D News Malda

D News Malda সর্বদা আপনার সাথে আপনার পাশে
Subscribe our YouTube channel
https://youtube.com/?si=HBcTWwlHwObZ8lMu

23/07/2025

সংবাদ মাধ্যমের মুখোমুখি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

কালভার্ট এর নীচে থেকে উদ্ধার বো মা, আতঙ্ক এলাকায়।ঘটনাটি মুর্শিদাবাদের রানীনগরের ডেপুটিপাড়া এলাকায়। আজ বুধবার সকালে সক...
23/07/2025

কালভার্ট এর নীচে থেকে উদ্ধার বো মা, আতঙ্ক এলাকায়।

ঘটনাটি মুর্শিদাবাদের রানীনগরের ডেপুটিপাড়া এলাকায়। আজ বুধবার সকালে সকালে স্থানীয়রা রাস্তায় যাওয়ার সময় কার্ল ভাটের নিচে একটি ব্যাক দেখতে পাই, ব্যাগের মধ্যে সকেট বোমা রাখা রয়েছে। এরপর পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে রাণীনগর থানার পুলিশ এসে পৌঁছায় ও এলাকার ঘিরে দেয়।। বোম গুলো নিষ্ক্রিয় করার জন্য বো ম স্কোয়ার্ডকে খবর দেওয়া হয়। উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়।

23/07/2025

সামশেরগঞ্জে ভাঙ্গন কবলিত ও অসহায় মানুষদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অধীর চৌধুরী।

23/07/2025

মর্নিং ওয়ার্ক শেষে সাংবাদিকের মুখোমুখি দিলীপ ঘোষ।

ডোমকল থানার রাজাপুর ঘাট থেকে গ্রেফতার বাংলাদেশি ও ভারতীয় দালাল অনুপ্রবেশকারী গতকাল, ২২শে জুলাই ২০২৫, দুপুর ১টা ১৫ মিনিট...
23/07/2025

ডোমকল থানার রাজাপুর ঘাট থেকে গ্রেফতার বাংলাদেশি ও ভারতীয় দালাল অনুপ্রবেশকারী

গতকাল, ২২শে জুলাই ২০২৫, দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত রাজাপুর ঘাট এলাকা থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ভারতীয় দালাল কে গ্রেফতার করল পুলিশ।
ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম ছোটন মন্ডল (28)। পিতা কামরুল মন্ডল, বাড়ি বাংলাদেশের গ্রাম দৌলতপুর থানার জামাল পুর জেলা কুষ্টিয়াএলাকায়
তাকে এদেশে অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে । ও ভারতীয় দালালের নাম সাব্বুর আলী মন্ডল ওরফে সাবু (৩৭), পিতা বাবুর আলী মন্ডল, গ্রাম রামনগর, থানা হোগলবাড়িয়া, জেলা নদীয়া।

ডোমকল থানার পুলিশ দুইজনের বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করে এবং তাদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায়।

পুলিশ সূত্রে খবর, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতেই জোরদার তদন্ত শুরু হয়েছে। আপনার দেখছেন স্টার ডোমকল

সংগৃহীত

23/07/2025

জালনোট পাচারচক্রের দুই কারবারীকে ফারাক্কা থেকে গ্রেপ্তার করল মহারাষ্ট্র পুলিশ।

23/07/2025

সামশেরগঞ্জের গঙ্গা ভাঙ্গন কবলিত এলাকা নতুন শিবপুর ভাঙ্গা লাইনের চিত্র দেখুন।

22/07/2025

ডুয়ার্সের গাঠিয়া নদীতে হড়পা বান, হড়পা বানে মাঝ নদীতে আটকে পড়ল ৩ শ্রমিক। ক্রেনের সাহায্যে ৩ জনকে উদ্ধার করল নাগরাগরাকাটা ব্লক প্রশাসন। মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের গাঠিয়া নদীতে। জানা গিয়েছে, বিহারের বাসিন্দা তিনজন শ্রমিক

শোভাপুর কাটান দিয়ে ঢুকছে বন্যার জল!বালির বস্তা দিয়ে আবারো বাঁধ দেওয়া চেষ্টা চলছে প্রশাসনের পক্ষ থেকে।
22/07/2025

শোভাপুর কাটান দিয়ে ঢুকছে বন্যার জল!

বালির বস্তা দিয়ে আবারো বাঁধ দেওয়া চেষ্টা চলছে প্রশাসনের পক্ষ থেকে।

22/07/2025

শোভাপুর কাটান দিয়ে ঢুকছে জল দেখুন! স্থানীয় একজনের করা ভিডিও

ডুয়ার্সের বামনডাঙ্গা চা বাগানে ফের চিতাবাঘের হামলায় আ হ ত হলো চা বাগানের এক সর্দার।আ হ ত সর্দারের নাম হীরালাল ওরাও তার ...
22/07/2025

ডুয়ার্সের বামনডাঙ্গা চা বাগানে ফের চিতাবাঘের হামলায় আ হ ত হলো চা বাগানের এক সর্দার।
আ হ ত সর্দারের নাম হীরালাল ওরাও তার বাড়ি বামন ডাঙ্গা চা বাগানের জয় বাঙলা লাইনে, জানা গেছে এদিন সকালে হীরালাল ওরাও ও আরেক সর্দার চা বাগানে শ্রমিক দেড় কাজে লাগিয়ে তারা বাগানের রাস্তার উপরে দাঁড়িয়ে ছিল সেই সময় আচমকা চা বাগানে ভিতর থেকে একটি চিতা বাঘ ঝাঁপ দিয়ে হীরালালের উপরে আক্রমণ করে বসে তার বুকে পিঠে গালে নাকে থাবা বসিয়ে দেয়, তাদেখে পাশে থাকা আরো এক সর্দার ঘাবড়ে যায় তারপরে সে পালতে শুরু করে তা দেখে চিতা বাঘটি সেই সর্দারের পিছু নেয়, সর্দার টি পালিয়ে গিয়ে অনেক দূরে চলে যায়, পড়ে চিতাবাঘ আর পিছু নিতে না পাড়ায় চা বাগানের ভিতরে ঢুকে পড়ে।

আ হ ত হীরালাল কে উদ্ধার করে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে আসেন শ্রমিকরা, সেখানেই তার চিকিৎসা চলছে।

এবছর পুরাতন পাটের সর্বোচ্চ দাম গেল ৭০০০-৭৭০০ টাকা/কুইন্টাল। যদিও সেই দাম পাননি আসল চাষীরা। কেননা চাষীদের এক ফসল বিক্রি ক...
22/07/2025

এবছর পুরাতন পাটের সর্বোচ্চ দাম গেল ৭০০০-৭৭০০ টাকা/কুইন্টাল। যদিও সেই দাম পাননি আসল চাষীরা। কেননা চাষীদের এক ফসল বিক্রি করে সেই টাকায় পরের চাষ শুরু করতে হয়।

তাই দাম যাই হোক পাট উঠে উঠেই বিক্রি করতে বাধ্য হন আসল চাষীরা। চাষীরা গত বছর পাটের গড় দাম পেয়েছেন ৪০০০-৪৫০০/-টাকা। এখন ভাল দাম পেয়ে লাভবান হচ্ছেন মজুতদার আড়ৎদাররা।

এখন চাষীদের নতুন পাট যেই উঠতে শুরু করেছে আর ওমনি কমতে শুরু করেছে দাম। এখন গড় দাম ৬৫০০-৭০০০/- টাকা কুইন্টাল। ধীরে ধীরে আরও কমবে। স্বভাবতই আসল পাট চাষীদের লোকসান হয় প্রতি বছর।

Address


Telephone

+919382445691

Website

Alerts

Be the first to know and let us send you an email when D News Malda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to D News Malda:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share