05/07/2025
৯ জুলাই দেশের সর্বত্র সাধারণ ধর্মঘট।মালিক শ্রেণির শোষণ অত্যাচার আজ লাগামহীন ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, বেকারি সহ নানান সমস্যায় জনজীবন যখন জেরবার, তখন কেন্দ্র ও রাজ্যে রাজ্যে ক্ষমতাশীন সরকারগুলি শ্রমজীবী মানুষের ওপর একের পর এক আক্রমণ নামিয়ে আনছে । এমতাবস্থায শ্রমিক স্বার্থ বিরোধী ৪টি শ্রমকোড বাতিলের দাবিতে , সংগঠিত অসংগঠিত শ্রমিকদের বাঁচার মতো মজুরি ও সামাজিক সুরক্ষার দাবিতে, আশা, মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি কর্মী স্বীকৃতি দাবিতে, মোটর ভ্যান সহ অসংগঠিত শ্রমিকদের পিএফ পেনশন চালু দাবিতে, স্থায়ী কাজে অস্থায়ী কর্মী নিয়োগ বন্ধ করার দাবিতে আগামী ৯ই জুলাই এ আই ইউ টি ইউ সি সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নে ডাকে সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার জন্য আজ ৫ই জুলাই মালদা শহরে শতাধিক জনতার বিক্ষোভ মিছিল হয় ।