12/08/2025
জনতা ভোট দিয়ে একজন প্রতিনিধি নির্বাচিত করে।
সেই প্রতিনিধি ভোটে জেতার পর কখন কিং মেকার কখন আই এম দা বস কখন কিং নম্বর ওয়ান।
বিগত কয়েকদিন থেকে বহু জল্পনা-কল্পনার পর আজ কংগ্রেস সমর্থনে হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন হয়েছে। হাইলাকান্দি জেলা পরিষদ মোট সদস্য সদস্যা সংখ্যা ৮ জন। তার মধ্যে বিজিবি তিনজন কংগ্রেস তিনজন নির্দলীয় দুইজন প্রার্থী জয়ী হয়েছিল।
আজ এই জেলা পরিষদ বোর্ড গঠনে কংগ্রেসের পক্ষে চারটি ভোট পড়েছে বিজেপির পক্ষে চারটি, দুইটা দলেরই ভোটের সংখ্যা সমান । তারপরে টসের মাধ্যমে বোর্ড গঠনের প্রক্রিয়া সমাপ্তি ঘটে। টস কংগ্রেসের পক্ষে যায়। কিন্তু একটাই প্রশ্ন বিগত কয়েকদিন থেকে নির্দলীয় একজন প্রার্থী তিনি নিজে কখনো আই এম দা বস কখন তিনি কিং মেকার বলে নিজেকে দাবি করেন কিন্তু তিনি উনার নিজের মুখে বলেছিলেন উনি এন্টি বিজেপি ভোট দিবেন এবং এন্টি বিজেপি বোর্ড গঠন করতে কংগ্রেসকে সমর্থন করবেন এটা উনার ব্যক্তিগত বিষয় । কিন্তু এটা কথা বলতে আজকে বাধ্য বর্তমান রাজনীতির যে পরিস্থিতি। তাও ভেবেও বুঝে বুঝা যায় না। সাধারণ মানুষের ভোটে জয়ী হওয়ার পর মানুষের সাথে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করা এটা কোন গ্রহণযোগ্য নয় কারণ টুকটুকি চালক থেকে গরিব ঠেলাচালক ধনী ব্যক্তি সবারই স্বপ্ন থাকে একজন ভালো একজন প্রতিনিধি নির্বাচিত করা এবং তাদের সুখে দুঃকে পাশে পাওয়া জন্য এরকমই একজন নেতা নির্বাচিত করে। তারপর কিন্তু যখন নেতা নির্বাচিত হয় তখন সে নিজেই কিং বলে দাবি করে এবং আই এম দা বস এটা কি আজব রাজনীতি।
এটা বাস্তব উদাহরণ দিতে চাই হাইলাকান্দি জেলার দুইজন নির্দলীয় জেলা পরিষদ সদস্য ও সদস্যা বা প্রতিনিধি মান্না খান তিনি কখনো নির্দল থেকে জয়ী হওয়ার পর কখনো কিং মেকার কখনো আই এম দা বস বলে দাবি করেননি সেটা হলো আসল একজন ভালো নেতার পরিচয় তিনি কখনো বলেননি আমি একজন কিং মেকার আমি আই এম দা বস। নিজে নিজেকে কখনো বড় বা কিং ভাবতে নেই কারণ জনগণের দেওয়া ভোটে আপনি প্রতিনিধি , আপনার একভোটে আপনি জয়ী হোন নি আপনাকে জনগণে ভোট দিয়েছে আপনি নিজেকে নিজে বড় ভাববেন না । আজকে তার বাস্তব এটা প্রমাণ নম্র ভদ্র সভ্য সুশীল শান্তি থাকছেন সেই আজকের দিনে সাকসেস । তিনিও তো আপনার মত একজন নির্দলীয় প্রার্থী কিন্তু উনার কাছে রয়েছে, সভ্যতা ভদ্রতা সেটা আপনার মধ্যে নাই । আপনার কাছে খালি এটিটিউড আর অসভ্যতা আর নিজেকে নিজে বড় বাবা এটা আপনার ভন্ডামি।