29/03/2025
বহিরাগতদের হাতে আক্রান্ত হলো মালদা জেলার এক পরিবার ! মালদা জেলায় বহিরাগতদের আনাগোনা দিন দিন বেড়েই চলেছে, এরই মধ্যে ঘটে গেল - মালদা জেলায় এক বিরল ঘটনা ! গরু বিক্রির মিথ্যা প্রবাদে এক পরিবারকে হেনস্তার শিকার হতে হল মালদা জেলায় 24 নাম্বার ওয়ার্ডে বুড়াবুড়ি তলার মেসে থাকা বহিরাগত ছেলেদের হাতে l
ঋতুপর্ণা মৈত্র এর বাড়ির মেসে থাকা বহিরাগত ছেলেদের কে দিয়ে মারতে পাঠাই,( আকাশ তেওয়ারি, অনির্বাণ ঘোষ, পিন্টু ঘোষ) সেইমতো মেস মালিকের কথা শুনে লাঠি লোহার রড নিয়ে রুমা ঘোষ ও শাশুড়ি যমুনা ঘোষের উপর চড়াও হয় l সেই সময় রুমা ঘোষের স্বামী সমীর ঘোষ ব্যবসার সূত্রে বহরমপুর যাচ্ছিল, মাঝ রাস্তায় তার স্বামী ফোন মারফত জানতে পারে, এবং মাঝপথ থেকেই বাড়ি ফিরে আসে সমীর ঘোষ, এসে নিজের স্ত্রী ও মাকে উদ্ধার করে l ঝামেলা শান্ত করে দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেয় l পরদিন আবার ঋতুপর্ণা মৈত্র এক বহিরাগত মেসে থাকা ছেলেকে হুমকি দিতে পাঠায় l এই ঘটনার পর রুমা ঘোষ মালদা জেলা পুলিশ প্রশাসনকে লিখিত অভিযোগ জানায় l মালদা জেলা পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং পরিবারের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছে। পুলিশ প্রশাসন কি করে তার দিকে তাকিয়ে রয়েছে পরিবার !