হলদিয়া

হলদিয়া মনকে ভালো রাখতে আমাদের সাথে থাকুন।

বেশি কিছু চাইবো না শুধু পেইজটা ফলো করুন।

আমরা শুধু বিনোদন করি। আপনি আপনার ধারনা, চিন্তা আমাদের সাথে শেয়ার করতে পারেন অথবা আপনার চিন্তা শেয়ার করে আমাদের বিষয়বস্তুতে অবদান রাখতে পারেন। আমরা এটি বিশ্বব্যাপী দর্শকদের কাছে সম্প্রচার করব। এটি আপনার ঠান্ডা করার, হাসার, খারাপ দিনগুলি কাটিয়ে ওঠার জায়গা, আমরা সর্বদা বিনোদনের জন্য সেখানে আছি .

17/07/2025

নিক্কো পার্কে ফের দুর্ঘটনা, যুবকের মৃত্যু। 'ওয়াটার রাইডে হঠাৎ সংজ্ঞাহীন' । মুরারি পুকুরের বাসিন্দা যুবকের মৃত্যু। কীভাবে মৃত্যু? নিহতের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দুপুর ১ নাগাদ নিক্কো পার্কের 'নায়াগ্রা ফলসে' দুর্ঘটনা । ৭জন বন্ধু-বান্ধবীদের সঙ্গে ওয়াটার রাইডের সময় দুর্ঘটনা।

 : ডিভাইডার টপকে অন্য লেনে গাড়ি...!  #দিঘা যাওয়ার পথে মর্মান্তিক  #দুর্ঘটনা, প্রাণ হারালেন ৪ জন  #পশ্চিম_মেদিনীপুর: সপ্ত...
12/07/2025

: ডিভাইডার টপকে অন্য লেনে গাড়ি...! #দিঘা যাওয়ার পথে মর্মান্তিক #দুর্ঘটনা, প্রাণ হারালেন ৪ জন

#পশ্চিম_মেদিনীপুর: সপ্তাহান্তে দিঘার সমুদ্র স্নান, জগন্নাথ মন্দির দেখার প্ল্যান ছিল হয়ত সকলের। তবে সেই আশা আর পূরণ হল না। মাঝপথেই নিভল চার চারজনের প্রাণ। শনিবার সকালে সব শেষ। পৌঁছান হল না দিঘায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সপ্তাহ শেষে সকলকে নিয়ে দিঘা ঘুরে আসার ভাবনা ছিল একদল যুবকের। সেই মত দিন কয়েক আগে প্ল্যানও হয়। আসানসোল থেকে একটা স্করপিও গাড়ি করে রওনা দেন দিঘার উদ্দেশ্যে। তবে মাঝ পথেই অঘটন। পৌঁছনো হল না #জগন্নাথ_ধাম দিঘায়। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের।
শনিবার সাত সকালে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে বেলদা থানার রানিসরাই এলাকায়। জানা গিয়েছে, ওড়িশা হয়ে দিঘা পৌঁছানোর কথা ছিল তাদের। স্করপিও গাড়িতে তারা রওনা দেন। হঠাৎই খড়গপুর বালেশ্বর ১৬ নং জাতীয় সড়কে #রানিসরাই এলাকায় ঘটে এই ঘটনা। দ্রুত গতির কারণে এই ভয়াবহ দুর্ঘটনা বলে স্থানীয়দের দাবি। স্থানীয়দের বক্তব্য, নিয়ন্ত্রণ হারিয়ে ওড়িশাগামী জাতীয় সড়কের লেন থেকে ডিভাইডার টপকে তারা চলে আসেন খড়গপুরগামী লেনে। অপর দিকে খড়গপুরগামী একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে তাদের। দুর্ঘটনার মাত্রা এতটাই ছিল যে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।

09/07/2025

গুজরাটে বড় বিপর্যয় ! ভেঙ্গে পড়ল ৪৩ বছরের পুরনো একটি বড় সেতু।

সেতুটি একটি নদীর উপর দিয়ে ছিল। নদীতে অনেক চলমান যান পড়ে যায়। এখনও পর্যন্ত প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

07/07/2025

Haldia : রাস্তা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে জঞ্জাল! দুর্ভোগে হলদিয়ার বাসিন্দারা

06/07/2025

Live Accident গারুঘাটা, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর

হলদিয়া সিটি সেন্টারে পথদূর্ঘটনা, মৃত ১ ....আজ সন্ধ্যা আনুমানিক সন্ধ্যা ৭:৪৫ টায় এই দূর্ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির পরিচ...
05/07/2025

হলদিয়া সিটি সেন্টারে পথদূর্ঘটনা, মৃত ১ ....
আজ সন্ধ্যা আনুমানিক সন্ধ্যা ৭:৪৫ টায় এই দূর্ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রের খবর মৃত ব্যক্তি হলদিয়া মোরামের দিক থেকে সিটি সেন্টারের দিকে যাচ্ছিল স্কুটি চালিয়ে। ঠিক সেই সময় পেছন থেকে একটি গ্যাস ট্যাঙ্কা দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলটিতে পেছন থেকে ধাক্কা মারায় ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। তাই সবাই প্রচুর পরিমাণে #শেয়ার করুন। যাতে পরিচত লোকজনের মাধ্যমে বাড়ির লোকজন খবর পায়।
সকল পথচারীদের কাছে অনুরোধ গাড়ি-বাইক সাবধানে চালান, সাবধানে রাস্তা পারাবার হোন। নিজে বাঁচুন এবং অপরকে বাঁচান।

04/07/2025

হলদিয়ার গ্যাস কারখানায় গত ০১/০৭/২০২৫ তারিখ মঙ্গলবার কিছু বিহারী শ্রমিক হলদিয়ার স্থানীয় বাঙালি শ্রমিকদের বাংলাদেশি বলে অকথ্য ভাষায় গালাগালি দেয় ও মারধর করতে উদ্যত হয় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তার‌ই প্রতিবাদে #বাংলা_পক্ষ এর পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক মাননীয় সুতনু পন্ডিত মহাশয়ের নেতৃত্বে বাংলা পক্ষের সহযোদ্ধারা গতকাল অর্থাৎ ০২/০৭/২০২৫ তারিখ বুধবার IPPL কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালে, বিহারীরা তাদের আচরণের জন্য বাঙালি শ্রমিকদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়। তাই সকল ভারতীয় বাঙালিদের বাঙলায় স্থানীয় কাজের জন্য সোচ্চার হোন। জাগো বাঙ্গালী জাগো। জয় বাংলা, বাংলা পক্ষ জিন্দাবাদ।🇮🇳🇮🇳

জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় মৃত ২ পুলিশ...মহিষাদল থানার অন্তর্গত গাড়ুঘাটায় হলদিয়া-মেছাদা জাতীয় সড়কের উপর ডাম্পারের...
02/07/2025

জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় মৃত ২ পুলিশ...
মহিষাদল থানার অন্তর্গত গাড়ুঘাটায় হলদিয়া-মেছাদা জাতীয় সড়কের উপর ডাম্পারের ধাক্কায় জলে পড়ল পুলিশ গাড়ী।
দূর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ গেল ২ পুলিশের।
উনাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
সকলের কাছে অনুরোধ সতর্কভাবে গাড়ি চালান নিজে বাঁচুন এবং অপরকে বাঁচান।।

29/06/2025

Address

Haldia

Website

Alerts

Be the first to know and let us send you an email when হলদিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হলদিয়া:

Share