09/09/2025
বাবা নেই আজ। তবু তাঁর স্মৃতি চারপাশে ছড়িয়ে আছে। হাঁটার পথে, ক্লান্ত সন্ধ্যায়, নিঃশব্দ রাতের আকাশে-সবখানে তাঁর ছায়া অনুভব করি।
বাবা জীবিত না থাকলেও তাঁর ভালোবাসা এখনো আমাকে শক্তি দেয়। তিনি নেই বলেই শূন্যতা এত গভীর, তবু সেই শূন্যতার মধ্যেও বাবার আশীর্বাদ রয়ে গেছে।