Ripan Saha.com

Ripan Saha.com Hi I am Ripan Saha
This is my official page
please support & fallow me

'             *⫷শ্রীমদ্ভগবত গীতা⫸*         *┈┉✦চতুর্দশ-অধ্যায়✦┉┈*           *❝গুণত্রয়-বিভাগ-যোগ❞*     ⊰᯽⊱┈───•◑❊◑•───┈⊰᯽...
10/07/2025

'
*⫷শ্রীমদ্ভগবত গীতা⫸*
*┈┉✦চতুর্দশ-অধ্যায়✦┉┈*
*❝গুণত্রয়-বিভাগ-যোগ❞*
⊰᯽⊱┈───•◑❊◑•───┈⊰᯽⊱
*👉🏾শ্লোক-০৯*
সত্ত্বং সুখে সঞ্জয়তি
রজঃ কর্মণি ভারত।
জ্ঞানমাবৃত্য তু তমঃ
প্রমাদে সঞ্জয়ত্যুত।।০৯
◈◐◈◐◈◐◈◐◈◐◈◐◈
*🍃🍁অনুবাদ:-* হে ভারত! সত্ত্বগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজোগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমোগুণ প্রমাদে আবদ্ধ করে।
❍❍❍❖❍❍❍
*👉🏾শ্লোক-১০*
রজস্তমশ্চাভিভূয়
সত্ত্বং ভবতি ভারত।
রজঃ সত্ত্বং তমশ্চৈব
তমঃ সত্ত্বং রজস্তথা।।১০
◈◐◈◐◈◐◈◐◈◐◈◐◈
*🍃🍁অনুবাদ:-* হে ভারত! রজ ও তমোগুণকে পরাভূত করে সত্ত্বগুণ প্রবল হয়, সত্ত্ব ও তমোগুণকে পরাভূত করে রজোগুণ প্রভল হয় এবং সেভাবেই সত্ত্ব ও রজোগুণকে পরাভূত করে তমোগুণ প্রবল হয়।
❍❍❍❖❍❍❍
*┈┉//জয় গীতা//┉┈*
●●●●●●●●●●
┈┉━❀❈🙏🏻❈❀━┉┈

'            *⫷শ্রীমদ্ভগবত গীতা⫸*        *┈┉✦চতুর্দশ-অধ্যায়✦┉┈*          *❝গুণত্রয়-বিভাগ-যোগ❞*    ⊰᯽⊱┈───•◑❊◑•───┈⊰᯽⊱*👉🏾...
10/07/2025

'
*⫷শ্রীমদ্ভগবত গীতা⫸*
*┈┉✦চতুর্দশ-অধ্যায়✦┉┈*
*❝গুণত্রয়-বিভাগ-যোগ❞*
⊰᯽⊱┈───•◑❊◑•───┈⊰᯽⊱
*👉🏾শ্লোক-১১*
সর্বদ্বারেষু দেহঽস্মিন্
প্রকাশ উপজায়তে।
জ্ঞানং যদা তদা বিদ্যাদ্
বিবৃদ্ধং সত্ত্বমিত্যুত।।১১।
◈◐◈◐◈◐◈◐◈◐◈◐◈
*🍃🍁অনুবাদ:-* যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয়, তখন সত্ত্বগুণ বর্ধিত হয়েছে বলে জানবে।
❍❍❍❖❍❍❍
*👉🏾শ্লোক-১২*
লোভঃ প্রবৃত্তিরারম্ভঃ
কর্মণামশমঃ স্পৃহা।
রজস্যেতানি জায়ন্তে
বিবৃদ্ধে ভরতর্ষভ।।১২।।
◈◐◈◐◈◐◈◐◈◐◈◐◈
*🍃🍁অনুবাদ:-* হে ভরতশ্রেষ্ঠ! রজোগুণ বর্ধিত হলে লোভ, প্রবৃত্তি, কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়।
❍❍❍❖❍❍❍
*┈┉//জয় গীতা//┉┈*
●●●●●●●●●●
┈┉━❀❈🙏🏻❈❀━┉┈

10/07/2025
বাইক টা দিছে শ্বশুরমশাই     বাবা দিচ্ছে তেলতাই তো আমার গতির সাথে   জেট বিমান ও ফেল।দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয়গেলে...
10/07/2025

বাইক টা দিছে শ্বশুরমশাই
বাবা দিচ্ছে তেল
তাই তো আমার গতির সাথে
জেট বিমান ও ফেল।

দুর্ঘটনা ঘটলে ঘটুক
আমার কিসের ভয়
গেলে যাবে বাপ-শ্বশুরের
আমার কিছু নয়।

চলরে আমার মোটরগাড়ি
জোরসে মারো টান
কে কি বলে শুনব না আজ
ধরছি চেপে কান।

আহা হা হা কি মনোরম
গাঁয়ের বাঁকা রাস্তা
ছয় শ কিলো ঘুরে এসে
করব রে আজ নাস্তা।

এমন গতি তুলবরে আজ
আমার গতি দেখে।
থমকে যাবে পথের পথিক
পন্থ চলা রেখে।

গতির চোটে কাঁপছে মানুষ
উড়ছে পথের ধুলো
লাফিয়ে উঠছে পথের ধারের
বান্ধা ছাগল গুলো।

গতি আর ও বাড়িয়ে দিলাম
পথটা পেয়ে সরু
হঠাৎ দেখি সামনে আমার
বিশাল বড় গরু।

ধাক্কা লেগে হুন্ডা আমার
পড়ল গিয়ে খাদে
আমার তখন হুঁশ ছিল না
ফিরছে দুদিন বাদে।

দু দিন বাদে জ্ঞান ফিরলে
চেয়ে দেখি ভাই
আমার যে দুই পা ছিল তার
একটা সাথে নাই।

সকল কিছু শোনার পরে
চমকে গেল গা
বাইকটা না কি ঠিকই আছে
আমার গেছে পা।

আমার শখের বাইকে এখন
অন্য মানুষ চড়ে
পা হারিয়ে কান্দি আমি
বন্ধি হয়ে ঘরে।

ঘরে বসে ভাবি যদি
পা টা পেতাম ফিরে
তিড়িং বিড়িং ছেড়ে আমি
বাইক চালাতাম ধীরে।

মনরে বলি মন যদি তুই
বুঝতে দু দিন আগে
তবে কি তোর পা হারিয়ে
পঙ্গু হওয়া লাগে!

✍️ ফেসবুক
゚viralシypシ゚viralシhtag

👉বাস্তবের নায়ক♥️🙏🌹কোনও অপারেশন থিয়েটার ছাড়াই পকেট ছুরি এবং মাথার চুলের ক্লিপ এর সাহায্যে মহিলাকে সন্তান প্রসব করালেন ...
10/07/2025

👉বাস্তবের নায়ক♥️🙏🌹
কোনও অপারেশন থিয়েটার ছাড়াই পকেট ছুরি এবং মাথার চুলের ক্লিপ এর সাহায্যে মহিলাকে সন্তান প্রসব করালেন আর্মির একজন মেডিকেল অফিসার।
👉ঘটনা- গোরখপুর এক্সপ্রেসে ভ্রমণকারী এক গর্ভবতী মহিলার প্রসববেদনা তীব্র হয় এবং ঝাঁসি স্টেশনে তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। আর সেখানেই তাঁর ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন আর্মি অফিসার মেজর ডাঃ রোহিত বাচওয়ালা (৩১)
👉প্ল্যাটফর্মের এক জায়গায় হট্টগোল দেখে তিনি ছুটে যান, দেখেন এক গর্ভবতী মহিলা তীব্র প্রসব বেদনায় ছটফট করছেন। তিনি মুহূর্ত সময় নষ্ট না করে প্ল্যাটফর্মেই মহিলাকে সন্তান প্রসব করতে সাহায্য করেন।
মা এবং বেবি দুজনেই এখন সুস্থ।।
👉বাস্তব জীবনের নায়ক মেজর রোহিত বাচওয়ালাকে সশ্রদ্ধ স্যালুট ও অভিনন্দন জানাই 🙏❤️
゚viralシypシ゚viralシhtag

নালন্দা বিশ্ববিদ্যালয় , বিহার
09/07/2025

নালন্দা বিশ্ববিদ্যালয় , বিহার

09/07/2025

আমাদের জীবনে মহাভারতের এক অনবদ্য অপরূপ ব্যাখ্যা
゚viralシypシ゚viralシhtag

কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব বনাম কৌরব – সৈন্য সংখ্যা ও শক্তির তুলনা!🏹🏹🏹🏹🏹🏹🏹মহাভারতের ইতিহাসে কুরুক্ষেত্র যুদ্ধ ছিল এক মহ...
09/07/2025

কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব বনাম কৌরব – সৈন্য সংখ্যা ও শক্তির তুলনা!
🏹🏹🏹🏹🏹🏹🏹
মহাভারতের ইতিহাসে কুরুক্ষেত্র যুদ্ধ ছিল এক মহাযুদ্ধ, যেখানে ধর্ম ও অধর্ম মুখোমুখি হয়েছিল। এই যুদ্ধ ছিল শুধু দুই পরিবারের নয়, ছিল ন্যায়ের প্রতিষ্ঠার এক অনন্য অধ্যায়। এখানে দুই পক্ষের সেনাবাহিনী সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।

🔱 সেনা পরিমাপের একক – “অক্ষৌহিণী”

মহাভারতে সেনা পরিমাপের জন্য “অক্ষৌহিণী” একক ব্যবহৃত হত।
১ অক্ষৌহিণী সেনা মানে:
• 🐘 ২১,৮৭০ হাতি
• 🚓 ২১,৮৭০ রথ
• 🐎 ৬৫,৬১০ অশ্বারোহী
• 🧍‍♂️ ১,০৯,৩৫০ পদাতিক সৈন্য
👉 মোট: ২,১৮,৭০০ সৈন্য

🛶🛶🛶🛶🛶🛶🛶🛶🛶🛶🛶🛶🛶কৌরবদের বাহিনী:
• সেনা সংখ্যা: ১১ অক্ষৌহিণী
• মোট সৈন্য: ২৪,০৫,৭০০ জন (প্রায় ২৪ লক্ষ)
• নেতৃত্বে: মহারথী ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুর্যোধন, অশ্বত্থামা প্রমুখ।

🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹পাণ্ডবদের বাহিনী:
• সেনা সংখ্যা: ৭ অক্ষৌহিণী
• মোট সৈন্য: ১৫,৩০,৯০০ জন (প্রায় ১৫ লক্ষ)
• নেতৃত্বে: শ্রীকৃষ্ণ (রথচালক), অর্জুন, ভীম, সহদেব, নকুল, সাত্যকি প্রমুখ।
🛶🛶🛶🛶🛶🛶🛶🛶
☠️ যুদ্ধের পরিণতি:
• যুদ্ধ স্থায়ী হয়েছিল ১৮ দিন।
• উভয় পক্ষের প্রায় সব সৈন্য নিহত হয়।
• বিশ্বাস করা হয়, এই যুদ্ধে এক কোটিরও বেশি সৈন্য প্রাণ হারায়।
• শেষ পর্যন্ত পাণ্ডবরা জয়ী হন, ধর্মের পক্ষে দাঁড়িয়ে।

🕊️ শিক্ষা:

কুরুক্ষেত্র যুদ্ধ আমাদের শেখায়—ধর্ম, ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ালে সংখ্যায় কম হলেও বিজয় সুনিশ্চিত।
゚viralシypシ゚viralシhtag

কিছু সম্পর্ক থাকে, যেগুলোর মর্ম তখনই বোঝা যায়, যখন আর কিছুই অবশিষ্ট থাকে না।যখন মানুষটা চলে যায়, অনুভব ফুরিয়ে আসে, স্পর্...
09/07/2025

কিছু সম্পর্ক থাকে, যেগুলোর মর্ম তখনই বোঝা যায়, যখন আর কিছুই অবশিষ্ট থাকে না।
যখন মানুষটা চলে যায়, অনুভব ফুরিয়ে আসে, স্পর্শের উষ্ণতা ঠান্ডা হয়ে যায়।
তখন অনেকেই ফিরতে চায়—
সেই চেনা উঠোনে, সেই পুরনো হাসিতে, সেই নিরাপদ ভালোবাসার ছায়ায়।
কিন্তু ফিরে আসার সময়, তারা বোঝে... জায়গাটা আর আগের মতো নেই।

ভুল মানুষ বুঝতেই পারে,
তবে অনেক সময় সেই বোধটা আসে অনেক দেরিতে—
যখন আর কিছু ফিরে পাওয়ার নেই।
যে হৃদয়টা একসময় অপেক্ষা করত,
আজ সে নিজেই হাঁটতে শিখে গেছে একা।

সময়ের পরত পড়ে যায় অনুভূতির ওপর,
মানুষ বদলায়, হৃদয় রুক্ষ হয়,
আর ফেরা তখন শুধুই আত্মগ্লানির আর্তনাদ হয়ে দাঁড়ায়।

জায়গাটা তখন ঠিক আগের মতো দেখালেও,
তার ভেতরটা হয়ে যায় অচেনা।
না থাকে আগের মতো হাত ধরার উষ্ণতা,
না থাকে ভালোবাসার নিশ্চিন্ত আশ্রয়।

তাই সম্পর্কের যত্ন নাও যখন তা বেঁচে থাকে।
ভুল করে, কিন্তু ফিরতে চাওয়ার আগেই
যে হৃদয়ে ভালোবাসা ছিল,
সেই হৃদয়টাই হয়তো তখন অন্য কারো হয়ে গেছে।

ফেরার দরজা খোলা থাকলেও,
ভেতরের ঘরটা অনেক আগেই বন্ধ হয়ে যায়... চিরতরে।

゚viralシypシ゚viralシhtag

Address

Habra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ripan Saha.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share