18/09/2025
সে জানেনা দিনের পর দিন ঘরে কাটানোটা কতটা কঠিন---
রান্নাঘরের তাপ,
সন্তানের কান্না,
পাহাড় সমান কাজ,
আর রাতভর নির্ঘুম থাকা।
আমিও জানিনা, বাইরের লড়াই টা কতটা ভারী----
দায়িত্বের চাপ,
বিলের হিসাব,
সংসারের খরচ জোগানো,
আর সন্তানের হাসি মিস করে যাওয়া😥
একে অপরকে "তুমি বোঝনা"-বলাটা সহজ।
আসলে সত্যিই -আমরা কেউই একে অপরের সবটা বুঝতে পারি না।
"তার কষ্ট আলাদা, আমার ক্লান্তি আলাদা"
কিন্তু দুটোই সমান মূল্যবান ,সমান ভারী, সমান শ্রদ্ধার।
দিনের শেষে আমি আর সে আলাদা কেউ নই 🩷
আমরা দুজন মিলে🤝 আমাদের সন্তানের জন্যই এই জীবনটাকে সুন্দর করে গড়ে তুলছি🤍🩷❤️
Collected
Ayat's world ゚viralfbreelsfypシ゚viral