Malda Pratidin News

Malda Pratidin News news channel

12/10/2025

মালদাঃ একের পর এক সামাজিক কল্যাণমূলক কর্মসূচিতে ক্রমশ এলাকায় জনপ্রিয়তা বাড়ছে মতিউরের

12/10/2025

দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা থানা সংলগ্ন এলাকায় ভেঙে পড়ল ব্রীজ.. ভোগান্তি স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরা। শনিবার দুপুর ১ টা নাগাদ ভেঙে পড়ে ব্রীজ। রাস্তা দুপাশে আটকে পড়ে একাধিক বাস ও লরি। ঘটনার স্থলে পৌঁছায় মারিশদা থানা পুলিশ থেকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা।

11/10/2025

মালদাঃ নিবেদন করেছেন জনসেবা হেলথ ক্লিনিক এন্ড নার্সিংহোম এখানে কি কি পরিষেবা পাবেন তা বিস্তারিত দেখুন

11/10/2025

সুব্রত শেঠ মালদাঃ আম বাগানে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

11/10/2025

গদাই কর্মকার মালদাঃ মালদা জেলা প্রশাসনের উদ্যোগ এবং মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহযোগিতায় ১৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বাজি বাজার

11/10/2025

দেবু সিংহ মালদাঃ ট্রেক করে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে নজির তৈরি করলেন মালদার শিক্ষক কাঞ্চনকুমার বসু

11/10/2025

মুর্শিদাবাদঃ এভাবে একের পর এক বাড়িঘর ,বিঘার পর বিঘা জমি তলিয়ে যাচ্ছে মুর্শিদাবাদের লালগোলার তারানগরে। জনপ্রতিনিধিরা কি করছেন ? বড়ো প্রশ্ন উঠেছে

10/10/2025

দেবু সিংহ মালদাঃ খো খো আবাসিক শিবিরে উৎসাহ দিতে মন্ত্রী সাবিনা ইয়াসমিন

10/10/2025

অপূর্ব বর্মন মালদাঃ পৃথক কামতাপুর রাজ্যের দাবীতে মালদার বামনগোলা ব্লকে জোরদার আন্দোলন করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে শুক্রবার বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচি পালন করলেন বামনগোলা বিডিও অফিসে। এই কর্মসূচিকে সামনে রেখে প্রথমে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের নেতাকর্মীরা মিলে বহু সাধারণ মানুষকে নিয়ে বামনগোলা পাকুয়াহাট এলাকায় মিছিল করেন। মিছিল বিভিন্ন 'পথ ঘুরে বামনগোলা বিডিও অফিসে পৌঁছায়। সেখানে সংগঠনভুক্ত নেতাকর্মীরা মিলে একাধিক দাবীতে বিক্ষোভ দেখান। যারমধ্যে অন্যতম দাবী ছিল পৃথক কামতাপুর রাজ্য গঠন। এই দাবীতে বিক্ষোভ প্রদর্শনের পর সংগঠন নেতৃত্ব ভারত সরকারের কাছে তাদের দাবী-দাওয়া তুলে ধরতে বিডিওর মাধ্যমে ডেপুটেশন প্রেরণ করেন। এদিনের এই বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের মালদা জেলা সভাপতি প্রতিমা সিংহ সহ অন্যান্যরা।

10/10/2025

মালদাঃ জমি বিবাদকে কেন্দ্র করে মামার হাতে খু*ন ভা*গ্নে। মৃত যুবকের নাম হিরেন কুণ্ডু বয়স ২৪ বছর। ঘটনাটি ঘটেছে, মালদার মানিকচকের মথুরাপুর সুভাষ কলোনী এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, শুক্রবার সকাল ১০ টা নাগাদ রাজা মন্ডলের বাড়ির সামনে, ইট ফেলাকে কেন্দ্র করে তার সৎ দাদা জীবন মন্ডলের সাথে বচসা বাধে। বচসা একসময় পৌঁছায় হাতাহাতিতে। সেই সময় জীবন মন্ডলকে ভাসুয়া দিয়ে মারতে উদ্ধত হয় রাজা। সেই সময় জীবন মণ্ডলকে বাঁচাতে, তার ভাগ্নে হিরেন কুণ্ডু গেলে, হাসুয়ার কোপ বসে তার মাথায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে, প্রথমে মানিকচক ও পরে মালদহ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তার। অন্যদিকে এই ঘটনায় অভিযুক্ত রাজা মন্ডলকে মানিকচক হাসপাতাল থেকে আটক করে মানিকচক থানার পুলিশ।

10/10/2025

শ্বশুরের যৌ*না*ঙ্গ চেপে হত্যার অভিযোগে গ্রেপ্তার বৌমা, চাঞ্চল্য পুরাতন মালদায়

পুরাতন মালদাঃ
শ্বশুরকে যৌনাঙ্গ চেপে হত্যার অভিযোগে বৌমাকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদার সাহাপুর অঞ্চলের মাধাইপুর মোরগ্রাম এলাকায়। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরে বচসার সময় সুলতানা বিবি নামে এক মহিলা তাঁর শ্বশুর নূর শেখের হাত কামড়ে দেন এবং তাঁর যৌনাঙ্গ চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই নূর শেখের মৃত্যু হয় বলে অভিযোগ।

ঘটনার পরই পুলিশ অভিযুক্ত সুলতানা বিবিকে গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে তাঁকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সুলতানা বিবি। তাঁর দাবি, "আমার শ্বশুর আমাকে মারতে আসছিলেন। আত্মরক্ষার জন্য আমি শুধু হাতে কামড় দিই। তাঁর মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে, আমি কাউকে মারিনি।"

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে তারা।

10/10/2025

মালদাঃ চৌকি মিরদাদপুর পঞ্চায়েতের ভ্রমণ ও খাওয়া দাওয়া খাতে খরচ তিন লক্ষ তিন হাজার টাকা। সমাজ মাধ্যমে ভাইরাল পঞ্চায়েতের খরচের বিল।জনগণের টাকায় কিভাবে ভ্রমণ প্রশ্ন তুলে সরব বিরোধীরা।যদিও ব্লক প্রশাসনের অনুমতি নিয়েই খরচ দাবী পঞ্চায়েত প্রধানের।
মানিকচক ব্লকের অন্তর্গত চৌকি মিরদাদপুর পঞ্চায়েতে মোট আসন ২৪টি ,তারমধ্যে তৃণমূল১৪ টি আসনে পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধান হন তৃণমূলের মোহাম্মদ আনোয়ার আলী।সদ্য সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে এই পঞ্চায়েতের একটি খরচের বিল।সেখানে দেখা যাচ্ছে ভ্রমন ও খাওয়া দাওয়া খাতে খরচ করা হয়েছে প্রায় তিন লক্ষ তিন হাজার টাকা।যার মধ্যে প্রধানের শীল ও সই রয়েছে।যার মধ্যে হোটেলের রুম বাবদ খরচ হয়েছে প্রায় ১০৫৬০০ টাকা,গাড়ি ভাড়া ৯০০০০, খাওয়া দাওয়ায় খরচ ৯৬০০০ টাকা এছাড়াও অন্যান্য খরচে আরও প্রায় ১২০০০ টাকা খরচ ওরা হয়েছে। সম্প্রতি এই বিলের কাগচ সোশ্যাল মাধম্যে ঘুরে বেড়াচ্ছে মোবাইলে মোবাইলে। সাধারণ জনগনের টাকায় কিভাবে এই ভ্রমণ ও খাওয়া দাওয়া খরচ করতে পারে পঞ্চায়েত এই নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
যদিও পঞ্চায়েত প্রধান মোহাম্মদ আনোয়ার আলী বলেন, গত একুশে জুলাই আমরা কলকাতায় শহীদ দিবসে অংশগ্রহণ করে সেখান থেকে পূর্ব মেদনীপুর জেলার রামনগর-১ ব্লকের গোবর পঞ্চায়েতে এক্সকেরসন ট্যুর আমরা গেছিলাম। সেই পঞ্চায়েতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা দেখেছি যা আমরা নিজেদের পঞ্চায়েতে করব।এই ট্যুরে পঞ্চায়েত সদস্য ছাড়াও পঞ্চায়েতের কর্মীরাও উপস্থিত ছিলেন। মানিকচকের বিডিওর অনুমতি নিয়েই এই ভ্রমন করা হয়েছে, এখানে কোনো দুর্নীতি বা টাকা নয়ছয় করা হয়নি। বিধানসভা ভোট তাই তৃণমূলকে কালিমা লিপ্ত করতে এই সমস্ত অভিযোগ করা হচ্ছে।
যদিও এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত প্রধানকে বিঁধেছেন মালদহ জেলা সিটু জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা।তিনি বলেন, কোন শিক্ষামূলক ভবন নয় শুধুমাত্র ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবসে অংশগ্রহণ করতে এবং দীঘার সমুদ্রে ফুর্তি করতে গিয়ে এই টাকা খরচ করা হয়েছে।এই ভ্রমণে কোন বিরোধী পঞ্চায়েত সদস্যকে নিয়ে যাওয়া হয়নি।তাহলে কিসের শিক্ষামূলক ভ্রমণ।
ঠিক একইভাবে দক্ষিণ মালদহ জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল বলেন, তৃণমূলের কাজই হচ্ছে জনগণের টাকায় ফুর্তি করা।সেইমত এখানেও করা হয়েছে।শুধু নিজেকে বাঁচাতে শিক্ষা মূলক ভ্রমনের কথা বলা হচ্ছে।

Address

English Bazar
732101

Alerts

Be the first to know and let us send you an email when Malda Pratidin News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Malda Pratidin News:

Share