27/06/2025
💞🌿 #জগন্নাথ_দর্শনে_মহাপ্রভু * 🌿💞
⚘️ শ্ৰীচৈতন্য মহাপ্ৰভু গরুড় স্তম্ভের পিছনে দাঁড়িয়ে জগন্নাথ দৰ্শন করতেন। যাত্রীর প্ৰচণ্ড ভিড়ে ঘটনাক্ৰমে এক ওড়িয়া মহিলা নীচে দাঁড়িয়ে জগন্নাথ দৰ্শনে অসমৰ্থ হয়ে গরুড় স্তম্ভে চড়ে অনন্যমনা হয়ে জগন্নাথ দৰ্শন করতে থাকে। সহসা তার একটা পা মহাপ্ৰভুর কাঁধের উপর রাখে। তাই দেখে গোবিন্দ তাড়াতাড়ি তাকে ঠেলে সরিয়ে দেয়।
⚘️কিন্তু মহাপ্ৰভু বলেন, গোবিন্দ ওকে বিরক্ত কোরো না, উনি ভগবানের চিন্তায় কেমন মগ্নচিত্ত, যার ফলে সে আর কিছুই জানতে পারে নাই।
⚘️মহিলাটি অবশ্য নিজের ভুল বুঝতে পেরে, মহাপ্ৰভুর চরণে পড়ে তাঁর ক্ষমা প্ৰাৰ্থনা করে ।
⚘️তাতে মহাপ্ৰভু মন্তব্য করেন যে, “ জগন্নাথ আমাকে এত নিবীড় আৰ্ত্তি প্ৰদান করেন নাই, যেটি ঐ মহিলাটির আছে, কারণ সে বুঝতেই পারে নাই যে তার একটি পা অপর আরেক জনের দেহের উপর রক্ষিত হয়েছে। অহা কি ভাগ্যবতী সে।
⚘️জগন্নাথ দৰ্শনে আমার যদি ঐরুপ আৰ্ত্তি থাকত, তাহলে আমি জগন্নাথকে ব্ৰজের মদনমোহন রুপে দৰ্শন করতে পারতাম , ও যখন তাঁর ওষ্ঠে বংশী ধ্বনিত হচ্ছে কিন্তু আমি দৰ্শন করছি তাঁকে কুরুক্ষেত্রের ভগবানরুপে বৃন্দাবনের ভগবান রুপের পরিবর্তে।
⚘️মহাপ্রভু ভাবে বিভোর হয়ে পড়েন এবং গোবিন্দ মহাপ্রভুকে অতিকষ্টে গম্ভিরায় ফিরিয়ে আনেন। মহাপ্ৰভু কিন্তু ক্ৰন্দন করতে থাকেন , হায় , হায় বৃন্দাবনবিহারী আমার প্রাণনাথ কৃষ্ণকে পেয়েও তাঁকে আবার হারিয়ে ফেললাম।
⚘️কে আমার কৃষ্ণকে নিয়ে গেল ! এ আমি কোথায় এলাম ? তিনি মূৰ্ছিত হয়ে পড়েন ও গভীর ভাবাপুত হয়ে পড়েন। পুনরায় তিনি উচ্চৈঃস্বরে বলতে থাকেন আমার অন্তরাত্মা অমূল্য কৃষ্ণধন প্ৰাপ্ত হয়েও আবার হারিয়ে ফেললাম।
⚘️শ্রীচৈতন্য মহাপ্রভু শেষ জীবনে এই ভাবে ভক্তের ভাব প্রকাশ করেছেন ।
🙏🙏🙏জয় জগন্নাথ 🙏🙏🙏