Samrat Exclusive

Samrat Exclusive লেখা পড়ার আনন্দ পাঠশালা ! Welcome to Samrat Exclusive.

05/08/2025

মোবাইল কেনার দশ‌ হাজার টাকা কবে পাবে ? এই নিয়ম না মানলে পাবে না টাকা ✅

গত দুদিন ধরে সুন্দরবন রয়েছি। অভিজ্ঞতা দারুন। যে ছবিটি দিলাম,বলোতো কোন দেবীর ? সঙ্গে থাকা পুরুষটিও বা কে ?
02/08/2025

গত দুদিন ধরে সুন্দরবন রয়েছি। অভিজ্ঞতা দারুন।
যে ছবিটি দিলাম,বলোতো কোন দেবীর ? সঙ্গে থাকা পুরুষটিও বা কে ?

সম্রাট এক্সক্লুসিভ আবারো  #বেস্ট_সেলারবাংলার ছাত্র ছাত্রীদের অভিনন্দন। ‌আমরা আপ্লুত।অনেকেই মিথ্যাচার করবেন, অনেকেই কুৎসা...
30/07/2025

সম্রাট এক্সক্লুসিভ আবারো #বেস্ট_সেলার
বাংলার ছাত্র ছাত্রীদের অভিনন্দন। ‌আমরা আপ্লুত।
অনেকেই মিথ্যাচার করবেন, অনেকেই কুৎসা করবেন... কিন্তু সবকিছুর জবাব পরিসংখ্যান দিয়ে দেয়। ‌ ভারতবর্ষের সবচেয়ে বড় অনলাইন শপিং প্লাটফর্মের পরিসংখ্যান প্রমাণ করে দিলো, কোন বইয়ের প্রতি বাংলার আপামর ছাত্র-ছাত্রীদের ভরসা রয়েছে। ‌এটা আমাদের কাছে পরম প্রাপ্তি ।

বিশেষ দ্রষ্টব্য : যারা flipkart/আমাজন থেকে বই সংগ্রহ করবে , তারা অতি অবশ্যই পোস্টারে (বইগুলির নিচে) আমাদের অথরাইজড সেলার 'রিটেল মহারাজের' নাম ও লোগোটা দেখে নেবে।

সবচেয়ে কম বললে অনলাইনে বই পেতে চাইলে, রিটেল মহারাজের নিজস্ব ওয়েবসাইট ভিজিট করতে পারো। এছাড়াও বাংলার প্রতিটি প্রান্তের বইয়ের দোকানে আমাদের বই পাওয়া যাবে। এখনই নিকটবর্তী বইয়ের দোকানে খোঁজ নাও।

প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করেই, ছাত্র-ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের উপচে পড়া ভিড়। আমরা আপ্লুত এবং কৃতজ্ঞ। 🙏[সকালবেল...
28/07/2025

প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করেই, ছাত্র-ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের উপচে পড়া ভিড়। আমরা আপ্লুত এবং কৃতজ্ঞ। 🙏
[সকালবেলা মৌলিক লাইব্রেরীর বিপণনী খোলা মাত্রই, কমবেশি সকাল ১০.৩০টার ছবি ।‌]

❤️❤️❤️❤️তোমরা বই কিংবা বুকমার্কের সঙ্গে নিজের সেলফিগুলো, কমেন্টে পাঠিয়ে দিও। সবার ছবি আমি পোস্ট করে দেব। ❤️❤️

28/07/2025

কলেজ স্ট্রিটে কীভাবে 'মৌলিক লাইব্রেরী'তে পৌঁছবে ?
ভিডিওতে বিস্তারিত তথ্য রইলো ।
শিয়ালদা বা হাওড়া থেকে কলেজ স্ট্রিট মোড়ে নামতে হবে। ‌ সেখানেই দেখতে পাবে আদি মোহিনী মোহনের শাড়ির দোকান। ‌ সেখান থেকে সামনের দিকে রাস্তা পার হয়ে একটু এগোলেই মৌলিক লাইব্রেরী। ‌ গুগল ম্যাপেও তোমরা দেখে নিতে পারো। 18 বি শ্যামাচরণ দে স্ট্রিট

• মাধ্যমিক সম্রাট এক্সক্লুসি পুরো সেট বইতে ৫০% ছাড় + বিশেষ উপহার (স্টকে থাকা পর্যন্ত)
• সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিকের সিঙ্গেল বইতে ৪০% ছাড়।‌
• মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট এর বইতে ৪০% ছাড়।
• ক্লাস ইলেভেন এবং উচ্চমাধ্যমিকের সম্রাট এক্সক্লুসিভ বইতে ৫০% ছাড়।

26/07/2025

মাধ্যমিকের সেরা সাজেশন বই 🔥 Madhyamik Samrat exclusive solution book 2026

25/07/2025

Class 12 Semester 3 পরীক্ষার OMR || পরীক্ষার আগেই সিলেবাস বদল ?

বুক মার্কস গুলো কেমন লাগছে ?মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্যই এগুলো তৈরি করা হয়েছে। না, অর্থের বিনিময়ে নয়... এগুলো ...
24/07/2025

বুক মার্কস গুলো কেমন লাগছে ?
মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্যই এগুলো তৈরি করা হয়েছে।
না, অর্থের বিনিময়ে নয়... এগুলো তোমাদের জন্য রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ।‌
❤️❤️❤️

প্রতীক্ষার অবসান । আগামী সোমবার(২৮ জুলাই) প্রকাশিত হতে চলেছে... মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ২০২৬ 💥 রাজ্যের প্রতিট...
24/07/2025

প্রতীক্ষার অবসান । আগামী সোমবার(২৮ জুলাই) প্রকাশিত হতে চলেছে... মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ২০২৬

💥 রাজ্যের প্রতিটি প্রান্তের সমস্ত প্রতিষ্ঠিত বইয়ের দোকানে বইগুলি পাওয়া যাবে। ‌ এছাড়াও অনলাইন (ফ্লিপকার্ট/অ্যামাজন) থেকেও সংগ্রহ করে নিতে পারবে।

💥 প্রত্যেকটি বইয়ের মুদ্রিত মূল্য ১৫০ টাকা। (দোকানে এই দামের ওপর ডিসকাউন্ট পাবে)

🙏🙏 আমাদের বইগুলি শুধুমাত্র বাংলা মাধ্যমের জন্য প্রকাশিত হয়। ‌ আমাদের বাংলা ও ইংরেজি বই দুটি , স্কুল বোর্ডের পাশাপাশি হাই মাদ্রাসা এবং আলিম বোর্ডের জন্যও প্রযোজ্য ।

💥 বইয়ের রিভিউ ভিডিও আগামীকালকেই পোস্ট করে দেব। নিজেরাই দেখে নিও বইগুলি কেমন হয়েছে ।‌ একনাগারের টানা বৃষ্টির কারণে বইপ্রকাশ কিছুটা বিলম্বিত হলো, এ কারণে আমরা সত্যিই দুঃখিত। 🙏

17/07/2025

ক্লাস ১২ থার্ড সেমিস্টার পরীক্ষায় ৫ সেট প্রশ্ন ? বাথরুমেও যাবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ? উচ্চমাধ্যমিকের টোকাটুকি রুখতে কঠোর সংসদ ‌||

16/07/2025

উচ্চমাধ্যমিক (Class 12 Sem 3) পরীক্ষার গাইডলাইন || পরীক্ষার্থীদের মেনে চলতে হবে এইসব নিয়ম 🔥 এবার পরীক্ষা কি আরো কঠিন ‌?

"প্রেরণার বিনিময়ে ফিরে পেলাম অনুপ্রেরণা।"আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ Institute of Engineering & Management (IEM) পরিবারকে, আ...
07/07/2025

"প্রেরণার বিনিময়ে ফিরে পেলাম অনুপ্রেরণা।"
আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ Institute of Engineering & Management (IEM) পরিবারকে, আমাকে 'BCA প্রথম বর্ষের নবীন বরণ' কর্মসূচিতে আমন্ত্রণ জানানোর জন্য ।

এই আনন্দযজ্ঞে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের সঙ্গে ভাবনা বিনিময়ের সুযোগ পেয়ে আমি অত্যন্ত উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত।
তাদের উচ্ছ্বাস, কৌতূহল এবং আন্তরিকতা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।

০৩.০৭.২৫

Address

Gaighata
743287

Alerts

Be the first to know and let us send you an email when Samrat Exclusive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samrat Exclusive:

Share