
13/06/2025
(১২ জুন ২০২৫) ভারতের একেবারে অতি দুঃখজনক ও গুরুতর ঘটনা ঘটেছে—একটি Air India Boeing 787‑8 Dreamliner (Flight AI171) লন্ডনগামী বিমানটি আহমেদাবাদ থেকে টেকঅফের পর মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে; এতে প্রায় ২৪২ যাত্রী ও ক্রু নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, এবং স্থানীয় আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে ।
---
✈️ বিমান দুর্ঘটনার বিবরণ:
সময় ও স্থান: ১২ জুন, দুপুর আনুমানিক ১:৩৮ টার দিকে, সর্দার ভাল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর, আহমেদাবাদ।
বিশেষ তথ্য:
বিমানটিতে ২৪২ জন ছিলেন—২২৯ যাত্রী ও ১২ জন ক্রু; ভারতীয়, ব্রিটিশ, কানাডীয় ও পর্তুগিজ নাগরিক ছিলেন অনেকে ।
প্রথম রিপোর্টে “কোনও বেঁচে ফেরা হয়নি” বলে জানানো হয়; তবে কিছু প্রতিবেদনে একটি টিকিট হোল্ডার সিট ১১এ থেকে বেঁচে হাসপাতালে রয়েছেন বলে বলা হয়েছে ।
বিমানটি ডক্টরস্’ হোস্টেলের ওপর পড়ে গ্রাম্য এলাকায় বিশাল ধ্বংস ও আগুন লাগে ।