22/02/2024
গতকাল
তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার দুপুর বেলা কৈলাশহর ঊনকোটি কলাক্ষেত্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত ক্লিকদার, জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরের OSD কার্তিক দেববর্মা, ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, কৈলাশহর পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা বিশ্বজিৎ দেব, বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মালাকার এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতদিনের এই অনুষ্ঠানে কৈলাশহর মহকুমার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। প্রদীপ প্রজ্জলন করে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন কৈলাশহর পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। পাশাপাশি শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠানে।