13/05/2025
পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত সকল স্তরের জনপ্রতিনিধিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
আপনাদের বিজয় শুধু ব্যক্তিগত সাফল্য নয় — এটি জনতার আস্থা, ভালোবাসা ও আশার প্রতীক।
এই বিশ্বাস, এই দায়িত্ব যেন আপনাদের পথচলায় প্রেরণা হয়ে থাকে — গ্রামের ঘরে ঘরে উন্নয়নের আলো পৌঁছে দিতে, অসহায়ের পাশে দাঁড়াতে, এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে।
আপনারা জয়ী হয়েছেন, এবার সময় কাজের মাধ্যমে মন জয় করার।
আসুন, দল-মত-পথ নির্বিশেষে আমরা একসাথে এগিয়ে যাই —
“উন্নত পঞ্চায়েত, সমৃদ্ধ গ্রাম, গর্বিত আমরা”।
#অভিনন্দন #জনতাররায় #নেতৃত্ব_নতুন_ভবিষ্যৎ