প্রদীপ্ত মালদা-Pradipto Malda

  • Home
  • প্রদীপ্ত মালদা-Pradipto Malda

প্রদীপ্ত মালদা-Pradipto Malda বার্তা— নতুন সমাজের লক্ষ্যে

শ্রমিক বিরোধী চারটি শ্রমকোড বাতিল, স্থায়ী কাজে অস্থায়ী কর্মী নিয়োগ বন্ধ, মূল্যবৃদ্ধি রোধ, সকল বেকারের কাজের দাবিতে, ব...
09/07/2025

শ্রমিক বিরোধী চারটি শ্রমকোড বাতিল, স্থায়ী কাজে অস্থায়ী কর্মী নিয়োগ বন্ধ, মূল্যবৃদ্ধি রোধ, সকল বেকারের কাজের দাবিতে, ব্যাঙ্ক,বীমা,রেল বেসরকারিকরণের প্রতিবাদ সহ ১৭ দফা দাবিতে ট্রেড ইউনিয়ন গুলির ডাকে ৯ জুলাই দেশজুড়ে ধর্মঘটের সমর্থনে মালদায় বিভিন্ন স্থানে বিক্ষোভ, মিছিল, পিকেটিং। রইল ছবি।

05/07/2025

৯ জুলাই দেশের সর্বত্র সাধারণ ধর্মঘট।মালিক শ্রেণির শোষণ অত্যাচার আজ লাগামহীন ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, বেকারি সহ নানান সমস্যায় জনজীবন যখন জেরবার, তখন কেন্দ্র ও রাজ্যে রাজ্যে ক্ষমতাশীন সরকারগুলি শ্রমজীবী মানুষের ওপর একের পর এক আক্রমণ নামিয়ে আনছে । এমতাবস্থায শ্রমিক স্বার্থ বিরোধী ৪টি শ্রমকোড বাতিলের দাবিতে , সংগঠিত অসংগঠিত শ্রমিকদের বাঁচার মতো মজুরি ও সামাজিক সুরক্ষার দাবিতে, আশা, মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি কর্মী স্বীকৃতি দাবিতে, মোটর ভ্যান সহ অসংগঠিত শ্রমিকদের পিএফ পেনশন চালু দাবিতে, স্থায়ী কাজে অস্থায়ী কর্মী নিয়োগ বন্ধ করার দাবিতে আগামী ৯ই জুলাই এ আই ইউ টি ইউ সি সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নে ডাকে সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার জন্য আজ ৫ই জুলাই মালদা শহরে শতাধিক জনতার বিক্ষোভ মিছিল হয় ।

আজ ৩১মে ২০২৫ প্রথম মালদা জেলা  যুব সম্মেলন উপলক্ষে যুব বিক্ষোভ মিছিল ও প্রতিনিধি অধিবেশন সংগঠিত হয়। এই সম্মেলনে কমরেড উজ...
01/06/2025

আজ ৩১মে ২০২৫ প্রথম মালদা জেলা যুব সম্মেলন উপলক্ষে যুব বিক্ষোভ মিছিল ও প্রতিনিধি অধিবেশন সংগঠিত হয়। এই সম্মেলনে কমরেড উজ্জ্বলেন্দু সরকারকে সভাপতি, কমরেড সুভাষ সরকারকে সম্পাদক, কমরেড বিশ্বজিৎ সাহাকে কোষাধ্যক্ষ এবং কমরেড বিমল মুর্মুকে অফিস সম্পাদক করে ২১ জনের কমিটি গঠিত হয় । উদ্বোধনী বক্তব্য রাখেন এস ইউ সি আই (কমিউনিস্ট) মালদা জেলা সম্পাদক কমরেড গৌতম সরকার । প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এ আই ডি ওয়াই ও র রাজ্য সভাপতি কমরেড অঞ্জন মুখার্জী, বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অশোক মাইতি ও কমরেড সুশান্ত ঢালী ।

31/05/2025

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

বিকাশ ভবনে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের ন্যায়সঙ্গত আন্দোলনে পুলিশি আক্রমণের প্রতিবাদে এ আই ডি এস ও র ডাকে সারা বাংলা ছ...
19/05/2025

বিকাশ ভবনে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের ন্যায়সঙ্গত আন্দোলনে পুলিশি আক্রমণের প্রতিবাদে এ আই ডি এস ও র ডাকে সারা বাংলা ছাত্র ধর্মঘটের সমর্থনে মালদা কলেজ ও রথবাড়িতে বিক্ষোভ প্রদর্শন।

04/04/2025

মানুষের দাবিতে লড়াইয়ের জন্য মিথ্যা মামলা দায়ের SUCI(C)'র নেতা-কর্মীদের বিরুদ্ধে


03/04/2025

৩ রাত এস ইউ সি আই কমিউনিস্ট দলের ডাকে জেলায় জেলায় আইন অমান্য বিক্ষোভ ডেপুটেশনের দেওয়া হয়েছিল। মালদা ডি এম ডেপুটেশন।

মালদা শহরে জেলার বিভিন্ন প্রান্তের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ জন ছাত্র ছাত্রীর উপস্থিতিতে ২৩ মার্চ শহীদ-ই-আ...
24/03/2025

মালদা শহরে জেলার বিভিন্ন প্রান্তের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ জন ছাত্র ছাত্রীর উপস্থিতিতে ২৩ মার্চ শহীদ-ই-আজম ভগৎ সিং আত্মোৎসর্গ দিবসে ‘ভগৎ সিং এর স্বপ্ন ও আজকের ভারত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড বিশ্বজিত রায়। উপস্থিত ছিলেন রাজ্য সহ-সভাপতি কমরেড বিশ্বরঞ্জন গিরি এবং রাজ্য কমিটির সদস্য কমরেড গৌরব ঘোষ। আলোচনার শেষে ভগৎ সিং এর জীবনীর উপর নির্মিত ‘The Legend of Bhagat Singh’ সিনেমাটি দেখানো হয়।

06/12/2024
ঐতিহাসিক সৌধ বাবরি মসজিদ  ধ্বংসের রক্তাক্ত দিনে ভারত, বাংলাদেশ সহ দেশে  বিভাজন , বিদ্বেষের রাজনীতি ও সংখ্যালঘু জনগণের উপ...
06/12/2024

ঐতিহাসিক সৌধ বাবরি মসজিদ ধ্বংসের রক্তাক্ত দিনে ভারত, বাংলাদেশ সহ দেশে বিভাজন , বিদ্বেষের রাজনীতি ও সংখ্যালঘু জনগণের উপর নিপীড়নের বিরুদ্ধে
সংহতি সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের রথবাড়ি মোড়ে। সভায় বক্তব্য রাখেন এস ইউ সি আই কমিউনিস্ট দলের মালদা জেলা কমিটির সদস্য কমরেড অংশুধর মণ্ডল ও সম্পাদক কমরেড গৌতম সরকার।

14/10/2024

দ্রোহের উৎসবে SUCI(C) র বুকস্টলে‌ উপছে পড়ার মতন ভিড়। রাজ্য জুড়ে ১১০০ বেশি বুকস্টল,৪৫ লক্ষ টাকারও বেশি বই বিক্রি রেকর্ড SUCI(C)'র

সারা রাজ্য জুড়ে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে কমরেড শিবদাস ঘোষের শিক্ষা ও সাম্প্রতিক পরিস্থিতি , মনীষীদের জীবন...
13/10/2024

সারা রাজ্য জুড়ে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে কমরেড শিবদাস ঘোষের শিক্ষা ও সাম্প্রতিক পরিস্থিতি , মনীষীদের জীবনী সহ নানান বিষয়ে দলের বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য ১১০০ টির অধিক শারদীয়া বুকস্টল হয়েছে। মালদা জেলার বিভিন্ন এলাকায় বুক স্টলের চিত্র।

Address


Telephone

+919735090466

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রদীপ্ত মালদা-Pradipto Malda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share