23/09/2025
ভয়ংকর বিপর্যয়ে ভেসে গেল স্বপ্ন আর হাজার হাজার অক্ষর । আজ কলেজস্ট্রিটের ইতিহাসে একটা বেদনাদায়ক দিন। প্রায় সমস্ত প্রকাশন সংস্থার ঘর আর বুক শপগুলো সম্পূর্ণ জলমগ্ন। সারাদিন জুড়ে সোশ্যাল মিডিয়াতে আর খবরের চ্যানেলে সবটা দেখলাম, বুকটা হু হু করে উঠল ! শত শত মূল্যবান বই জলে ভেসে যাচ্ছে ; কত বই জলে সম্পূর্ণভাবে তলিয়ে গেছে। প্রকাশক আর বই বিক্রেতাদের চোখে জল, অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তা ! সত্যিই বড় ক্ষতি হয়ে গেল,অপূরণীয় ক্ষতি হয়ে গেল । তবু হেরে গেলে চলবে না। থেমে থাকলে চলবে না। নতুন করে স্বপ্ন দেখতে হবে। ক্ষত বুকে নিয়ে আবারো ঘুরে দাঁড়াতে হবে।
একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। সামনে চতুর্থ সেমিস্টারের বই প্রকাশের চ্যালেঞ্জ, অথচ সবটাই জলমগ্ন। হয়তো শূন্য থেকে আবার সবকিছু শুরু করতে হবে। কিংবা যা কিছু থমকে আছে, সেগুলোকে পুনরায় গতি দিতে হবে। বিষয়টা অবশ্যই চ্যালেঞ্জিং, তবে ছাত্রদের ভবিষ্যতের প্রশ্ন যেখানে রয়েছে... সেখানে চ্যালেঞ্জটা নিতেই হবে। আবারো নতুন উদ্যমে সব শুরু করতে হবে। হ্যাঁ, পূর্ব ঘোষণা অনুযায়ী পুজোর পরেই চতুর্থ সেমিস্টারের বই প্রকাশিত হবে। হয়তো সামান্য বিলম্ব হতে পারে, তবে নতুন বই আসবেই।
এই দুঃসময়ে সকলের সহযোগিতা চাই।
শুধুমাত্র সম্রাট এক্সক্লুসিভ বা মৌলিক লাইব্রেরি নয়, এই দুঃসময়ে সমস্ত প্রকাশনীর পাশে দাঁড়ান। সমস্ত ছোট ছোট বই বিক্রেতাদের পাশে দাঁড়ান। তাঁদের থেমে যেতে দেবেন না, হেরে যেতে দেবেন না..... 🙏🙏🙏 আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা - আরো বেশি করে বই কেনো। যার যে ধরনের বই পছন্দ সেগুলো কেনো। যে লেখকের ,যে কোম্পানির বই ভালোবাসো সেটাই কেনো। বইকে হেরে যেতে দিও না ।