Dalimpurer Bapoi

Dalimpurer Bapoi Love to go out side and spent time with nature when free and love Rajbanshi language .

11/09/2025

মহা সাড়ম্বরে পালিত হলো মনীষী পঞ্চানন বর্মার তিরোধান দিবস
#রাজবংশী #ভাইরালভিডিওシভিডিও

04/09/2025

#রাজবংশী #গান #ভাওয়াইয়া

31/08/2025

#ভাওয়াইয়া #গান #রাজবংশী ,

31/08/2025

One small positive thought in the morning can change your whole day.

24/08/2025

❇️সমুদ্রবন্দী এক দ্বীপ রাষ্ট্রের জলবায়ু আর সংগ্রাম ।
(রাজবংশী/কামতাপুরী ভাষাত).....................................
🌹দ্বীপদেশের অস্তিত্ব সংকটত
প্রশান্ত মহাসাগরের ছোট্ট একনা দ্বীপ রাষ্ট্র টুভালু, যেটিকোনা মাত্র ১১ হাজার মানষির বাস,আজি জলবায়ু পরিবর্তনের সবথাকি বড় শিকার এই দ্বীপ রাষ্ট্র।সমুদ্রপৃষ্ঠের উচ্চতা খমকায় বাড়ি যাওয়ায় দেশটা বিশ্বের পয়লা“অদৃশ্য” হয়াযাওয়া দেশ হৈবে। দ্বীপগুলার মাটি নিচা হওয়ায় বাদে অল্পকোনেক জলোচ্ছ্বাস আরো নাহৈলে ঝড়ত বসতভিটা ভাসি যাছে, খাবার জলের অভাব দেখাদ্যাছে আরো আবাদি জমি লবণাক্ত হচে,এর ফল মানষির থাকিবার মতো জাগা আটো হচে।তায় এই সংকট মোকাবিলার জৈন্যে টুভালু নানান উদ্যোগ নিবারধৈচ্চে ।অস্ট্রেলিয়ার নগত মিলি “ক্লাইমেট ভিসা” কর্মসূচি চালু করিয়া দ্যাশের মানষিলাক নিরাপদ অভিবাসনের ঘাটা খুলি থুইচে।বগলাবগলি “ডিজিটাল নেশন” বানেবার বাদেসংস্কৃতি, ভূগোল আরো রাষ্ট্রের চিন(চিহ্ন )ভার্চুয়াল জগতত সংরক্ষণের বাদে চেষ্টা করেছে,যাতে দেশটা সচায় হারে গৈলেও আইনের দিক থাকি তার অস্তিত্ব খুঁজি পায়।
এই সংকট খালি ট্রুভালুর না হয়,ব্যবসিক রাজনীতি আর উন্নয়নের বাদে দ্বন্দ্বের প্রতিফলন(The reflection of conflicts apart from politics and development). ভারতের মতো উপকূলের রাষ্ট্রগুলার জৈন্যও এইটা একনা সাবধান বার্তা, কারণ সমুদ্রের উপর ভাগের উচ্চতা বারিযাওয়া গোটায় দক্ষিণ এশিয়ার জীবন আর অর্থনীতিকগোটায়
ধংস করিবার পারে। টুভালুর এই সংগ্রাম তায় Global climate এর বাদে ন্যায়বিচারের প্রতীক।
প্রশান্ত মহাসাগরের ছোট্ট এই দ্বীপ রাষ্ট্র ট্রুভালু আজি বিশ্ব রাজনীতি ও পরিবেশবিজ্ঞানের আলোচনায় বিষয় হয়া উঠিছে। জলবায়ু পরিবর্তনের কারণে দেশটার অস্তিত্ব সংকটে ,মানব সভ্যতার ভবিষ্যৎ সম্পর্কে একটা বড় সাবধান বার্তা নুকি আছে। মাত্র ২ মিটার গড় উচ্চতার এই দেশটাক যদি সমুদ্র গিলি নেয়,তাইলে সেইটা হবে খালি রাষ্ট্র নাহয়, বরং গোটাল পৃথিবীটার বাদে একটা মর্মান্তিক শিক্ষা।ট্রুভালু হৈল নয়টা প্রবাল দ্বীপ। বৈজ্ঞানিক গবেষণাত কয়ছে,এই দ্যাশ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বারিবার কারণে ফুনাফুতির মতোন দ্বীপের অর্ধেকেরও বেশি অংশ ডুবি যাবে। এছাড়াও ঘূর্ণিঝড়, বানা ও জলের ঢেউ খিব ঘন ঘন হচে,এর বাদে খাবারদাবার,খাবার জল আর থাকিবার জাগার সংকট বাড়ি গৈছে।ওটে জলবায়ু পরিবর্তন খালি ভবিষ্যৎ সংকট নাহয়, দিন দিন বাঁচি থাকায় কাল।ট্রভালুর মানষির অস্তিত্বের লড়াই। এই বাদে অস্ট্রেলিয়ার নগদ ফালেপিলি ইউনিয়ন চুক্তি করিছে(২০২৪) এইটাত অভিবাসনের সুযোগ পাবে প্রতি বছর ২৮০ জন করি। দেশটা সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার জন্য নয়া একনা উদ্যোগ নিছে। মেটাভার্সে ভার্চুয়াল ট্রুভালু তৈরির চেষ্টা করেছে। যদিও মাটি জমি হারেয়াও দেশ নিজের পরিচয়, সংস্কৃতি ও রাজনৈতিক কাঠামো টিকি রাখিবার পারে।
অর্থনীতির দিক থাকি ট্রুভালু আরও বড় চ্যালেঞ্জের মুখত পড়ছে। মাছ মারায় উমার মূল ব্যবসা অর্থনীতির মূলকেন্দ্র। কিন্তু সমুদ্র উষ্ণায়নেরবাদে টুনা মাছের দেখা নাই আর আয়ও কমি গৈছে। আন্তর্জাতিক সাহায্য আঞ্চলিক তহবিল ও কমেছে। সরকার মানষিলার ন্যূনতম চাহিদা মিটিবার যায়া হিমশিম খাচে। এটে থাকি এইটা স্পষ্ট জলবায়ু পরিবর্তন খালি পরিবেশ নাহয়, একে নগত সামাজিক আরো অর্থনৈতিক সংকটও ধরি আইসে।ট্রুভালুর এই সংকট কিন্তু একেলকার সমস্যা নহয়। এইটা বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচারের প্রশ্ন। শিল্পোত উন্নত দ্যাশগুলার থাকি তৈয়ার হওয়া দূষণ আর কার্বনের জৈন্যে ভুক্তভোগী হচে ট্রুভালুর মতন ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। ঐবাদে উমরা বিশ্ববাসীরটে খালি সাহায্য নাহয়,ন্যায্য অধিকারো দাবি করেছে।ট্রুভালু আজি মানবজাতির আকপাকে একনা আয়না। সেইটে হামরা দেখির পাছি যদি জলবায়ু পরিবর্তন ঠেকেবার বাদে এলাও জরুল কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহৈলে আইসা দিনগুলাত আরও কত দ্যাশ যে একে সমস্যার মুখামুখি হবে সেই টা আর না কৈলেও হয়। ট্রুভালুর সংগ্রাম তায় খালি একটা রাষ্ট্রের জীবনের গল্প নাহয়,পৃথিবীর ভবিষ্যৎ রক্ষার বাদেও একনা সতর্কবার্তা।©
✍️ কলমে হরেকৃষ্ণ বর্মন,শিক্ষক,লিলাবতী মহাবিদ্যালয়

তথ্য সূত্র:
1.https://academic.oup.com/ia/article/100/4/1491/7710472
2.https://freedomhouse.org/country/tuvalu/freedom-world/2024
3. উইকিপিডিয়া

22/08/2025

বাপ্পা সেনগুপ্তের গলায় অসাধারণ একটি ভাওয়াইয়া গান, অবশ্যই শুনুন। #ভাইরালভিডিওシ #ভাইরালভিডিওシভিডিও

সুপ্রভাত বন্ধুরা Highlights
22/08/2025

সুপ্রভাত বন্ধুরা
Highlights

22/08/2025

বিখ্যাত গীদাল নজরুল ইসলামের এবারের নিবেদন...
#কামতাপুরী #ভাওয়াইয়া #গান #ভাইরালভিডিওシ

20/08/2025

ও মুই না শোনোং...
#ভাওয়াইয়া #ভাইরালভিডিওシ

20/08/2025

হামার ভাষার নাম কামতাপুরি নাকি রাজবংশী??
কামতাপুরি ভাষার গবেষক পদ্মশ্রী প্রাপক ডাঙ্গরিয়া ধর্ম নারায়ণ বর্মা, সাথে ডাঙ্গরিয়া বজলে রহমান কি যুক্তি দিল শুনিনেও,,,

19/08/2025

#ভাইরালভিডিওシ #ভাওয়াইয়া

বিশ্ববীর চিলা রায়ের বীরত্ব ও গর্বিত রাজবংশী জাতি----------কৃ-----------   👉ভারতবর্ষের ইতিহাসে বীরত্ব, সাহসিকতা ও কৌশলের ...
12/02/2025

বিশ্ববীর চিলা রায়ের বীরত্ব ও গর্বিত রাজবংশী জাতি
----------কৃ-----------

👉ভারতবর্ষের ইতিহাসে বীরত্ব, সাহসিকতা ও কৌশলের এক উজ্জ্বল নাম হল বিশ্ববীর চিলা রায়। তিনি শুধু একজন মহান যোদ্ধা ছিলেন না, বরং এক কূটনীতিক, দক্ষ সেনানায়ক ও প্রজাপ্রেমী শাসকও ছিলেন। ষোড়শ শতকের উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে, বিশেষ করে কামতাপুর রাজ্যের অস্থির সময়ে, চিলা রায় তাঁর অসাধারণ সামরিক কৌশল এবং নেতৃত্বের মাধ্যমে রাজবংশী জাতির গৌরব বৃদ্ধি করেছিলেন। তাঁর বীরত্বপূর্ণ যুদ্ধাভিযান, ন্যায়পরায়ণ শাসননীতি এবং সংস্কৃতি ও ধর্ম রক্ষার ব্রত আজও রাজবংশী সমাজ ও ভারতীয় ইতিহাসে চিরস্মরণীয়।১৫০০ সালের দিকে কামতাপুর রাজ্যের রাজনৈতিক পরিবেশ অত্যন্ত অস্থির ছিল। আলাউদ্দিন হোসেন শাহের আক্রমণে কামতা রাজ্যের তৎকালীন শাসক নীলাম্বর নিহত হন এবং হিন্দু রাজবংশের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। এই সংকটময় পরিস্থিতিতে রাজবংশী বীর মহারাজ বিশ্বসিংহ কামতাপুরের পুনর্গঠনের নেতৃত্ব গ্রহণ করেন এবং কামতা রাজ্যের ভিত্তি স্থাপন করেন।বিশ্বসিংহের পুত্র মহারাজা নরনারায়ণ ও মহাবীর চিলা রায় এই সাম্রাজ্যের পরবর্তী উত্তরসূরী হন। রাজবংশী ইতিহাসে চিলা রায়ের নাম এক বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত, কারণ তিনি শুধুমাত্র একজন সেনাপতি নন, বরং একজন চৌখস কৌশলী, যিনি রাজ্যের সম্প্রসারণ ও সুরক্ষার জন্য অসামান্য অবদান রেখেছিলেন।১৫১০ খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার দিনে মহাবীর চিলা রায়ের জন্ম হয়। তাঁর পিতা ছিলেন মহারাজ বিশ্বসিংহ এবং মাতা ছিলেন পদ্মাবতী দেবী। বাল্যকাল থেকেই চিলা রায় পরাক্রম, সাহস ও কৌশলের দিক থেকে অতুলনীয় ছিলেন। কাশীতে তিনি ব্রহ্মানন্দ সন্ন্যাসীর কাছে শিক্ষালাভ করেন এবং ভারতীয় শাস্ত্র ও সামরিক কৌশলে পারদর্শী হয়ে ওঠেন।

🔥মহারাজ নরনারায়ণের শাসনকালে চিলা রায় "সংগ্রাম সিংহ" উপাধি গ্রহণ করে সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি কামতা রাজ্যের সামরিক বাহিনীকে শক্তিশালী করেন এবং একাধিক রাজ্যকে জয় করেন। তাঁর সামরিক নীতিতে ছিল দ্রুতগামী আক্রমণ ও শত্রুকে স্তব্ধ করে দেওয়ার দক্ষতা, যা তাঁকে "চিলা রায়" নামে পরিচিত করে। অসমের অহোম রাজ্যের শক্তিশালী প্রতিরোধ সত্ত্বেও চিলা রায় তাঁদের পরাজিত করেন এবং বশ্যতা স্বীকারে বাধ্য করেন। কাছার, মনিপুর, জয়ন্তিয়া, ত্রিপুরা, শ্রীহট্ট, খাসিয়া ইত্যাদি একের পর এক রাজ্য জয়ে সাফল্য অর্জন করেন এবং কামতা সাম্রাজ্যের বিস্তৃতি ঘটান।মোগল সম্রাট আকবরের সময়েও চিলা রায় তাঁর কৌশল ও বীরত্বের মাধ্যমে রাজ্যের স্বাধীনতা রক্ষা করেন। চিলা রায় শুধু একজন সেনাপতি নন, বরং একজন ধর্মপ্রাণ, দয়ালু ও প্রজাবৎসল শাসকও ছিলেন। তিনি বৈদিক সনাতন ধর্মের রক্ষক ছিলেন এবং সাধু, সন্ত ও ব্রাহ্মণদের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের সান্নিধ্যে এসে তিনি কামতা রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক পুনর্জাগরণ ঘটান।চিলা রায়ের মানবিক গুণাবলীর কথা না বললেই নয়।চিলা রায়ের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল তাঁর মানবিক গুণাবলী। নারীদের প্রতি শ্রদ্ধা,সম্মান করতেন এবং তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করেন। সাধারণ মানুষের কল্যাণের বহু উদাহরণ পাওয়া যায়। দরিদ্র ও নিপীড়িতদের সাহায্য করার জন্য তিনি নানান উদ্যোগ নেন। ব্রাহ্মণ ও গোরক্ষার ক্ষেত্রে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। বিখ্যাত ইতিহাসবিদ আর্নল্ড টয়েনবি তিনজন মহাবীরের কথা উল্লেখ করেছেন— নেপোলিয়ন বোনাপার্ট, ছত্রপতি শিবাজি এবং বিশ্ববীর চিলা রায়। শিবাজির মতোই চিলা রায় নিছক সাম্রাজ্য বিস্তারের জন্য যুদ্ধ করেননি; বরং তিনি হিন্দু সংস্কৃতি ও ধর্ম রক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন। চিলা রায় ও মহারাজ নরনারায়ণের যুগকে কামতা রাজ্যের "সোনালি যুগ" বলা হয়। তাঁদের শাসনকালে কামতা রাজ্য শুধুমাত্র সামরিক দিক থেকে নয়, বরং অর্থনীতি, ধর্ম ও সংস্কৃতির ক্ষেত্রেও সমৃদ্ধ হয়ে ওঠে।
💥বিশ্ববীর চিলা রায়ের বীরত্ব, দেশপ্রেম, সামরিক প্রতিভা ও কূটনৈতিক দক্ষতা তাঁকে ভারতীয় ইতিহাসে অমর করে তুলেছে। রাজবংশী জাতির জন্য তিনি গর্বের প্রতীক এবং তাঁর স্মৃতি আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুপ্রেরণা জোগায়। ভারতীয় ইতিহাসে তাঁর স্থান চিরস্মরণীয় হয়ে থাকবে, এবং তাঁর বীরত্বের গাথা রাজবংশী জাতিকে গৌরবান্বিত করবে চিরকাল। আজকের এই পূণ্য লগ্নে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ও পদযুগলে প্রণাম জানাই। --কলমে ✍️ হরেকৃষ্ণ বর্মন
শিক্ষক
লিলাবতী মহাবিদ্যালয়

Address

Falakata
JATESWAR

Telephone

+17602870636

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dalimpurer Bapoi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dalimpurer Bapoi:

Share