R.I TV বাংলা

R.I  TV  বাংলা NEWS

22/02/2024

গতকাল
তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার দুপুর বেলা কৈলাশহর ঊনকোটি কলাক্ষেত্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত ক্লিকদার, জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরের OSD কার্তিক দেববর্মা, ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, কৈলাশহর পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা বিশ্বজিৎ দেব, বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মালাকার এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতদিনের এই অনুষ্ঠানে কৈলাশহর মহকুমার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। প্রদীপ প্রজ্জলন করে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন কৈলাশহর পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। পাশাপাশি শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠানে।

মাতৃভাষা মায়ের ভাষা ।
22/02/2024

মাতৃভাষা মায়ের ভাষা ।

21/02/2024

১১ লক্ষ বাড়ি দেবে রাজ্য সরকার

20/02/2024

এই মুহূর্তের সব থেকে বড় খবর সাগরপাড়ায় নিখোঁজ নাবালকের দেহ উদ্ধার। দেহ উদ্ধার হল পদ্মা নদী থেকে । মঙ্গলবার সকালে সাগরপাড়ার সাহেবনগরের কাকমারি চর এলাকায় পদ্মা নদী থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিস । উল্লেখ্য সোমবার সকালে চর কাকমারির রিপন শেখ হটাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করেও তাঁর হদিস না মেলায় সন্দেহ হওয়ায় পদ্মা নদীতে ডুবে থাকতে পারে এই আশঙ্কায় পরিবারের লোকেরা নদীতে খুঁজতে যায়। সেই সময় বিএসএফ তাদের বাধা দেয়। এরপরই পরিবারের লোকেরা নিখোঁজ রিপনকে খোঁজার দাবিতে সাহেবনগর বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরই পুলিস ও স্থানীয়দের তরফে বিএসএফের অনুমতি নিয়ে নদীতে নেমে রিপনের খোঁজ শুরু হয়। সোমবার তার কোনও হদিস না পাওয়া গেলে মঙ্গলবার সকাল থেকে পুলিশের সহযোগিতায় ডুবুরি নামিয়ে ফের শুরু হয় রিপনের খোঁজে তল্লাশি। এরপরই সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ পদ্মা নদী থেকে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এভাবে অকালে রিপনের মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা। এবং মৃত রিপন শেখের কাকা জানান এলাকার বেশ কয়েকজন লোক সেই নাবালক ছেলেকে চোরাকারবারির কাজে টাকার লোভ দেখিয়ে পাঠিয়েছিল ও ছোট ছোট বাচ্চাদের এভাবেই সেই কাজে নামানো হয় এবং তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন পরিবারের সদস্যরা

Address

Haldia
Haldia

Alerts

Be the first to know and let us send you an email when R.I TV বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category