23/08/2025
#হঠাৎ_দেখা
চাদর টা ভালো করে ঢেকে নাও ,জানলার ফাঁক বেয়ে প্রচন্ড হাওয়া আসছে,নাহলে আবার ঠান্ডা লাগবে,আর ঘন্টা দুয়েক পরে ঢুকবে পুরি স্টেশনে ট্রেন,তুমি ঘুমাও আমি জেগে আছি,,
ট্রেন ছুটে চলেছে...পুরিতে জগন্নাথ দর্শন আমার প্রথম বার এর অভিজ্ঞতা না এর আগেও বেণুকে নিয়ে এসেছিলাম,সে বছর তিনেক আগের কথা বয়স বাড়লে আমাদের মতো মানুষদের আবার একটু ঘোরার শক বেশিই হয় সে যাই হোক আর কিছুক্ষন পরেই পুরিতে ঢুকবে ট্রেন,ছেলে আগে থেকেই হোটেল ভাড়া করে দিয়েছে অনলাইনে, তেমন কোনো ঝামেলা হবে না স্টেশনে ট্রেন ঢুকতেই বেণুকে ডাক দিলাম...
এই বেণু ওঠো চলে এসেছি ।
হ্যাঁ !
হ্যাঁ তে,বেশ বুঝলাম ওর গলা ধরেছে,নিশ্বাস নিতে অসুবিধা হচ্ছে,এমনিতেই ঠান্ডার ধাত তার উপর ট্রেন সফর এমন তো হওয়ারি ছিল,কোনো রকমে হোটেল এ ঢুকলাম,দেখতে দেখতে বিকেল গড়িয়ে চলল একটু রেস্ট নিয়ে,বেণুকে ঘুমাতে বলে আমি আশেপাশে ম্যাডিকেল খুঁজতে লাগলাম তাড়া হুড়োর চটে ম্যাডিসিনের বাক্স টাই নিতে ভুলেছি ...
এদিক ওদিক করতে করতে একটা ম্যাডিকেল পেলাম ওষুধ টা নিয়ে কিছুটে যেতেই চোখে পড়ল মেয়েটাকে,অনেক টা পাল্টে গেছে মেয়েটা,চুলে পাক ধরেছে,আমি কিছু বলার আগেই ও বলে উঠল...
তুমি এখানে অনি ?
হ্যাঁ জগন্নাথ দর্শন করতে আসা,আর তুমিও কি দর্শন পর্না ?
হ্যাঁ ।
অনেক পাল্টে গেছো তো তুমি অনি চুল গুলো সব সাদা হয়েগেছে তো !
আর তুমি বুঝি সেই পর্না মিত্রই আছো ?
না আমি এখন পর্না সেন,দেখতে দেখতে তিরিশ বছর কেটে গেল তাই না অনি ?সেদিন কত অপেক্ষা করেছিলাম দিন শেষে রাত হল তবুও তোমার দেখা মেলেনি পরের দিন আমার বিয়ে ছিল তুমি তো জানতে,তবুও এলেনা আমি রাত প্রর্যন্ত অপেক্ষা করেছিলাম তারপর অবশেষে ওকেই বিয়ে করতে হলো ।
পর্না আমি সেদিন তোমার জন্য লালপেড়ে শাড়ি নিয়ে বরের সাজে আসছিলাম হঠাৎ আমার গাড়িতে পেছন থেকে কেউ ধাক্কা মারল সাথে সাথেই আমি বেহশ যখন হোশ ফিরলো তখন প্রায় রাত বারোটা,আমি হাসপাতাল থেকে বেরিয়েই ছুটে গিয়েছিলাম ওখানে কিন্তু তোমায় পাইনি,তারপর জানতাম তোমার বিয়ে কাল,আমিই বা কি করতাম বলো !
আচ্ছা অনি আর যেই কটা দিন আছে আমাদের কাছে আমরা কি একসাথে বাঁচতে পারিনা আমিও কিছুটা উত্তেজিত হয়ে বললাম কেন না !
মুহুর্তেই মনে পড়ল পর্নার হাইরে লোকটা কখন থেকে আমার অপেক্ষাই রুমে বসে আছে ওনার আবার সুগার হাই সময় মতো ওষুধ খাওয়াতে হবে ততক্ষনে আমার ও মনে পড়েছে,আমার ওনার ও তো ঠান্ডা লেগেছে দিব্বি ভুলে গেছি তোমার সাথে কথা বলতে বলতে,ও একটা মুচকি হাসি হেসে বলল চলি অনি ভালো থেকো,আমিও একটা মিষ্টি হাসি দিয়ে বললাম তুমিও ভালো থেকো ।
__সমাপ্ত__
লেখা-পলাশ মণ্ডল, Palas Mondal