raghu shee

raghu shee #ভূতের #গল্প #বাংলা

20/06/2025

Everyone followers RNS STORY Bengali All Cosmic Ghost Ghost #বাংলা #সবাই #ভৌতিক

পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো — আদর পায় না, যত্ন পায় না, কেউ জল দেয় না, সার দেয় না, গোড়ায় মাটি দেয় না। সে নি...
22/05/2025

পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো — আদর পায় না, যত্ন পায় না, কেউ জল দেয় না, সার দেয় না, গোড়ায় মাটি দেয় না। সে নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে।

বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশা অনেক। তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার! তার রস থেকে তৈরি গুড় অনেক বেশি উপকারি আর সুস্বাদু। রসের জন্য তাকে বছরের পর বছর ক্ষতবিক্ষত করা হয়। যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিংড়ে নেওয়া হয়। রস নেওয়া শেষ হলে তার আর কোনো কদর থাকে না, একাকী পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে!

জীবন শেষ করার পর জ্বালানী কাঠ হিসেবে তাকে কাজে লাগানো হয়, দাউ দাউ আগুনে সে জ্বলেপুড়ে ছারখার হয়ে যায়।

কিন্তু খেজুর গাছ কোনো অভিযোগ করে না, প্রতিবাদ করে না, বিনিময়ে ভালোবাসা চায় না, কোনো কিছু প্রত্যাশাও করে না — শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায় আর মাথা নিচু করে সবার প্রয়োজন মিটিয়ে যায়।

খেজুর গাছসম পুরুষদেরকে স্যালুট জানাই। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, অন্তত তাদের পরিবারের জন্য হলেও।

ভালো থাকুক পৃথিবীর সমস্ত মা..❣️❣️
14/05/2025

ভালো থাকুক পৃথিবীর সমস্ত মা..❣️❣️

প্রিয়জনের লা'শ নিয়ে যাচ্ছিল,হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় সবাই দৌড়ে নিরাপদ আশ্রয়ে, অঝোর বৃষ্টিতে ভিজছিল প্রিয়জনের নিথর দেহ!প্রা...
14/05/2025

প্রিয়জনের লা'শ নিয়ে যাচ্ছিল,হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় সবাই দৌড়ে নিরাপদ আশ্রয়ে, অঝোর বৃষ্টিতে ভিজছিল প্রিয়জনের নিথর দেহ!
প্রাণ গেলে আর মূল্য কোথায়? তবুও কিসের এত অহংকার, কিসের এত আয়োজন, এত টাকা পয়সা-গাড়ি-বাড়ি? কাফনেরতো পকেট নেই, প্রাণ হারালেই কিন্তু মূল্য নেই!

📌 জীবন কারো জন্য থেমে থাকে না..."

বৃষ্টি নেমেছিল তখনও, লাশের গাড়ি রেখে দোকানে উঠে পড়েছিল আপনজন। কারণ, সে ভিজে যেতে পারে।
কিন্তু যে মানুষটা এই সাদা কাপড় নিচে, তার আর ভেজা-শুকনোর হিসেব নেই।
এক সময় সে-ও হাসত, কথা বলত, স্বপ্ন দেখত।
আজ সে চুপ, নিঃশব্দ। কেউ আর তার কথা ভাবে না, শুধু চিতা তে ওঠার অপেক্ষা।

এই দৃশ্য আমাদের একটা বড়ো শিক্ষা দেয় —
জীবন ক্ষণিক, মৃত্যু অবধারিত।
আপনজন থাকবে যতক্ষণ আপনি জীবিত,
তারপর আপনি হয়ে যাবেন একটা সাদা কাপড় এ মোড়ানো স্মৃতি।

তাই ফিরে আসুন ভগবানের পথে।
এই দুনিয়া চিরস্থায়ী নয়।
আসুন, ভগবান কে সরণ করি, পাপ থেকে বেঁচে থাকি।একদিন আমাদেরও কেউ এভাবেই রেখে যাবে কোনো বৃষ্টিভেজা দুপুরে…

Address

Ghatal

Website

Alerts

Be the first to know and let us send you an email when raghu shee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share