09/10/2025
আনন্দ সংবাদ! আনন্দ সংবাদ! আমলাশুলি সার্বজনীন শ্যামাপূজা ২০২৫ উপলক্ষে আসছে একের পর এক চমকপ্রদ অনুষ্ঠান! উৎসব, আলো, গান, নাচ আর তারকাদের ঝলকে ভরে উঠবে আমাদের প্রিয় আমলাশুলি বাজার!
বাংলা ৭ই কার্তিক ১৪৩২, ইংরেজি ২৫ অক্টোবর ২০২৫, শনিবার—শ্যামা মায়ের মন্দির প্রাঙ্গণ জমে উঠবে এক মনোমুগ্ধকর সন্ধ্যায়, যেখানে স্টার জলসার “কিরণমালা” খ্যাত রুকমা রায়-এর এক্সক্লুসিভ পারফর্মেন্স!
আর থাকবে নাচের সুরে ঝড় তুলতে – Dance Villa – The Western Dance Group, যারা ইতিমধ্যেই বাংলা জুড়ে তাদের প্রতিভার জাদু ছড়িয়ে দিচ্ছে। স্থান – শ্যামা মায়ের মন্দির প্রাঙ্গণ, আমলাশুলি বাজার। সময় – সন্ধ্যা ৬টা থেকে। তাহলে প্রস্তুত থাকুন এক জাদুকরী সন্ধ্যার জন্য!
এরপর আসছে আরও বড় চমক! বাংলা ১০ই কার্তিক ১৪৩২, ইংরেজি ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার—দেখতে পাবেন ভবিষ্যতের যাত্রা জগতের এক অমর সৃষ্টি – “চন্দ্রপুরের চণ্ডাল”
নির্দেশনা ও মুখ্য চরিত্রে রয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয়তা অর্জনকারী মেগাস্টার ভিলেন – সুদীপ্ত রায়। চামুন্ডা মায়ের আশীর্বাদে ধন্য নটরাজ অপেরা পরিবেশন করবে এই অসাধারণ নাটক, যার প্রযোজক – প্রিয়াঙ্কা ব্যানার্জি, নাট্যরচনা – প্রবাল ব্যানার্জী।
এই দুই দিন – ২৫ অক্টোবর শনিবার এবং ২৮ অক্টোবর মঙ্গলবার – আমলাশুলি বাজার পরিণত হবে এক সাংস্কৃতিক মহোৎসবে!
মা কালী’র আরাধনায় মেতে উঠবে সকল মানুষ, আর সন্ধ্যা নামলেই ঝলমল করবে আলো, গান, নাচ ও নাট্যের সমারোহে।
আসুন, সবাই মিলে উপভোগ করুন এই আনন্দময় শ্যামাপূজা। কারণ এটা শুধু পূজা নয় –এটা আমাদের চেতনা, সংস্কৃতি ও ঐক্যের উৎসব। আমলাশুলি সার্বজনীন শ্যামাপূজা কমিটির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক আমন্ত্রণ ও শুভেচ্ছা।
আসুন, আনন্দে মাতুন –শ্যামা মায়ের আশীর্বাদে, সংস্কৃতি ও তারকাদের আলোয় ভরিয়ে তুলুন এই পূজো!