12/07/2025
: ডিভাইডার টপকে অন্য লেনে গাড়ি...! #দিঘা যাওয়ার পথে মর্মান্তিক #দুর্ঘটনা, প্রাণ হারালেন ৪ জন
#পশ্চিম_মেদিনীপুর: সপ্তাহান্তে দিঘার সমুদ্র স্নান, জগন্নাথ মন্দির দেখার প্ল্যান ছিল হয়ত সকলের। তবে সেই আশা আর পূরণ হল না। মাঝপথেই নিভল চার চারজনের প্রাণ। শনিবার সকালে সব শেষ। পৌঁছান হল না দিঘায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সপ্তাহ শেষে সকলকে নিয়ে দিঘা ঘুরে আসার ভাবনা ছিল একদল যুবকের। সেই মত দিন কয়েক আগে প্ল্যানও হয়। আসানসোল থেকে একটা স্করপিও গাড়ি করে রওনা দেন দিঘার উদ্দেশ্যে। তবে মাঝ পথেই অঘটন। পৌঁছনো হল না #জগন্নাথ_ধাম দিঘায়। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের।
শনিবার সাত সকালে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে বেলদা থানার রানিসরাই এলাকায়। জানা গিয়েছে, ওড়িশা হয়ে দিঘা পৌঁছানোর কথা ছিল তাদের। স্করপিও গাড়িতে তারা রওনা দেন। হঠাৎই খড়গপুর বালেশ্বর ১৬ নং জাতীয় সড়কে #রানিসরাই এলাকায় ঘটে এই ঘটনা। দ্রুত গতির কারণে এই ভয়াবহ দুর্ঘটনা বলে স্থানীয়দের দাবি। স্থানীয়দের বক্তব্য, নিয়ন্ত্রণ হারিয়ে ওড়িশাগামী জাতীয় সড়কের লেন থেকে ডিভাইডার টপকে তারা চলে আসেন খড়গপুরগামী লেনে। অপর দিকে খড়গপুরগামী একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে তাদের। দুর্ঘটনার মাত্রা এতটাই ছিল যে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।