
01/06/2025
আজ ৩১মে ২০২৫ প্রথম মালদা জেলা যুব সম্মেলন উপলক্ষে যুব বিক্ষোভ মিছিল ও প্রতিনিধি অধিবেশন সংগঠিত হয়। এই সম্মেলনে কমরেড উজ্জ্বলেন্দু সরকারকে সভাপতি, কমরেড সুভাষ সরকারকে সম্পাদক, কমরেড বিশ্বজিৎ সাহাকে কোষাধ্যক্ষ এবং কমরেড বিমল মুর্মুকে অফিস সম্পাদক করে ২১ জনের কমিটি গঠিত হয় । উদ্বোধনী বক্তব্য রাখেন এস ইউ সি আই (কমিউনিস্ট) মালদা জেলা সম্পাদক কমরেড গৌতম সরকার । প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এ আই ডি ওয়াই ও র রাজ্য সভাপতি কমরেড অঞ্জন মুখার্জী, বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অশোক মাইতি ও কমরেড সুশান্ত ঢালী ।