Gcn News Gangarampur

  • Home
  • Gcn News Gangarampur

Gcn News Gangarampur ডানদিকে LIKE করুন >>

16/07/2025

শহীদ দিবসের আগে বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন

16/07/2025

৩৫ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশের পর ছত্রিশগড়ের রায়পুরে বসবাস করা এক বাংলাদেশী দম্পতি গতকাল হিলি দিয়ে বাংলাদেশের যাওয়ার পথে বিএসএফের হাতে ধরা পরল





16/07/2025

বালুরঘাট শহর বামফ্রন্টের ডাকে পৌরসভা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল। এছাড়া ১১ দফা দাবি নিয়ে পৌরাধ্যক্ষর নিকট ডেপুটেশনও দেওয়া হয়। ১৬ই এপ্রিল মঙলবার দুপুর তিনটে নাগাদ বালুরঘাট পৌরসভার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূলত গতবছরও জুন মাসের দিকে ডেপুটেশন দেওয়া হয়েছিল। পৌর প্রশাসনের তরফে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও কিছুই ফলপ্রসু হয়নি। তাই এবছর ফের ডেপুটেশন দেওয়া হল। মূলত বিভিন্ন এলাকার বেহাল রাস্তাঘাটের দ্রুত সংস্কার, সময়মত বৃদ্ধ ও বিধবা ভাতা প্রদান, শহরের উৎসব ভবনগুলির সংস্কার, এছাড়া কলকাতায় অবস্থিত বালুরঘাট ভবনে সঠিক পরিষেবা প্রদানের ব্যবস্থা সহ আরও একাধিক দাবিতে এদিনের এই ডেপুটেশন ও পৌরসভা অভিযান কর্মসূচি। এদিকে এবছরও পৌরপ্রশাসনের তরফে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে তাদের অবস্থান বিক্ষোভ চলতে থাকবে বলে জানানো হয়েছে সংগঠনের তরফে





16/07/2025

বর্ষার মরশুমে চাষ-বাস শুরু হতেই জেলা জুড়ে শুরু হয়েছে সারের কালোবাজারি।কৃষকদের অভিযোগ সারের বস্তায় প্রিন্টেড প্রাইস এর থেকেও কোথাও ৫০০ টাকা কোথাও হাজার টাকা বেশি নিচ্ছে ব্যবসায়ীরা।এই বিষয়টি নিয়ে বারবার প্রশাসনের কাছে দরবার করেও কোন লাভ হয়নি। বরং প্রতিবাদ করলে গ্রামে সার বয়কট করছে ব্যবসায়ীরা। আর এই ধরনের লাগাতার কালো বাজারিতে দেয়ালে পিঠ ঠেকেছে কৃষকদের। আর এই সারের কালোবাজারির বিরুদ্ধে বুধবার বিকেলে বালুরঘাট শহরে দক্ষিণ দিনাজপুর কৃষক সমিতি নামে একটি অরাজনৈতিক সংগঠনের নেতৃত্বে কৃষকরা প্রথমে মিছিল করে। পরে কৃষি দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশের শামিল হয়। আর এখানেই পুলিশের দেওয়া ব্যারিকেড তুলে ফেলার চেষ্টা করে কৃষকরা। এতেই ব্যাপক উত্তেজনা তৈরি হয় জেলা কৃষি দপ্তর ভবনের সামনে। ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সাথে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন ডিএসপি বিক্রম প্রসাদ ও বিশাল পুলিশ বাহিনী। কৃষকদের এই সমাবেশের মূল দাবি জেলার বিভিন্ন প্রান্তে সারের কালোবাজারি বন্ধ করতে হবে এবং উৎপাদিত পণ্যের সঠিক মূল্য দিতে হবে। কৃষক নেতাদের অভিযোগ সারের কালোবাজারি নিয়ে বারবার প্রশাসনের কাছে জানানো হলেও কোন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। বরং একাংশের প্রশাসনিক কর্তাদের প্রচ্ছন্ন মধ্যেতেই এই ধরনের কালোবাজারি চলছে




16/07/2025

রাতভর বৃষ্টিতে জলমগ্ন ইংরেজবাজার পৌরসভার বেশ কয়েকটি এলাকা। জল জমে গিয়েছে ইংরেজবাজার পুরো এলাকার সর্বমঙ্গলা পল্লী, সুভাষপল্লী, কৃষ্ণপল্লী সহ বেশ কয়েকটি পাড়াতে । ভোরবেলা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সির সামনেও জল জমে যায়। যদিও বর্তমানে সেখান থেকে জল নেমে গিয়েছে অনেকটাই।
স্থানীয় বাসিন্দারা বলেন যেভাবে সারা রাত বৃষ্টি হয়েছে ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রতিবছর এই ভোগান্তি সহ্য করতে হয় এই এলাকার মানুষদের।
কোনদিনও এই জলজমার স্থায়ী সমস্যার সমাধান করে না। ড্রেন তৈরির নামে কোটি কোটি টাকা নয় ছয় করা হয়েছে।
পুরসভার জল নামানোর দ্রুত চেষ্টা করছে অনেক এলাকার জল নেমে গেছে তবে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে নিচু এলাকাগুলোতেই জল জমেছে তবে এই জল নেমে যাবে দাবি ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালার





16/07/2025

জ্ঞানালয় প্রকল্পের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন সরকারি স্কুলে স্মার্ট ক্লাস নির্মাণ করা হচ্ছে





16/07/2025

স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী




15/07/2025

উচ্চশিক্ষায় জেলার ছাত্র ছাত্রী দের আরও সফল করে তুলতে সাংসদ সুকান্ত মজুমদার উদ্যোগ গ্রহণ করলেন




15/07/2025

ভারত বনধ পালিত হয়েছিল সেই বন্ধে সমর্থনকারী শিক্ষকদের শোকজ করা হয় এমনই দাবি করেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকারা





15/07/2025

বিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষার মানোন্নয়নের দাবিতে অবস্থান বিক্ষোভে বসলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা






15/07/2025

যুবতীকে ফোন করে উত্ত্যক্ত করত যুবক! পরিবারের বাধা,রাতের অন্ধকারে যুবতীর বাড়িতে ঢুকে ছুরি দিয়ে হামলা চালালো যুবক





14/07/2025

রায়গঞ্জের পর এবার ইসলপুর পুরসভাকে সুইমিং পুল তৈরী করার জন্য এক কোটি টাকা বরাদ্দ করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল




Address


Telephone

+919832307350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gcn News Gangarampur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gcn News Gangarampur:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share