24 News Bangla

  • Home
  • 24 News Bangla

24 News Bangla 24 News Bangla is Indian bengali news channel. Where you can find latest news.

12/06/2025
05/01/2025

ভারতের রাষ্ট্রপতি কোন ব্যাক্তির কাছে তাঁর পদত্যাগ পত্র জমা দেন?

05/01/2025

"কাল আমি এক মেয়েকে জিজ্ঞাসা করলাম,
'তোমার হালকা হালকা গোঁফ কেন?' 🙊🙈

সে বলল, 'আমি আমার বাবার মতো হয়েছি।' 🤣🤣🤣😜👻"

05/01/2025

"এই কাজ ছেলেরাই করতে পারে...
একদিকে বলে,
'বউকে ঘরে নিয়ে আসো,
গৃহকাজে সাহায্য করবে।'
আর অন্যদিকে বলে,
'জান, তোমাকে রানীর মতো রাখব।'"😁😁😁

দেরি না করে আপনিও নিজের নাম এনরোল করুন আজই। বিষাদে জানতে এখনই ফোন করুন 🤳 8371098357 / 7384985533 নাম্বারে।              ...
31/07/2024

দেরি না করে আপনিও নিজের নাম এনরোল করুন আজই। বিষাদে জানতে এখনই ফোন করুন 🤳 8371098357 / 7384985533 নাম্বারে। ✍️ এখন থেকেই যদি এক্সট্রা টাকা রোজগারের কথা না ভাবেন তাহলে এর পর কিন্তু শুধু চাকরির রোজগারের ইনফ্লেশন ডিফিট করা শক্ত হবে।📊 শুধুমাত্র স্টক মার্কেটে ইনভেস্টের মাধ্যমেই আপনার সঞ্চিত অর্থ আপনার হয়ে কাজ করে অর্থ বৃদ্ধি করতে পারে। খুলে দিতে পারে আপনার নিয়মিত রোজগারের নতুন দিশা। 📈আর আপনার একমাত্র সঠিক নলেজ আপনাকে এনে দিতে পারে স্টক মার্কেট থেকে রোজগার। ✒️ আপনার বয়স এডুকেশন বা এক্সপেরিয়েন্স অনুযায়ী স্টক মার্কেট আপনাকে বিগিনার থেকে প্রফেশনাল করার লক্ষ্য নিয়ে হাজির পশ্চিমবঙ্গের অন্যতম স্টক মার্কেট ট্রেনিং ইনস্টিটিউট SBS STOCK EDUCATE. ✅ " SBS STOCK EDUCATE" এ আছেন স্টক মার্কেট সফল, দক্ষ আর অভিজ্ঞ ইন্সট্রাক্টররা। ✅ থাকছে সম্পূর্ণ বাংলা ভাষার সহজ ভাবে স্টক মার্কেট শেখার সুবিধা। ✅ রয়েছে অনলাইন ক্লাস করার সুবিধা সাথে যেকোনো সময় অফলাইন সাপোর্ট। ✅ অনলাইন ভিডিও টিউটোরিয়াল সঙ্গে স্টাডি মেটেরিয়াল। ✅ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখার সুবিধা। ✅ এছাড়াও রয়েছে অবসর প্রাপ্ত ছাত্র এবং স্টক মার্কেট এক্সপার্টদের নিয়ে তৈরি একটি সহায়ক কমিউনিটি যারা আপনাকে স্টক মার্কেটে যেকোনো সিদ্ধান্ত নেওয়া ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করবে।

লোকটির নাম রবীন্দ্রনাথ দাস। বাড়ি দক্ষিন চব্বিশ পরগনা জেলায়। পেশায় একজন মৎস্যজীবী। গত ৮ দিন আগে হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে...
19/07/2024

লোকটির নাম রবীন্দ্রনাথ দাস। বাড়ি দক্ষিন চব্বিশ পরগনা জেলায়। পেশায় একজন মৎস্যজীবী। গত ৮ দিন আগে হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ ধরছিল সে ও তার ১৫ জন সাথী। হটাত প্রচন্ড ঝড় শুরু হয়। একসময় ট্রলার উল্টে যায়। প্রচন্ড ঢেউয়ে একেকজন একেক দিকে ভেসে যায়। রবীন্দ্রনাথও ভেসে যায়। পেশায় জেলে হওয়ায় জলের প্রতি ভয় ছিল তার কম, আর মনে ছিল প্রচন্ড সাহস। তাই গভীর সমুদ্রে ভেসে গেলেও বেঁচে থাকার সাহস হারান নি। ভাসতে থাকেন। ভাসতে থাকেন। উপরে আকাশ আর নিচে জল। রবীন্দ্রনাথ ভাসতে থাকেন।
১ ঘন্টা ২ ঘন্টা করতে করতে ১ দিন থেকে ২ দিন হয়ে যায় রবীন্দ্রনাথ ভাসতে থাকেন।
রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়ে যায় কিন্তু বাঁচার কোন অবলম্বন খুঁজে পায় না। খাবার বলতে কেবল যখন বৃষ্টি নামে তখন সেই বৃষ্টির জল। কারণ সমুদ্রের লোনা জল পান করাও যায় না। তবুও রবীন্দ্রনাথ হার মানে নি। ভাসতে থাকে ভাসতে থাকে।

ভাসতে ভাসতে ৫ দিন পার হয়ে যায়। ৫ দিন পর প্রায় ৬০০ কি.মি. ভাসতে ভাসতে বাংলাদেশের কুতুবদিয়ায় এসে পৌছে। তখন বাংলাদেশের জাহাজ ‘এমভি জাওয়ানদের’ ক্যাপ্টেন অনেক দূর থেকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। দেখতে পেয়ে তড়িঘড়ি করে তার দিকে লাইফ জ্যাকেট ছুড়ে মারে। কিন্তু সে ধরতে পারে না। তলিয়ে যায়। কিন্তু জাহাজের ক্যাপ্টেন জাত পাত, ধর্মীয় ভেদাভেদ, সীমানার কাঁটাতার ভুলে তার পিছনে ছুটতে থাকে। বেশ কিছুক্ষণ পর কিছুটা দূরে আবার তাকে দেখা যায়। ক্যপ্টেন তাৎক্ষনিক জাহাজ সেদিকে ঘুড়িয়ে আবার একটি লাইফ জ্যাকেট ছুড়ে দেয়। এক পর্যায়ে রবীন্দ্রনাথ লাইফ জ্যাকেট ধরতে পারে। এবং ধীরে ধীরে জাহাজের দিকে আসতে থাকে। জাহাজের কাছাকাছি আসলে ক্রেন ফেলে তাকে জাহাজের উপর তোলা হয়।

তাকে জাহাজে তোলার দৃশ্যটি জাহাজের একজন নাবিক ভিডিওতে ধারণ করেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, রবীন্দ্রনাথকে যখন সফল ভাবে জাহাজে তোলা সম্ভব হয় তখন জাহাজের সকল নাবিকেরা খুশিতে চিৎকার করে উঠে। একজন মানুষের জীবন বাঁচানোর আনন্দে তারা আত্মহারা হয়ে যায়। একজন মৃত্যু মুখের যাত্রীকে জীবন ফিরে দেয়ার যে উত্তেজনা ভিডিওটি দেখলে আপনিও ফিল করতে পারবেন।

ধন্যবাদ এমভি জাওয়ানদের ক্যপ্টেনকে। ধন্যবাদ এমভি জাওয়ানদের উপস্থিত সকল নাবিককে। একজন মানব সন্তানকে জীবন ফিরিয়ে দিয়ে মানবতার যেই উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন তা পৃথিবীবাসীকে আরো বেশি মানবিক হতে শেখাবে। মানুষে মানুষে ভেদাভেদ ভুলতে শেখাবে। প্রকৃত মানুষ হতে শেখাবে।
আসুন সমস্ত ভেদাভেদ ভুলে মানুষে মানুষে ঐক্যের মেলবন্ধন গড়ে তুলি✊✊✊
জয় হোক মানবতার, জয় হোক ভালোবাসার।
সারা পৃথিবীটাই হোক মানুষের ❤

সংগৃহিতঃ

Address


Alerts

Be the first to know and let us send you an email when 24 News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share