Guwahati City News

Guwahati City News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Guwahati City News, Media/News Company, Guwahati.

Khelo India Universiy Game 2023 BeginCopyright Abhijit Bose
19/02/2024

Khelo India Universiy Game 2023 Begin
Copyright Abhijit Bose

11/09/2023

গুয়াহাটিতে গাড়ি ভেঙে তিন লক্ষ টাকা লুট

গুয়াহাটি৷ ১১ সেম্বের
গুয়াহাটি মহানগরে ফের লুটপাটের ঘটনা৷ এইবার ফের দিনের আলোতেই গাড়ির জানলার কাঁচ ভেঙে দুষ্কৃতীরা লুটে নিল নগদ তিন লক্ষ৷
লতাশিল থানার পুলিশের সুত্ৰে, বিনোদ দাস নামের এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করে জানান তিনি ব্যাঙ্ক থেকে টাকা তুলে ঘরে ফেরার পথে আমবাড়ির মম ঘরের সামনে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দোকানে গিয়ে ঘুরে এসে দেখে সামনের জানলা ভাঙা৷ উধাও গাড়িতে থাকা টাকা ভৰ্তি ব্যাগ৷ যারমধ্যে তিন লক্ষ টাকা ছিল৷ পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শু করেছে৷

11/09/2023

২১ কোটির মাদক সহ তিন পাচারকারি গ্ৰেফতার
গুয়াহাটি৷ ১১ সেম্বের
মণিপুরে গোষ্টি সংঘৰ্ষের সুযোগ নিয়ে পাচারে ব্যস্ত মাদক ব্যবসায়ীরা৷ গুয়াহাটি পুলিশের যৌথ অভিযানে এইবার শহরের প্ৰবেশ মুখ যোরাবাটে উদ্ধার ১৯৭ প্যাকেট সন্দেহজনক হেরোইন৷ যার বাজার মূল্য আনুমানিক ২১ কোটি টাকা৷ অভিযানে গ্ৰেফতার করা হয় মনিপুরের মহদ আমির খান, মহদ ইকুব ও মহদ জামির৷ ধৃতদের সোমবার গুয়াহাটি জেলা আদালতে হাজির করে যোরাবাট ফাঁড়ির পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে নেয়৷
যোরাবাট ফাঁড়ির পুলিশের সুত্ৰে, এক গোপন তথ্য ধরে গুয়াহাটি পুলিশ কমিশনারেটের সেন্ট্ৰাল ডিভিশন ও ইষ্ট ডিভিশনের পুলিশ যৌথ অভিযান চালিয়ে নাগাল্যাণ্ডের রেজিষ্ট্ৰিশন থাকা চার চাকার একটি গাড়ি বাজেয়াপ্ত করে৷ আটক করে গাড়ির ভিতরে থাকা মনিপুরের মহদ আমির খান, মহদ ইকুব ও মহদ জামিরকে৷ তারপর গাড়ি দরজা, সিট, তেলের ট্যাঙ্ক ছাড়াও বিভিন্ন স্থান খুলে গোপন চেম্বারে ১৯৭ প্যাকেট সন্দেহজনক হেরোইন উদ্ধার করে৷ যার ওজন ২.৫২৭ গ্ৰাম৷ বাজার মূল্য আনুমানিক ২১ কোটি টাকা৷

07/09/2023

হাতিগাঁওয়ে ছিনতাই
ফের শহরের হাতিগাঁও এলাকায় ছিনতাইয়ের ঘটনা৷ ঘরে ফেরার পথে দুষ্কৃতীরা বাইকে এসে যোরাবাটের গামা সিঙের হাতে থাকা ব্যাগ টেনে নিয়ে পালিয়ে যায়৷ গামার ব্যাগে নগদ লক্ষ টাকা , নথিপত্ৰ ছাড়াও মোবাইল ফোন ছিল৷ হাতিগাঁও পুলিশ তদন্ত শু করেছে৷
হাতিগাঁও পুলিশের সূত্ৰে, বৃহস্পতিবার সকালে যোরাবাটের আমসাং এর বাসিন্দা গামা সিং এসবিআই এর নারেঙ্গী শাখাতে টাকা তুলে বেলতলায় হয়ে বাড়িতে যাওয়ার সময় পিছনদিক থেকে বাইকে আসা দুই দুষ্কৃতী তার ব্যাগ টেনে নিয়ে পালিয়ে যায়৷ ছিনতাইবাজের হেঁচকা টানে মাটিতে পরে আহত হয় গামা৷ এদিকে চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের মানুষ বেরিয়ে এসে গামাকে মাটি থেকে তোলে৷ মাটিতে পড়ে যাওয়ায় গামার হাত ও পা কেটে রক্ত বের হতে থাকে৷ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা৷ চিকিৎসার পর হাতিগাঁও থানায় ছিনতাইয়ের মামলা জু করে৷ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্ৰহ করা হয়েছে৷ যেখানে আভিযোগকারীর হাত থেকে ব্যাগ টেনে নিয়ে যাওয়ার দৃশ্য বন্দি হয়ে আছে৷ ওই ব্যাগে লক্ষাধিক টাকা, নথিপত্ৰ ও মোবাইল ফোন ছিল বলে অভিযোগকারী জানিয়েছে তদন্তকারী অফিসারকে৷

05/09/2023

কৰ্মরত অবস্থায় নিখোঁজ মহিলা কনস্টেবল গায়েত্ৰী
যুগশঙ্খ প্ৰতিবেদন
গুয়াহাটি৷ ৫ সেম্বের
কোথায় গেল অসম পুলিশের মহিলা কনস্টেবল গায়েত্ৰী হাজরিকা? আত্মহত্যা না আত্মগোপন? তা নিয়ে জপ্লনা পুলিশ মহলে৷ এরমধ্যে রহস্যজনক ভাবে শরাইঘাট ব্ৰিজে উদ্ধার নিখোঁজ কনস্টেবলের মোবাইল, চশমা ও চটি৷ পনবাজার পুলিশ তদন্ত শু করেছে৷
গুয়াহাটি পুলিশ কমিশনারেটের ডিসিপি অ্যাডমিন একটি প্ৰেস বিজ্ঞপ্তী জারি করে জানান, সোমবার রাত প্ৰায় ১২ টার নাগাদ মহিলা কনস্টেবল জুরি বৈশ্য পনবাজার থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা করে জানান তার সহকৰ্মী তথা পনবাজার থানায় কৰ্মরত কনস্টেবল গায়েত্ৰী হাজরিকা সন্ধ্যা ৬ টা থেকে যোগাযোগের চেষ্টা করলেও পাচ্ছে না৷ গায়েত্ৰী অসুস্থ৷ সে ভাড়া বাড়ি থেকে বের হওয়ার সময় জানিয়ে গিয়েছিল কামরূপ গ্ৰামীণের আমিনগাঁওয়ে অফিস সংক্রান্ত কাজে যাচ্ছে৷ তারপর থেকেই নিখোঁজ৷ তাকে মোবাইলেও পাওয়া যাচ্ছে না৷ এই খবর পাওয়ার পর পনবাজার পুলিশ গায়েত্ৰীর খোঁজে নাবে৷
এদিকে মঙ্গলবার সকাল ৮ নাগাদ পুরোন শরাইঘাট ব্ৰীজে জালুকবাড়ি ফাঁড়ির পুলিশ একটি মোবাইল ফোন, চশমা ও এক জোড়া চটি উদ্ধার করে৷ যা নিখোঁজ কনস্টেবল গায়েত্ৰী হাজরিকার করে সনাক্ত করে তার সহকৰ্মীরা৷ গায়েত্ৰীর ব্যবহার করা সামগ্ৰী উদ্ধারের পর ঘটনা স্থলে যায় পুলিশ পদস্থকৰ্তারা৷ নদি পুলিশ ও এসডিআরএফ ব্ৰহ্মপুত্ৰে জলে গায়েত্ৰীর খোঁজে অভিযান শু করে৷ কিন্তু সন্ধ্যা পৰ্যন্ত গায়েত্ৰী উদ্ধার হয়নি৷
পুলিশ কৰ্তারা আরও জানান, কনস্টেবল গায়েত্ৰী হাজরিকার বাড়ি নগাঁওয়ের বঢ়মপুরের৷ ২০০৮ সালে সে পুলিশের চাকরিতে যোগদান করেন৷ ২০১৫ সালে বদলি হয়ে গুয়াহাটি পুলিশ কমিশনারেটে কাজে যোগ দেয়৷ গায়েত্ৰী গুয়াহাটির বিভিন্ন থানায় পুলিশ ও ট্ৰাফিক হিসাবে কৰ্মরত ছিলেন৷
এদিকে ডিসিপি সেন্ট্ৰল অমিতাভ বসুমাতারি জানান, কনস্টেবল গায়েত্ৰী হাজরিকার খোঁজ চালানো হচ্ছে৷ গায়েত্ৰীর শরীর খারাপ থাকার জন্য শিলসাকোঁ বিলে উচ্ছেদে পাঠানো হয়নি৷ এছাড়াও সে ছুটিতে ছিল৷ সোমবার সে কাজে যোগদান করেছিল৷ কিন্তু হঠাৎ গায়েত্ৰী কোথায় চলে গেল তার তদন্ত করা হচ্ছে৷ গায়েত্ৰী থাকা ভাড়া বাড়িতেও খোঁজ নেওয়া হবে৷
অন্যদিকে ভাড়াবাড়ির মালিক জানান, গায়েত্ৰী জণ্ডিস রোগে ভুগছিল৷ সারা শরীর হলুদ হয়ে গিয়েছিল৷ শরীর খারাপ থাকায় কয়েকদিন সে ছুটিতে ছিল৷ মাঝেমধ্যে পরিবারের মানুষও আসত দেখা করতে৷ এছাড়াও সোমবার দিনের বেলায়ও বাড়িতে দেখেছে গায়েত্ৰীকে৷ তারপর তিনি কাজে বেরিয়ে যান৷ গায়েত্ৰীকে খুঁজে পেলে আসল কারণ জানা যাবে৷

রেল ষ্টেশনে সোনা সহ গ্ৰেফতার ১গুয়াহাটি রেল ষ্টেশন থেকে রাজধানি ট্ৰেনে করে সোনা পাচারের চেষ্টা ব্যৰ্থ করে দিল গুয়াহাটি সর...
01/09/2023

রেল ষ্টেশনে সোনা সহ গ্ৰেফতার ১
গুয়াহাটি রেল ষ্টেশন থেকে রাজধানি ট্ৰেনে করে সোনা পাচারের চেষ্টা ব্যৰ্থ করে দিল গুয়াহাটি সরকারি রেল পুলিশ৷ অভিযানে উদ্ধার ৯৩৫ গ্ৰাম সোনা৷ গ্ৰেফতার হয় যোদপুরের হীরা রাম৷
গুয়াহাটি রেল ষ্টেশনের জিআরপিএফ এর ভারপ্ৰাপ্ত অফিসারের সুত্ৰে, শুক্রবার ভোরে গুয়াহাটি রেল ষ্টেশনের পনবাজারের দিক থেকে ষ্টেশনে ঢোকার মুখে তল্লাশির সময় যোদপুরের হীরা রাম নামের এক যাত্ৰীকে সন্দেহ বশত ধরে ব্যাগ তল্লাশি করলে ৪ টুকরো সোনা উদ্ধার হয়৷ উদ্ধার হওয়া সোনার ওজন ৯৩৫ গ্ৰাম৷ দাম প্ৰায় লক্ষাধিক টাকা৷ সঙ্গে সঙ্গে হীরাকে আটক করে জিআরপিএফ এর থানায় রাখা হয়৷ চাওয়া হয় সোনার নথিপত্ৰ৷ কিন্তু সে সোনার কোন কাগজই দেখাতে পারেনি৷ অবশেষে তাকে গ্ৰেফতার করে গুয়াহাটি জেলা আদালতে হাজির করলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতে পাঠায়৷

Chandrayaan-3
23/08/2023

Chandrayaan-3

Floor Heating & Cooling technology being installed and Renovation work going on in full Swing at MAA KAMAKHYA DEVALAYA
13/08/2023

Floor Heating & Cooling technology being installed and Renovation work going on in full Swing at MAA KAMAKHYA DEVALAYA

Address

Guwahati

Telephone

+91995422264

Website

Alerts

Be the first to know and let us send you an email when Guwahati City News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share