25/04/2025
বনি ইসরাইলের একটি শিশু তার মায়ের দুধ পান করছিলো। এমন সময় একটি লোক দ্রুতগামী ও উন্নত জাতের একটি পশুতে সওয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিলো। তার পোষাক-পরিচ্ছদ ছিল খুবই দামী। শিশুটির মা বললো, ‘হে আল্লাহ! আমার ছেলেটিকে এই ব্যক্তির মত যোগ্য করো।’
শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে এগিয়ে এসে তাকে দেখতে লাগলো। এরপর বলতে লাগলো, ‘হে আল্লাহ! আমাকে এই ব্যক্তির মতো করো না।’ অতঃপর ফিরে এসে পুনরায় মায়ের দুধ পান করতে লাগলো। (বর্ণনাকারী বলেন) আমি যেনো এখনও দেখছি রাসুলুল্লাহ (সা.) শিশুটির দুধ পানের চিত্র তুলে ধরছেন এবং নিজের তর্জনী মুখে দিয়ে চুষছেন।
(বর্ণনাকারী পুনরায় হাদিস বর্ণনা করতে লাগলেন) ঠিক সে সময় লোকেরা একটি বাদিকে মারতে মারতে নিয়ে যাচ্ছিলো আর বলছিলো, ‘তুমি জেনা করেছো, চুরি করেছো।’ মেয়েটি বলছিলো, ‘আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম অভিভাবক’।
শিশুটির মা বললো, ‘হে আল্লাহ! তুমি আমার সন্তানকে এ নষ্টা নারীর মত করো না।’ শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকালো এবং বললো, ‘হে আল্লাহ! তুমি আমাকে এই নারীর মত করো।’ তখন মা ও শিশুটির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেলো। মা বললো, ‘হায় দুর্ভাগা! একটি সুশ্রী লোক চলে যাওয়ার সময় আমি বললাম, হে আল্লাহ! আমার সন্তানকে এরূপ যোগ্য করে দাও আর তুমি প্রত্যুত্তরে বললে, হে আল্লাহ! আমাকে এর মত করো না।
আর এই ক্রীতদাসীকে লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে, তুমি জেনা করেছো, চুরি করেছো। আমি বললাম, হে আল্লাহ! আমার সন্তানকে এরূপ করোনা। তুমি বললে, হে আল্লাহ! আমাকে এরূপ করো।’ শিশুটি এবার জবাব দিল, ‘প্রথম ব্যক্তি ছিল স্বৈরাচারী এবং জালেম। সেজন্যই আমি বললাম, হে আল্লাহ! আমাকে এ ব্যক্তির মতো করো না।
আর এই মহিলাটিকে তারা বললো, তুমি জেনা করেছো। প্রকৃতপক্ষে সে তা করেনি। তারা বলছিলো, তুমি চুরি করেছো। আসলে সে চুরি করেনি। এজন্যই আমি বললাম, হে আল্লাহ! আমাকে এই মেয়েটির মতো নিষ্কলুষ করো।’ (বুখারি : ৩৪৩৬)