′"Jimmii

′"Jimmii Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ′"Jimmii, Social Media Agency, Jessore.

চোখ দিয়ে রক্ত বের হওয়ার অপেক্ষায় বসে আছি.! বসে আছি আমি আমার চূড়ান্ত পরাজয় দেখার জন্য.! যে সাগর শুধু আমি কাটছি তাতে আমি একাই ডুবতে চাই.! বসে আছি আমি আমার মৃত্যুর জন্য যে মৃত্যুতে আমার সমস্ত যন্ত্রণা চিরকালের মত বিলুপ্ত হবে....

05/07/2025

যদি আলাদা হওয়া সহজ হত তাহলে শরীর থেকে আত্মাকে বের করতে ফেরেশতা লাগত না.! আর এভাবে যে আত্মাকে টেনে হিঁচড়ে বের করা হচ্ছে সে আত্মার পরিশুদ্ধি কোথায়? কোথায় তার মুক্তি আল্লাহ.!! পথ দেখাও গো মাবূদ!

দিন শেষে আমাদের সব হয়! চমৎকার একটা ক্যারিয়ার, স্বাস্থ্যবান চাকরি, টাকা; সবই হয়!শুধু যারে দুনিয়াদারি এক করে চাইলাম; তার স...
23/06/2025

দিন শেষে আমাদের সব হয়! চমৎকার একটা ক্যারিয়ার, স্বাস্থ্যবান চাকরি, টাকা; সবই হয়!

শুধু যারে দুনিয়াদারি এক করে চাইলাম; তার সাথে এক ঘরে, এক পাটিতে, এক বাটিতে- দুইটা ডাল ভাত খেয়ে নক্ষত্র ভরা আকাশ দেখতে দেখতে দুই লাইন সুখী মানুষের গান গেয়ে ঘুমাইতে যাওয়ার মতো ছিমছাম একটা সংসার হয় না!

আমার খুব কষ্ট লাগে কাউকে ভালোবাসার জন্য হা-হুতাশ করতে দেখলে! ভালোবাসা সংগ্রামে হেরে যাইতে দেখলে!

আমি এমনও অনেক মানুষ দেখেছি- প্রিয় মানুষকে নিজের করে রাখার জন্য তার সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও, শেষটায় ব্যর্থ হয়েছে!

আবার আমার খুব ঈর্ষাও হয় কেউ তার ভালোবাসার মানুষকে পেয়ে গেলে! কি কপাল নিয়েই না ওরা জন্ম নিছে; যাকে ভালোবাসলো তাকেই পেলো! সবাই জিতে যাক! সবাই মন ভরে বাঁচুক! এইটাই চাই! ☺️🖤

দুনিয়ায় অনেক ধরনের কষ্ট আছে সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট ভালোবাসার কষ্ট!

এই নগরে টাকা দিয়ে শরীর কেনা গেলেও; ভালোবাসা কেনা যায় না! কেনা যায় না মানসিক শান্তি! সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, যে যাকে ভালোবাসে সে যেন তাকে পাই! কেউ যেন; না করে তার প্রিয় মানুষকে পর - ওরা যেন না বাঁধে অন্য কারো সঙ্গে ঘর!

04/06/2025

যদি বলো চাঁদ এনে দিতে হবে এনে দিব কিন্তু সেই চাঁদের জোছনা তোমার জন্য না! যদি বলো একটা আকাশ এনে দিতে দিব কিন্তু সেই আকাশের সুবিশাল ছায়ারাজি তোমার জন্য না! যদি বলো সমুদ্র এনে দিতে দিব কিন্তু সেই সমুদ্রের ঢেউ তোমার জন্য না!

19/05/2025

শূন্যতা হয়তো কোনো এক অভাবের নাম নয়, বরং এটি এক গভীর উপস্থিতি—একটি অনুভব, যা নিঃশব্দে বুকের ভেতর জমে থাকে। এটা সেই মুহূর্ত যখন চারপাশে মানুষ থাকে, আলো থাকে, শব্দ থাকে, তবুও ভেতরটা নিস্তব্ধ, শূন্য, হাওয়ার মতো ফাঁকা লাগে।

আমার একলা লাগার কারণ হয়তো সময়ের সঙ্গে বদলে যাওয়া সম্পর্ক, কিংবা নিজের ভেতরের অপূর্ণতা—যা ভাষায় ধরা যায় না। কখনো কখনো মানুষ চারপাশে থেকেও অন্তরের কাছাকাছি থাকে না।

হয়তো এই একাকিত্বই আমাকে বারবার ভাবায়—আমি কার জন্য, কী জন্য অপেক্ষা করছি? আমার অস্তিত্বের মানে কোথায়? শূন্যতার এই সার্বজনীন রূপ—এটা সবাই অনুভব করে, কিন্তু কেউ ঠিকঠাক বলে উঠতে পারে না।

তবুও, এই শূন্যতার মাঝেই কিছু জন্ম নেয়—লেখা, অনুভব, প্রেম, প্রার্থনা। হয়তো একদিন এই শূন্যতার বুক চিরে আলো ফুটবে, আর আমি আবার নিজেকে ফিরে পাবো।

আল্লাহ ধৈর্যের একটা শেষ সীমানা আছে.! আমার আর্তনাদ এর শেষ কোথায়?

03/08/2024
30/08/2023

আমার পরিচয়

- সৈয়দ শামসুল হক

আমি জন্মেছি বাংলায়

আমি বাংলায় কথা বলি।

আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি।

চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে।

তেরশত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে ?

আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে

আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে।

আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে

আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে।

এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে

এসেছি বাঙালি জোড়বাংলার মন্দির বেদি থেকে।

এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে

এসেছি বাঙালি আউল-বাউল মাটির দেউল থেকে।

আমি তো এসেছি সার্বভৌম বারোভূঁইয়ার থেকে

আমি তো এসেছি ‘কমলার দীঘি’ ‘মহুয়ার পালা’ থেকে।

আমি তো এসেছি তিতুমীর আর হাজী শরীয়ত থেকে

আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে।

এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্যসেনের থেকে

এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে।

এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে

এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে।

আমি যে এসেছি জয়বাংলার বজ্রকণ্ঠ থেকে

আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে।

এসেছি আমার পেছনে হাজার চরণচিহ্ন ফেলে

শুধাও আমাকে ‘এতদূর তুমি কোন প্রেরণায় এলে ?

তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই-

‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’

একসাথে আছি, একসাথে বাঁচি, আজো একসাথে থাকবোই

সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবোই।

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের-

কখনোই ভয় করিনাকো আমি উদ্যত কোনো খড়গের।

শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস;

অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ;

একই হাসিমুখে বাজায়েছি বাঁশি, গলায় পরেছি ফাঁস;

আপোষ করিনি কখনোই আমি- এই হ’লো ইতিহাস।

এই ইতিহাস ভুলে যাবো আজ, আমি কি তেমন সন্তান ?

যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান;

তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি-

চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি।

04/07/2023

আছি তোমারই অপেক্ষায় . . .

Celebrate your Eid-ul-Adha with Priyotoma 🎬

#প্রিয়তমা

শুভ জন্মদিন প্রিয় কবি 🍀
25/05/2023

শুভ জন্মদিন প্রিয় কবি 🍀

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when ′"Jimmii posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share