02/09/2025
📰 কল্যাণীতে একাধিক ভুয়া এসটি সার্টিফিকেট বাতিল, সরকারি আদেশ জারি।
পশ্চিমবঙ্গ সরকারের পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দফতর (Backward Classes Welfare Department) একটি গুরুত্বপূর্ণ আদেশ জারি করল। West Bengal Scheduled Castes and Scheduled Tribes (Identification) Rules, 1995–এর বিধি অনুযায়ী, কল্যাণী মহকুমাশাসকের তদন্তে একাধিক ব্যক্তির ভুয়া এসটি (Scheduled Tribe) সার্টিফিকেট অবৈধ ঘোষণা করে তা বাতিল করা হয়েছে।
সরকারি নির্দেশে জানানো হয়েছে, দীর্ঘ যাচাই–বাছাই এবং তদন্ত শেষে দেখা যায় যে, বেশ কয়েকজন ব্যক্তি নিজেদেরকে এসটি হিসেবে দেখিয়ে কাস্ট সার্টিফিকেট সংগ্রহ করেছিলেন। বাস্তবে তাঁরা আদিবাসী সম্প্রদায়ের অন্তর্গত নন। তাই আইন অনুযায়ী তাঁদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে।
📍যাদের সার্টিফিকেট বাতিল করা হলো:
🔹বরুনি মাহাতো (পিতা: প্রয়াত রাজদেব মাহাতো) — ২০০৮ সালের ৯ই জানুয়ারির সার্টিফিকেট, বাতিল করা হয়েছে কল্যাণী মহকুমাশাসকের ১২ই নভেম্বর ২০২৪–এর আদেশে।
🔹মিন্টু কর্মকার — সার্টিফিকেট নম্বর WB10015T2021002677, বাতিল ৮ই এপ্রিল ২০২৪।
🔹চিত্ত কর্মকার — সার্টিফিকেট নম্বর WB10015T2021002678, বাতিল ৮ই এপ্রিল ২০২৪।
🔹অতনু কর্মকার — সার্টিফিকেট নম্বর W81001ST201900221, বাতিল ৮ই এপ্রিল ২০২৪।
🔹পিন্টু কর্মকার — সার্টিফিকেট নম্বর WB10015T201600364, বাতিল ৮ই এপ্রিল ২০২৪।
এই আদেশে স্পষ্ট জানানো হয়েছে, উল্লিখিত সার্টিফিকেটগুলি আর বৈধ নয়। অর্থাৎ এই ব্যক্তিরা এসটি হিসেবে আর কোনো সরকারি সুবিধা, চাকরির কোটায় সংরক্ষণ বা শিক্ষায় সুযোগ পাবেন না।
দফতরের বিশেষ সচিবের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, “ভুয়া কাস্ট সার্টিফিকেটের মাধ্যমে অন্যায়ভাবে সরকারি সুবিধা নেওয়ার চেষ্টা রোধ করতে সরকার কঠোর অবস্থান নেবে। তদন্তে যারা ধরা পড়বেন, তাঁদের সার্টিফিকেট একে একে বাতিল করা হবে।”
এই সিদ্ধান্তে আবারও স্পষ্ট হলো যে রাজ্যে ভুয়া এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে অভিযান জোরদার হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ প্রকৃত আদিবাসী ও তপশিলি জাতি–জনজাতির শিক্ষাগত ও কর্মসংস্থান সংক্রান্ত অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
✍️ কলমে - |