
07/08/2025
🔥 অবশেষে জয় ছিনিয়ে নিল মায়ামি! পুমাসকে ৩-১ গোলে হারিয়ে নকআউটে দুর্দান্ত প্রত্যাবর্তন 💪⚽
ম্যাচের শুরুটা হয়েছিল ধাক্কা দিয়ে। প্রথমার্ধেই গোল খেয়ে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। মেসিহীন দলটি যেন কিছুটা এলোমেলো মনে হচ্ছিল। তবে সেটাই কি শেষ? মোটেও না!
⏱️ হাফ টাইমের আগে ডি বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক আক্রমণ গড়ে তোলেন সুয়ারেজ ও ডি পল। সুযোগ হাতছাড়া না করে গোলের মাধ্যমে ম্যাচে সমতা ফেরান রদ্রিগো ডি পল। গোলের পর ডি পলের উদযাপনে উচ্ছ্বাসে ফেটে পড়েন গেলারিতে বসে থাকা লিওনেল মেসি। তার প্রতিক্রিয়াই বলে দিচ্ছিল, দল কতটা চায় এই জয়।
⚽ দ্বিতীয়ার্ধে মাঠে নামে অন্য এক মায়ামি। দলীয় আক্রমণ থেকে পেনাল্টি আদায় করে নেয় সুয়ারেজ, আর নিজেই তা থেকে করেন নিখুঁত ফিনিশিং। এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তরুণ আরাল্যান্ড—চমৎকার এক গোল করে মায়ামিকে দেন সুরক্ষিত লিড।
🔥 শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দেখা যায় মেসি, সুয়ারেজ, ডি পলসহ পুরো দলের আবেগঘন উদযাপন।
একসময় পিছিয়ে থাকা দল শেষ পর্যন্ত ৩-১ গোলের দাপুটে জয় তুলে নেয় মেক্সিকান ক্লাব পুমাসের বিপক্ষে
ম্যাচের স্কোরলাইন:
পুমাস ১-৩ ইন্টার মায়ামি
⚽ ডি পল
⚽ সুয়ারেজ (পেনাল্টি)
⚽ আরাল্যান্ড
এই জয়ে লিগস কাপের নকআউট পর্ব নিশ্চিত করলো ইন্টার মায়ামি।
মেসি না থাকলেও, তার উপস্থিতি ও অনুপ্রেরণাই যেন দলকে জয়ের পথে এগিয়ে দিলো। 💗🖤