরা কেন্দ্রীক পূর্ব মেদিনীপুর জেলা গঠন প্রস্তাবক কমিটির সভাপতি প্রখ্যাত শল‍্য চিকিৎসক ডা:বাদল অশ্রু ঘাটা। সভাপতিত্ব করেন মেলার দায়িত্ব প্রাপ্ত কোষাধ্যক্ষ আশীষ কুমার দাস। উপস্থিত ছিলেন বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির সম্পাদক আশীষ ধাওয়া। মেলা কমিটির সম্পাদক সাংবাদিক গৌরীশংকর মহাপাত্র ,প্রতিযোগিতা বিভাগের আহ্বায়ক তপন কুমার মন্ডল, প্রচার বিভাগের আহ্বায়ক মানস কুমার মাইতি, সংগঠনের সহ-সভাপতি প্রকাশ রায়চৌধুরী, ব্লকের দুই কো অর্ডিনেটর চয়ন সাউ, শুভেন্দু প্রামাণিক, সেবা সমিতির যুগ্ম সহ সম্পাদক বিরজাকান্ত প্রধান ও জন্মেঞ্জয় প্রধান প্রমূখ। নেগুয়া হাইস্কুলে উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন আর বি সি পঞ্চায়েতের উপপ্রধান প্রতিভা প্রধান দাস, মেলা কমিটির যুগ্ম সহ-সম্পাদক সুব্রত সাহু, ব্লক কো অর্ডিনেটর অসীম করণ ও অসীম দাস ও প্রতিযোগিতার বিচারক মন্ডলী‌‌। পৌরহিত‍্য করেন মেলা কমিটির কার্যকরী সভাপতি বীর কুমার শী। পরে উপস্থিত হন ডা: বাদল অশ্রু ঘাটা , পঞ্চায়েত প্রধান রোউফ আলী, মেলা কমিটির প্রকাশ রায়চৌধুরী ও মেলা কমিটির সম্পাদক, মানস কুমার মাইতি, কবিতা প্রধান প্রমুখ। তিনটি বিভাগে, ছয়টি বিষয়ে প্রতিযোগিতায় প্রায় ১২০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা ঘিরে অংশগ্রহণকারী ও অভিভাবক দের উৎসাহ উদ্দীপনা ছিল ব্যাপক প্রতিক্ষেত্রে সংক্ষিপ্ত অনুষ্ঠানে ২৩ ফেব্রুয়ারী থেকে ১ মার্চ পর্যন্ত ৭ দিনের মেলায় সকলকে আহ্বান জানান হয়। দুই কেন্দ্রে প্রতিযোগিতা সুসম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান মেলা কমিটির সম্পাদক।

এগরা মহকুমা বইমেলা সম্পর্কিত আলোচনায় এগরা প্রেসক্লাব ও বইমেলা কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যরা।
18/01/2025

এগরা মহকুমা বইমেলা সম্পর্কিত আলোচনায় এগরা প্রেসক্লাব ও বইমেলা কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যরা।

09/01/2025
এগরা প্রেসক্লাবে কবি সম্মেলন ও মাসিক পত্রিকা প্রকাশ https://dainikaabeshbhumi.in/?p=23203
30/12/2024

এগরা প্রেসক্লাবে কবি সম্মেলন ও মাসিক পত্রিকা প্রকাশ
https://dainikaabeshbhumi.in/?p=23203

Address

Egra
Egra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Egra Press Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share