24/06/2025
ফতোয়া ছাড়ুন
ঐক্য গড়ুন............................
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.,,,,,,,........................
আজকে অনেকেই বলছেন, "ইরানে তো শিয়া মুসলমান, তাদের উপর বোমা পড়লে আমাদের কী? আমরা তো সুন্নি!" — আফসোস! এই কথাগুলো যখন কোনো মুসলমানের মুখ থেকে বের হয়, তখন শরীর কেঁপে ওঠে, হৃদয় লজ্জায় ডুবে যায়।
তাহলে একটা প্রশ্ন — ফিলিস্তিনে তো একটাও শিয়া মুসলমান নেই। তারা তো প্রায় সব সুন্নি। যখন নিরস্ত্র ফিলিস্তিনি মা-বোনদের, শিশুদের, বৃদ্ধদের রক্তে ভাসানো হচ্ছিল—তখন কোথায় ছিল এই কথিত “সুন্নি উম্মাহ”?
তখন তো শুধু ইরানই পাশে দাঁড়িয়েছিল, শুধু হিজবুল্লাহই গর্জে উঠেছিল, শুধু ইরানি ক্ষেপণাস্ত্রই গাজা ও লেবাননে ঠেকেছিল দখলদার ইসরায়েলের সামরিক ঘাঁটিতে।
তখন তোমরা সোশ্যাল মিডিয়ায় ফিল্টার দিচ্ছিলে—"Free Palestine"—কিন্তু মাঠে ছিল শুধু ইরান আর তার বন্ধু রাষ্ট্রগুলো।
তাহলে এখন যখন ইরান আক্রান্ত হচ্ছে, তখন কেন এই বিভাজন? কেন এই "তারা শিয়া, আমাদের কিছু যায় আসে না"?
তাহলে মুসলমান কে? যার নামের পাশে 'সুন্নি' লেখা আছে, সে-ই শুধু?
না ভাই, মুসলমান সে-ই, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান রাখে, উম্মাহর দুঃখে কাঁদে, নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ায়।
ইরান হোক, ফিলিস্তিন হোক, ইয়েমেন হোক, সুদান হোক—মুসলমান রক্ত এক, মুসলমানের ব্যথা এক, ক্বিবলা এক, কুরআন এক, রব এক।
সুতরাং বিভক্তির রাজনীতি ছাড়ুন।
উম্মাহর পক্ষে দাঁড়ান, জাতির রক্তের দায় এড়িয়ে যাবেন না।আর এটাও মনে রাখবেন ফতোয়ার চেয়ে তাকওয়ার দাম অনেক বেশী।