Samrat Exclusive

Samrat Exclusive লেখা পড়ার আনন্দ পাঠশালা ! Welcome to Samrat Exclusive.

30/09/2025

তোমরা যারা ক্লাস ১২-এ পড়ছো, তোমাদের একটা ছোট্ট সহযোগিতা চাই।

তোমাদের ক্লাস ১১ সেকেন্ড সেমিস্টারের বাংলা প্রশ্ন কারো কাছে থেকে থাকলে অতি অবশ্যই আমাকে পিডিএফ করে পাঠিয়ে দাও। ‌ জরুরী প্রয়োজন।
9002222279 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো।

অনুরোধ : শুধুমাত্র প্রশ্নপত্র শেয়ারের জন্য whatsapp নাম্বারটি চালু করা হয়েছে। এখানে হাই /হ্যালো/ কেমন আছেন/সাজেশন কবে দেবেন /স্কলারশিপ কবে পাবো - এই প্রশ্নগুলো লিখে কমেন্ট করলে, আমরা উত্তর দিতে সত্যিই অপারগ।

ছাত্র-ছাত্রীদের সাহায্যার্থে প্রশ্নপত্র সংগ্রহের জন্য এই উদ্যোগ। তাই এখান থেকে ব্যক্তিগত আলাপচারিতা সম্ভব নয়।

আমাদের 2M উপলক্ষে QnA আসছে.. তোমরা তোমাদের প্রশ্নগুলি কমেন্টে লিখে জানাতে পারো।
29/09/2025

আমাদের 2M উপলক্ষে QnA আসছে..
তোমরা তোমাদের প্রশ্নগুলি কমেন্টে লিখে জানাতে পারো।

27/09/2025

সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ এবং অনলাইন ব্যাচের ব্যাপারে সমস্ত প্রশ্নের উত্তর ‌✅

সবাই অ্যাপ ডাউনলোড করে নিও। ‌ চ্যাট অপশনে কিন্তু আমাদের কথা হবে। ❤️🔥 যেকোনো প্রয়োজনে আমাকে জানিও।‌
27/09/2025

সবাই অ্যাপ ডাউনলোড করে নিও। ‌ চ্যাট অপশনে কিন্তু আমাদের কথা হবে। ❤️🔥 যেকোনো প্রয়োজনে আমাকে জানিও।‌

সবাই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও "Samrat Exclusive" অ্যাপ ।‌ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নাও। ‌ অ্যাপে '...
26/09/2025

সবাই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও "Samrat Exclusive" অ্যাপ ।‌ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নাও। ‌ অ্যাপে 'Chat' অপশনে তুমি সরাসরি আমার কাছে কিছু লিখে পাঠাতে পারবে। ‌ সরাসরি আমি উত্তর দেবো। ‌ তবে হ্যাঁ, প্রতিদিন প্রচুর মেসেজ আসে বলে উত্তর দিতে একটু দেরি হতে পারে।

আর যারা আমার কাছে অনলাইনে পড়তে চাইছো, তারা অ্যাপেই পেমেন্টের অপশন পাবে। ‌ পুজো উপলক্ষে তোমাদের জন্য একটা ডিসকাউন্ট কুপন কোড রেখেছি।‌ যাদের প্রয়োজন তারা অবশ্যই এই সময়ে অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো। ক্লাস শুরু হবে পুজোর পর থেকে। ‌ ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে, যখন ইচ্ছে যতবার ইচ্ছে তুমি দেখতে পারবে। ‌ বিশেষ লাইভ ক্লাস নেওয়া হবে। ‌ নোটস্ সাজেশন দেওয়া হবে এবং কোন সমস্যা হলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবে।

ঝটপট প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নাও। ‌ ভালো লাগলে, অ্যাপে একটা ফাইভ স্টার রেটিং দিয়ে দিও। ‌ যারা অনলাইনে পড়তে চাইছো না, তারাও অ্যাপের চ্যাট অপশন ব্যবহার করে আমার সঙ্গে কথা বলতে পারবে। ‌❤️❤️🙏🙏

25/09/2025

তোমাদের কথা দিয়েছিলাম বিজয়া দশমীর পরেই চতুর্থ সেমিস্টারের সম্রাট এক্সক্লুসিভ বই প্রকাশিত হবে। ‌ কিন্তু সেটা কেন সম্ভব হচ্ছে না, এই ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। সব বই প্রায় রেডি ছিল, ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ। ‌ কিন্তু প্রকৃতির তান্ডবে অর্ধেকের বেশি বই জলমগ্ন। ‌ সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে। ‌ প্রকাশক জানালেন ,অনেকটা সময় লাগবে। ‌ দ্রুত কাজ করার উপায় নেই কারণ আজ থেকেই কলেজ স্ট্রিটে পুজোর ছুটি পড়ে যাচ্ছে। ‌ তবে চতুর্থ সেমিস্টারের বই প্রকাশ হবেই, সেরা বই ছাত্ররা পাবেই। একটু সময় লাগবে। ‌ এই দুঃসময়ে সকলের কাছে তাই সহযোগিতা প্রার্থনা করছি। ‌

# এটুকু জোর দিয়ে বলতে পারি তোমাদের স্কুলে ক্লাস শুরু হওয়ার আগেই সম্ভবত আমরা চতুর্থ সেমিস্টারের বই প্রকাশ করতে পারবো । মোটামুটি কালি পুজো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে কিছুই বলা মুশকিল।

ভয়ংকর বিপর্যয়ে ভেসে গেল স্বপ্ন‌ আর হাজার হাজার অক্ষর । আজ কলেজস্ট্রিটের ইতিহাসে একটা বেদনাদায়ক দিন। প্রায় সমস্ত প্রক...
23/09/2025

ভয়ংকর বিপর্যয়ে ভেসে গেল স্বপ্ন‌ আর হাজার হাজার অক্ষর । আজ কলেজস্ট্রিটের ইতিহাসে একটা বেদনাদায়ক দিন। প্রায় সমস্ত প্রকাশন সংস্থার ঘর‌ আর বুক শপগুলো সম্পূর্ণ জলমগ্ন। সারাদিন জুড়ে সোশ্যাল মিডিয়াতে আর খবরের চ্যানেলে সবটা দেখলাম, বুকটা হু হু করে উঠল ! শত শত মূল্যবান বই জলে ভেসে যাচ্ছে ; কত বই জলে সম্পূর্ণভাবে তলিয়ে গেছে। প্রকাশক আর বই বিক্রেতাদের চোখে জল, অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তা ! সত্যিই বড় ক্ষতি হয়ে গেল,অপূরণীয় ক্ষতি হয়ে গেল । তবু হেরে গেলে চলবে না। থেমে থাকলে চলবে না। ‌ নতুন করে স্বপ্ন দেখতে হবে। ক্ষত বুকে নিয়ে আবারো ঘুরে দাঁড়াতে হবে।

একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। সামনে চতুর্থ সেমিস্টারের বই প্রকাশের চ্যালেঞ্জ, অথচ সবটাই জলমগ্ন। হয়তো শূন্য থেকে আবার সবকিছু শুরু করতে হবে। ‌ কিংবা যা কিছু থমকে আছে, সেগুলোকে পুনরায় গতি দিতে হবে। ‌ বিষয়টা অবশ্যই চ্যালেঞ্জিং, তবে ছাত্রদের ভবিষ্যতের প্রশ্ন যেখানে রয়েছে... সেখানে চ্যালেঞ্জটা নিতেই হবে। আবারো নতুন উদ্যমে সব শুরু করতে হবে। ‌ হ্যাঁ, পূর্ব ঘোষণা অনুযায়ী পুজোর পরেই চতুর্থ সেমিস্টারের বই প্রকাশিত হবে। ‌ হয়তো সামান্য বিলম্ব হতে পারে, তবে নতুন বই আসবেই।

এই দুঃসময়ে সকলের সহযোগিতা চাই।
শুধুমাত্র সম্রাট এক্সক্লুসিভ বা মৌলিক লাইব্রেরি নয়, এই দুঃসময়ে সমস্ত প্রকাশনীর পাশে দাঁড়ান। সমস্ত ছোট ছোট বই বিক্রেতাদের পাশে দাঁড়ান। তাঁদের থেমে যেতে দেবেন না, হেরে যেতে দেবেন না..... 🙏🙏🙏 আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা - আরো বেশি করে বই কেনো। যার যে ধরনের বই পছন্দ সেগুলো কেনো।‌ যে লেখকের ,যে কোম্পানির বই ভালোবাসো সেটাই কেনো‌।‌ বইকে হেরে যেতে দিও না ।

22/09/2025

Class 12 Sem 3 political science question solved 2026 || HS pol science MCQ solved semester 3 2026 ||

22/09/2025

একটি প্রকাশনীর চতুর্থ সেমিস্টারের বাংলা নোটবইয়ের সঙ্গে বিনামূল্যে একটি প্রশ্নের বই দেওয়া হচ্ছে । ওই প্রশ্নের বইটি যে কত বড় অবৈজ্ঞানিক বই , হাতে নিলেই তোমরা বুঝতে পারবে। বাংলা সহায়িকা বইটি আমি কিনেছি ।‌ ‌ দেখলাম সহায়িকাটিতে বেশ কিছু প্রশ্নের উত্তর লেখা আছে। উত্তরের মান খারাপ নয়। বেশ সহজ সরল ভাষাতেই উত্তর লেখা।

এবার আসি ফ্রি বইয়ের ব্যাপারে...বাংলা নোট বইটির সঙ্গে একটি প্রশ্নের বই ফ্রি দেওয়া হয়েছে যেখানে ৭০টির বেশি মডেল প্রশ্নের সেট রয়েছে। ‌ এরকম আশ্চর্যজনক বই আমি আজ অবধি দেখিনি। ‌ চতুর্থ সেমিস্টার পড়ার জন্য তোমরা সময় পাবে মেরে-কেটে ১২০+ দিন।‌ এরমধ্যে সিলেবাস কমপ্লিট না করেই ৭০-৮০ সেট প্রশ্নপত্র তোমরা কিভাবে সল্ভ করবে এটা মাথায় ঢুকলো না ।‌

৭০ সেট প্রশ্নপত্র খুব ভালোভাবে খুঁটিয়ে পড়লাম। তারপর এক চোট হাসলাম। মনে মনে ভাবলাম, ছাত্র-ছাত্রীদের এরা কী ভাবে ? বিভিন্ন শিক্ষকের নাম দিয়ে এক একটা সেট প্রশ্ন বইতে রয়েছে। কিন্তু মজার বিষয় হলো একই প্রশ্ন ঘুরিয়ে-ফিরিয়ে সবাই লিখেছেন। নোট বইটিতে যেকয়টি প্রশ্ন আছে, সেগুলি কেই ঘুরিয়ে-ফিরিয়ে প্রশ্ন সেটে জায়গা দেওয়া হয়েছে।

প্রশ্নের বই পরীক্ষার্থী‌রা সমাধান করে কেন ? কখন সলভ করে ? গোটা সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর নিজের প্রস্তুতি যাচাইয়ের জন্য প্রশ্ন সেটে পরীক্ষা দিতে হয়। কিন্তু এতগুলি প্রশ্ন সেট সলভ করতে গেলে তো ছাত্রছাত্রীদের অন্য সাবজেক্ট বাদ দিয়ে শুধু বাংলাই পড়তে হবে। তাও সব শেষ হবে কিনা সন্দেহ !! তাছাড়া যদি বৈচিত্র্যপূর্ণ প্রশ্ন থাকতো, তাহলেও একটা কথা ছিল। একই প্রশ্নকে ঘুরিয়ে ফিরিয়ে ৭০-৮০ খানা সেটের অন্তর্ভুক্ত করা... ইচ্ছাকৃতভাবে সুকৌশলেই হোক কিংবা কাকতালীয়ভাবে হয়ে থাকুক না কেন, ছাত্র-ছাত্রীদের উপকারের বদলে সময়ের অপচয়টাই বেশি করবে। ‌

এ ধরনের বই কিনতে যাওয়ার আগে সাবধান। ‌ আমি কোন প্রকাশন সংস্থা বা বইয়ের বিরোধিতা করছি না। বরং ছাত্র-ছাত্রীদের সতর্ক করে বলছি, বইয়ের সঙ্গে ওমুক বই ফ্রি পাবো, এই লোভে বই না কিনতে যাওয়াই ভালো। ‌ যে বই তোমার ভালো লাগবে দোকানে গিয়ে উল্টে পাল্টে দেখো, তারপর কিনে নাও। ‌আমার কোন আপত্তি নেই। ফ্রি-র পেছনে ছোটা অনেক ক্ষেত্রে রামচন্দ্রের সোনার হরিণের পেছনে ছোটার মতোই বিপদজনক বলে প্রমাণিত হতে পারে।

বিশেষ দ্রষ্টব্য : পৃথিবীতে সব বই ভালো। ‌ কোন বইয়ের গুণগত মান নিয়ে আমি প্রশ্ন তুলছি না। ‌সে স্পর্ধা বা যোগ্যতা আমার নেই। তবে বিনামূল্যে কিছু দেওয়ার প্রলোভন দেখিয়ে, ছাত্রদের মিসগাইড করা হলে সেটার প্রতিবাদ করাটা উচিত।

21/09/2025

Class 12 semester 3 pol science last minute suggestion || HS 2026 sem 3 political science suggestion

21/09/2025

বেজে গেল পুজোর ঘন্টা । বাঙালির প্রতীক্ষার প্রহর গোনা শেষ হলো। ‌ কিন্তু শুরু হলো আমাদের প্রহর গোনা, কারণ পুজো শেষ হওয়া মাত্রই চতুর্থ সেমিস্টারের সম্রাট এক্সক্লুসিভ বইগুলি প্রকাশিত হতে চলেছে। ‌ আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।
এবার জমবে মজা !!!

20/09/2025

রেডিওটা রেডি তো ? রাত পোহালেই মহালয়া 🙏
আপাতত পরীক্ষার পর্ব পেরিয়ে তোমরাও ধীরে ধীরে উৎসবের শামিল হও।‌ পুজো শেষ হওয়া মাত্রই আমাদের চতুর্থ সেমিস্টারের বইগুলো প্রকাশিত হবে। ‌দ্বিতীয় সেমিস্টারের জন্য আলাদাভাবে বই প্রকাশিত হচ্ছে না বটে, তবে সম্পূর্ণ নোটস ও সাজেশন তোমরা বিনামূল্যে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে।

Address

Gaighata
743287

Alerts

Be the first to know and let us send you an email when Samrat Exclusive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samrat Exclusive:

Share