LIVE Amritanad

  • Home
  • LIVE Amritanad

LIVE Amritanad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from LIVE Amritanad, News & Media Website, .

09/08/2025
'অমৃতনাদ' পত্রিকার ১০বছর পূর্তি উপলক্ষ্যে সকল পাঠক- পাঠিকা, বিজ্ঞাপন দাতা ও শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনা...
31/07/2025

'অমৃতনাদ' পত্রিকার ১০বছর পূর্তি উপলক্ষ্যে সকল পাঠক- পাঠিকা, বিজ্ঞাপন দাতা ও শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ পাথেয় করে সংবাদ জগতের অতন্দ্র প্রহরী হিসেবে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, এই পত্রিকা আগামীতে রাজ্যের তমসো মা জ্যোতির্গময়ের দিশা হয়ে উঠবে— এই আশা রাখি। আর পত্রিকা প্রকাশের ক্ষেত্রে বিগত দিনের যা কিছু ন্যূনতা ছিল— তা পূর্ণতার অঙ্গীকার রহিল। বিশেষ করে সাফল্যের এই চড়াই-উৎরাইয়ে আপনাদের পাশাপাশি আমাদের "অমৃতনাদ পরিবার"-এর ভূমিকাও অনস্বীকার্য ।
বিশেষ কৃতজ্ঞতা— সর্বশ্রী হরিপদ চক্রবর্তী, শোভারানি চক্রবর্তী, প্রদীপ্ত ভট্টাচার্য, নীলরতন দত্ত, নারায়ণ রাহা, নীলাদ্রি ভৌমিক, নীরেশ ভৌমিক, পাঁচুগোপাল হাজরা, তারকনাথ ব্যানার্জী, মহামান্য বিচারপতি অজিতকুমার নায়েক, স্বর্গত রমেশ ভট্টাচার্য, অধ্যাপক মদনচন্দ্র করণ, স্বর্গত রাসমোহন দত্ত, স্বর্গত সুধীরকুমার পাত্র, স্বর্গত ডঃ দুলাল পাল, শংকর রায়, তাপসকুমার অধিকারী, শিক্ষক সুভাষ চক্রবর্তী, নিউটন বিশ্বাস, মাবজুল চৌধুরী, সমর বিশ্বাস, কনক চক্রবর্তী, সুমিত ভট্টাচার্য, সুমিত মজুমদার, ডঃ শুভ জোয়ারদার, সনজিৎ সাহা, গোপালচন্দ্র সাহা, অনামিকা ব্যানার্জী, লক্ষ্মণ পাল, আইনজীবী কাজী ইজাজ, আইনজীবী সুকমলেন্দু সাহা, শিক্ষক গোপাল সাহা, দুলাল দে, তন্ময় দাস, সুমন মজুমদার, সুমন গোলদার, সুজিত চক্রবর্তী, কৌস্তভ ঘোষ, আত্মজিৎ চক্রবর্তী, উদয়শঙ্কর দাস, শ্যামল হালদার, প্রকাশ সরকার, স্মৃতি বণিক, বিপ্লব সমাদ্দার, দেবপ্রসাদ সমাদ্দার প্রমুখ।

হাবড়া সবুজ মেরুন তরী'র মানবিক উদ্যোগঅমৃতনাদ: হাবড়া শহরের দেশবন্ধু পার্কের মাঠে.... মোহনবাগান ফ্যানস ক্লাব " সবুজ মেরুন...
30/07/2025

হাবড়া সবুজ মেরুন তরী'র মানবিক উদ্যোগ

অমৃতনাদ: হাবড়া শহরের দেশবন্ধু পার্কের মাঠে.... মোহনবাগান ফ্যানস ক্লাব " সবুজ মেরুন তরী হাবড়ার " উদ্যোগে মোহনবাগান দিবস পালনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

এই ফ্যানস ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে কিছু কর্মসূচি নিয়েছিলেন।
১. অমর একাদশ শিল্ড আয়োজন।
২. পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া।
৩. স্বাস্থ্য শিবির।

তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিলেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সচিব শ্রী সৃঞ্জয় বসু। কিন্তু প্রাকৃতিক সমস্যার কারণে শেষ পর্যন্ত পিছু হটে তাঁরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে এবং অমর একাদশকে শ্রদ্ধা জানাতে এবং স্বর্গত বিমান দত্তের স্মৃতিতে ১২৬টি শিশুর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। প্রসঙ্গত উল্লেখ্য, এর মধ্যে ২৩ জন অনাথ শিশুও ছিলেন।
অমর একাদশ শিল্ড না হওয়া প্রসঙ্গে ফ্যানস ক্লাবের সভাপতি কৌস্তভ ঘোষ ও সম্পাদক তন্ময় তপস্বী জানান, " প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের পূর্ণাঙ্গ কর্মসূচি রূপায়ণ করা যায়নি, অমর একাদশ শিল্ড বাতিল নয় স্থগিত করা হয়েছে। আগামীতে সঠিক সময়ে আমরা সেটা অবশ্যই আয়োজন করবো। "

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে আগামীতে অনেক বৃক্ষরোপণ করার কর্মসূচীর আহ্বান জানানো হয় এবং সকলে সাধুবাদ জানিয়ে সেই আহ্বান মেনে নিয়েছেন।

সূত্র মারফত জানা গেছে, এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান দত্ত স্মৃতি রক্ষা কমিটির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক এবং হাবড়া মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান, ১৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তপতী দত্ত। হাবড়া ১ নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি জনাব জাকির হোসেন, বিশিষ্ট ফুটবল প্রেমী চন্দন ঘোষ, তাপস বোস, তারক দে, কাউন্সিলর বিশ্বজিৎ সাহা প্রমুখ।

এদিনের অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন অমৃত ঔষধালয়, এসবি অটোমোবাইলস, টাইটান হাবড়া, অঞ্জলী মার্বেল, এস এম কে বুটিক এন্ড ক্রাফটস, মা দুর্গা ফটোগ্রাফি, একুইন, গ্রুভি, প্লুমেরিয়া।

এই উদ্যোগে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় মানুষের ঐচ্ছিক অংশগ্রহণ দেখার মতো ছিল।

11/07/2025

গুরুপূর্ণিমার প্রাক সন্ধ্যায় দেশের মাটি কল্যাণ মন্দিরের পক্ষ থেকে "দেশের মাটি শীর্ষ সম্মান" অর্পিত হল প্রণব কন্যা সঙ্ঘের তৃতীয়া সভানেত্রী পরম পূজনীয়া সন্ন্যাসিনী জ্ঞানানন্দময়ী মায়ের চরণকমলে । বারাসাতের হৃদয়পুরে অবস্থিত প্রণব কন্যা সঙ্ঘের প্রার্থনাকক্ষে আয়োজিত এই ভাবগম্ভীর সম্মান প্রদান অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্য উপস্থিত ছিলেন বরিষ্ঠ কৃষিবিজ্ঞানী কল্যাণ চক্রবর্তী, সমাজসেবি দীলিপ বিশ্বাস,সৌমিতা কুন্ডু, সম্পা বিশ্বাস, তপন রায়, তুষার ঘোষ, পরিতোষ আচার্য প্রমুখ ।
আয়োজক সংস্থা দেশের মাটি কল্যাণ মন্দিরের পক্ষে মিলন খামারিয়া ও সুশান্ত মজুমদার জানান, সন্ন্যাসিনী জ্ঞানানন্দময়ী মা দীর্ঘকাল ধরে আর্তজনের সেবায় নিয়োজিত রয়েছেন । তাঁর সুযোগ্য তত্ত্বাবধানে বহু মানুষ উপকৃত হচ্ছেন । তাঁকে সম্মান জ্ঞাপনের মাধ্যমে দেশের মাটি কল্যাণ মন্দির নিজেই সম্মানিত হল ।

10/07/2025

ভেষজ উদ্ভিদে রোগমুক্তির উপায় জানালেন কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ কৃষিবিজ্ঞানী ডঃ কল্যাণ চক্রবর্তী ।

অশোকনগরে পণ্ডিত অশোক বন্দ্যোপাধ্যায়-এর স্মরণ সভা নিজস্ব সংবাদদাতা: অমৃতলোকে অস্তমিত হলেন সনাতনী দশবিধ সংস্কারের একনিষ্ঠ...
29/06/2025

অশোকনগরে পণ্ডিত অশোক বন্দ্যোপাধ্যায়-এর স্মরণ সভা

নিজস্ব সংবাদদাতা: অমৃতলোকে অস্তমিত হলেন সনাতনী দশবিধ সংস্কারের একনিষ্ঠ ঋত্বিক ও দু'শতাধিক গ্রন্থের প্রণেতা পুরোহিত রত্ন অশোককুমার বন্দ্যোপাধ্যায়। অশোকবাবু আত্মীয় পরিজনদের চিরবিদায় জানিয়ে সম্প্রতি অনন্তলোকে অন্তর্হিত হলেন। তাঁর আত্মার শান্তি কামনায় অশোকনগর-, কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির পক্ষ থেকে এক শোক সভার আয়োজন করা হয়। এই স্মরণ সভায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক মিলন আচার্য, কিশোর ভট্টাচার্য, রাজা চক্রবর্তী, শুভাশিস চক্রবর্তী, তারকনাথ ব্যানার্জি সহ অন্যান্যরা। উপস্থিত বক্তারা অশোকবাবুর বর্ণময় কর্মজীবনের স্মৃতি রোমন্থন করে বক্তব্য রাখেন। নীরবতা পালন, স্মৃতি চারণ, শান্তি বাণী উচ্চারণ ও পুষ্পাদি উপচারে পুরোহিত সংগঠনের পক্ষ থেকে পুরোহিত চুড়ামণি গুরুদেবের স্মরণানুষ্ঠান বা স্মৃতিতর্পণ সার্থক হয়ে ওঠে। সম্প্রতি এলাকার পণ্ডিতম্মন্য শাস্ত্র বিশারদ্ সম্রাট গাঙ্গুলী সামাজিক মাধ্যমে অশোকবাবু সম্বন্ধে যে বিরূপ মন্তব্য প্রকাশ করেছিলেন— তাঁর বিরুদ্ধে এই সভা তীব্র ধিক্কার জানিয়ে সোচ্চার হয়।
সম্রাট উবাচ- "ওনার আত্মার চিরশান্তি প্রার্থনা করি। এবং সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাছে এটাও প্রার্থনা করি। যাতে শাস্ত্রের উপরে কলম চালানোর, নিজে ইচ্ছামতো শাস্ত্রীয় বিধি বিকৃত করার কুবুদ্ধি ওনার মত ঈশ্বর যেন আর কাউকে না দেন। দিব্যান্ লোকান্ স গচ্ছতু।"
পুরোহিত সমিতির সম্পাদক মিলন আচার্য বলেন, "মান্যবর অশোকবাবু ছিলেন আমাদের পথ প্রদর্শক। তাঁর প্রয়াণে আমরা অভিভাবকহীন হলাম। আমরা তাঁর কাছে আমরা অত্যন্ত ঋণী। এই পূজনীয় মানুষটি সম্পর্কে সম্রাটবাবুর কটুক্তিকে আমরা ধিক্কার জানাই। সম্রাটের প্রতি আমাদের একরাশ ঘৃণা এবং এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।"
সম্রাটবাবু সম্পর্কে তির্যক মন্তব্য প্রকাশ করে প্রবীণ সাংবাদিক ও কবি নীলাদ্রি ভৌমিক জানান- "কে এই অর্বাচীন সম্রাট গাঙ্গুলি! মূর্খের মতো বুলি! মহাত্মা অশোকবাবু সম্পর্কে বিবৃতি দিয়ে, নিজের কুরূপ প্রকাশ করেছেন। তাঁর শিক্ষার মান ও নম্বর এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম জানার আগ্রহ রইল। সাহস থাকলে অবশ্যই তিনি জানাবেন। ধর্মের এই গোঁড়া(সম্রাট) মহাত্মন রামলাল ঘোষালের 'কালিনাথ চতুষ্পাঠি' লিখিয়ে নিয়ে রমেশ ভট্টাচার্যের তির্যক বকুনি খেয়ে নিজে টোলের অধ্যক্ষ হয়ে বসেছেন। তাকে ধিক্কার জানাই।"
এ বিষয়ে পুরোহিত সভা আগামীতে বৃহত্তর প্রতিবাদে সামিল হবে বলে আরো জানা যায়।

বেলঘরিয়ায় জয় জগন্নাথ ধ্বনিতে রথের রশিতে টান অনন্ত চক্রবর্তী: বেলঘরিয়া রথতলা মন্দির কমিটির আয়োজনায় সাড়ম্বরে উদ্ যা...
27/06/2025

বেলঘরিয়ায় জয় জগন্নাথ ধ্বনিতে রথের রশিতে টান

অনন্ত চক্রবর্তী: বেলঘরিয়া রথতলা মন্দির কমিটির আয়োজনায় সাড়ম্বরে উদ্ যাপিত হয় শ্রীশ্রীজগন্নাথ দেবের রথযাত্রা উৎসব । ১২দিনের এই মাঙ্গলিক অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ, নাম সংকীর্তন, ধর্মীয় শোভাযাত্রা, রক্তদান শিবির ও দর্শনীয় মেলা সহ রকমারি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বহু ধর্ম গুরুর পাশাপাশি মাঙ্গলিক এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মদন মিত্র, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পুরপ্রধান গোপাল সাহা ও উত্তম দাস সহ অন্যান্যরা । বাংলার কৃষ্টি, ধর্ম ও সংস্কৃতির একনিষ্ঠ ঋত্বিক ও রথ কমিটির প্রাণপুরুষ সোমনাথ রায় চৌধুরী জানান, "বছরভর আমরা বহু জনকল্যাণমুখী কাজকর্মে ব্রতী থাকি । এবছর ৩৫ ফুট উচ্চতার ৩টি রথে প্রভু শ্রীশ্রীজগন্নাথ, বলরাম ও মাতা সুভদ্রা লক্ষাধিক ভক্তজন সমাগমে এলাকার দীর্ঘ রাজপথ পরিক্রমা করে ।" পাশাপাশি 'রথ সাজাও, জিতে নাও পুরস্কার' শীর্ষক আকর্ষণীয় প্রতিযোগিতার এলাকার কচিকাঁচারা উচ্চকিত কলতানে অংশগ্রহণ করে। রথের রশিতে টান আর সঙ্গে 'জয় জগন্নাথ' ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণের আকাশ- বাতাস । সত্যিই বেলঘরিয়া যেন এক মহামিলনের তীর্থক্ষেত্রের সাক্ষী থাকলো আজ ।

ব্যারাকপুরে পুলিশ ওয়েলফেয়ার কমিটির শাখা অফিসের দ্বারোদ্ঘাটন অমৃতনাদ: আজ ২৩জুন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির ব্যা...
23/06/2025

ব্যারাকপুরে পুলিশ ওয়েলফেয়ার কমিটির শাখা অফিসের দ্বারোদ্ঘাটন

অমৃতনাদ: আজ ২৩জুন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির ব্যারাকপুর পুলিশ কমিশনারেট শাখার নবনির্মিত অফিস গৃহের দ্বারোদ্ঘাটন করা হয়। মঙ্গলদীপ প্রজ্বলন এবং মাঙ্গলিক আচারের মধ্য দিয়ে অফিস গৃহের উদ্বোধন করেন আদ্যাপীঠ মন্দিরের কর্ণধার ব্রহ্মচারী মুরালভাই। এই মাহেন্দ্রক্ষণে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সংগঠনের রাজ্য কনভেনার বিজিতাশ্ব রাউত সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা। পুলিশ সংগঠন যত শক্তিশালী হবে ততই সমাজের মঙ্গল বলে অভিমত ওয়াকিবহাল মহলের ।

ঐতিহাসিক গগনচুম্বী ৩টি রথের কেতন ওড়ালো বেলঘরিয়া অনন্ত চক্রবর্তী: বহুজন হিতায় বহুজন সুখায়—উপনিষদের এমত আপ্তবাক্যকে পা...
23/06/2025

ঐতিহাসিক গগনচুম্বী ৩টি রথের কেতন ওড়ালো বেলঘরিয়া

অনন্ত চক্রবর্তী: বহুজন হিতায় বহুজন সুখায়—উপনিষদের এমত আপ্তবাক্যকে পাথেয় করেই পথচলা শুরু করেছিল বেলঘরিয়া রথতলা মন্দির কমিটি। তাঁদের নিরলস আয়োজনায় এবছরও সাড়ম্বরে উদ্ যাপিত হতে চলেছে শ্রীশ্রীজগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৫। আগামী ২৭জুন থেকে ৮ জুলাই পর্যন্ত ১২ দিনের এই মাঙ্গলিক অনুষ্ঠানে থাকছে শ্রীমদ্ভাগবত পাঠ, নাম সংকীর্তন, ধর্মীয় শোভাযাত্রা, রক্তদান শিবির ও দর্শনীয় মেলা সহ রকমারি ধর্মীয় অনুষ্ঠান। বহু ধর্ম গুরুর পাশাপাশি বিশিষ্টজনেরা এই মহতী ঐতিহাসিক আনন্দোৎসবের মাহেন্দ্রক্ষণে সাক্ষী থাকবেন বলে জানালেন উৎসব কমিটির প্রাণপুরুষ সোমনাথ রায় চৌধুরী । বাংলার কৃষ্টি, ধর্ম ও সংস্কৃতির একনিষ্ঠ ঋত্বিক ও বিবিধ সদ্গুণ সমলংকৃত সোমনাথবাবু আরো জানান, "বছরভর আমরা বহু জনকল্যাণমুখী কাজকর্মে ব্রতী থাকি । এবছর ৩৫ ফুট উচ্চতার ৩টি রথে প্রভু শ্রীশ্রীজগন্নাথ, বলরাম ও মাতা সুভদ্রা লক্ষাধিক ভক্তজন সমাগমে এলাকার দীর্ঘ রাজপথ পরিক্রমা করবেন ।" পাশাপাশি 'রথ সাজাও, জিতে নাও পুরস্কার' শীর্ষক আকর্ষণীয় এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে তিনি আরো জানান । এখন শুধুমাত্র রথের রশিতে টানের সঙ্গে সমস্বরে 'জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে'— উচ্চারণের আকুল অপেক্ষায় এলাকার আবাল- বৃদ্ধ ও বনিতারা । সত্যিই পবিত্র জীবনবোধের পথিক সোমনাথবাবু এলাকার ধর্ম ও সংস্কৃতি চর্চায় নিজ শরীররূপ চন্দন ঘষে ঘষে যে সংঘ সৌরভ বিতরণ করছেন— তা আর বলবার অপেক্ষা রাখে না ।

রবীন্দ্র নাট্য সংস্থার বিশ্ব যোগাদিবস পালন অমৃতনাদ: রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব...
21/06/2025

রবীন্দ্র নাট্য সংস্থার বিশ্ব যোগাদিবস পালন

অমৃতনাদ: রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব যোগা দিবস। ২১ জুন সকাল সাড়ে ৯ টায়, গোবরডাঙ্গার বোধন সেবা কেন্দ্রে শুরু হয় রবীন্দ্র নাট্য সংস্থার বিশ্ব যোগা দিবসের এই অনুষ্ঠান। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় যোগা কোচ গণেশ পাল, পবিত্রকুমার বন্দ্যোপাধ্যায়, পলাশ মন্ডল প্রমুখ । উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী সেন। এরপর উপস্থিত সমস্ত অতিথিদের সম্মানিত করা হয়। যোগার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন গণেশচন্দ্র পাল ও পলাশ মন্ডল। এবারের যোগা দিবস অনুষ্ঠানে ৫৫ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। প্রত্যেক ছাত্র-ছাত্রী ধ্যান, প্রাণায়াম ছাড়া উপস্থিত দর্শকদের দশটি যোগা প্রদর্শন করেন। পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য বলেন, "নাট্যকর্মীদের বিশেষ করে যোগব্যায়াম করা উচিত। কারণ শরীর ঠিক না থাকলে সঠিকভাবে থিয়েটারে অংশগ্রহণ করা যাবে না, শুধু তাই নয় নিজেকে সুস্থ রাখতে গেলে অবশ্যই সকল মানুষকে যোগ ব্যায়াম চর্চা করা উচিত— এই উদ্দেশ্য নিয়েই প্রতিবছর রবীন্দ্র নাট্য সংস্থা যোগা দিবস পালন করে থাকে।"
রবীন্দ্র নাট্য সংস্থার এই কর্মকাণ্ডে কাঁধে কাঁধ মিলিয়ে যারা সংগ্রাম করলেন তারা হলেন প্রদীপ ভট্টাচার্য, দেবব্রত মজুমদার, পবিত্র সরকার, গৌতম চক্রবর্তী প্রমুখ ।

পুলিশ এ্যাসোসিয়েশনের শাখা অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অমৃতনাদ: আজ ২১জুন পশ্চিমবঙ্গ পুলিশ এ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপ...
21/06/2025

পুলিশ এ্যাসোসিয়েশনের শাখা অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

অমৃতনাদ: আজ ২১জুন পশ্চিমবঙ্গ পুলিশ এ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখা অফিসটি নবরূপায়ণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় । মাঙ্গলিক উপচারে অনুষ্ঠানটির পৌরোহিত্য করেন পুলিশ সংগঠনের রাজ্য কনভেনার বিজিতাশ্ব রাউত। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশ এ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শংকর মাইতি, শ্যামল চক্রবর্তী সহ অন্যান্যরা । বিজিতাশ্ববাবু জানান,"সমাজসেবায় পুলিশ -প্রশাসনের অবদান অনস্বীকার্য । মানবসেবা সহ পুলিশের অধিকার রক্ষায় আমাদের সংগঠন অতন্দ্র প্রহরী। অনুষ্ঠানে উপস্থিত থেকে এই মহতী কর্মের হোতা হওয়ার জন্য আমি চির কৃতজ্ঞ। পশ্চিম মেদিনীপুর জেলা শাখাকে অসংখ্য ধন্যবাদ জানাই।"

Address


Alerts

Be the first to know and let us send you an email when LIVE Amritanad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LIVE Amritanad:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share